
16/12/2024
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাটন-২০২৪
সারা বাংলাদেশের ন্যায় ১৬ ই ডিসেম্বর, বিজয় দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প, এ্যাডামস, কেসিসি পিএ-০১ এর উদ্যোগে নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের কর্মরত সকল কর্মীদের নিয়ে উদযাপিত হলো ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস। দিবস উদযাপনের কার্যক্রেমর মধ্যে ছিল আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় , ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস চেক আপ, চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মনিটরিং অফিসার এস এম মুকিতুজ্জামান ও এ্যাকাউন্টস অফিসার কাজী সোহেল আহমেদ, এ্যাডামস, প্রধান কার্যালয়ের উপ-নির্বাহী কর্মকর্তা' জনাব আশিক মাহমুদ (চয়ন) ইউপিএইচসিএসডিপি-০২(পর্যায়) প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক, জনাব মাহবুব আলম, ম্যানেজার এ্যাডমিন এন্ড ফিনান্স, জনাব জাহিদুল ইসলাম , এমআইএস অফিসার, জনাব মোঃ ফারুক হোসেন, এফপি কো-অর্ডিনেটর, ডাঃ সুমাইয়া পারভীন প্রমুখ।