Dr. Sahadeb Kumar Das

Dr. Sahadeb Kumar  Das নবজাতক, শিশু-কিশোর, ল্যাপারোস্কপিক ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন

Tongue Tieজিহবা নিচে লাগানো থাকে। ৬ মাস থেকে ১০ মাস বয়সের মধ্যে, কথা বলতে শেখার আগে, দাঁত ওঠার আগে ছোট একটি অপারেশন করে ...
28/07/2025

Tongue Tie
জিহবা নিচে লাগানো থাকে।
৬ মাস থেকে ১০ মাস বয়সের মধ্যে, কথা বলতে শেখার আগে, দাঁত ওঠার আগে ছোট একটি অপারেশন করে ছাড়িয়ে দেওয়া হয়। নতুবা কথা বলতে জড়তা আসে, জিহবা মাঝখানে ভাজ পড়ে যায়।

Cleft ear lobule
02/07/2025

Cleft ear lobule

26/06/2025

ডায়াফ্রামেটিক হার্ণিয়া-বুক ও পেটের মাঝে পর্দার ডিফেক্ট

23/06/2025
15/06/2025

অন্ডকোষ অন্ডথলিতে না থাকলে কি করতে হয় Undescended Te**is ডাঃ সহদেব কুমার দাশ াঃ সহদেব কুমার দাশএমবিবিএস, বিসিএস (স্বা.....

Polydactylyহাতে পায়ে উভয়ই  হতে পারে। কাপড় এ বেধে অনেকসময় ইনফেকশন হতে পারে। কুসংস্কার কাজ করে। Better to remove the extra...
08/06/2025

Polydactyly
হাতে পায়ে উভয়ই হতে পারে। কাপড় এ বেধে অনেকসময় ইনফেকশন হতে পারে। কুসংস্কার কাজ করে।
Better to remove the extra fingure.

Epigastric Hernia আনকমন একটি হার্ণিয়া। বাচ্চাদের বেশি পাওয়া যায়। বড়দের ও পাওয়া যায়। নাভি থেকে উপরে মিডলাইন বরাবর থাকে। ছ...
02/06/2025

Epigastric Hernia
আনকমন একটি হার্ণিয়া। বাচ্চাদের বেশি পাওয়া যায়। বড়দের ও পাওয়া যায়। নাভি থেকে উপরে মিডলাইন বরাবর থাকে। ছোট্ট একটি অপারেশন লাগে।

 #টেস্টিকুলার  #টর্শান ( Testicular Torsion)যে রোগটি করোনা মানে না বা মানে না কোনো মহামারী।সাদ নামের ছেলেটির বয়স ১৩ বছর...
31/05/2025

#টেস্টিকুলার #টর্শান ( Testicular Torsion)
যে রোগটি করোনা মানে না বা মানে না কোনো মহামারী।

সাদ নামের ছেলেটির বয়স ১৩ বছর। । বাম পাশের অণ্ডথলিতে হঠাৎ করে প্রচন্ড ব্যথা। ব্যথায় অস্থির হয়ে পড়ে কাতরাতে থাকে। । ওর আব্বা দেরী না করে তাড়াতাড়ি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। । ততক্ষনে চার ঘণ্টা সময় পার হয়ে গেছে। হাসপাতাল থেকে ফোন আসার পরে আমি দ্রুত পায়ে তড়িঘড়ি নেমে পড়ি। ওটি রেডি করতে বলি। করোনাকে পরোয়া করিনি। টেস্টিস কে বাঁচাতে হলে যেকোনো মূল্যে জরুরী অপারেশন করতে হবে। নতুবা টেস্টিসের রক্ত সরবরাহ বন্ধ হয়ে পঁচে যেতে পারে। শুধুমাত্র শারীরিক এক্সামিনেশন করে, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশনে যাই এবং সফল হই। ওর প্যারালাইসিসের রোগী আব্বুর চোখে খুশিতে পানি চলে আসলো।

একেকটি অণ্ডকোষ একেকটি দড়ি দিয়ে ঝোলানো থাকে যে দড়ির ভিতর একটি শুক্রনালী থাকে এবং টেস্টিস কে বাঁচানোর জন্য রক্ত সরবরাহের শিরা ও ধমনী থাকে। কোনো কারণে যদি টেস্টিস ঘুরে যায় এবং দড়িটা তে প্যাঁচ লাগে তবে এর রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়।

সাধারণত ছয় ঘন্টার ভিতরে আসলে টেস্টিসটাকে অপারেশন করে বাঁচানো সম্ভব হয় নতুবা টেস্টিস পঁচে যেতে পারে।

শারীরিক পরীক্ষায় অণ্ডকোষটাকে উপরের দিকে তুললে ব্যাথা বেড়ে যায়। কালার ডপলার আলট্রাসনোগ্রাফি যদি কাছাকাছি থাকে এবং তাড়াতাড়ি করা যায় তাহলে করা যেতে পারে নতুবা অহেতুক দেরি না করে তাড়াতাড়ি অপারেশন করে ফেলা ভালো।

অপারেশনের সময় যদি দেখা যায় টেস্ট ইস্টে পৌঁছে গেছে তাহলে কেটে ফেলতে হয় আর নতুবা ভালো থাকলে রেখে দিতে হয় কিন্তু একটা জিনিস অবশ্যই করতে হয় যেটা হলো অন্য পাশের টেস্টিসকে ফিক্সড করে দেওয়া। কারণ অপর পাশে যদি কোনদিন আবার টর্শান হয় এবং টেস্টিসটা পঁচে যায় তাহলে বিপদ হতে পারে।

টেস্টিসে প্যাঁচ লাগলে আমাদের দেশের ক্ষেত্রে টেস্টিসকে বাঁচানো অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যায় কারণ অধিকাংশ ক্ষেত্রে রোগী আসতে এবং অপারেশন এরেঞ্জ করতে ছয় ঘণ্টা পার হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে ১/২ দিন পার হয়ে যায়। তার ভিতরে অণ্ডকোষ পঁচে যায়।

নিজের অভিজ্ঞতা থেকে বলি আমি অন্তত ত্রিশ থেকে চল্লিশটা টেস্টিকুলার টর্শান অপারেশন করেছি কিন্তু তার ভিতরে হাতেগোনা মাত্র চারটা টেস্টিস ভাল পেয়েছি।

অণ্ডকোষে ব্যাথার ব্যাথার অন্য একটি কারণ হল-ইনফেকশন হওয়া (Epididymo-orhitis)। তবে সেটি সাধারণত দুপাশে হয় এবং আস্তে আস্তে শুরু হয়। সাথে জ্বর ও প্রসাবে জালা-পোড়া থাকতে পারে।

যদি কোন বাচ্চা হঠাৎ করে অন্ডকোষে তীব্র ব্যথার কথা বলে তবে দেরি না করে সঙ্গে সঙ্গে শিশুর সার্জনের সাথে দেখা করা ভালো। কারণ যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় ততই টেস্টিসকে তাকে বাঁচানো সম্ভব হয়।

মনে রাখতে হবে অপারেশন করতে গেলে অন্তত চার ঘন্টা সময় না খেয়ে থাকতে হয় সুতরাং যদি কোন বাচ্চার এরকম কোন সমস্যা হয় সাথে সাথে তাকে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

* ইহা করোনা সময়কার পোস্ট *

Diaphragmatic Hernia র সমস্যা ছিল। ৩ মাস আগে অপারেশন করছিলাম। ফলোআপ এ ফটোসেশান।
29/05/2025

Diaphragmatic Hernia র সমস্যা ছিল। ৩ মাস আগে অপারেশন করছিলাম। ফলোআপ এ ফটোসেশান।

17/05/2025

Hydrocele in children: Dr. Sahadeb Kumar Das in children

26/04/2025

বাচ্চার হার্নিয়া সমস্যা কেন হয়? অপারেশন ছাড়া সমাধান আছে কি? Hernia: Types, Treatments, Symptoms ...

Address

খুলনাঃ ফাতিমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রয়েল মোড়, খুলনা।
Khulna

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801909141532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sahadeb Kumar Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sahadeb Kumar Das:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category