30/04/2022
TASSLOCK NEXA ELITE
👩Help Line
📞01611414241
আপনি কি আপনার গাড়ীর গতি-বিধি বা আবস্থান নিয়ে চিন্তিত।
((কোন প্রকার মাসিক বিল ছাড়াই,
#বাইক__থাকবে_হাতের_মুঠোয়।)
জিপিএস এর মাধ্যমে বাইকের অবস্থান জানতে পারবেন মুহূর্তের মধ্যে, মোবাইল অ্যাপ বা এসএমএস এর মাধ্যমে লক আনলক করতে পারবেন
পৃথিবীর যেকনো স্থান থেকে।
লক অবস্থায় বাইকে বাইপাস করে, ঘার লক ভেঙ্গে বা মাস্টার কি দিয়ে স্ট্যার্ট করার চেষ্টা করলে বাইকের মালিকের কাছে কল
চলে আসবে মোবাইলে।
: মুহুর্তের মধ্যে জানতে পারবেন আপনার বাইক/গাড়ির অবস্থান।
: নিজের ইচ্ছামত পাসওয়ার্ড সেট করা যাবে।
: পৃথিবীর যেকোন স্থান থেকে লক করা যাবে।
: পৃথিবীর যেকোন স্থান থেকে আনলক করা যাবে।
: মাইলেজ রিপোর্ট দেখা যাবে।
: 1 মাস পূর্বের রিপোর্ট দেখা যাবে।
:আপনি একটি নির্দিষ্ট্য এড়িয়া সিলেক্ট করে রাখতে পারবেন, এই নির্দিষ্ট্য এড়িয়ায় বাইক/গাড়ী প্রবেশ /প্রস্থান করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে।
: কেঊ যদি বাইক/গাড়ি চুরি করার চেষ্টা করে মূহুর্তের মধ্যে আপনার কাছে কল চলে আসবে।
: পার্কিং টাইম দেখা যাবে।
: বাইকের/গাড়ি চাবি অন নাকি অফ দেখা যাবে।
: মোবাইল এপের মাধ্যমে জানতে পারবেন আপনার গাড়ি/বাইকের স্পিড।
: পাওয়ার বাই গুগল ম্যাপ।
: জিপিএস কোন মাসিক বা বাৎসরিক বিল দিতে হয় না।
. বাইকের চাবি অন করার কিছু সময়পর গাড়ী বা বাইক বডি আর্মিং হয়ে থাকে এই ফলে আপনার বাইক/গাড়ি কেউ ধরলে বা ক্ষতি করার চেষ্টা করলে আপনি বুজতে পারবেন।
: জিপিএস সাইজ ছোট হওয়ায় (গ্যাসলাইট এর আকারের মত প্রায় ) বাইক/গাড়ির যেকোন গোপন জায়গায় লুকিয়ে রাখা যায়।
: এক অ্যাপে দিয়েই কন্ট্রোল করতে পারবেন একাধিক গাড়ী।
* রিমোট দিয়ে ৪ টি ইন্ডিকেটর জ্বলানো যায় এবং রিমোট সাইলেন্ট করা যায় , শুধু ভাইব্রেশন হবে।
০১. বাইক বন্ধ করার ৩ সেকেন্ড পরেই বাইক সয়ংক্রীয় ভাবে লক হয়ে যাবে।
০২. বাইকের কাছে আসার সাথে সাথেই সয়ংক্রীয় ভাবে বাইক আনলক হয়ে যাবে।
০৩. ইম্মোবিলাইজ অবস্থায় কেউ টাচ করলে হর্ন বেজে উঠবে।
০৪. হাজারো বাইকের মাঝখানে আপনি আপনার বাইক খুব সহজেই খুঁজে পাবেন, ফাইন্ডারের মাধ্যমে।
০৫. বাইকের এলার্ম বন্ধ বা সাইলেন্ট করা যাবে (মসজিদে বা মিটিংয়ে)।
০৬. চব্বিশ ঘন্টা নোটিফিকেশন লাইট।
০৭. ইমোবিলাইজার সিস্টেম।
০৮. রিমোটে এলার্ম এবং ভাইব্রেশন আসবে যদি কেই আপনার বাইক টাচ করে।
০৯. TASSLOCK NEXA ELITE ভেতরে সেফটি ফিউজ দেয়া , যার কারনে বাইকের তারের কোন সমস্যা হলেও সিকিউরিটি কোনভাবেই বন্ধ হবে না।
১০. ইনডিকেটর লাইট এলার্ট ও চলন্ত অবস্থায় ইন্ডিকেটর সাউন্ড হবে - যদি সিগনাল দেন।
১১. TASSLOCK NEXA ELITE কেউ হ্যাক বা সেটার তার ছিড়ে ফেল্লেও ব্যাকআপ Power ব্যবস্তা থাকার কারনে আপনার রিমোটে এলার্ট চলে যাবে এবং সেই এলার্ট আর বন্ধ হবে না এবং বাইক স্টার্ট নিবে না।
১২. আপনি যদি বাইকের কাজ টুকটাক জানেন তাহলে নিজে নিজেই ১৫ মিনিটে আমাদের TASSLOCK NEXA ELITE লাগাতে পারবেন।
১৩. চোর যদি সিকিউরিটির তার কেটে ফেলে বা ব্যটারীর তার কেটে ফেলে তাহলেও বাইক স্টার্ট হবে না।
১৪. TASSLOCK NEXA ELITE রয়েছে ৫ টি সেনসিটিভিটি কন্ট্রোল। যার মাধ্যমে আপনি নিজেই বাইকের টাচ বা মুভমেন্ট নিয়ন্ত্রন করতে পারবেন।
১৫. মোবাইলের মতো আপনার মোটরবাইকও সাইলেন্ট মুড করা যাবে। বাইকে কোন এলার্ম বাজবে না , শুধু মাত্র আপনার চাবির রিংয়ে এলার্ম যাবে। এমন কি বাইকের আসল চাবি দিয়েও আপনার ঘনিষ্ট বন্ধু্ও আপনার বাইকটি চালাতে পারবে না।
১৭. যদি সন্দেহ থাকে , রাতের বেলা গ্যারেজ থেকে আপনার বাইকের তেল চুরি হচ্ছে তাহলে TASSLOCK NEXA ELITE থাকলে বাইকের তেল চোরও ধরা পড়বে (মুড ৫, সাইলেন্ট)।
১৮. TASSLOCK NEXA ELITE এর রিমোট এবং বাইকের আসল চাবি থাকলেও অপরিচিত কেউ বাইক স্টার্ট দিতে পারবে না।
১৯. TASSLOCK NEXA ELITE এর রিমোটে Range Checker System রয়েছে। যাতে করে আপনি রেঞ্জের বাহিরে থাকলেও বাইকে এলার্ম দিবে এবং বাইক স্টার্ট হবে না। আপনি কি রেঞ্জের ভেতরে নাকি বাইরে আছেন সেটাও বুজতে পারবেন।
২০. TASSLOCK NEXA ELITE এর রেঞ্জ আমরা ২০ তলা ভবনের ছাদ থেকেও পেয়েছি।
২১. পৃথিবীর কোন জ্যামার, রোলজ্যাম বা হ্যাকিং যন্ত্র দিয়ে TASSLOCK NEXA ELITE হ্যাক করা সম্ভব নয়।
২২. যদি TASSLOCK NEXA ELITE সম্পুর্ন রুপে ভেঙ্গে ফেলা হয় বা বিনষ্ট করে দেয়া হয় তার পরেও বাইক স্টার্ট নিবে না।
২৩. বিশেষ প্রয়োজনে চাবি ছাড়াও আপনি আপনার মোটর বাইক ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রেও TASSLOCK NEXA. ELITE সিস্টেম ১০০% নিরাপত্তা দিবে।
২৪. ১০০% ইমোবিলাইজার হবে যদি ডাকাত বা ছিনতাইকারির কবলে পড়েন । যখন আপনি চাবি ছাড়া বাইক চালাবেন।
২৫. এমন কি, রাতের বেলায় যদি আপনাকে ডাকাত বা ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে আপনার সকল মুল্যবান সামগ্রী নিয়ে যায় এবং TASSLOCK NEXA. ELITE এর রিমোট এবং বাইকের আসল চাবিও নিয়ে যায় , তাহলে শুধু মাত্র বাইক থেকে নেমে দৌড় দেয়া মাত্রই, মোটরবাইক সম্পুর্ন রুপে বন্ধ হয়ে যাবে। ডাকাত কোন ভাবেই বাইক স্টার্ট দিতে পারবে না।
২৭. কোন বড় কোন মার্কেটে বা মেলায় যদি হাজারো বাইকের মধ্যে আপনি আপনার বাইকটি খুজে না পান, তাহলে রয়েছে লোকেটর সিগনাল এলার্ম।
২৮. আমাদের সবার কিছু ছেচড়া বন্ধু রয়েছে যারা আপনার কাছ থেকে মোটরবাইক ধার চায়, এবং না-ও করতে পারেন না। সেক্ষেত্রে সেই ছেচড়া বন্ধু বাইকে বসলেই বাইকের তেল সাপ্লাই বন্ধ হয়ে যাবে। সেই বন্ধু কিছুই বুজতে পারবে না।
২৯. চাবি ছাড়া যখন বাইক চালাবেন, তখন যদি ডাকাতের কবলে পড়েন তাহলে মোটরবাইকের সম্পুর্ন ইলেকট্রিক ফাংশন স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে এবং কোন সুইচই কাজ করবে না।
৩০. * আমাদের একটি মজার ম্যাজিক ফান অপশন রয়েছে যেটা দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে যাদু দেখাতে পারবেন এবং মজা করতে পারবেন। মুখ দিয়ে স্টার্ট বল্লে বাইকের ইগনিশন চালু হবে আবার স্টপ বল্লে বাইক বন্ধ হয়ে যাবে। যেটি সিকিউরিটি অপশন না – শুধুমাত্র ফান অপশন।
৩১. আমাদের দেয়া AAA ব্যাটারি ব্যবহার করলে আপনার রিমোটের ব্যাটারি অনায়াসেই 4/5 মাসের বেশি যাবে।
৩২. আপনি যদি বাইক লক করে নির্দিষ্ট রেঞ্জের বাইরেও চলে যান তার পরেও বাইকে ১২৫ ডেসিব্যাল শব্দ হবে এবং বাইকের মুল চাবি দিয়ে বা বাইপাস করে বাইক স্টার্ট দেয়া যাবে না।
৩৩. TASSLOCK NEXA ELITE রিমোট সম্পুর্ন রুপে ABS ধাতুর তৈরি, তাই এটি মজবুত ও দির্ঘস্থায়ী।
৩৪. TASSLOCK NEXA ELITE এর সাথে রয়েছে ১.৫ ভোল্টের AAA ব্যাটারি যা সম্পুর্ন ফ্রি।
৩৫. বাইকের আসল Wiring এর যেন ক্ষতি না হয় তাই রয়েছে সেফটি ফিউজ।
৩৬. TASSLOCK NEXA ELITE সিকিউরিটির সকল তার সিলভার কোটেড তাপ নিরোধোক।
৩৭. ১ বছরের সেবা ও Warranty*
৩৮.TASSLOCK NEXA ELITE রিমোটের ডিসপ্লে থাকার করনে ডিসপ্লে।
১/গড়ির টাইম।
২/ লক আনলক
৩/ রিমোটের ব্যাটারির চার্জ
৪/ বাইকের ব্যাটারির চার্জ
৫/ সেনসিটিভ মুড
৬/কত মিটার ডিসট্যান্ট আছে
৭/ রিমোট সাইলেন্ট আছে নাকি লাউড আছে। এগুলা সব কিছু ডিসপ্লেতে দেখা যাবে।
নামায বা মিটিংয়ে TASSLOCK NEXA ELITE এর রিমোট ও বাইক সম্পুর্ন রুপে সাইলেন্ট করা যাবে।
।।বিদ্রঃ বাইকের কোন তার কাটা হয় না