DOLI Homoeo HALL

DOLI Homoeo HALL C/O
Dr. Chayon Roy. D.H.M.S(Dhaka), BA(honours), MA(Philosophy)
Kabbo Tirtho(1st Class)
01762118712

হোমিওপ্যাথিক  চিকিৎসা নিন,সুস্থ থাকুন।ডলি হোমিও হল।বসুপাড়া বাশতলা মোড়,খুলনা।
11/12/2023

হোমিওপ্যাথিক চিকিৎসা নিন,সুস্থ থাকুন।
ডলি হোমিও হল।
বসুপাড়া বাশতলা মোড়,খুলনা।

ডলি হোমিও হল।।
17/03/2023

ডলি হোমিও হল।।

12/10/2022
★ ★ পাইলস ★ ★  ★ মলদ্বার দিয়ে রক্ত পড়ে,   ★ পায়খানার সময় প্রেসার দিলে  ফিনকি দিয়ে রক্ত পড়ে, ব্যাথা / জ্বালা যন্ত্রনা করে...
31/05/2021

★ ★ পাইলস ★ ★

★ মলদ্বার দিয়ে রক্ত পড়ে,
★ পায়খানার সময় প্রেসার দিলে ফিনকি দিয়ে রক্ত পড়ে, ব্যাথা / জ্বালা যন্ত্রনা করে
★ ছোট ছোট আংগুর ফল/ছোট বল এর মত পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসে , রক্ত পড়ে
★ মাঝে মাঝে তাজা রক্তে পুরো টয়লেটের প্যান লাল হয়ে যায় ।

অপারেশন ছাড়াই এটি ভাল করা সম্ভব , ৪-৫ দিনের মধ্যে পাইলস আর থাকবে না, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, চিকিৎসা নেয়ার দিন থেকেই, ২ সপ্তাহ এর মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হবেন

★ ★ গ্যারান্টি সহকারে ★ ★
Dr. Chayon Roy.
D.H.M.S (Dhaka), BA (Honours), MA (Philosophy)
Kabbo Tirtho (1st Class)

মুঠোফোন :
+88 ০১৭৬২-১১৮৭১২

অথবা সরাসরি যোগাযোগ করুন :
🔺Doli Homoeo Hall🔺
127 Hazi Ismail Road, Banorgati, Khulna.

🔻যৌন সমস্যার স্থায়ী সমাধান🔻*******------------******-------******বর্তমানে যৌন সমস্যা একটি মারাত্মক সমস্যা। দিন দিন এই রো...
27/05/2021

🔻যৌন সমস্যার স্থায়ী সমাধান🔻
*******------------******-------******
বর্তমানে যৌন সমস্যা একটি মারাত্মক সমস্যা। দিন দিন এই রোগীর হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত রুগীদের চিকিৎসা নিয়ে আছে অনেক জটিলতা। দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন চমকপ্রদ চিকিৎসা প্রতিষ্ঠান। অনেকেই এসব রঙ-বেরঙ্গের প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে হচ্ছে প্রতারিত। আমার কাছে অনেক রুগীরা আসে। তাদের কথা শুনে মনে হচ্ছে অনেকেই এ রোগ নিয়ে মহাটেনশনে আছেন। অনেকেই এ সমস্যা নিয়ে বিচলিত। কোথায় গেলে ভাল চিকিৎসা পাবে তা কেউ বুঝতে পারছেন না।
আসলে যৌন সমস্যা কোন সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভিতর আনলে এ রোগ কোন রোগই নয়। তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে। আমরা নিজেরাই কিছু সমস্যা নিজেদের শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগি আর ভাবি হয়ত এ রোগের কোন চিকিৎসা নাই। কিন্তু এখনও যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আর সমস্যার কারনে ভাল ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হই আল্লাহর রহমাতে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরী করতে পারব। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করলে দেখি বাহারি রঙের বাহারি সব চিকিৎসার পোস্টার বা সাইনবোর্ড।
বিশেষ করে যৌন সমস্যা নিয়ে। অনেক পোস্টার দেখা যায় যে তারা সাত দিনের ভিতর সব ঠিক করে দিবে। চ্যালেঞ্জ, গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, জীবনের শেষ চিকিৎসা বিবিধ।
আসলে মুল কথা হল আমাদের দেশে বেশীর ভাগই পুরুষরা এ সমস্যাই ভুগছে। মেয়েদের ভিতর এ সমস্যা আছে তবে খুব কম। আমরা চিকিৎসা করার সময় দেখি মেয়েদের সংখ্যা অনেক কম। এক হিসেবে সেক্স সমস্যাটা কিছুই না। তবে বিশেষ কিছু কারনে সমস্যা হয়ে থাকে। মুলতঃ যে সব কারনে সমস্যা হয়ে থাকে সেগুলো হচ্ছে-
১- মানসিক দুঃচিন্তা, মানসিক হতাশা, মানসিক ভীতি।
২- অতিরিক্ত হস্তমৈথুন
৩- সময়মত বিবাহ না করা।
৪- যৌনশক্তি বাড়ানোর নামে অনটাইম মেডিসিন সেবন করা।
৫- অতিরিক্ত ধূমপান করা।
৬- নেশার জিনিষ সেবন করা।
৭- স্বামী-স্ত্রী মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা।
৮- দীর্ঘদিন যাবত কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগা।
৯- সঙ্গ দোষ। অর্থাৎ খারাপ বন্ধুদের কারনে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া, পর্ণ মুভি দেখা, এ জাতীয় চিন্তা করা।
১০- অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া।
১১- ডায়াবেটিস হবার কারনে।
১২- মোটা হবার কারনে।
১৩- যারা কায়িক পরিশ্রম কম করে, মানে অলস যারা।
১৪- প্রেম করে বিয়ের আগেই অবাধ মেলামেশা করা।
১৫- পরিবারের উদাসীনতা।
১৬- ধর্মীয় অনুশাসন না মেনে চলা।
মূলতঃ এসব কর্মকাণ্ড-ই আরও সমস্যা আছে। তবে এ সমস্যাগুলো আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি। যে সমস্যা থেকেই Impotence হোকনা কেন হোমিওপ্যাথিই পারে এর সমাধান। চিকিৎসা আমরা রোগের নয় রোগীর করে থাকি। সেদিক থেকে অনেক মেডিসিন আসে যেমন –
1-Acid Phos.
2-Agnus Cast.
3-Ashwagandha.
4-Caladium Segu.
5-Damiapalant.
6-Ginseng.
7-Muira Puama.
8- Nupher Luteum.
9-Salis Nig.
10-Selenium.
11-Trriubulas Terri.
12-Titanium.
13-Yohimbinum.
অসংখ্য মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। লক্ষনের সাথে মিল রেখে হোমিও নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। তবে এ সমস্যা হতে মুক্তি পাবার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে তা হল অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ ডাঃ কাছে যেতে হবে, যে মেডিসিন খাবেন তা অরিজিনাল হতে হবে। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। এ চিকিৎসার পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী সমাধান অবশ্যই সম্ভব।
সবশেষে একটি কথা না বললেই নয়, যে সমস্ত ভাইয়েরা বাজারে প্রচলিত যেসব অনটাইম সেক্সুয়াল মেডিসিন পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর। এ বিষয়ে অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব মেডিসিন ক্ষতি ছাড়া কোন উপকার হয়না। তাই আমরা সচেতন থাকব। হোমিও চিকিৎসা নিন সুস্থ ও সজীব থাকুন।
🚩যৌনরোগসহ যে কোন জটিল ও কঠিন রোগের সফল হোমিওপ্যাথি চিকিৎসা নিতে যোগাযোগ করুন♦♦♦
🚩C/O
Dr. Chayon Roy.
D.H.M.S (Dhaka), BA (Honours), MA (Philosophy)
Kabbo Tirtho (1st Class)

মুঠোফোন :
+88 ০১৭৬২-১১৮৭১২

অথবা সরাসরি যোগাযোগ করুন :
🔺Doli Homoeo Hall🔺
127 Hazi Ismail Road, Banorgati, Khulna.

বিঃদ্রঃ বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দু’ থেকে তিন দিনের মধ্যেই ঔষধ পেতে পারেন।

27/05/2021
Homeopathy cures a greater percentage of cases than any other method of treatment. Homeopathy is the latest and refined ...
23/05/2021

Homeopathy cures a greater percentage of cases than any other method of treatment. Homeopathy is the latest and refined method of treating patients economically and non-violently....

হোমিওপ্যাথি চিকিত্সার অন্য কোনও পদ্ধতির চেয়ে বেশি শতাংশ ক্ষেত্রে নিরাময় করে। হোমিওপ্যাথি হ'ল আর্থিক ও অহিংসাত্মকভাবে রোগীদের চিকিত্সা করার সর্বশেষতম এবং পরিশোধিত পদ্ধতি....

19/05/2021

Address

127 Hazi Ismail Road, Banorgati
Khulna
9100

Telephone

+8801762118712

Website

Alerts

Be the first to know and let us send you an email when DOLI Homoeo HALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DOLI Homoeo HALL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Nearby clinics