Dr. Madhusudan Saha

Dr. Madhusudan Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Madhusudan Saha, Medical and health, Khulna.

28/12/2025

বিজয় কুমার দাস ৪১ বছর বয়স একজন পরিচ্ছন্ন কর্মী বাড়ি সোনাডাঙা, খুলনা প্রায় ১ বছর ধরে পি এল আই ডি সহ আর্থাইটিসে ভুগছিলেন। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ২/১ মিনিটের বেশি হাটতে পারতেন না। জীবিকা নির্বাহ করাই তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। MRI L/ S Spine এ তার L4/5 এ prolapse ধরা পড়ে। ESI ( Epidural steroid injection) এর সাথে Medicine, good body mechanics, therapeutic exercise , life style modifications শেখানো হয় যা সে সঠিক ভাবে পালন করে। এখন তিনি ৯৯% সুস্থ আছেন ---

12/12/2025

আগামীকাল শনিবার আমার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারসহ অন্যান্য চেম্বার বন্ধ থাকবে। আমি খুলনার বাইরে থাকব। দুঃখিত রোগীদের সাময়িক অসুবিধার জন্য ---

21/11/2025

মাহফুজা বেগম গোপালপুর, পাইকগাছা, খুলনা থেকে আসছেন। দীর্ঘদিন ধরে পিএলআইডি তে ভুগছিলেন। সৃষ্টিকর্তার অপার করুনায় আমার ট্রিটমেন্টে এখন তিনি সুস্থ --

04/11/2025

খুলনা বিশেষায়িত হাসপাতাল হেলিপ্যাডে হেল্থক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সামষ্টিক শরীর চর্চার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করছেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মধুসূদন সাহা

30/09/2025

পারভীন বেগম ৫৬ বছর বয়স বাড়ি গোপালগঞ্জ ১৫ দিন ধরে কোমর ব্যাথা ও ডান পায়ে তীব্র যন্ত্রণা ঝিনঝিন ( পিএলআইডি) সমস্যায় ভুগছিলেন। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তাকে উচু করে স্থানান্তর করতে হচ্ছিল। ১০ দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ বেড হাসপাতাল নামে খ্যাত) ভর্তি থাকার পরও আশানুরূপ উন্নতি না হওয়ায় আমার কাছে আসেন। এম আর আই করে তার L4/5, L 5/S1 লেভেলে পিএলআইডি ধরা পড়ে। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, মেডিসিন, থেরাপিউটিক এক্সারসাইজ, লাইফ স্টাইল মডিফিকেশান এডভাইস দেওয়া হয়। ২ মাস পরে ফলোআপে আসছে। আমি নিজেও অবাক হয়েছি গত ১ মাস মেডিসিন ছাড়াই তিনি ভালো আছেন ---

03/09/2025

আল আমিন ২৫ বছর বয়স, বাড়ি - মহেশ্বরপাশা, কালিবাড়ি খুলনা গত ৫ বছর ধরে এনকাইলোজিং স্পন্ডালাইটিস (মেরুদণ্ডের বাত) এ ভুগছিল। খুলনার অনেক বড় বড় চিকিৎসা প্রতিষ্ঠানে দেখিয়ে সুস্থ হতে না পেরে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল। পরমপিতার দয়ায় আমার হাতে সে এখন সুস্থ ---

03/09/2025

ভবিষ্যৎ কেন বর্তমান সময়ের চেয়ে সুন্দর হতে পারে না??

আপনি আজ যে ভালো সময় পার করছেন তার কারণ হলো আপনি পূর্বে কঠোর পরিশ্রম করেছেন। তারই ফল বর্তমান। আবার আজ যদি কর্তব্য বা করণীয়গুলো বা সঠিক ভাবে পরিকল্পনা করে এগিয়ে যান ভবিষ্যৎ আরও সুন্দর হবে। আর না করলে হবে না। এটাই প্রকৃতির নিয়ম। আপনার কর্মের ফলই আপনি ভোগ করছেন বা করবেন।

08/08/2025
23/07/2025

দীপক কুমার ঘরামী একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ৬০ বছর বাড়ি পাইকগাছা গত এক মাস ধরে পি এল আই ডি তে ভুগছিলেন। তিনি ৫০ স্টেপও হাটতে পারতেন না। মেডিসিন, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, লাইফ স্টাইল মডিফিকেশান, এক্সারসাইজ এর মাধ্যমে এখন তিনি প্রায় সম্পুর্ন সুস্থ ---

02/07/2025

কোন মহৎপ্রাণ গুরু নবী প্রেরিত পয়গম্বর কখনো কি দুর্বলের উপর সবলের অত্যাচার করার কথা বলেছেন, অন্যায় করার কথা বলেছেন, ধর্ষণ করার কথা বলেছেন? নাকি দুর্বলের পাশে দাড়াতে বলেছেন? আমরা কি তাঁদেরকে ভুলে যেতে বসেছি? তাঁদের নির্দেশনা ভুলে গেলে বা নির্দেশনার বিরুদ্ধে চললে সেটা কি ধর্ম হবে নাকি ধর্ম বিরুদ্ধ কর্ম হবে?

বর্তমানের অবস্থা দেখে প্রতিনিয়ত শুধু অবাক হতে হচ্ছে। পশু পাখি কীটপতঙ্গ এমনকি হিংস্র বাঘ সিংহ - তাদের মধ্যে তো কোন প্রশাসন নেই। তবুও তারা কি নিজ প্রজাতির কাউকে হত্যা করছে? অন্যের বাসস্থান ধ্বংস করছে? অন্যকে এলাকা থেকে বিতাড়িত করার পায়তারা করছে? কই না তো। তাহলে ঈশ্বর কি আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা চিন্তা করার ক্ষমতা দিয়ে ভুল করেছেন? মান এবং হুস আছে তাইতো আমরা মানুষ। আমরা যে আশরাফুল মাখলুকাত- সৃষ্টির সেরা জীব। আমরা কি সেটা ভুল প্রমান করতে উদ্ধত হচ্ছি? আমরা কি পশুর চেয়ে অধম হওয়ার নিয়ত করেছি?

হে ঈশ্বর আমাদের সুমতি দান করুন ----

01/07/2025

তিনি ভেলোর ফেরত। তিনি দৃঢ় প্রতিজ্ঞ - অপারেশন করবেন না। দীর্ঘ এক বছর পিএলআইডি তে ভুগছিলেন। তিনি শুনেছেন পিএলআইডি অপারেশনে সফলতার হার কম এবং সফল হলেও দীর্ঘস্থায়ী নয়। খুলনার সব বড় বড় নিউরো অর্থো মেডিসিন ও নিউরো সার্জারী বিশেষজ্ঞ দেখিয়েছেন। সবাই অপারেশন এর পরামর্শ দিয়েছেন। অপারেশন করবেন না বলে ভেলর গেলেন। সেখানেও একই সিদ্ধান্ত। পরিশেষে অপারেশন না করে ফিরে এলেন। লাঠির সাহায্য নিয়ে চলতেন। এখন তিনি সুস্থ। বলছিলাম মি: এনায়েত হোসেন, লবনচরা, খুলনা এর কথা।

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Madhusudan Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram