Rajosree Gems & Astro Solution

Rajosree Gems & Astro Solution Astrologer Biswajit chakraborty

19/05/2025

Today astro nail tips:
ছোট নখ - সংকীর্ণ মনের।
বড়ো নখ - হৃদয়বান।

\\ আচ্ছা রবি মানেই কী - নাম, যশ,সম্মান,সফলতা ও প্রতিষ্টা...?•••।। রবি মানে শুধু এইটুকুই নয়, রবি মানেই আমাদের যাবতীয় সব...
15/05/2025

\\ আচ্ছা রবি মানেই কী - নাম, যশ,সম্মান,সফলতা ও প্রতিষ্টা...?

•••।। রবি মানে শুধু এইটুকুই নয়, রবি মানেই আমাদের যাবতীয় সবকিছু____
*) রবি আমাদের জীবনী শক্তির কারক, রবি আমাদের উর্যা, আমাদের শক্তি ও ক্ষমতা,রবির আমাদের আত্মা, রবির উপর নির্ভর করে আমাদের আত্ত্ববিশ্বাস ও দৃষ্টিশক্তি।।

*)চন্দ্র মনের কারক, মঙ্গল ভূমির কারক,বৃহস্পতি অর্থের কারক, বুধ বুদ্ধির কারক, শুক্র ভোগের কারণ___আর রবি সমস্ত কিছুর কারক।।

•••।। দেখবেন বিভিন্ন জ্যোতিষী গ্রন্থে যে সকল শুভ ও শুভ যোগের কথা বলা হয়েছে বেশিরভাগ যোগ বা দোষের মধ্যে আপনি রবির উল্লেখ পাবেন পাবেন পাবেন‌ই।।

*) আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রবি যে ব্যক্তির জন্মছকে ভালো অবস্থায় নেই___সেই ব্যক্তির জন্মছকে কোন গ্ৰহ‌ই ভালো অবস্থায় নেই, আর যদিও থাকে তার কোন ভ্যালু নেই, সেইসব লোকের ট্যালেন্ট থাকলেও, পড়াশুনা থাকলেও কোন কাজে আসে না ওদের কথার মধ্যেই দম থাকে না এরা অধিকার ছিনিয়ে আনতে জানে না।।

আপনি,আমি ও গাছপালা, জীবজন্তু সবকিছুর উৎস রবি___রবি যেমন পুরো সৃষ্টিকে আলোকিত করে তেমনি আমাদের জীবনকেও আলোকিত করে।।____এক কথায় রবি অর্থাৎ সূর্য ছাড়া পৃথিবী যেমন অন্ধকার ঠিক তেমনি আমাদের জীবন ও অন্ধকার।।

🙏ধন্যবাদ 🙏 🌿্
✍️ জ্যোতিষ ভাস্কর বিশ্বজিৎ চক্রবর্ত্তী
মোঃ ০১৭৭০৭৫৬৫৬০

Rahu নিয়ে কিছু কথা বলব - রাহু  লোভ এর কারক, সবাই জানি কম বেশি। বেশি লাভ করতে গিয়ে ভালো মন্দ বিচার না করে শর্ট কাট এ যত...
06/05/2025

Rahu নিয়ে কিছু কথা বলব -
রাহু লোভ এর কারক, সবাই জানি কম বেশি। বেশি লাভ করতে গিয়ে ভালো মন্দ বিচার না করে শর্ট কাট এ যতটা কম পরিশ্রম দ্বারা উপার্জন করা যায় এটা রাহুর ভাবনা। রাহু দ্বারা হঠাৎ উপার্জিত অর্থ এর পরিমাণ টা যেমন বেশি হয় ঠিক তেমনি হঠাৎ করে এই টাকা উবে যেতেও বেশি সময় নেয় না। এটাই হলো রাহুর মায়া যে মায়ার দ্বারা কলিযুগ আচ্ছন্ন। রাহুর বর্ন ঘোর নীল। ভোগ বাসনা চরিতার্থ করার জন্য সদাগ্রহী।

✍️বুধ যদি এই রাহু দ্বারা পীড়িত হয ভুল সিদ্ধান্ত নেবে, ভুল পথে যাবে, সিদ্ধান্ত গ্রহণে সদাসমস্যা থাকবে।
✍️শুক্র রাহুর সম্পর্ক করলে কামুকতা , একাধিক সম্পর্ক তৈরি হওয়া এই বিষয় গুলি দেখা যায় এককথায় রাহু অসামাজিক কোনো গণ্ডি মানে না।শুক্রের নিয়ন্ত্রণ ক্ষমতা কে ভেঙে রাহু নিজের মতো করে নিয়ন্ত্রণ করে দেয়।
✍️বৃহস্পতির সাথে রাহু সম্পর্ক করলে বৃহস্পতির পবিত্রতা নষ্ট করে দেবে অসৎ পথে রোজগার দেবে যেটা শুরুতেই বলেছি। গুরুজন দের সন্মান করবে না। গুরু বৃহস্পতির সন্মান এক্ষেত্রে রাহু নষ্ট করে দেবে। এক্ষেত্রে বৃহস্পতির ডিগ্রি বেশি না রাহুর ডিগ্রি বেশি সেটি বিচার্য হবে।
✍️রাহু মঙ্গল সম্পর্কে অতিরিক্ত রাগ, উগ্রতা , জেদ থাকবে, অসামাজিক কার্যকলাপ এ লিপ্ত হওয়া। কিন্তু শুভ রাহু হলে মঙ্গল এগোবে। মঙ্গল কে উত্যক্ত করে।
✍️রাহু শনি সম্পর্ক করলে বুদ্ধিহীনতা, নিচু কাজ করার প্রবণতা, আসুরিক প্রবৃত্তি থাকবে।
✍️রাহু চন্দ্র সম্পর্কে ব্যক্তি চিন্তার ক্ষমতা হারাবে। আত্মহত্যা ও অতিশয় চিন্তার প্রবণতা ।

🕉️অগ্নি রাশিতে(মেষ, সিংহ, ধনু) রাহু শুভ ফলদাতা, রাহুর পাপ এই অগ্নি রাশিতে পুড়ে যায়, ফলে অগ্নি রাশিতে রাহুর খারাপ প্রভাব কম থাকে। মেষ, সিংহ,মিথুন, কন্যা, ধনু তে শুভ ফলদাতা।

🕉️পঞ্চম ভাব ভবপতি রাহু দ্বারা সম্পর্ক করলে এসিডিটি ,পেটে গ্যাস সৃষ্টি করে এক্ষেত্রে রাশিটি বিশেষ করে বায়ু রাশি (মিথুন, তুলা, কুম্ভ) হলে এই সমস্যা দেবে।

🕉️তৃতীয় ভাব বা ভাব পতির সাথে সম্পর্কে রাহু ধৈর্য্যের পরিমাণ কমিয়ে দেয়, পাওয়া জিনিস হাত থেকে বেরিয়ে যাওয়া এই ঘটনা গুলো দেখা যায়।

🕉️দশম ভাব সম্পর্কিত রাহু একাধিক কর্ম পরিবর্তন করায়, চুক্তির বাইরে কাজ করায়।

শারীরিক বৈশিষ্ট্যের জায়গা থেকে কিভাবে বুঝবো রাহুর প্রভাব রয়েছে -------
থুতনিতে দাড়ি আছে অথচ গোঁফ নেই, শরীরে ট্যাটু বা উল্কি করার প্রবণতা থাকলে ।

রাহুর তিনটি নক্ষত্র আর্দ্রা, স্বাতী ও শতভিষা তবে
আর্দ্রা , স্বাতী র মধ্যে কিছু শুভত্ব থাকে।
নক্ষত্রের পার্ট টা অন্য একদিন আলোচনা করব।
লেখাটা অনেকটাই বড়ো হয়ে গেলো😅 আজ এটুকুই। সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি।

ভালো থাকবেন, ভালো রাখবেন।
ধন্যবাদান্তে , Astrologer Biswajit chakraborty
জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ শাস্ত্রী
জ্যোতিষ ভারত গৌরব ২০১৪।

দেব গুরু বৃহস্পতি গায়েত্রী মন্ত্র।
22/10/2024

দেব গুরু বৃহস্পতি গায়েত্রী মন্ত্র।

21/09/2024

শ্রী শ্রী গুরু প্রনাম মন্ত্র :-

অখণ্ডমণ্ডলাকারং ব্য়াপ্তং য়েন চরাচরম |
তত্পদং দর্শিতং য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ || 1 ||

অজ্ঞানতিমিরান্ধস্য় জ্ঞানাঞ্জনশলাকয়া |
চক্ষুরুন্মীলিতং য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ || 2 ||

গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ |
গুরুরেব পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ || 3 ||

স্থাবরং জংগমং ব্য়াপ্তং য়ত্কিংচিত্সচরাচরম |
তত্পদং দর্শিতং য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ || 4 ||

চিন্ময়ং ব্য়াপিয়ত্সর্বং ত্রৈলোক্য়ং সচরাচরম |
তত্পদং দর্শিতং য়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ || 5 ||

ত্সর্বশ্রুতিশিরোরত্নবিরাজিত পদাম্বুজঃ |
বেদান্তাম্বুজসূর্য়োয়ঃ তস্মৈ শ্রীগুরবে নমঃ || 6 ||

চৈতন্য়ঃ শাশ্বতঃশান্তো ব্য়োমাতীতো নিরংজনঃ |
বিন্দুনাদ কলাতীতঃ তস্মৈ শ্রীগুরবে নমঃ || 7 ||

জ্ঞানশক্তিসমারূঢঃ তত্ত্বমালাবিভূষিতঃ |
ভুক্তিমুক্তিপ্রদাতা চ তস্মৈ শ্রীগুরবে নমঃ || 8 ||

অনেকজন্মসংপ্রাপ্ত কর্মবন্ধবিদাহিনে |
আত্মজ্ঞানপ্রদানেন তস্মৈ শ্রীগুরবে নমঃ || 9 ||

শোষণং ভবসিন্ধোশ্চ জ্ঞাপণং সারসংপদঃ |
গুরোঃ পাদোদকং সম্য়ক তস্মৈ শ্রীগুরবে নমঃ || 1০ ||

ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ |
তত্ত্বজ্ঞানাত্পরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ || 11 ||

মন্নাথঃ শ্রীজগন্নাথঃ মদ্গুরুঃ শ্রীজগদ্গুরুঃ |
মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ || 12 ||

গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম |
গুরোঃ পরতরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ || 13 ||

ত্বমেব মাতা চ পিতা ত্বমেব
ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব |
ত্বমেব বিদ্য়া দ্রবিণং ত্বমেব
ত্বমেব সর্বং মম দেব দেব || 14 ||

15/09/2024

শনিদেবের পর্যবেক্ষনে ভালো কাজের,মিরাক্কেল পরিবর্তন আনতে চলেছে।
ফিরিয়ে দিতে পারে রাজ সিংহাসন!
১৫/০৯/২০২৪

🌹 শনি যদি গাড়ি দেয় - সেই গাড়ির দূর্ঘটনা হয় না ,বিপদ মুক্ত গাড়ি,🌹মঙ্গল রিলেটেড গাড়ি  - সামনের জনের বিপদ,🌹শুক্র রিলে...
26/08/2024

🌹 শনি যদি গাড়ি দেয় - সেই গাড়ির দূর্ঘটনা হয় না ,বিপদ মুক্ত গাড়ি,
🌹মঙ্গল রিলেটেড গাড়ি - সামনের জনের বিপদ,
🌹শুক্র রিলেটেড গাড়ি - সব থেকে সুন্দর সাদা গাড়ী রাস্তায় ,সবার নজর কাড়বে
🌹রাহু গাড়ি - ঘাপলা বাজদের গাড়ি,গাড়ির ভিতর কে আছে,জীবনেও বোঝা সম্ভব নয়😅

02/06/2024

যে বেশী মিথ্যা কথা বলে, তার বুধ গ্রহ খুব খারাপ।
ভিক্ষারী কে পরিহাস করলে, তার কেতু গ্রহ ভালো নয়।

28/05/2024

২০২৪ সাল শনির বছর
তাই শনিবার লোহা,মানিব্যগ চামড়া কোনো জিনিস,এবং লবন কেনা থেকে বিরত থাকুন।

23/05/2024

আজ এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে গঙ্গা জল এবং হলুদ মিশ্রিত জল এ স্নান করে যে কোনো লক্ষী নারায়ণ মন্দিরে হলুদ মিষ্টান্ন,মধু দান করুন।

নব গ্রহকে ব্যালান্স করুন সহজেই১) বাবার সেবা করলে রবি মজবুত হয়।২) মায়ের সেবা করলে চন্দ্র মজবুত হয়।৩) ভাই বোনের সঙ্গে ভালো...
07/04/2024

নব গ্রহকে ব্যালান্স করুন সহজেই

১) বাবার সেবা করলে রবি মজবুত হয়।

২) মায়ের সেবা করলে চন্দ্র মজবুত হয়।

৩) ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার মঙ্গলকে মজবুত করে।

৪) বৌ কে সহযোগিতা করলে শুক্র বলবান হয়।

৫) আপনার অধীনস্ত কর্মচারী দের উপকার করলে শনি প্রসন্ন হয়।

৬) রাস্তার কুকুরদের সেবা করলে কেতু প্রসন্ন হয়।

৭) গুরুর আজ্ঞা পালন করুন বৃহস্পতির শুভ ফল পাবেন।

৮) গাছপালা দের যত্ন নিন বুধের কুপ্রভাব কমবে

৯) সাফাই কর্মীদের উপকার করুন রাহুর কুপ্রভাব কমবে।

02/04/2024

৮ এপ্রিল ২০২৪ সোমবার
"পূর্ণগ্রাস সূর্য্যগ্রহণ"
বাংলাদেশ ও ভারতে অদৃশ্য।

Address

4 NO KD GHOSH Road, MOLLA MANSON
Khulna

Telephone

+8801770756560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajosree Gems & Astro Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram