30/09/2025
জেলা ক্রীড়াঅফিস্যারের অপসরণ মানিনা মানবো না, নড়াইল জেলা ক্রীড়াংগনে পক্ষথেকে প্রতিবাদ জানায়, নড়াইল জেলা ক্রীড়া অফিস্যার জনাব কামরুজ্জামান স্যারকে নড়াইল জেলা ক্রীড়া অফিস্যার হিসেবে বহাল রাখতে হবে, তাকে মিথ্যা অপবাদদিয়ে অপসারণ আমরা মানিনা, জেলা ক্রীড়া অফিস্যার নড়াইলে আসার পর নড়াইলের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে, নতুন নতুন ক্রীড়া ক্লাবগুলো আশার আলো দেখছে, যুবসমাজ মাদক থেকে দূরে থাকছে, ঠিক এই সময় ক্রীড়া অফিস্যারের অপসরণ ক্রীড়াংগনের জন্য বড়ো ধাক্কা, এই অন্যায় জেলার সকল ক্রীড়া প্রেমি মানুষ প্রতিবাদ জানায়, আমাদের দাবি মানতে হবে জেলা ক্রীড়াঅফিস্যার কামরুজ্জামান স্যারকে নড়াইলে বহাল রাখতে হবে,তা না হলে নড়াইলের ক্রীড়াপ্রেমি মানুষ ক্রীড়াংগন থেকে মুখ ফিরিয়ে নিতে বাদ্ধহবে।