SHC Health News BD

SHC Health News BD আপনার সুস্থতা আমাদের একমাস কামনা।
অনলাইন সহ যে কোন পরামর্শের জন্য :
WhatsApp Business imo.im also 01916145410

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা থেকে উচ্চতর ও সুপ্রশিক্ষিত চিকিৎসক মণ্ডলীর মাধ্যমে বিগত ১০ বছর ধরে সফলতার সাথে " শিশু, মহিলা ও পুরুষের" যেকোনো জটিল ও কঠিন রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র।

20/03/2025
23/02/2025
22/02/2025

#নির্মল #ভালবাসা :

সুন্দর বনের প্রান্তিক এলাকা কয়রা, অগনিত রোগী আছে আমার ওই অঞ্চলে।
সরল জীবন যাপনে অভ্যস্ত বেশিরভাগ মানুষ, ভীষণ ভাল বাসতে জানেন , পছন্দের মানুষদের যত্ন করতে জানেন তারা।
১৫ বছর যাবত আমি খুলনা শহরে প্র্যাকটিস করার সুবাদে স্বরণখোলা, রায়ান্দা,দাকোপ,মোংলা,শ্যামনগর, কালিগঞ্জ,কয়রা সহ প্রান্তিক এরিয়ার অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার জন্য, শহুরে চিকিৎসকের পরামর্শ নিতে রোজ আমার কাছে আসেন।

সম্মানিত এই রোগীদের সাথে আমার আত্মীক সম্পর্ক, একদম কোন জড়তা ছাড়াই তারা আমাকে স্যার , মামা,চাচা,কাকু ভাই দাদা ইত্যাদি বিভিন্ন নামে সম্বোধন করেন।
আমার কাছে মনে হয় যুগান্তরের গভীর প্রেমে আমি আবদ্ধ, তাদের প্রতি অসীম দ্বায় আছে আমার।

ছবিতে যাদের দেখছেন, তারা তেমনি সরল ভালবাসার প্রতিক, কয়রা থেকে আমার জন্য নিয়ে এসেছেন- ডুমুর,কলার মুচা,থানকুনি, কলা।

আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে অনেক রোগী আছে আমার, তাদের কেউ কেউ ভালবেসে- দামি ফোন , ঘড়ি , পোশাক সহ অনেক কিছুই উপহার পাঠিয়েছেন ইতোপূর্বে। কিন্তু আমার কাছে সুন্দর বনের প্রান্তিক জেলে অথবা কৃষানী মায়ের ভালবাসাই সেরা।🙏🙏🙏
যদিও সব উপহার অমূল্য।
বিনীত- ডা.অপূর্ব কুমার দাস
বিএইচএমএস, এমপিএইচএন।
১৯/০২/২০২৫

22/02/2025
19/02/2025
06/02/2025
31/01/2025

#পারিবারিক #ডাক্তার #থানকুনি:

শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের জন্যই থানকুনি হতে পারে আপনার পরিবারের সুস্থতার নিত্য সঙ্গী।

এতে রয়েছে অতুলনীয় পুষ্টিগুণ ও রাসায়নিক উপাদান যা আপনার পুরো পরিবার কে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে।
ভিটামিন -এ , বি , সি রয়েছে , যা আপনার ত্বকের জন্য উপকারি, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে , #শিশুর স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে ,
এতে রয়েছে #অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
রয়েছে- পটাসিয়াম ,ক্যালসিয়াম, আয়রন , ফসফরাস যা আপনার শিশুর হাড় ও দাঁতের গঠনে সহায়ক,
#গর্ভবতী মা ও #কিশোরীদের রক্তের হিমোগ্লোবিন বেলেন্স করতে সহায়ক,
মানসিক দুশ্চিন্তা কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
ইহা রক্ত পরিস্কারক এবং #চর্মরোগে এই ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদটির বিশেষ দখল রয়েছে।

এটি নিউরোলজিক্যাল ফাংশন উন্নত করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে
হজমশক্তি বাড়ানোর পাশাপাশি #কোষ্ঠকাঠিন্য দূর করতে বহুকাল যাবত সমাদৃত।

ইহা রস করে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, যেমন- এর ভর্তা অত্যন্ত মজাদার, মাছের ঝোলের সাথেও অনেকে খেয়ে থাকেন,
সকালে খালিপেটে #থানকুনিপাতা চিবিয়ে খেলেও দারুণ উপকার মেলে। মোদ্দাকথা হলো আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন, অবশ্যই উপভোগ্য।

Hydrocotyle asiatica ( হাইড্রোকোটাইল অ্যাসিয়াটিকা) নামে #হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে এর চমৎকার ব্যবহার রয়েছে।

ডা.অপূর্ব কুমার দাস
বিএইচএমএস,এমপিএইচএন
মেডিকেল অফিসার ( হোমিওপ্যাথি )
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
📞 01916145410 WhatsApp also .

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHC Health News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram