�� নার্সিং পড়ার সুবিধাঃ
১। সরকারি চাকরিতে নার্সরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা লাভ করে।
২। সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা কোর্স চলাকালীন মাসিক ২০০০/২৫০০ টাকা করে উপবৃত্তি পাবে।
�� বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার প্রতি তিনজন নার্স থাকার কথা থাকলেও এখানে রয়েছে দুইজন ডাক্তারের পরিবর্তে মাত্র একজন নার্স। ��
� এছাড়াও বাংলাদেশ সরকার নার্সিং সেবার মান বৃদ্ধি করতে নার্সদের ব্যাপক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ও তাদের জন্য যুগোপযোগী সব সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে।�
সুতরাং সব বিষয় বিবেচনা করে নার্সিং পেশা হতে পারে বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বলতম পেশা।
�� আর তাই শিক্ষার্থীদের নার্স হবার স্বপ্নকে বাস্তবে রূপদান করতে 'নিউরন স্পেশাল' শুরু থেকেই সফলতার সাথে সঠিক, বিজ্ঞানসম্মত ও কার্যকর পদ্ধতিতে শিক্ষার্থীদের নার্সিং-এ চান্স পাবার ক্ষেত্রে যোগ্য করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
�� ৫o% ছাড়ে ভর্তি চলছে !!! ���
� Exclusive 2nd Time Batch
� Advance Batch (1st Time HSC -2022)
�সেবামূলক ও মহৎ পেশার পাশাপাশি উজ্জ্বল ক্যারিয়ার গড়তে নার্সিং একটি অন্যতম এবং উত্তম বিকল্প।�
�� শুধু কর্মসংস্থান তথা চাকরির সহজলভ্যতাই নয় বরং এর পাশাপাশি সামাজিক মর্যাদা, আত্মতৃপ্তি, মানবসেবার মতো মহৎ কাজসহ উচ্চশিক্ষা তথা MSc, এম ফিল এবং পিএইচডি করার সুযোগ তো থাকছেই।
�� অনেকেই মেধাবী হওয়া স্বত্ত্বেও সঠিক দিক নির্দেশনা তথা উপযুক্ত কর্মপন্থা এবং পরিপূর্ণ অনুশীলনের অভাবে প্রথমবার ব্যর্থ হয়।
� প্রত্যেকবারই কিছু শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে প্রশ্নপত্রের ধরণ না বুঝা, পরিক্ষার হলে কিংবা তার পূর্বে করণীয় বিষয়গুলো বুঝতে না পারাটাও ব্যর্থতার জন্য দায়ী হয়ে থাকে।
�� অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মত নার্সিংয়ে-ও রয়েছে দ্বিতীয়বার ভর্তি পরিক্ষার সুযোগ। আর এতে মেডিকেলের মতো কোনো মার্কস কাটা হয় না।
� তাই যারা প্রথমবার ব্যর্থ হয়েছো কিন্তু এখনও মনের ভিতর নার্স হওয়ার স্বপ্নকে লালন করছো তাদের জন্য দ্বিতীয়বার হতে পারে নার্স হওয়ার অন্তিম সুযোগ।
� প্রথমবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণ অনুশীলন আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে আবার বাস্তবে রূপদান করতে সচেষ্ট হতে পারো।
� জীবন থেকে এক বছর চলে যাওয়ার অর্থ মোটেও হেরে যাওয়া নয় বরং নব উদ্যমে নিজেকে আরো একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ।
� তাই কালক্ষেপণ না করে দ্রুতই Exclusive 2nd Time Batch এর সাথে স্বপ্ন জয়ের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলো।
Alerts
Be the first to know and let us send you an email when Nursing & Job Coaching- নার্সিং ভর্তি কোচিং,বয়রা শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.