06/05/2025
Rahu নিয়ে কিছু কথা বলব -
রাহু লোভ এর কারক, সবাই জানি কম বেশি। বেশি লাভ করতে গিয়ে ভালো মন্দ বিচার না করে শর্ট কাট এ যতটা কম পরিশ্রম দ্বারা উপার্জন করা যায় এটা রাহুর ভাবনা। রাহু দ্বারা হঠাৎ উপার্জিত অর্থ এর পরিমাণ টা যেমন বেশি হয় ঠিক তেমনি হঠাৎ করে এই টাকা উবে যেতেও বেশি সময় নেয় না। এটাই হলো রাহুর মায়া যে মায়ার দ্বারা কলিযুগ আচ্ছন্ন। রাহুর বর্ন ঘোর নীল। ভোগ বাসনা চরিতার্থ করার জন্য সদাগ্রহী।
✍️বুধ যদি এই রাহু দ্বারা পীড়িত হয ভুল সিদ্ধান্ত নেবে, ভুল পথে যাবে, সিদ্ধান্ত গ্রহণে সদাসমস্যা থাকবে।
✍️শুক্র রাহুর সম্পর্ক করলে কামুকতা , একাধিক সম্পর্ক তৈরি হওয়া এই বিষয় গুলি দেখা যায় এককথায় রাহু অসামাজিক কোনো গণ্ডি মানে না।শুক্রের নিয়ন্ত্রণ ক্ষমতা কে ভেঙে রাহু নিজের মতো করে নিয়ন্ত্রণ করে দেয়।
✍️বৃহস্পতির সাথে রাহু সম্পর্ক করলে বৃহস্পতির পবিত্রতা নষ্ট করে দেবে অসৎ পথে রোজগার দেবে যেটা শুরুতেই বলেছি। গুরুজন দের সন্মান করবে না। গুরু বৃহস্পতির সন্মান এক্ষেত্রে রাহু নষ্ট করে দেবে। এক্ষেত্রে বৃহস্পতির ডিগ্রি বেশি না রাহুর ডিগ্রি বেশি সেটি বিচার্য হবে।
✍️রাহু মঙ্গল সম্পর্কে অতিরিক্ত রাগ, উগ্রতা , জেদ থাকবে, অসামাজিক কার্যকলাপ এ লিপ্ত হওয়া। কিন্তু শুভ রাহু হলে মঙ্গল এগোবে। মঙ্গল কে উত্যক্ত করে।
✍️রাহু শনি সম্পর্ক করলে বুদ্ধিহীনতা, নিচু কাজ করার প্রবণতা, আসুরিক প্রবৃত্তি থাকবে।
✍️রাহু চন্দ্র সম্পর্কে ব্যক্তি চিন্তার ক্ষমতা হারাবে। আত্মহত্যা ও অতিশয় চিন্তার প্রবণতা ।
🕉️অগ্নি রাশিতে(মেষ, সিংহ, ধনু) রাহু শুভ ফলদাতা, রাহুর পাপ এই অগ্নি রাশিতে পুড়ে যায়, ফলে অগ্নি রাশিতে রাহুর খারাপ প্রভাব কম থাকে। মেষ, সিংহ,মিথুন, কন্যা, ধনু তে শুভ ফলদাতা।
🕉️পঞ্চম ভাব ভবপতি রাহু দ্বারা সম্পর্ক করলে এসিডিটি ,পেটে গ্যাস সৃষ্টি করে এক্ষেত্রে রাশিটি বিশেষ করে বায়ু রাশি (মিথুন, তুলা, কুম্ভ) হলে এই সমস্যা দেবে।
🕉️তৃতীয় ভাব বা ভাব পতির সাথে সম্পর্কে রাহু ধৈর্য্যের পরিমাণ কমিয়ে দেয়, পাওয়া জিনিস হাত থেকে বেরিয়ে যাওয়া এই ঘটনা গুলো দেখা যায়।
🕉️দশম ভাব সম্পর্কিত রাহু একাধিক কর্ম পরিবর্তন করায়, চুক্তির বাইরে কাজ করায়।
শারীরিক বৈশিষ্ট্যের জায়গা থেকে কিভাবে বুঝবো রাহুর প্রভাব রয়েছে -------
থুতনিতে দাড়ি আছে অথচ গোঁফ নেই, শরীরে ট্যাটু বা উল্কি করার প্রবণতা থাকলে ।
রাহুর তিনটি নক্ষত্র আর্দ্রা, স্বাতী ও শতভিষা তবে
আর্দ্রা , স্বাতী র মধ্যে কিছু শুভত্ব থাকে।
নক্ষত্রের পার্ট টা অন্য একদিন আলোচনা করব।
লেখাটা অনেকটাই বড়ো হয়ে গেলো😅 আজ এটুকুই। সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি।
ভালো থাকবেন, ভালো রাখবেন।
ধন্যবাদান্তে , Astrologer Biswajit chakraborty
জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ শাস্ত্রী
জ্যোতিষ ভারত গৌরব ২০১৪।