Dr Enamul Haque

Dr Enamul Haque Ophthalmologist & Microsurgeon. Consultant, Eye Department, Gazi Medical College and Hospital. Micro Eye Vision Centre, Shantidham More,Khulna.

Email : drenamul.ophth@gmail.com
Call : +8801711953060

01/10/2024

জনগণের কমনসেন্স, যুক্তিবোধ, আর গণতান্ত্রিক নৈতিকতাবোধ আকাশ থেকে পড়ে না। রাষ্ট্রের কিছু কারখানা থাকে এবং সেখানেই এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সব গনতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই কারখানাগুলো থাকে এবং আছে। আমাদের নাই 😭! আমরা উলংঙ্গ জাতি, এই কমনসেন্সটুকুও নেই 😭!

বাকের ভাই আজ আবার মিথ্যা এক  হত্যাকান্ডের আসামি এবং গ্রেফতার হয়েছেন।  কোথাও কেউ নেই।  রাজনীতি আজ কোথায় গেল ? সবাই আমরা...
16/09/2024

বাকের ভাই আজ আবার মিথ্যা এক হত্যাকান্ডের আসামি এবং গ্রেফতার হয়েছেন। কোথাও কেউ নেই। রাজনীতি আজ কোথায় গেল ? সবাই আমরা আজ রাজনীতিকে হারিয়ে খুঁজছি! সামরিক স্বৈরশাসকরা, অরাজনৈতিক বা রাজনৈতিক স্বৈরশাসকরা রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে কেনা বেচা করে, রাজনৈতিক পরিবেশকে দূষিত করে। উদ্দেশ্য তাদের রাজনীতিকে বিকলাঙ্গ ও ধংস করা। কেননা রাজনীতিকে ধংস করতে পারলে আর কিছু ধংস করার দরকার হয়না , সবকিছু এমনিতে ধংস হয়ে যায়। সমাজে শিক্ষা, নীতি নৈতিকতার কোনো চিহ্ন থাকে না। যে দলটার নেতা কর্মীরা একুশটা বছর আন্দোলন সংগ্রাম করে, জীবন দিয়ে ক্ষমতায় আসে, তাঁরা কিভাবে সেই পোড় খাওয়া রাজনীতিকে গলা টিপে হত্যা করে ? আমরা সেই পোড় খাওয়া রাজনীতিকে এখন হারিয়ে খুঁজছি। মনিমুক্তা একবার হাতছাড়া হয়ে গেলে সেটা কী আর ফিরে পাওয়া যায়? হয়তো পাওয়া যায় বা যাবে। পুরাতন মনিমুক্তা না পাই, নুতন মনিমুক্তা পাওয়া যায় এবং খুঁজতে হবে,শ্রম দিতে হবে । নুতন চিন্তা, নুতন দর্শন নিয়ে রাজপথে আবার নামতে হবে । সোনার বাংলায় রাজনীতি হারবে না, হারতে পারেনা। আমার সোনার বাংলা, আমার তোমায় ভালোবাসি!

05/09/2024

'রাজাকার' শব্দটা আমি ব্যবহার করতে চাইনা, অপছন্দ । কিন্তু ইদানিং আমাকে বাধ্য করা হচ্ছে বলতে, "রাজাকারের বাচ্চা রাজাকার"! কী করবো? উপায় নেই, আমি ভূলিতে চাই কিন্তু আমাকে ভুলতে দেওয়া হয়না। অসহায়ের আর্তনাদ !

02/09/2024

রাষ্ট্র-সরকার স্বৈরাচারী ,অবৈধ, অসাংবিধানিক হলে অসত্য ও মিথ্যার আশ্রয় নেয় । একটা মিথ্যাকে ঢাকতে হাজারটা মিথ্যাচার করে । অসত্য ও মিথ্যাচার সরকারের আদর্শে পরিনত হয় এবং আমজনতা সরকারের উপর আস্থা হারায় , অসৎ ও মিথ্যাচারে লিপ্ত হয়। আম জনতাকে ভালো হতে বললে তাঁরা খারাপ পথে হাঁটে, সত্য পথে চলতে বললে অসৎ পথে চলে। রাষ্ট্র ও সরকারের অবস্থা হয় চৈত্র মাসে গরু হারিয়ে যাওয়া অভাগা কৃষকের মতো। ঘরের ডোয়ায় বসে পাশ দিয়ে ছেলে গেলে তারে বলে ভাই আমারে এক গ্লাস পানি দেও। পাশে বৌ খেকিয়ে উঠে, লজ্জা শরমের মাথা খাইছো,ও তোমার ভাই না, ছেলে 😂 অভাগা কৃষক বলে উঠে ওরে মা' চৈত্রী মাসে গরু হারায় গেলে এমনি হয়। সুতরাং গোলাম হোসেনরা সাবধান 😂!

গনতন্ত্র নামক গাছের জন্য ধর্মনিরপেক্ষতা হলো পানি। পানি না থাকলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি ধর্মনিরপেক্ষতা না থাকলে গনত...
25/08/2024

গনতন্ত্র নামক গাছের জন্য ধর্মনিরপেক্ষতা হলো পানি। পানি না থাকলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি ধর্মনিরপেক্ষতা না থাকলে গনতন্ত্র শুকিয়ে। বট গাছ,দুর্বা ঘাস সবার ক্ষেত্রে প্রকৃতির এই বিধান প্রযোজ্য!

16/08/2024

আবেগ যেখানে বেশি, চিন্তার গভীরতা সেখানে কম এবং সেজন্য আবেগ দিয়ে রাজনীতি হয়না, চিন্তা ও যুক্তি প্রয়োজন!

15/08/2024

দেশের রাজনীতিবিদদের জন্য আমার করুণা হয়। ইতিহাস থেকে, প্রাকৃতিক বিধিবিধান থেকে কিছু শেখে না, শিখতে চায় না। রাজনীতিবিদরা যদি সততার রোপণ করেন, তবে জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন , এই মহাসত্যটাও মহামান্যরা বুঝতে চান না। মহামান্যদের ছোট ছোট ভূলে, আমজনতাকে যুগ যুগান্তর খেসারত দিতে হয়!

আসছে পনর‌‌‌ই আগস্ট। বঙ্গবন্ধুকে নিয়ে আর টানাহেঁচড়া না করলে হয়না। আর কত , অপমানতো কম করলেন না। অপ্রস্তুত এক  জাতিকে তি...
11/08/2024

আসছে পনর‌‌‌ই আগস্ট। বঙ্গবন্ধুকে নিয়ে আর টানাহেঁচড়া না করলে হয়না। আর কত , অপমানতো কম করলেন না। অপ্রস্তুত এক জাতিকে তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার পুরস্কার তিনি কড়ায় গন্ডায় পেয়ে গেছেন। থাকুক না তিনি নিরবে নিভৃতে দুরে কোথাও । তবে তিনি যেখানেই থাকুন , আমাদের গর্ব, আমাদের ইতিহাস ভালো থাকবেন! আমাদের শ্রদ্ধা, ভালবাসা রাখুন না নিজেদের গহীন অন্তরে।

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রয়োজন নেই। দুরে থাকলেই বরং আমাদের গর্বের ইতিহাস নিরাপদে থাকে।   এই...
09/08/2024

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রয়োজন নেই। দুরে থাকলেই বরং আমাদের গর্বের ইতিহাস নিরাপদে থাকে। এই স্মরণ ও শ্রদ্ধার পিছনেই লুকিয়ে থাকে ঘৃণা ও ব্যবসা । শ্রদ্ধা ও কান্না দেখাতে নেই। আমাদের শ্রদ্ধা, ভালবাসা ও কান্না থাকুক অন্তরের অন্তঃস্থলে !

29/07/2024

এবার বাহাত্তরের সংবিধানে ফিরে আসুন। দেখবেন রাজনীতি তাঁর জীবন ফিরে পেয়েছে। গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা একে অপরের পরিপূরক। গনতন্ত্র না থাকলে ধর্মনিরপেক্ষতা থাকে না,আর ধর্মনিরপেক্ষতা না থাকলে গনতন্ত্রও থাকে না। গনতান্ত্রিক সমাজ বললে আপনাকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করা যাবে না। ধর্মনিরপেক্ষতা ছাড়া গনতান্ত্রিক মানবিক সমাজ অসম্ভব। আর কতদিন লাগবে সমাজ বিজ্ঞানের এই মহা সত্য বুঝতে ?

29/07/2024

১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত। রাষ্ট্রের রাজনৈতিক দলের সফটওয়্যার পরিবর্তন ছিলো সময়ের দাবি। সন্ত্রাসী দল, যুদ্ধাপরাধীদের দল রাষ্ট্রের রাজনৈতিক সফটওয়্যারে থাকতে পারে না। তারা ট্রজানসর্স, রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অচল করে দিয়েছে। অনেক আগেই তাদের নিষিদ্ধ করা উচিত ছিলো,better late than never !

অনুজীব আমাদের শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। তাদের মধ্যে কেউ কেউ আমাদের বেঁচে থাকতে, খাদ্য গ্রহণে সাহায্য করে, আবার কেউ...
28/07/2024

অনুজীব আমাদের শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। তাদের মধ্যে কেউ কেউ আমাদের বেঁচে থাকতে, খাদ্য গ্রহণে সাহায্য করে, আবার কেউ কেউ ঘাপটি মেরে থাকে এবং শরীরটা দূর্বল হলে সে শরীরটাকে আক্রমন করে এবং আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে । একমাত্র শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি আমাদের বাঁচিয়ে দেয়। শরীরের ইমিউনিটি সিস্টেম অনুজীবকে প্রতিরোধ করতে না পারলে মানবজীবনকে মৃত্যু বরণ করতে হয়। প্রকৃতিতে বাঁচা মরার এই খেলা চলছে অবিরাম।
প্রকৃতির জীব জগত, জড় জগত,সব জগতে চলছে ভাঙ্গা গড়ার, জীবন মৃত্যুর এই খেলা।
মানব সমাজেও চলছে দূর্বল সবলের সংগ্রাম । আবহাওয়া পরিবর্তনের সাথে মানব শরীরে পরিবর্তন হয়। এবং এই পরিবর্তন শরীরটাকে দূর্বল করে। আর সেই সময়টা অনুজীব যেমন বেছে নেয় এবং রুগ্ন ও দূর্বল শরীরকে আক্রমণ করে সমাজের রাজনীতিও সময়ের পরিক্রমায় দূর্বল হয় এবং রাজনীতির শরীরে সেঁটে থাকা আদর্শহীন অনুজীব তখন সুস্থ রাজনীতিকে আক্রমণ করে। রাজনীতি অসুস্থ ও দূর্বল হলে তাঁর মৃত্যু ঘটে এবং রাজনীতি সুস্থ সবল হলে বেঁচে থাকে। আর রাজনীতির এই সুস্থতা নির্ভর করে তার আদর্শ বা দর্শন এবং অভ্যন্তরীণ গনতান্ত্রিক চর্চার উপর। এবং সেজন্য রাজনীতির জগতে বঙ্গবন্ধু , তাজউদ্দীন, নজরুল ইসলামদের জন্ম হয় । দর্শন রাজনীতির ঔষধ (এন্টিবায়োটিক) এবং দলের অভ্যন্তরীণ গনতন্ত্র তার ইমিউনিটি,রোগ প্রতিরোধক। রাজনীতির শরীরে দর্শনের পরিবর্তন হয়, পরিবর্তন করতে হয় । কেননা দর্শন তার সময়কে অতিক্রম করতে পারেনা , ঔষধের মতো রেজিস্ট্যান্স হয়ে যায়। পুরাতন দর্শন সময়ের সাথে খাপ খাওয়াতে পারেনা। রাজনীতির শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তথা অভ্যন্তরীণ গনতান্ত্রিক আচার আচরণের অভাব ঘটে । আর তখনই সমাজের চিকিৎসক রাজনীতিবিদদের হাতে থাকে না ঔষধ (দর্শন), রাজনীতির শরীর তখন রোগাক্রান্ত এবং প্রতিরোধ ক্ষমতাও শুন্য। ঔষধ নাই, ইমিউনিটি নাই এবং প্রকৃতির বিধান অনুযায়ী তখন দূর্বল রাজনীতির হবে মৃত্যু । সমাজ আক্রান্ত হবে দূরারোগ্য ব্যাধিতে। জন্ম হবে আনার ও আনারসদের।রাজনৈতিক দলের সময়ের সাথে দর্শনের পরিবর্তন,পরিমার্জন এবং দলের অভ্যন্তরীণ গনতন্ত্রের চর্চা ছাড়া উপায় নেই। রাজনীতিবিদরা সেটা বুঝে না। ঘাড়ে একটা মাথা আছে সেটাকেও কাজে লাগায় না, লাগাতে পারেনা। মনে রাখা উচিত প্রকৃতিতে সবল ও দূর্বলের সংগ্রাম চলছে, চলবে। পরিবর্তনের মধ্যেই রাজনীতির জীবন। ভাগ্যের লিখন নয়, এটা প্রকৃতির লিখন , না যায় খন্ডন। কী বুঝলেন? নিজেকে প্রশ্ন করুন, বুঝতে পারবেন!

Address

Micro Eye Vision Centre, Shantidham More
Khulna
90001

Telephone

+8801711953060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Enamul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Enamul Haque:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Ophthalmologist & Microsurgeon

Ophthalmologist & Microsurgeon. Consultant, Eye Department, Gazi Medical College and Hospital. Micro Eye Vision Centre, Shantidham More,Khulna. Email : drenamul.ophth@gmail.com Call : +8801711953060