
26/08/2025
"ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির" অংশ হিসেবে গাজী মেডিকেল কলেজের "ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল ( IPC) কমিটি" এবং "মাইক্রোবায়োলজি বিভাগের" যৌথ উদ্যোগে আজ বড় পরিসরে "পঞ্চম ব্যাচের" ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
৩০ জন ইন্টার্ন চিকিৎসক, নার্স, ল্যাব স্টাফ, হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার সাথে সংস্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সহ মোট ৫০ জন "ইনফেকশন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের" উপর অনুষ্ঠিতব্য এই ট্রেনিং এ অংশগ্রহণ করেন। সেই সাথে হাসপাতালের মাননীয় পরিচালক মহোদয়ের উপস্থিতিতে, IPC কমিটির উদ্যোগে প্রস্তুতকৃত জনসচেতনতামূলক কিছু পোস্টারেরও (ইনফেকশন নিয়ন্ত্রণ বিষয়ক) উদ্বোধন করা হয়। ধারাবাহিক এই ট্রেনিং প্রোগ্রামের সাইন্টিফিক পার্টনার "ফার্মা সলিউশন" এর প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
বাংলাদেশের প্রাইভেট সেক্টরে, অল্প সংখ্যক কিছু হাসপাতালেই "IPC" বিষয়ক সক্রিয় কমিটি ও তাদের কর্মসূচি বিদ্যমান রয়েছে, যাদের মধ্যে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল অন্যতম।
সকলের ঐকান্তিক সহযোগিতায় এবং IPC কমিটির নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উঠুক- " চিকিৎসা সেবার এক নিরাপদ আশ্রয়স্থল"।।