Al-Hera pharmacy

Al-Hera pharmacy আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন,আর সুদকে করেছে হারাম।

24/06/2025

ওষুধের তাক ঘুছানোর নিয়ম।

21/06/2025
প্রেশক্রিপশনের কিছু সংক্ষিপ্ত চিন্হ,
16/06/2025

প্রেশক্রিপশনের কিছু সংক্ষিপ্ত চিন্হ,

*********নিয়োগ বিজ্ঞপ্তি ******খুলনা ময়লাপোতা আলহেরা ফার্মেসীতে কিছু দক্ষ লোক নিয়োগ দেয়া হবে.নতুনরাও আবেদন করতে পারবে।(ন...
14/04/2025

*********নিয়োগ বিজ্ঞপ্তি ******
খুলনা ময়লাপোতা আলহেরা ফার্মেসীতে কিছু দক্ষ লোক নিয়োগ দেয়া হবে.নতুনরাও আবেদন করতে পারবে।(নতুনদের ক্ষেত্রে শিক্ষা নিবেষকাল সম্পূর্ণ করার পর আকর্ষনিও বেতন প্রদান করা হবে)
যোগাযোগ ঃ01974292393

04/04/2024

📢📢📢ফার্মাসিস্ট ৬৪ ব্যাচের ভর্তির সার্কুলার এখনো দেইনি। সার্কুলার অনুযায়ী সারাদেশে অনলাইনে একসাথে ভর্তি শুরু হবে। ঈদের পর সার্কুলার হবার সম্ভাবনা আছে। সার্কুলার দেওয়ার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন আপনারা কাগজপত্র রেডি করে রাখুন। আপনাদের পরিচিত যারা ভর্তি হতে চাই তাদেরকে এই পেজ ও আমাদের গ্রুপে ইনভাইট করবেন

আমাদের কাছে পাবেন ঘরে বসে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করার সুযোগ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফার্মেসি থেকে ওষুধ না কিনে  আমাদের পেইজ ...
29/01/2024

আমাদের কাছে পাবেন ঘরে বসে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করার সুযোগ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফার্মেসি থেকে ওষুধ না কিনে আমাদের পেইজ থেকে অর্ডার করুন ঝামেলা ছাড়াই আর দ্রুত পেয়ে যান প্রয়োজনীয় ওষুধ আপনার ঠিকানায়।
✅ অর্ডার করলে থাকছে সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়।

01/01/2024

বছরের প্রথম দিনে একজনের বাসার প্রয়োজনীয় কিছু ওষুধ হোম ডেলিভারী সম্পন্ন হলো।

04/12/2023

আজকে সকালের হোম ডেলিভারি ওষুধ চলে গেলো সোনাডাঙ্গায়।

আপনাদের প্রয়োজনীয় ওষুধ আমাদের কাছে অর্ডার করতে পারেন,অর্ডার করতে পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিন।

বিঃদ্রঃআমাদের কাছে ওষুধের নির্ধারিত দামের থেকে ১০ পার্সেন্ট ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন।

এক ভাইয়ের আজকের অর্ডার,ভাইয়ের বাসায় পৌছে গেলো তার প্রয়োজনীয় ওষুধ।আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান,তারা হোয়াটসঅ্যা...
22/11/2023

এক ভাইয়ের আজকের অর্ডার,
ভাইয়ের বাসায় পৌছে গেলো তার প্রয়োজনীয় ওষুধ।

আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান,তারা হোয়াটসঅ্যাপ অথবা ম্যাসেঞ্জারে অর্ডার করতে পারেন,

বিঃদ্রঃ ১০% ছাড় এবং ডেলিভারী চার্জ ফ্রি।

আমাদের পুনরায় অর্ডার গ্রহণ শুরু হয়েছে। আপনার ঔষধ শেষ হয়ে গেলে এখনই অর্ডার করে ফেলুন। যেকোনো প্রকার মেডিসিন পেতে প্রে...
17/11/2023

আমাদের পুনরায় অর্ডার গ্রহণ শুরু হয়েছে। আপনার ঔষধ শেষ হয়ে গেলে এখনই অর্ডার করে ফেলুন।
যেকোনো প্রকার মেডিসিন পেতে প্রেসক্রিপশন, মেডিসিন বক্সের ক্লিয়ার ছবি ও মেডিসিন লিস্ট আমাদের পেইজে মেসেজ করুন অথবা WhatsApp করুন।

আমরা আপনাদের বাসায় ওষুধ পৌছে দিবো কোনো ডেলিভারি চার্জ ছাড়া এবং ১০ পর্সেন্ট কমিনশ সহ।

ধন্যবাদ।

08/11/2023

আইডিয়া | কাজ | সক্ষমতা
কাজ নিয়ে ডিপ্রেশনে ভুগলে এটা পড়ুন!

“একটি বিশাল পাহাড়। যার চূড়ায় কেউ কোনোদিন উঠতে পারেনি৷ তাই বলে আপনিও পারবেন না এমন নয়৷ চেষ্টা করুন! হয়তো আপনিই সেটা পারবেন। অতএব, উঠতে শুরু করুন। না উঠেই পারব না বলে পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ”

যেকোনো কাজের বেটার আইডিয়া বের করা কাজটির অর্ধেক এগিয়ে যাওয়ার সমান। তবে আইডিয়া যে কারও মাথায় আসতে পারে কিংবা বুদ্ধিমান লোকদের নিত্যনতুন আইডিয়াও প্রকাশ পেতে পারে কিন্তু কাজ ব্যতিত সক্ষমতা তৈরি হবে না। এমনকি আইডিয়াম্যান নিজেও হয়ত কাজের যোগ্য নাও হতে পারেন। কাজ নিজে করা কিংবা করানো দুইটারই ডিমান্ড অনেক। তবে আইডিয়া ছাড়াও কাজ হবে না। পছন্দের কোনো কাজ দেখলেই সেটা নিয়ে নতুন করে ভাবুন দেখবেন দারুণ আইডিয়া বের হয়ে যাবে। বারবার ভেবেও নতুনত্ব না পেলে সেখানে আর সময় ব্যয় করবেন না। একদম ভুলে যান সেটা। নতুনের সন্ধানে বেরিয়ে পড়ুন! কাজের সফলতায় অবশ্যই আপনাকে ভাবুক হতে হবে।

রাস্তায় না নামলে গন্তব্যে পৌঁছুতে পারবেন না। এখন যে কাজে সাহস পাচ্ছেন না সেটাই শুরু করুন। নেমে পড়লে কাজই বলে দেবে আপনার গতিপথ কোনটি।

মনের দুর্বলতা দূর করে কাজে নেমে পড়ুন। এই যে আপনি মনে করেন আপনার দ্বারা হবে না— প্রথমে এই হীনমন্যতা থেকে বেরোন! অন্তরে গেঁথে নিন আপনার দ্বারাই হবে বা সম্ভব। ইনশাআল্লাহ হয়ে যাবে।

06/11/2023

আলহামদুলিল্লাহ....

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hera pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram