01/10/2024
জনগণের কমনসেন্স, যুক্তিবোধ, আর গণতান্ত্রিক নৈতিকতাবোধ আকাশ থেকে পড়ে না। রাষ্ট্রের কিছু কারখানা থাকে এবং সেখানেই এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সব গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই কারখানাগুলো থাকে এবং আছে। আমাদের নাই 😭! আমরা উলংঙ্গ জাতি, এই কমনসেন্সটুকুও নেই 😭!