রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা

রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা Ruqyah With Hijama Is An Alternative Treatment Solution For Diseases And Disorders Check out on Google Map:
https://goo.gl/maps/sDjLCmBkpyzQXAFj6

সেদিন তিন বছর বয়সী একটা ছেলের কিছু সমস্যার জন্য তার বাবা-মা রুকইয়াহ করাতে আমাদের অফিসে নিয়ে আসে। বিস্তারিত শুনে মনে হলো ...
10/08/2025

সেদিন তিন বছর বয়সী একটা ছেলের কিছু সমস্যার জন্য তার বাবা-মা রুকইয়াহ করাতে আমাদের অফিসে নিয়ে আসে। বিস্তারিত শুনে মনে হলো বাবা-মারও কিছু সমস্যা আছে। রুকইয়াহ শুরু করতেই ছেলের বাবা অস্বাভাবিক হয়ে পড়ে এবং আমাকে (রাকী) মারতে উদ্যত হয়। প্রায় দুই ঘন্টা যাবৎ তিনজন (পুরুষ) মিলে তাকে ধরে রাখা দায়, তারমধ্যে এক ভাই কিছুটা আহতও হয়েছিল।

আল্লাহ রুকইয়াহ নিয়ে কাজ করা ভাইদেরকে হেফাজতে রাখুন, তাদের কাজে খুলুসিয়্যাত দান করুন, দুনিয়া ও আখেরাতে উত্তম জাঝা দান করুন, আমীন।

#রুকইয়াহ #খুলনা

14/07/2025

নষ্ট করে দেওয়া হলো দ্রুত বিয়ে হওয়ার জন্য দেওয়া ব্যবস্থাপত্র। রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা

নষ্ট করে দেওয়া হলো আরো কিছু তাবিজ সামগ্রী।
13/07/2025

নষ্ট করে দেওয়া হলো আরো কিছু তাবিজ সামগ্রী।

02/05/2025

অনিবার্য কারণবশত ০৫/৫/২৫ ইং হতে ১৫/৫/২৫ ইং পর্যন্ত আমাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

06/04/2025

৭ এপ্রিল ২০২৫ সোমবার গ্লোবাল স্ট্রাইকে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং অফিসিয়ালি আমাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আপনারাও সকলের নিজ নিজ স্থান থেকে অংশগ্রহন করুন।

হিজামা হলো একটি সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা ইসলামী ঐতিহ্যের পাশাপাশি আধুনিক বিজ্ঞানেও স্বীকৃত। আরবি শব্দ "আল-হাজম" থেকে...
23/03/2025

হিজামা হলো একটি সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা ইসলামী ঐতিহ্যের পাশাপাশি আধুনিক বিজ্ঞানেও স্বীকৃত। আরবি শব্দ "আল-হাজম" থেকে এসেছে "হিজামা", যার অর্থ চোষা বা টেনে নেওয়া। এর মূল ধারণা হলো, শরীর থেকে দূষিত রক্ত বের করে দিয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থতা ফিরিয়ে আনা। ইসলামিক ঐতিহ্যে এটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হিসেবে পরিচিত, এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণায়ও এর উপকারিতা স্বীকৃত হয়েছে।

এই পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অংশে কাপ বসিয়ে ভ্যাকুয়ামের মাধ্যমে রক্ত চলাচল উজ্জীবিত করা হয়। এরপর ছোট ছোট চিরা কেটে সেখান থেকে জমে থাকা দূষিত রক্ত (Toxic Blood) বের করে দেওয়া হয়। ফলে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর হয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়।
হিজামার মাধ্যমে—
✅ রক্তপ্রবাহ দ্রুততর হয়, যা পেশি, চামড়া ও বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয়।
✅ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
✅ স্নায়ুর চাপ কমে, দেহ সতেজ ও শিথিল হয়।

হিজামার ব্যবহার প্রায় ৩০০০ বছর পুরনো। এটি প্রাচীন চীন, ভারত ও গ্রিক চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হতো। পরবর্তীতে মুসলিম চিকিৎসাবিদরা এটিকে আরো উন্নত করেন এবং রাসুলুল্লাহ (সা.) স্বয়ং হিজামার উপকারিতা সম্পর্কে বলেছেন। ইসলামিক ও আধুনিক চিকিৎসাশাস্ত্রে এটিকে “রক্তমোক্ষণ” বা “Cupping Therapy” নামে চিহ্নিত করা হয়।

হিজামা শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি। নিয়মিত হিজামা করলে শরীর সতেজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানসিক প্রশান্তিও আসে। ফলে প্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এটি সুস্বাস্থ্যের একটি কার্যকর উপায় হিসেবে টিকে আছে।

রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা
অফিসে আসার পূর্বে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন।
যোগযোগঃ ২৪৩ খান জাহান আলী রোড, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সামনে।
মোবাইলঃ 01757-266226

16/02/2025

"এক কবিরাজের বক্তব্য আরেক কবিরাজের বক্তব্য দিয়ে ক্রস চেক করে নিশ্চিত হওয়া" একটি ধোকা।

03/02/2025

সুস্থতার নিশ্চয়তা দিতে পারলে আপনাদের চেয়ে আমাদেরই বেশি ভালো লাগতো, বিশ্বাস করেন...

07/01/2025

রুকইয়াহ-তে মাহরাম/অভিভাবকের অনুপস্থিতি হাজারো ফিতনার কারণ।
আরো সচেতনতা কাম্য...

গল্পটা একজন ভার্সিটি পড়ুয়া মেয়ের। বহুদিন ধরে তার বিয়ে আটকে আছে। যখনই নতুন প্রস্তাব আসে এবং শেষ পর্যন্ত বিয়ে ঠিক হয়, মেয়ে...
03/01/2025

গল্পটা একজন ভার্সিটি পড়ুয়া মেয়ের। বহুদিন ধরে তার বিয়ে আটকে আছে।
যখনই নতুন প্রস্তাব আসে এবং শেষ পর্যন্ত বিয়ে ঠিক হয়, মেয়েটা চরম পর্যায় অসুস্থ হয়ে পড়ে। ফলে বিয়ে আর হয় না। এভাবে একের পর এক বিয়ে ভাঙ্গা আর মেয়েটির অসুস্থতা নিয়ে বেশ ভালো ভোগান্তির শিকার পুরো পরিবার।
সাধারণত এ ধরণের সমস্যা তখনই হয়, যখন কেউ বিয়ে বন্ধের জাদু করা হয়। তাই মেয়েটির আলেম ভাই তখন একটি রুকইয়ার বই দেয়। সেখান থেকে কিছু আমল শুরু করলো মেয়েটি। যেমন- জিন থেকে আত্মরক্ষার ১২ আমল, জাদু নষ্ট করার ৭ আমল ইত্যাদি। এরকম কিছু আমল করতে থাকল সে। ধীরে ধীরে তার অসুস্থতা কমতে থাকল। কয়েক মাস বেশ ভালোই কাটতে থাকল।
কিন্তু হঠাৎ একদিন আবারও শুরু হলো উৎপীড়ন। তখন রুকইয়া করলে জানা যায় মেয়েটি জিনগ্রস্ত। সঙ্গে এটাও জানা যায়, তাকে একজন কবিরাজ তাবিজ দিয়েছিল। সম্ভবত এই শিরকি তাবিজের মাধ্যমে একজন জিনকে বেঁধে দেওয়া হয়েছিল তার সঙ্গে। ফলে লাগাতার ওপরের আমলগুলো করায় দীর্ঘ ৭-৮ মাসে জিন যথেষ্ট দুর্বল হয়ে পড়ে ঠিকই, কিন্তু ছেড়ে যায় না।
রাক্বীর পরামর্শে এই তাবিজ নষ্ট করে দেওয়া হলো এবং পুনরায় রুকইয়াহ করা হলো। একপর্যায় মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয় এবং তার বিয়েও ঠিক-ঠিকভাবে সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ ।
মূলত কবিরাজরা জিনের মাধ্যমে জাদু করে, যেটা আমরা অনেকেই জানি না। এখানে খবিস জিন ও কবিরাজদের একটি দুষ্টচক্র কাজ করে। মানুষের ক্ষতি করার জন্য তারা সঙ্ঘবদ্ধ। কখনো কবিরাজ-কবিরাজ, কখনো জিন-জিন, কখনো জিন-কবিরাজের থাকে সঙ্ঘবদ্ধ উপস্থিতি—মোটকথা একটি মজবুত নেটওয়ার্ক থাকে তাদের।
ফলে রোগী যখন কবিরাজ, ওঝা, অমুক তমুক বাবার কাছে যায় এবং অর্থের পাশাপাশি তাদের চাহিদা মাফিক নিজের চুল, ব্যবহৃত কাপড়ের টুকরো ইত্যাদি দিয়ে আসে, তখন সমস্যা তো দূর হয়ই না, উলটো তাদের গভীর জালে আটকে যায় সে। নিত্য নতুন সমস্যা তৈরি হতে থাকে তখন। এদিকে কবিরাজও নতুন ধরাবাঁধা কাস্টোমার পেয়ে যায়।
অথচ এর সমাধান ইসলামেই দিয়ে দিয়েছে। রুকইয়াহ সেই সমাধান। কুরআন, সুন্নাহে বর্ণিত সমাধান এবং পূর্বসূরি নেককার আলেম উলামাগণের পরীক্ষিত আমলের সমাহার হলো এই রুকইয়াহ।

30/12/2024

চোর ধরার কাজ পুলিশের। রুকইয়াহ করে -এমন কেউ চুরি যাওয়া মাল খুঁজে দিতে বা চোর ধরে দিতে পারে না...

তাবিজ বা যাদুর জিনিসপত্র নষ্ট করার নিয়মঃ https://www.ruqyahijama.com/TabizNoshto
29/11/2024

তাবিজ বা যাদুর জিনিসপত্র নষ্ট করার নিয়মঃ
https://www.ruqyahijama.com/TabizNoshto

তাবিজ খুলে/ভেঙ্গে ভিতরের কাগজ বের করে টুকরো টুকরো করে নিবেন। তাবিজ/জাদুর জিনিসপত্র পলিথিন বা অন্য কিছু দিয়ে জড়ান.....

Address

Khanjahan Ali Road, In Front Of Khulna Alia Madrasah
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রুকইয়াহ এন্ড হিজামা সার্ভিস খুলনা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram