17/05/2025
হাই প্রেসার ( হাইপারটেনশন) এর রোগীরা কিছু কিছু কমন ভুল করে থাকে
১. প্রেসার নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পর ওষুধ বন্ধ করে দেয়া
২. মাঝে মাঝে ( অনিয়মিত) ওষুধ খাওয়া।
৩. কোথাও বেড়াতে গেলে ওষুধ না নিয়ে যাওয়া / ওষুধ না খাওয়া
৪. সারাজীবন কি ওষুধ খেয়ে পারা যায় এ মানসিকতা ধারন করা
৫. কোনো কারনে যদি একবার প্রেসার কমে যায় তাহলে ডোজ না কমিয়ে বন্ধ রাখা।
৬.আমার প্রেসার মাপলে বেশী ঠিক আছে কিন্তু কোন উপসর্গ নাই আমি ওষুধ কেন খাবো
এরকম অনেক ধারনা আছে যেটা সঠিক নয়
একজন গ্রাজুয়েট বা পোস্টগ্রাজুয়েট এর পরামর্শ ছাড়া ওষুধ বন্দ রাখবেন না।
সকলকে World HYPERTENSION DAY এর শুভেচ্ছা রইল
আমরা সচেতন হই, সুস্থ থাকি, পরিবারকে সুরক্ষিত রাখি।
ডা উপানন্দ রায়
এফসিপিএস ( মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ