Dr. Madhusudan Saha

Dr. Madhusudan Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Madhusudan Saha, Medical and health, Mongla.

08/08/2025
23/07/2025

দীপক কুমার ঘরামী একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ৬০ বছর বাড়ি পাইকগাছা গত এক মাস ধরে পি এল আই ডি তে ভুগছিলেন। তিনি ৫০ স্টেপও হাটতে পারতেন না। মেডিসিন, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, লাইফ স্টাইল মডিফিকেশান, এক্সারসাইজ এর মাধ্যমে এখন তিনি প্রায় সম্পুর্ন সুস্থ ---

02/07/2025

কোন মহৎপ্রাণ গুরু নবী প্রেরিত পয়গম্বর কখনো কি দুর্বলের উপর সবলের অত্যাচার করার কথা বলেছেন, অন্যায় করার কথা বলেছেন, ধর্ষণ করার কথা বলেছেন? নাকি দুর্বলের পাশে দাড়াতে বলেছেন? আমরা কি তাঁদেরকে ভুলে যেতে বসেছি? তাঁদের নির্দেশনা ভুলে গেলে বা নির্দেশনার বিরুদ্ধে চললে সেটা কি ধর্ম হবে নাকি ধর্ম বিরুদ্ধ কর্ম হবে?

বর্তমানের অবস্থা দেখে প্রতিনিয়ত শুধু অবাক হতে হচ্ছে। পশু পাখি কীটপতঙ্গ এমনকি হিংস্র বাঘ সিংহ - তাদের মধ্যে তো কোন প্রশাসন নেই। তবুও তারা কি নিজ প্রজাতির কাউকে হত্যা করছে? অন্যের বাসস্থান ধ্বংস করছে? অন্যকে এলাকা থেকে বিতাড়িত করার পায়তারা করছে? কই না তো। তাহলে ঈশ্বর কি আমাদের বিবেক বুদ্ধি বিবেচনা চিন্তা করার ক্ষমতা দিয়ে ভুল করেছেন? মান এবং হুস আছে তাইতো আমরা মানুষ। আমরা যে আশরাফুল মাখলুকাত- সৃষ্টির সেরা জীব। আমরা কি সেটা ভুল প্রমান করতে উদ্ধত হচ্ছি? আমরা কি পশুর চেয়ে অধম হওয়ার নিয়ত করেছি?

হে ঈশ্বর আমাদের সুমতি দান করুন ----

01/07/2025

তিনি ভেলোর ফেরত। তিনি দৃঢ় প্রতিজ্ঞ - অপারেশন করবেন না। দীর্ঘ এক বছর পিএলআইডি তে ভুগছিলেন। তিনি শুনেছেন পিএলআইডি অপারেশনে সফলতার হার কম এবং সফল হলেও দীর্ঘস্থায়ী নয়। খুলনার সব বড় বড় নিউরো অর্থো মেডিসিন ও নিউরো সার্জারী বিশেষজ্ঞ দেখিয়েছেন। সবাই অপারেশন এর পরামর্শ দিয়েছেন। অপারেশন করবেন না বলে ভেলর গেলেন। সেখানেও একই সিদ্ধান্ত। পরিশেষে অপারেশন না করে ফিরে এলেন। লাঠির সাহায্য নিয়ে চলতেন। এখন তিনি সুস্থ। বলছিলাম মি: এনায়েত হোসেন, লবনচরা, খুলনা এর কথা।

সুস্থ থাকবার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস্ ----
22/06/2025

সুস্থ থাকবার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস্ ----

13/06/2025

সীমা রায়, ৩২ বছর বয়স বাড়ি কেশবপুর, যশোর। তিনি কোমরে ব্যাথা, বাম পায়ে যন্ত্রণা ঝিন ঝিন করা অবশ লাগা সমস্যায় ভুগছিলেন কিছুদিন ধরে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তিনি স্বাভাবিকভাবে হাঁটা চলা কাজকর্ম কিছুই করতে পারতেন না। এম আর আই করে তার পিএলআইডি ধরা পড়ে। খুলনার একজন বিখ্যাত অর্থোপেডিক্স সার্জন তাকে ৩ দিনের মধ্যে অপারেশন করে ফেলতে বলেন। তিনি অপারেশন করতে চান না বিধায় আমার কাছে আসেন। তিনি এখন সম্পুর্ণ সুস্থ।

12/05/2025

যুধিষ্ঠির মন্ডল, বিল ডাকাতিয়া, খুলনা একজন পিএলআইডি রোগী। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে সুস্থ ---

এক অসাধারণ বক্তব্য। ধন্যবাদ শ্রদ্ধেয় মকবুল ইসলাম ভাইকে
27/04/2025

এক অসাধারণ বক্তব্য। ধন্যবাদ শ্রদ্ধেয় মকবুল ইসলাম ভাইকে

"ধর্মে জীবন দীপ্ত রয়/ধর্ম জানিস একই হয়" | ইষ্টপ্রসঙ্গ | বক্তা: শ্রদ্ধেয় গবেষক মকবুল ইসলাম #শ্রী_শ্রী_ঠাকুরের_...

29/03/2025

আত্মহত্যা প্রবণতা ও পরিত্রাণের উপায়-...............................................................

ধর্ম কি শুধু কিছু পুজা অর্চনা, মন্ত্র পাঠ, একাদশী, কিছু পোশাক কিছু বেশ ভুষা, দিনে ২/৩ বার আহ্নিক, কিছু কীর্তন লম্ফ ঝম্ফাদি, কিছু দিবস পালন এগুলোর মধ্যে সীমাবদ্ধ? না আরও কিছু আছে?

অবশ্যই আরও কিছু আছে। যা বলা হলো এগুলো ধর্মের বাহ্যিক রূপ। কিন্তু ধর্ম পালনের প্রকৃত উদ্দেশ্য হল একজন মানবিক মানুষ হওয়া, বিশ্বাসী নির্ভরযোগ্য মানুষ হওয়া, আশাবাদী মানুষ হওয়া, পরার্থ মানুষ হওয়া তথা প্রকৃত মানুষ হওয়া।

আশা হলো বেঁচে থাকার আলো। যার আশা নাই তার কাছে বেঁচে থাকার কোন অর্থ নাই। এই আশাটা কি হতে পারে? এই আশাটা হলো আরও ভালো থাকার আশা, মা বাবা স্ত্রী সন্তান পরিবার পরিজনকে ভালো রাখার আশা, সুন্দর সমাজ বিনির্মানের আশা, সুন্দর দেশ গঠনের আশা, উন্নত ভবিষ্যত সৃষ্টির আশা।

কিন্তু অধিকাংশ মানুষ নিজের ও পরিবার পরিজনের মধ্যে আশাটাকে সীমাবদ্ধ করে ফেলে। এটাই হয় একসময় তার হতাশার কারণ। নিজের ও পরিবার পরিজনের প্রতি প্রত্যাশা পুরণ হয়ে গেলে তখন তার আর কোন কাজ বা আশা থাকে না। অথবা নিজের ও পরিবার পরিজনের মধ্যে সে যখন নিজেকে সীমাবদ্ধ করে ফেলে তখন সে ছোট হয়ে হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায়। এরকম অবস্থায় যদি সে প্রত্যাশা পুরণে ব্যর্থ হয় তখন সে বোঝা হয়ে যায় নিজের কাছে, পরিবারের কাছে। তার জীবনটা হয়ে যায় অর্থহীন অপমানের। আত্মহত্যার সিদ্ধান্তের দিকে তখন সে ধাবিত হতে পারে।

আর এইখানেই দরকার জীবনে একজন আদর্শ মানুষ,গুরু, ভাগবান - যা-ই বলি না কেন। যিনি বিস্তৃত জীবনের অধিকারী, নিখুঁত নিরেট অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্বের অধিকারী। যিনি আমাকে বিস্তৃত জীবনের দিকে নিয়ে যেতে পারেন। ব্যক্তি পরিবারের গন্ডি অতিক্রম করে যিনি আমাকে সমাজের দেশের এমনকি বিশ্বের সঙ্গে একাত্ম করে তুলতে পারেন। যিনি ব্যক্তি জীবনের সাফল্য ব্যর্থতার বাইরেও আরো অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারেন। যার কাছে গেলে যেকোন সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। যার নির্দেশনা মোতাবেক চললে নিশ্চিত সাফল্যের সাক্ষাৎ পাওয়া যেতে পারে।

আর এই জায়গাতেই তথাকথিত সনাতনী বা হিন্দু সম্প্রদায় পিছিয়ে। আর তাই তাদের মধ্যেই আত্মহত্যার প্রবনতাটা বেশী।

23/03/2025

মিঃ হাসেম ৪২ বছর বয়স, খুলনার শিরোমনিতে থাকেন। দীর্ঘ ৬ বছর ধরে তিনি Rheumatoid arthritis রোগে ভুগছিলেন। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম চলাফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ক্রাচ নিয়ে চলাফেরা করতেন। তিনি খুলনার বিভিন্ন কনসালটেন্ট ছাড়াও ৭/৮ বার চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। তিনি এখন প্রায় সুস্থ।

03/03/2025

মিঃ আখির ৩৮ বছর বয়স। গত ৪মাস ধরে পিএলআইডি তে ভুগছিলেন। অপারেশন করতে চান না বলে আমার কাছে আসেন। সৃষ্টিকর্তার অপার আশীষে তিনি অপারেশন ছাড়া সুস্থ হয়ে গিয়েছেন।

Address

Mongla
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Madhusudan Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram