Khulna Hijama & Ruqya Center

Khulna Hijama & Ruqya Center হিজামা ও রুকইয়াহ সিডিউলের জন্য
যোগাযোগ করুন
01940443044

হিজামা একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
হিজামা বা Wet Cupping অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে।
হিজামা তিবেব নববী : হিজামা রাসূলুল্লাহ (ছাঃ)-এর অন্যতম চিকিৎসা পদ্ধতি। রাসূলুল্লাহ (ছাঃ) হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন, নিজে ব্যবহার করেছেন এবং হিজামা ব্যবহারে উৎসাহিত করেছেন। হিজামার ব্যবহার রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম (রাঃ)-এর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ (ছাঃ) হিজামা করেছেন তাঁর মাথা ব্যথার জন্য[বুখারী হা/৫৭০০, ৫৭০১।], পায়ে[নাসাঈ হা/২৮৫২।],পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মধ্যে, ঘাড়ের দু’টি রগে ও হাড় মচকে গেলে।[আবু দাউদ]
আমর বিন আমির (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী করীম (ছাঃ) হিজামা লাগাতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না।[বুখারী হা/২২৮০।]

খুলনার মধ্যে যারা হিজামা করাতে চান তারা Khulna Hijama & Ruqya Center এ যোগাযোগ করতে পারেন। হিজামা'র বিশেষ কিছু উপকারিতাঃ...
25/06/2025

খুলনার মধ্যে যারা হিজামা করাতে চান তারা Khulna Hijama & Ruqya Center এ যোগাযোগ করতে পারেন।

হিজামা'র বিশেষ কিছু উপকারিতাঃ
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে।
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
(৭) ঘুমের উন্নতি করে।
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে।
(৯) বাত/ব্যথা কমাতে সাহায্য করে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন। হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” (সহীহ মুসলিম, হাদীস নং : ২২০৫ )

সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ানোর জন্য । সারাদেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক করার জন্য। বিশেষ প্রয়োজনে যাদু/সিহরের সমস্যায় সৃষ্ট বিভিন্ন শারীরিক রোগ সারানোর জন্য হিজামা করানো যায়।

Appointments এর জন্য যোগাযোগ করুনঃ

খুলনা হিজামা & রুকিয়াহ সেন্টার
Khulna Hijama & Ruqya Center
যোগাযোগঃ 01940443044

হযরত আবদুর রহমান ইবনু আবি লাইলা রহ. বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করা হয় তখন তিনি তাঁর...
14/10/2024

হযরত আবদুর রহমান ইবনু আবি লাইলা রহ. বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করা হয় তখন তিনি তাঁর মাথায় হিজামা করিয়েছিলেন।

ইবনু কাইয়্যিমিল জাওযিয়্যাহ রহ. তাঁর লেখা 'আত-তিব্বুন নববি' গ্রন্থের ১৪৬ নং পৃষ্ঠায় লিখেছেন,

وَقَدْ أَشْكَلَ عَلَى هُذَا مَنْ قَلَّ عِلْمُهُ ، وَقَالَ : مَا لِلْحَجَامَةِ وَالسَّحْرِ؟ وَمَا الرَّابِطَةُ بَيْنَ هُذَا الدَّاءِ وَهُذَا الدَّوَاءِ؟

وَلَوْ وَجَدَ هُذَا الْقَائِلُ بُقْرَاطَ أَوِ ابْنِ سِيْنَا أَوْ غَيْرَهُمَا قَدْ نَصَّ عَلَى هُذَا الْعِلَاجِ، لَتَلَقَّاهُ بِالْقُبُوْلِ وَالتَّسْلِيمِ، وَقَالَ : قَدْ نَصَّ عَلَيْهِ مَنْ لَا يُشَكٍّ فِي مَعْرِفَتِهِ وَفَضْلِهِ

'কতিপয় অল্প জ্ঞানের মানুষ এ হাদিসের ওপর আপত্তি তুলেছে। তাদের কথা হলো, কোথায় হিজামা আর কোথায় জাদু? এই রোগ আর ওই চিকিৎসার মাঝে কী সম্পর্ক?

যদি ওইসকল আপত্তিকারীরা সক্রেটিস, আবু আলি ইবনু সিনা বা এ-জাতীয় অন্য কোনো হেকিমদের কাছ থেকে শুনত যে, তারা হিজামার মাধ্যমে জাদুর চিকিৎসা করতে বলেছেন, তাহলে নির্ঘাত মেনে নিত।' ইবনুল কাইয়্যিম রহ. বলেন, অথচ হিজামার মাধ্যমে জাদুর চিকিৎসা এমন মহান ব্যক্তিত্ব করিয়েছেন, যাঁর শ্রেষ্ঠত্ব ও পরিচিতির ক্ষেত্রে বিন্দু পরিমাণ সংশয় করার সুযোগ নেই। (অর্থাৎ হিজামার মাধ্যমে জাদুর প্রতিকার করার ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি তোলার সুযোগ নেই।)

07/10/2024

হিজামা উচ্চ রক্তচাপ, গ্যাষ্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিনের মাথাব্যাথা, হাত-পা ব্যাথা কোমর ব্যাথাসহ অন্যান্য যাবতীয় শারীরিক সমস্যার জন্য ঔষধবিহীন কার্যকরী চিকিৎসা।

প্যাকেজ ১ঃ হিজামা সেশান মাত্র ১৫০০ টাকায়। সর্বোচ্চ ১৫ টি পয়েন্টে।
প্যাকেজ ২ঃ হিজামা সেশান মাত্র ১২০০টাকায়। শুধু পিঠের নির্দিষ্ট ১৫ টি পয়েন্টে।

হিজামা সিডিউল নেয়া হচ্ছে

খুলনা হিজামা সেন্টার
দৌলতপুর খুলনা
01940 44 30 44
01518 39 06 86 (Office)

08/11/2023

তাবিজ বা যাদুর জিনিসপত্র নষ্ট করার নিয়মঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

আপনি যদি ঘরে বা অন্য কোথাও সন্দেহজনক কোনো (যাদুর) বস্তু বা তাবিজ পেয়ে থাকেন, তাহলে সেটা নিচে উল্লেখিত নিয়মে নষ্ট করে নিবেন। কিছুতেই নষ্ট না করে ফেলে দিবেন না। কারণ, যাদুর জিনিসপত্র ফেলে দিলেও এর প্রভাব থেকে যায়।

#যেভাবে নষ্ট করবেন যাদুর জিনিসপত্র #
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
প্রথমে অযু করে নিন। এরপর একটা বড়ো পাত্রে (বালতি বা গামলায়) পর্যাপ্ত পানি নিন। তারপর নিচের সুরা ও আয়াতগুলো "যাদুর জিনিসপত্র বা তাবিজ নষ্টের নিয়তে" ৩/৫/৭ বার (যতবার সম্ভব হয়) করে পড়ে পড়ে পানিতে ফুঁ দিন।
০১) সূরা ফাতিহা,
০২) আয়াতুল কুরসি,
০৩) সুরা ইখলাস,
০৪) সুরা ফালাক,
০৫) সুরা নাস।
সম্ভব হলে এগুলোর সাথে সুরা আরাফের ১১৭-১২২ নং আয়াত, সুরা ইউনুসের ৮১-৮২ নং আয়াত এবং সুরা ত্বহার ৬৯ নং আয়াত পড়ে পানিতে ফুঁ দিতে পারেন।

সুরা আরাফের আয়াতগুলো—
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ﴿١١٧﴾ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ﴿١١٨﴾ فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ ﴿١١٩﴾ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ ﴿١٢٠﴾ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ ﴿١٢١﴾ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ ﴿١٢٢﴾

সুরা ইউনুসের আয়াতগুলো—
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ ﴿٨١﴾ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ ﴿٨٢﴾

সুরা ত্বহার আয়াত—
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ ﴿٦٩﴾

তারপর তাবিজ বা যাদুর জিনিসপত্র ওই পানিতে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন।
তাবিজ খুলে/ভেঙ্গে ভিতরের কাগজ বের করে টুকরো টুকরো করে নিবেন। তাবিজ/জাদুর জিনিসপত্র পলিথিন বা অন্য কিছু দিয়ে জড়ানো থাকলে তা খুলে/ভেঙ্গে সবকিছু আলাদা আলাদা করে নিয়ে পানিতে ভেজাবেন। প্রয়োজনে হাতুড়ি, ছুরি, কাঁচি ইত্যাদি ব্যাবহার করতে পারেন । একাজগুলো করার সময় মুখে (হাল্কা আওয়াজে) তিন কুল পড়তে থাকবেন (বারবার)।

কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেগুলো মাটিতে পুঁতে দিতে পারেন, পুড়িয়ে দিতে পারেন, নদী-খাল ইত্যাদিতে অথবা নির্জন কোনো জায়গায় ফেলে দিতে পারেন। তাহলেই আল্লাহর রহমতে যাদুর সকল প্রভাব নষ্ট হয়ে যাবে, ইনশাআল্লাহ।

✅ লক্ষণীয়ঃ

২। তাবিজ বা যাদুর অন্য যেকোনো জিনিস খালি হাতে না ধরে গ্লাভস ব্যবহার করা ভাল। গ্লাভস না পেলে হাতে পলিথিন মুড়িয়ে বা রুকইয়াহর আয়াত পড়া তেল হাতে মেখে নিতে পারেন। তাবিজ ধরার পূর্বে এবং নষ্ট করার পুরো সময়জুড় সুরা ফালাক, নাস পড়তে থাকবেন।

৩। তামা বা অন্য ধকোনো ধাতুর তৈরী তাবিজ বা আংটিতে খোদাই করা তাবিজ লেখা থাকলে লেখাটা ঘষে মুছে ফেলবেন। ঘষে মুছতে না পারলে পুড়িয়ে হলেও লেখাটা মুছে ফেলা জরুরী। নিজে করতে না পারলে কোন স্বর্ণকারের কাছে গিয়ে তা মুছিয়ে নিবেন।

৪। তাবিজে গিঁট দেয়া থাকলে সাবধানে প্রতিটা গিঁট খুলে ফেলবেন।

একান্তই যদি তাবিজগুলো আপনি নিজে নষ্ট করতে না পারেন তাহলে একজন দ্বীনদার রাক্বীর কাছে গিয়ে তা নষ্ট করে নিবেন

#রাক্বী

কার্টেসি - হিজামা প্লানেট

হাড়ের সংযোগস্থলকে অস্থি সন্ধি বা জয়েন্ট বলা হয়। বিভিন্ন কারণে এই জয়েন্টে ব্যাথা হতে পারে। পেশি ও অস্থিসন্ধিতে যন্ত্রণাদা...
04/11/2023

হাড়ের সংযোগস্থলকে অস্থি সন্ধি বা জয়েন্ট বলা হয়। বিভিন্ন কারণে এই জয়েন্টে ব্যাথা হতে পারে। পেশি ও অস্থিসন্ধিতে যন্ত্রণাদায়ক ব্যাথা হওয়াকে গেঁটে বাত বলে। এটি শরীরের যেকোনো জোড়ায় হতে পারে। জয়েন্টের ব্যাথা বেশ কষ্টকর এবং অস্বস্তিকর।
পুরুষদের এ রোগ হওয়ার প্রবণতা বেশি। নারীদের তুলনায় পুরুষদের এই রোগ পাঁচ গুণ বেশি। গেঁটে বাত সাধারণত কম বয়সী পুরুষ ও বেশি বয়সী নারীদের হয়ে থাকে। মেনোপোজ হওয়ার পর নারীদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে।

জয়েন্টের ব্যাথা নিরাময়ের জন্য কার্যকরী চিকিৎসা হিজামা বা কাপিং থেরাপি।
হিজামা রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসা পদ্ধতি।
রাসুল (সা.) তার মাথা ব্যাথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যাথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে হিজামা করাতেন।
(বুখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : ৩৮৫৯)
কাপিং থেরাপির মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করে আনা হয়৷ এতে শরীর সতেজ ও কার্যক্ষম হয়ে ওঠে। সমস্যার বিবেচনা করে কয়েক সেশানের মাধ্যমে গেঁটে বাত বা জয়েন্টের ব্যাথা নিরাময় সম্ভব ইন শা-আল্লাহ্।

Appointments এর জন্য যোগাযোগ করুনঃ
খুলনা হিজামা & রুকিয়াহ সেন্টার
যোগাযোগঃ 01940443044

ছোট বাচ্চাদের বদনজর থেকে বাঁচানোর জন্য অনেকেই কালো টিপ ব্যবহার করেন। এতে নাকি বাচ্চার নজর লাগে না। অনেকে আবার আঙ্গুল কাম...
02/11/2023

ছোট বাচ্চাদের বদনজর থেকে বাঁচানোর জন্য অনেকেই কালো টিপ ব্যবহার করেন। এতে নাকি বাচ্চার নজর লাগে না। অনেকে আবার আঙ্গুল কামড়ে দেন! আবার নজর লাগলে তা কাটানোর জন্য উল্টাপাল্টা কাজ করেন। কেউ কেউ হিন্দুয়ানী প্রথায় টাকা ঘুরিয়ে ঘুরিয়ে নজর কাটান। কেউবা মরিচ, পানপাতার দিয়ে। আর অদ্ভুত হলেও সত্য যে, এগুলোতে কাজ হয়। কারন এতে থাকে শয়তানের সাহায্য এবং সূক্ষ্ম ধোঁকা।।

এখন প্রশ্ন আসতে পারে আচ্ছা এইগুলো নাকি ভুলভাল পদ্ধতি, তাহলে ওইসব করার পরে বাচ্চার সমস্যা দূর হয় কিভাবে??

আগেই বলেছি এতে শয়তানের সূক্ষ্ম ধোঁকা ও সাহায্য থাকে। শয়তান আপনার ঈমান নিয়ে খেলার চেষ্টা করছে। আপনাকে ধোঁকা দিচ্ছে…
আপনাকে দিয়ে ভুল কাজ করাতে চাচ্ছে। শয়তান নিজেই সমস্যা সৃষ্টি করছে। আর আপনি যখন তার পছন্দের কাজ করছেন তখন সে আর সমস্যা করছেনা। ফলে আপনি ভাবছেন কাজ যেহেতু হচ্ছে, তাহলে এটাই ঠিক! আর এইভাবেই চলছে মরিচ, পানপাতা আর শয়তানের খেলা। এইবার বুঝলেন তো আপনি যাকে সমাধান ভাবছেন সেইটাই আসলে সমস্যা…

তাই শয়তানের ধোঁকায় না পড়ে কুর’আন সুন্নাহ মেনে চিকিৎসা করুন। শিফার পাশাপাশি সওয়াবও মিলবে ইনশাআল্লাহ।

এবার একটা হাদিস জানা যাক—
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ মন্ত্রপাঠ, তাবিজ/কবচ ও বশ করা শিরক। একথা শুনে (উনার স্ত্রী) যয়নব রা. বলেন: তুমি এ কি বলছ, আল্লাহর শপথ! আমার চোখে ব্যথা হলে আমি একজন ইয়াহূদীর কাছে যেতাম, সে মন্ত্র পাঠের পর আমার চোখে ফু দিলে ব্যথার উপশম হতো। তখন আবদুল্লাহ রা. বলেন, এতো শয়তানের অপকর্ম ছিল, সে নিজেই চোখে ব্যথা দিত, আর যখন ঐ ইয়াহূদী যখন তাতে ফু দিত, তখন সে বিরত থাকতো। তোমার জন্য তা-ই পাঠ করা উচিত ছিল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর তা হলো:
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
হে মানুষের রব! যন্ত্রণা দূর করে দিন, আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যদাতা, আপনার দেয়া আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই, (এমন আরোগ্য দিন) যার পরে আর কোন রোগ বাকী থাকে না।
[আবু দাউদ:৩৮৪৩]

আবারো মনে করিয়ে দেই, আপনি যে কাজগুলো চিকিৎসা, ঝাড়ফুঁক কিংবা আমল হিসেবে করছেন তার কিন্তু কোন ভিত্তিই নেই। এইটা একধরনের ধোঁকা। যদি থাকতো তাহলে তো কুর’আন, হাদীসের কোথাও না কোথাও তো লিখা থাকতো।
নাহলে কোন গ্রহণযোগ্য বুজুর্গ অন্তত এসব করতে বলতেন। কিন্তু না সেইটাও কেউ বলেন নি।
সুতরাং বোঝা যাচ্ছে এইটাও সমাজে প্রচলিত কুসংস্কারের একটি।।
তাই এইগুলো বাদ দিয়ে নজর লাগলে নিমোক্ত দুয়াগুলো বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন, আর পড়া শেষ হলে ফুঁ দিবেন—

أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উঈযুকুম বিকালিমাতিল্লাহিত্তাম্মাহ । মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ । ওয়ামিন কুল্লি আঈনিন লাম্মাহ ।

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইয়িন ইউ’যিক, ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আউ ‘আঈনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক । বিসমিল্লাহিল্লাহি আরকিক ।

بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

বিসমিল্লাহি ইউবরিকা ওয়ামিন কুল্লি দা-ইন ইয়াশফিক ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদা ওয়া শাররি কুল্লি যী ‘আঈন ।

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা’স । ইশফিহি ওয়া আনতাশ শাফি । লা শিফাআ ইল্লা শিফাউক। শিফাআন লা ইউগাদিরু সাকামা ।

আর অবশ্যই প্রতিদিন সকাল-সন্ধ্যায় নিম্নোক্ত দুয়াটি বেশ কয়েকবার পড়ে ফুঁ দিবেন____

أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উঈযুকুম বিকালিমাতিল্লাহিত্তাম্মাহ । মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ । ওয়ামিন কুল্লি আঈনিন লাম্মাহ ।

সাথে তিনকুলও পড়ে নিবেন। আর যাদের বাচ্চার এই ধরনের সমস্যা বেশি হয় উনারা চাইলে তেল, পানি পড়ে অই পানি দিয়ে গোসল করাতে পারেন, আর তেল ব্যবহার করতে পারেন সাত দিন।।
এতে বেশ ফায়দা হবে ইনশাআল্লাহ আর নিয়মিত মাসনুন আমলগুলো সবসময়ই চালিয়ে যাবেন।

রব্বুল আ’লামীন আমাদের বাচ্চাদেরকে সকল খারাবি থেকে হেফাজত করুন, আর আমাদের সঠিক বুঝ দান করুন। জানার ও মানার তৌফিক দিন। (আমীন)

কার্টেসিঃ ruqyahbd.org

Appointments এর জন্য যোগাযোগ করুনঃ
খুলনা হিজামা & রুকিয়াহ সেন্টার
যোগাযোগঃ 01940443044

ডে নাইট কলেজ রোড (সাব রেজিস্ট্রার অফিসের পাশে)
দৌলতপুর, খুলনা
01940443044

হিজামা কি এবং কেন?
https://bit.ly/3mR174v

যারা হিজামা করতে আগ্রহী তাদের অনেকেরই মনের জিজ্ঞাসা," মাসের কোন কোন তারিখে হিজামা করা উত্তম?"সাধারণত চান্দ্রমাসের ১৯,১৭ ...
02/11/2023

যারা হিজামা করতে আগ্রহী তাদের অনেকেরই মনের জিজ্ঞাসা," মাসের কোন কোন তারিখে হিজামা করা উত্তম?"

সাধারণত চান্দ্রমাসের ১৯,১৭ ও ২১ তারিখে হিজামা করা উত্তম।

بْنِ عَبَّاسٍ رَضِيَ ا عَنْ ابْنِ - خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمَ سَبْعَ عَشْرَةَ وَيَوْمَ تِسْعَ عَشْرَةَ وَيَوْمَ إِحْدَى وَعِشْرِينَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّهُ قَالَ : إِنَّ

[১] সহীহ। মুসনাদু আহমাদ : ৩/৩৫০; সুনানু ইবনি মাজাহ : ৩৪৮০।

“আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের হিজামার জন্যে সবচেয়ে উত্তম দিন হলো, (চান্দ্রমাসের) সতেরো, উনিশ ও একুশ তারিখ।

বর্তমানে চলছে রবিউস সানি। এ মাসের ১৭, ১৯, ২১ তারিখ যথাক্রমে ১, ৩, ৫ নভেম্বর তারিখ।


হিজামার সিডিউল নিতে যোগাযোগ করুন
01940-443044
01968034479(মেয়েদের জন্য)।

হিজামা করা সুন্নাত তা আমরা অনেকেই জানি। কিন্তু ঠিক কি কি রোগের জন্য হিজামা করা যায় তা আমরা  অনেকেই জানিনা। 🔹হৃদ্যন্ত্রে...
31/10/2023

হিজামা করা সুন্নাত তা আমরা অনেকেই জানি। কিন্তু ঠিক কি কি রোগের জন্য হিজামা করা যায় তা আমরা অনেকেই জানিনা।

🔹হৃদ্যন্ত্রের কিছু রোগ
১. হৃদযন্ত্রের কিছু সাধারণ রোগ
২. উচ্চ রক্তচাপ
৩.রক্তচাপ কমে যাওয়া
৪.বুকে ব্যথা
৫.কোলেস্টেরল বেড়ে যাওয়া
৬. রক্তপ্রবাহের শ্লথগত গতি
৭.ভেরিকস ভেইন : পায়ের শিরা ফুলে যাওয়া

🔹স্নায়ুতন্ত্রের রোগসমূহ.

১. (খিচুনি) ও Epilepsy (মৃগী)
২. (হেমিপ্লেজিয়া) একাংশের পক্ষাঘাতগ্রস্ততা
৩.Paraplegia (প্যারাপ্লেজিয়া) দু-পায়ের নলার পক্ষাঘাতগ্রস্ততা
৪.Quadreplegia দু-বাহু ও দু-পায়ের পক্ষাঘাতগ্রস্ততা.
৫.Migraine : মাথার অর্ধাংশের ব্যথা
৬.Headache: মাথাব্যথা
৭. Cerebral Palsy : প্রসবকালীন জটিলতার ফলে মস্তিষ্কের জন্মগত ত্রুটিজনিত প্রতিবন্ধকতা
৮.Facial Palsy মুখ ঝলসানো রোগ
৯.Trigeminal Neuralgia মুখের স্নায়ুরোগ
১০. Peripheral Neuropathy হাত-পায়ের স্নায়ুরোগ,
১১. Speech disorders বাচনিক স্নায়ুরোগ

🔹Psychiatriac Disorders মানসিক নানা রোগসমূহ..

১.Depression and anxiety হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ততা,
২.Memory disorders স্মৃতিশক্তি দুর্বল হওয়া
৩.Insomnia : অনিদ্রা
৪.Excessive sleep : অতিরিক্ত ঘুম
৫.Mental retardation মানসিক প্রতিবন্ধকতা
৬. Decreased intelligence বৃদ্ধিমত্তার লোপ

🔹Respiratory system Disorders : শ্বাসযন্ত্রের নানা রোগসমূহ

১.Respiratory System Disorders including Bronchial asthma. Chronic bronchitis, COPD, Pneumonia and Tuberculosis (শ্বাসযন্ত্রের হাঁপানি, ব্রংকাইটিস, নিউমোনিয়া ও যক্ষা সহ অন্যান্য রোগসমূহ)

১. Influenza (ইনফ্লুয়েঞ্জা)
২. Cough (কাশি)
৩.To stop smoking (ধূমপান বন্ধ করতে)
৪.Respiratory allergies (শ্বাস-প্রশ্বাসের অ্যালার্জি)

🔹 Gastrointestinal system disorders (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেম ডিজওয়ার্ডারস) : পরিপাকতন্ত্রের রোগসমূহ..

১.Peptic ulcer disease, heartburn indigestion, abdominal Distension hiatus hernia (পেপটিক আলসার রোগ, অম্বল, বদহজম, পেট ফুলে যাওয়া, হার্নিয়া)

২.Inflammatory Bowel diseases: অন্ত্রের প্রদাহ
৩.Irritable bowel syndrome: পেটের সমস্যা
৪.Umblical hernia : নাভির হার্নিয়া
৫.Abdominal pain : পেটব্যথা
৬. A**l fistula পায়ু ফেস্টুলা,
৭. Hemorrhoids : অর্শ্বরোগ
৮. A**l fissure and re**al prolapse (এনাল ফিশার ও রেক্টাল প্রলাপস)
৯.ফিশার ও বৃহদন্ত্রের বাইরে নির্গমন
১০.Nausea, Vomiting : বমি, বমি বমি ভাব,
১১. Construction : কোষ্ঠকাঠিন্য
১২. Diarrhea ডায়রিয়া
১৩.Dysentery: আমাশয়
১৪. Obesity : স্থূলতা..
১৫.Loss of appetite : ক্ষুধামান্দ্য
১৬.Underweight : কম ওজন.
১৭. Food allergies: খাবারে অ্যালার্জি
১৮. হেঁচকি ওঠা
১৯. Liver and biliary tract diseases: লিভার এবং পিত্তনালির রোগ.
২০.Hepatitis (including viral hepatitis a,b,c,d, e) : হেপাটাইটিস (ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই সহ) ....
২১. Liver disorders যকৃতের রোগসমূহ
২২.Jaundice : জন্ডিস
২৩. Diseases of the gallbladder and bile ducts পিত্তথলি এবং পিত্তনালি সংক্রান্ত রোগসমূহ
২৪.Disorders of the pancreas : অগ্ন্যাশয়ের ব্যাধি..
২৫. Pancreatitis : অগ্ন্যাশয়ের প্রদাহ।

🔹Orthopedics Rheumatology and Immune System Disorders : অর্থোপেডিক, রিউমাটলজি এবং ইমিউন সিস্টেম ডিজওর্ডার
১.Cervical spondylosis : সার্ভিক্যাল স্পনডাইলোসিস
২.Sciatica, Intervertibral Disc Herniation, Lumbar Disc Prolapse (সায়াটিকা, ইন্টারভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশন, লাম্বার ডিস্ক প্রলাপস)
৩.Carpal tunnel syndrome : কার্পাল টানেল সিনড্রোম
৪.Disorders of the Knee Joints, Hip Joints and Shoulders হাঁটু, উরু ও কাঁধের জোড়াসহ অন্যান্য বাতব্যথা ও লিগামেন্ট ইনজুরি
৫.Leg cramps : লেগক্রেম্পস

৬.Disorders of the joints, Connective tissue and Immune System in general : জোড়া, কানেকটিভ টিস্যু ও রোগপ্রতিরোধ ক্ষমতা সংক্র রোগসমূহ
৭.Rheumatoid arthritis : রিউম্যাটয়েড বাত
৮. Gout (গাউট)
৯. Systemic lupus erythematosis (সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস)
১০.Disorders of the immune system : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার রোগসমূহ
১১.Burning hands and feet syndromes হাত, পায়ের জ্বালাপোড়া.
১২.Fatigue (ক্লান্তি)
১৩. Pain (ব্যথা)।
১৪. Back pain (muscular) : ব্যাকপেইন (মাসকুলার)
১৫. pain (পেলভিক পেইন)
১৬. Thigh pain (ঊরুর ব্যথা)
১৭.Leg and knee pain (পা এবং হাঁটুর ব্যথা)
১৮. Heel pain (হিল পেইন) গোড়ালির ব্যথা

🔹Endocrinology (এন্ডোক্রিনোলজি) হরমোনের নানা রোগসমূহ।

১.Diabetes mellitus (ডায়াবেটিস মেলিটাস)
২. ব্লাডসুগার হ্রাস পাওয়া।
৩. Disorders of the thyroid gland: থাইরয়েড গ্রন্থির ব্যাধি

🔹Reproductive disorders সন্তান জন্মদান-ক্ষমতা সংক্রান্ত নানা াগসমূহ ১৮২

১. Sexual weakness (Including Impotence, Loss Of Sexual Desire And Premature Ej*******on) যৌন দুর্বলতা (পুরুষত্বহীনতা,
যৌন ইচ্ছা হ্রাস এবং অকাল বীর্যপাতসহ)
২. Male sterility (পুরুষের বন্ধ্যাত্ব)
৩. Female infertility (মহিলার বন্ধ্যাত্ব)
৪. Ovarian stimulation (ডিম্বাশয়কে কার্যক্ষম করা)

🔹Gynecology and Obstetrics : স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা

১. Amenorhea : মাসিক রক্তস্রাব বন্ধ হওয়া
২. Polymenorrhia : মাসিক রক্তস্রাবের অধিক নিঃসরণ
৩.Dysmenorrhea : মাসিক রক্তস্রাব নিঃসরণকালে ব্যথা করা
৪. খয়েরি বর্ণের স্রাব নির্গত হওয়া
৫. Vaginal Secretions Without Color Or Odour: রং-গন্ধহীন স্রাব নির্গত হওয়া
৬.Pain after obstetric surgery : প্রসূতির সিজার-পরবর্তী ব্যথা

🔹>>. Disorders of the kidney Urinary Tract, Prostate and Te**is: প্লীহা, মূত্রথলি ও প্রোস্টেটের রোগসমূহ.

১.Disorders of the kidney (including Renal Colic And Nephrolithiasis): প্লিহায় পাথর ও কিডনির অন্যান্য জটিলতা
২.Cystitis: মূত্রথলির প্রদাহ
৩.Urinary incontinence and Nocturnal enuresis (প্রস্রাবে অসংযম এবং নিশাচর মূত্রের বেগধারণে অক্ষমতা)
৪.Disorders of the Urinary Tract including Urinary Retention (প্রস্রাব সংক্রান্ত নানা জটিলতা ও প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া)
৫.Diseases of the prostate (প্রোস্টেট রোগ) Varicocele (ভেরিকোসিল) অণ্ডকোষের গ্রন্থির ফুলে যাওয়া

🔹 Disorders of the Eye : চোখের রোগসমূহ

🔹 Disorders of the Ear, Nose and Throat (কান, নাক ও গলার রোগসমূহ.....

১.Disorders of the Ear : কানের ব্যাধি
২.Disorders of the Middle Ear (including Otitis Media) : কানের মধ্যমাংশের নানা জটিলতা
৩.Deafness : বধিরতা
৪.Acute and Chronic sinusutis: তীব্র এবং দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস
৫. Disorders of the Tonsils (including Tonsillitis) টনসিলের নানা রোগ ও ব্যথা
৬. (ল্যারিঞ্জাইটিস)

🔹 Disorders of the teeth : দাঁতের রোগসমুহ

🔹Dermatology (চর্মরোগ)

১.Alopecia (এলোপেশিয়া) টাক
২.Acne
৩.Vitiligo (ভিটিলিগো) শ্বেত রোগ
৪. Psoriasis (সোরিয়াসিস )
৫.Pruritus (চুলকানি)
৬.Eczema (একজিমা)
৭. Elephantitis (গোদরোগ)

🔹 Cosmetics। রুপচর্চার ক্ষেত্রে হিজামার কার্যকারিতা

🔹 Poisoning or drug overdose : অপরিমিত মাত্রায় বিষক্রিয়া বা গ্রহণ করা

১.Poisoning or Drug Overdose (বিষক্রিয়া বা মাত্রাতিরিক্ত অষুধ সেবন)
২.Side effects of drugs (ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া)
৩. Poisoning insect bites (বিষাক্ত পোকার কামড়।

হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে আপনি বহু উপকারিতা লাভ করতে পারেন।যেমন -১।এটি ত্বক সুস্থ রাখেত্বক মানবদেহের এমন এক অঙ্গ য...
22/10/2023

হিজামা বা কাপিং থেরাপির মাধ্যমে আপনি বহু উপকারিতা লাভ করতে পারেন।যেমন -
১।এটি ত্বক সুস্থ রাখে
ত্বক মানবদেহের এমন এক অঙ্গ যা সমস্ত দেহকে আবৃত্ত করে রাখে।বাহ্যিক জীবাণুর সংস্পর্শে ত্বকে ঘা,এলার্জি,ফোড়া ইত্যাদি হয়।ফলে এর নিচের লেয়ারের রক্তে বিভিন্ন অপদ্রব্য জমা হয়।হিজামা এসব অপদ্রব্য সমৃদ্ধ রক্ত বাইরে বের করে ত্বককে সুস্থ রাখে।

২।এটি উদ্বেগ কমায়
উচ্চ রক্তচাপের কারণে মানুষের টেনশন,মাথাধরা,উদ্বেগ ইত্যাদি সমস্যা হয়।হিজামার মাধ্যমে কিছু রক্ত বাইরে বের করে দিলে রক্তচাপ হ্রাস পায় ফলে আরাম অনূভুতি হয়।এতে এসব সমস্যা কমে যায়।

৩।এটি দ্রুত ব্যাথা উপশমকারী
কাপিং থেরাপি ব্যাথাযুক্ত স্থানে প্রয়োগ করলে সেখানে রক্তপ্রবাহ বেড়ে যায় গলে ব্যাথা দ্রুত উপশম হয়।

৪।কাপিং থেরাপি রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরের সামগ্রিক ক্রিয়া স্বাভাবিক করে।

এছাড়াও হিজামা বা কাপিং থেরাপির রয়েছে ব্যাপক উপকারিতা।

হিজামার এপয়েন্টমেন্ট নিতে পেইজে ম্যাসেজ দিন অথবা যোগাযোগ করুন ০১৯৪০৪৪৩০৪৪ এই নাম্বারে।

Appointments এর জন্য যোগাযোগ করুনঃ
খুলনা হিজামা & রুকিয়াহ সেন্টার
যোগাযোগঃ 01940443044

হিজামা একটি নববী চিকিৎসা পদ্ধতি। মানব শরীরের বিভিন্ন ধরনের রোগের শেফা রয়েছে এই হিজামা বা কাপিং থেরাপিতে। অধিকাংশ চিকিৎস...
21/10/2023

হিজামা একটি নববী চিকিৎসা পদ্ধতি। মানব শরীরের বিভিন্ন ধরনের রোগের শেফা রয়েছে এই হিজামা বা কাপিং থেরাপিতে। অধিকাংশ চিকিৎসকের মতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

একাধিক গবেষণা থেকে জানা যায় :

■নরমাল শিরার রক্তের চেয়ে কাপিং এ আসা রক্তে স্বাভাবিকভাবে অক্সিডেন্ট এর পরিমাণ অনেক বেশি, অর্থাৎ cupping দেহ থেকে ক্ষতিকর অক্সিডেন্ট সরিয়ে ফেলে, যা ক্যান্সার থেকে নিয়ে কঠিন কঠিন রোগের মূল কারণ। অর্থাৎ কাপিংটা উৎকৃষ্ট মানের এন্টিঅক্সিডেন্ট প্রসেস হিসেবে কাজ করে।

■ beta thalassemia major, hemochromatosis, sideroblastic anemia- রোগের কারণে দেহে iron overload হয়, কাপিং এই অতিরিক্ত আয়রন সরিয়ে নেয় (Salah, 2014)।

■ হিজামা স্বাভাবিকভাবেই রক্তে ক্ষতিকর কোলেস্টেরলটা (LDL) কমিয়ে আনে ( Majid, 2004)। ফলে রক্তনালীতে চর্বি জমে (atherosclerosis) হার্ট এট্যাক ও স্ট্রোকজাতীয় অসুখ থেকে সুরক্ষা দেয়।

■হিজামা নিদ্রাহীনতা দূর করে ঘুমের কোয়ালিটি বাড়ায় (Selma, 2015)। অর্থাৎ নিদ্রাহীনতার শারীরবৃত্তীয় কারণগুলোকে দমন ও ঘুম সংশ্লিষ্ট বায়োলজিক্যাল বিষয়গুলোতে হিজামা ইতিবাচক প্রভাব রাখে বলে গবেষণায় পাওয়া গেছে।

■ব্যথা-যন্ত্রণাঘটিত অসুখ উপশম করার প্রমাণও পাওয়া গেছে এই রিসার্চেই।

এই গল্পটি নাইজেরিয়ার একটা কেস স্টাডি, রিসার্চ না:

বাকি সবকিছু নর্মাল একজন ৩২ বছরের পুরুষ ৭ বছর প্রটেকশন ছাড়া মিলন করেও সন্তান হচ্ছে না। হাসপাতালে তাকে বন্ধ্যা হিসেবে শনাক্তও করে দেওয়া হয়েছে। গবেষকরাও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষ । আবার করিয়ে অন্য কোনো অসুখ পাওয়া গেল না, মানে লোকটি primary infertility-র রোগী। তার বীর্য পরীক্ষা করে সবগুলো মানই স্বাভাবিকের চেয়ে বেশ কম পাওয়া গেল ৷

এবার তাকে মাসে ২ বার হিজামা করানো হলো, তার স্ত্রীকে মাসে একবার-এভাবে দুই মাস। আশ্চর্যজনকভাবে দুইমাস পর বীর্যের সবগুলো প্যারামিটার স্বাভাবিক হয়ে গেল! দ্রুতপতনের যে সমস্যা ছিল, সেটাতেও উন্নতি পাওয়া গেছে। তার স্ত্রীর hCG লেভেল স্বামীর হিজামার আগে ছিল নেগেটিভ, থেরাপির পর হলো পজেটিভ (৪৯.৫৭ mlU/ml), মানে তিনি মা হতে চললেন ! (Senol, 2019)

• একইভাবে আরো কিছু স্টাডিতে কাপিংয়ের ফলে ... ফিমেল ইনফার্টিলিটি প্রবলেম বা বন্ধ্যা নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসা হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে (Jun-Xiang, 2018)। প্রাইমারি ইনফার্টিলিটি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি থেকেও নিয়মিত একাধিক সেশন হিজামার মাধ্যমে প্রেগনেন্সি লাভেরও বেশ কিছু রেকর্ড রয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ হাই-কোয়ালিটি রিসার্চের অভাবে শতভাগ সাইন্টিফিক্যালি স্বতঃসিদ্ধভাবে এখনো তা ব্যাখ্যাসহ প্রমাণ করা সম্ভব হয়নি। তবে গবেষণা না করেই তো আর কাজ হয় না বা প্লাসিবোর কথা অন্ধভাবে বলা যায় না ! (Hassan, 2016 )

তাই নারী-পুরুষ কেউ ইনফার্টিলিটি প্রবলেমে ভুগলে কাপিংয়ের সাহায্য নিতে পারেন অবশ্যই, সাইন্টিফিক ব্যাখ্যা এখনো না থাকলে না থাকুক, কাজ হলেই হলো।
এছাড়াও বিভিন্ন রোগের শেফা রয়েছে হিজামার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নিজে হিজামা করেছেন এবং অন্যদের উৎসাহ দিয়েছেন।
এবং সবচেয়ে বড় কথা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস সত্য, তার ওপর রোগীর পরিপূর্ণ আস্থা থাকতে হবে। এই চিকিৎসার এটাই অন্যতম বৈশিষ্ট্য যে নিজের চিকিৎসার ওপরে রোগীর আস্থা ব্যাপক প্রভাব ফেলে। অনেক চিকিৎসকের মতে,' যেই রোগী পোক্ত আস্থা রাখে সেই সবচেয়ে বেশি উপকৃত হয় '।

হিজামা করতে যোগাযোগ করুন :
খুলনা হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার
01940443044
01968034479 ( মেয়েদের জন্য)

উচ্চ রক্তচাপ কি?রক্তচাপ যদি স্বাভাবিকের চাইতে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। তবে কেও উচ্চ রক্তচাপ...
18/05/2023

উচ্চ রক্তচাপ কি?
রক্তচাপ যদি স্বাভাবিকের চাইতে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। তবে কেও উচ্চ রক্তচাপে ভুগছে তা বলার আগে অন্তত তিন দিন তিনটি ভিন্ন সময়ে অন্তত ৫ মিনিট বসে থাকার পর রক্তচাপ মাপা উচিত। যদি তিন বারই বেশি পাওয়া যায়, তবে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন বলে নিশ্চিত বলা যায়। বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেকসময় শুধু "প্রেশার" বলেও উল্লেখ করা হয়।
লক্ষণ:
বেশীরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের তেমন কোন লক্ষণ থাকে না। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু তারা নিজেরা সেটা জানেন না। বেশিরভাগ সময় দেখা যায় অন্য কোনো রোগের জন্য চিকিৎসা নিতে গিয়ে অথবা দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ থেকে কোন একটা জটিল বা খারাপ কিছু হবার পরেই ধরা পড়ে এই উচ্চ রক্তচাপের ব্যাপারটা। এজন্য একে 'নীরব ঘাতক' বলা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে অবশ্য মাথা ব্যাথা বা ভার লাগা, শরীর খারাপ লাগা ইত্যাদি দেখা যায়। এক অর্থে তাদের ভাগ্য ভাল, কারণ তাদের ক্ষেত্রে প্রথম দিকেই রোগটা ধরা পড়ে।
রক্তচাপ অনেক বেশি বেড়ে গেলে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন, মাথা ব্যাথার পাশাপাশি চোখে ব্যাথা বা ঝাপসা দেখা, নিশ্বাস নিতে কষ্ট হওয়া অথবা নাক দিয়ে রক্ত পড়া। একে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে।
১. লবণ খাওয়া কমাতে হবে।
২. ওজন বেশি হলে ওজন কমাতে হবে।
৩. নিয়মিত হাঁটাচলা করতে হবে।
৪. ধূমপান অবশ্যই বর্জন করতে হবে।
আপনার উচ্চ রক্তচাপ না থাকলেও এই চারটি নিয়ম মেনে চললে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হবার সম্ভাবনা অনেক কমে যায়।
আর যারা এখন উচ্চরক্তচাপে ভোগছেন তারা হিজামা করতে পারেন। হিজামার মাধ্যমে উচ্চরক্তচাপ কমে স্বাভাবিক হয়ে আসে।
উচ্চ রক্তচাপ রোধে হিজামা পদ্ধতি খুবই কার্যকর।
মহানবী (সা.) বলেছেন, ‘গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৮২
Appointments এর জন্য যোগাযোগ করুনঃ
খুলনা হিজামা & রুকিয়াহ সেন্টার
যোগাযোগঃ 01940-443044

ঘুম আসেনা সহজে এবং তা প্রতিনিয়তই। তাহলে হয়ত আপনি অনিদ্রার সমস্যায় ভুগছেন।নানান কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। এর ...
04/05/2023

ঘুম আসেনা সহজে এবং তা প্রতিনিয়তই। তাহলে হয়ত আপনি অনিদ্রার সমস্যায় ভুগছেন।

নানান কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। এর সঠিক কারণ খুঁজে বের করে তা সমাধান করার কয়েকটি উপায় সম্পর্কে জানানো হল স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

অনিদ্রাঃ
যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের প্রতিনিয়ত ঘুমের সমস্যা দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের মস্তিষ্ক ও ঘুম-বিষয়ক চিকিৎসক নেইট ফাভিনির মতে, “প্রত্যেকেরই কখনও না কখনও ঘুমের সমস্যা দেখা দেয়। ঘুমের সমস্যা যখন জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রভাব রাখা শুরু করে তখন তা অনিদ্রার সমস্যায় পরিণত হয়।”

অনিদ্রার লক্ষণঃ
- দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার পরও ঘুম না আসা।
- রাতে অনবরত হাঁটা চলা করা।
- তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া ও পরে ঘুম না আসা।
এই ধরনের সমস্যা যত বেশি দিন থাকবে তত বেশি স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে।
অনিদ্রার কারণে সাধারণত নিচের সমস্যাগুলো দেখা যায়
- অমনোযোগ, অস্থিরতা, স্মৃতি হ্রাস।
- শক্তি ও অনুপ্ররণার অভাব।
- অস্বস্তি, হতাশা ও উদ্বেগ।
- মাথা-ব্যথা, শরীরে-ব্যথা, গ্যাসের সমস্যা ইত্যাদি।
যদি ক্লান্তিবোধ করেন ও ঘুমের সমস্যা কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অথবা সুসম্পর্কে বজায় রাখতে বাধা সৃষ্টি করে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অনিদ্রার ধরণঃ
অনিদ্রার সময়ের ব্যাপ্তির উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়
‘অ্যাকিউট’ বা তীব্র অনিদ্রা: কোন বিশেষ কারণে অনিদ্রা দেখা দেয় যেমন- মানসিক চাপ বা উদ্বেগ এবং কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়।

ক্রনিক বা দীর্ঘস্থায়ী অনিদ্রা: এটা সাধারণত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কারণে হয়ে থাকে এবং তা দীর্ঘদিনের জন্য- প্রতি সপ্তাহে তিনবার করে কমপক্ষে তিন মাস ব্যাপী।
গবেষণায় দেখা গেছে যে, আমেরিকানদের মধ্যে প্রতি বছর ২৫ শতাংশের তীব্র অনিদ্রার সমস্যা দেখা দেয় এবং তার ৭৫ শতাংশই দীর্ঘস্থায়ী অনিদ্রার সমস্যায় পরিণত না হয়ে সমাধান হয়ে যায়।

কারণঃ

সাধারত, প্রাথমিক ও মাধ্যমিক এই দুই কারণে অনিদ্রা দেখা দেয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য হল- মাধ্যমিক অনিদ্রা সাধারণত অন্য কোনো স্বাস্থ্য সমস্যা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হয়ে থাকে। আর প্রাথমিক অনিদ্রা হল প্রধান অসুস্থতা।

প্রাথমিক অনিদ্রাঃ
এটা কোনো স্বাস্থ্য জনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত না এটা সাধারণত তীব্র অনিদ্রা। এটা মূলত নিম্নোক্ত কারণের জন্য হয়ে থাকে-
মানসিক চাপ: চাকুরির সাক্ষাৎকার, পরীক্ষা এমন কি জীবনের বড় কোনো পরিবর্তন যেমন- কাছের কারও মৃত্যু বা সম্পর্কে বিচ্ছেদ ইত্যাদি নানা কারণে এমন সমস্যা দেখা দিতে পারে।
আরামদায়ক ঘুমের পরিবেশের অভাব: উদাহরণ স্বরূপ, ঘুমানোর সময় বেশি গরম, বা ঠাণ্ডা ইত্যাদি কারণেও ঘুমের সমস্যা দেখা দেয়।
ঘুমের অনিয়মিত রুটিন: অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাস যেমন- প্রতিদিন একই সময় ঘুমাতে না যাওয়া। ঘুমের রুটিনের পরিবর্তন এই ধরনের অনিদ্রার কারণ।

এই ধরনের সমস্যা চিকিৎসকের সাহায্য ছাড়াই সমাধান করা সম্ভব।
মাধ্যমিক অনিদ্রাঃ

সাধারণত, স্বাস্থ্যগত সমস্যার কারণে এই ধরণের অনিদ্রার সমস্যা দেখা দেয়। এছাড়াও, বিভিন্ন রকম ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলস্বরূপ এমনটা দেখা দিতে পারে।

এর ফলে নানা রকমের সমস্যা দেখা দেয়। যেমন-
ঘুমের সমস্যা: গবেষণায় দেখা গেছে, ঘুমের সমস্যা আছে এমন ৩৮ শতাংশ লোকের অনিদ্রা দেখা যায় এবং ৬০ শতাংশের মধ্যে পায়ের অস্বস্তির সমস্যা আছে।

দীর্ঘস্থায়ী অসুস্থতা: দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা যেমন- শ্বাসকষ্ট, অ্যাসিডিটি, দীর্ঘমেয়াদি ব্যথা, হরমোন ও থায়রয়েড ও স্নায়বিক সমস্যা যেমন- পারকিনসন ইত্যাদি থেকে ঘুমের সমস্যা দেখা দেয়।

মানসিক স্বাস্থ্য: মানসিক চাপ ঘুমের সমস্যা সৃষ্টি করে। উদ্বেগ ও হতাশা অনিদ্রার সৃষ্টি করে। এমনটা দেখা দিলে থেরাপি নেওয়ার প্রয়োজন।
অতিরিক্ত ক্যাফেইন, নিকোটিন ও অ্যাল্কোহল ঘুমের সমস্যা সৃষ্টি করে। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে।

অনিদ্রা চিকিৎসায় হিজামাঃ
অনিদ্রা থেকে মুক্তির জন্য অত্যান্ত কার্যকরি চিকিৎসা হচ্ছে হিজামা।

খুলনা হিজামা সেন্টার
Khulna Hijama & Ruqya Center
01518390686 (office)
01940443044 (personal)

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Hijama & Ruqya Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khulna Hijama & Ruqya Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram