22/08/2024
আজকের দিনে অন্যতম সুখবর এই যে, দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি বিরতি শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এই বিরতি প্রায় ৪৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
যদিও এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টির সম্ভাবনা তখনও থাকছে। তবে তা এই কয়েকদিনের মতো এত্ত না। এতে এই ৪৮ ঘন্টায় বন্যার পানি নেমে যাওয়ার জন্য মোটামুটি একটা সময় পেতে পারে।
অন্যদিকে একই সময় দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলসহ দেশের অন্যত্র বৃষ্টি বলয় শ্রাবণীর সক্রিয়তা দেখা যেতে পারে। অর্থাৎ, বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। যা অন্তত ২৭ তারিখ পর্যন্ত বিরতিসহ চলতে পারে।
এরমধ্যে ২৫-২৬ তারিখ নাগাদ চট্টগ্রাম, সিলেট বিভাগ ও দেশের দক্ষিনাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বলয় শ্রাবণী বেশ সক্রিয়তা প্রদর্শন করতে পারে। এবং ২৭ আগস্ট দেশ থেকে বিদায় নিতে পারে।
২৪-২৬ তারিখ নাগাদ সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে সাগর উত্তাল থাকতে পারে উক্ত সময়ে।
"সকলে ধর্ম বর্ণ গোত্র ব্যতিরেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবিলায় অংশ নিন, সবার চেষ্টায় সবকিছু সহজ হবে।"
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট: ২২ আগস্ট ২০২৪, বিকাল ৫টা
©
Image: Saiful Islam, Cumilla