Dr Hosneara Parvin

Dr Hosneara Parvin Welcome to our official page

03/04/2024
30/03/2024

যোগাযোগ 01746754258

24/03/2024

আমি ভাবতাম যে আমাদের গ্রামের মানুষ আমাকে ভালবাসে,এতটা ভালবাসে এতটা পছন্দ করে এইটা জানতাম না,২হাজার ৭সালে আমাদের এই এলাকায় আমার চেম্বার ছিল,অনেক বছর, এখন আমি খুলনায় এবং ঢাকার চেম্বারে বসি, অনেক বছরই এলাকার চেম্বারে বসি না অনেক ব্যস্ততার কারণে,আজ ৪দিন এলাকায় রোগী দেখছি, প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী দেখেছি,অধিকাংশ রোগী আগের পুরানো, সবাই অনুরোধ করে আপনি এখানে বসেন। আশায় আছি এলাকার মানুষদের এখন থেকে ফ্রি চিকিৎসা দিবো ইনশাল্লাহ।

খুলনা হাদিস পার্কে সবাই মিলে।
29/02/2024

খুলনা হাদিস পার্কে সবাই মিলে।

কে আমি? লিখেছেন ডাক্তার হোসনে আরা পারভীন.কে আমি? আমি কি সেই আমি? হে নিশ্চয়ই আমি নই। গাছে উঠে ফল পাড়া, ঝাপ দিয়ে নদীতে প...
26/02/2024

কে আমি?
লিখেছেন ডাক্তার হোসনে আরা পারভীন.
কে আমি?
আমি কি সেই আমি?
হে নিশ্চয়ই আমি নই।
গাছে উঠে ফল পাড়া,
ঝাপ দিয়ে নদীতে পুকুরে গোসল করা,
মাছ ধরা,কোমড় বেঁধে ঝগড়া করা,
মারামারি করা, সারাক্ষণ ছুটে বেড়ানো,
এখন কেন এত চুপ আমি?
আমি কি সেই আমি?
এই আমি নই,, এই আমি নই,,
কোথা থেকে এসেছি যাইবোই বা কোথায়?
এইসব ছেঁদো ঠিকানা আমার নয়,
এইসব অর্থহীন যাপন ও আমার নয়।
এ আমি কে আমি?

24/02/2024

এই ভাবে সারাজীবন আমার বুবুর পাশে থেকো, আমার বুবুর ছোট আব্বু হয়ে((,যৌথ পরিবারে))

বয়স হয়েছে তাতে কি হয়েছে? ডায়াবেটিস বেড়েছে চোখে দেখতে পাই না ভালো, তাই যা ভালো লাগে তাই ছেড়ে দেব? আমি চোখে কাজল পরি...
20/02/2024

বয়স হয়েছে তাতে কি হয়েছে?
ডায়াবেটিস বেড়েছে চোখে দেখতে পাই না ভালো,
তাই যা ভালো লাগে তাই ছেড়ে দেব?
আমি চোখে কাজল পরি,
ঠোঁটে লিপিস্টিক লাগিয়ে সাজগোজ করি,
কারন আমার ভালো লাগে তাই
বুড়ো বয়সে ঢং বেড়েছে লোকে বলে বলুক না,
তাতে আমার কি?
বাসায় জিন্স, টপস,পরি লোকে বাঁকা চোখে দেখে দেখুক না,
তাতে আমার কি?
বয়স বেড়েছে তাতে কি?
এই বয়সে ইন্টারনেট চালাই,ফেসবুক, হোয়াটসঅ্যাপ চালাই,
অন্যরা তাতে খুশি নয়, তাতে আমার কি?
আমার ভালো লাগে তাই করি,
৫০ পেরিয়েছে তাতে কি?
যখন স্বামী সন্তানেরা শপিং গানের আড্ডায় নিয়ে না যায়, তখন আমি একাই বেরিয়ে পরি,
নিজেকে খানিক আনন্দ দিতে,
সবাই বেশি কথা শুনায় শুনাক না,
তাতে আমার কি?আমার ভাল লাগে তাই করি,
৫০ পেরিয়েছে তাতে কি?
আমি জানি ভালো থাকার কোন বয়স হয় না,
নিজের ইচ্ছা মত কাজ করতে চাওয়ার জন্য কারোর অনুমতি প্রয়োজন হয় না,,
লোকে যা খুশি আমাকে নিয়ে ভাবে ভাবুক না,
তাতে আমার কি?
বয়স ৫০ হয়েছে তাতে কি?

17/02/2024

আমরা ডাক্তাররা মানব সেবা করে থাকি, মানুষের জন্য কাজ করে থাকি, আমি কিছু কিছু ভিডিও আপলোড করি, যেমন বিনোদনের সাথে কিছু শিক্ষা, বাজেভাবে নিবেন না, কথাগুলো কি বলেছি শুনতে হবে তাহলেই,বুঝতে পারবেন, ।

আমি একটি কবিতা লিখতে চাই, কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছিনা। ও ও ও মনে পড়েছে, (তুমি,) তোমাকে নিয়ে একটা কবিতা লিখব। তোমার ম...
12/02/2024

আমি একটি কবিতা লিখতে চাই,
কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছিনা।
ও ও ও মনে পড়েছে,
(তুমি,) তোমাকে নিয়ে একটা কবিতা লিখব।
তোমার মনে আছে?
তোমাকে নিয়ে অনেক কবিতা লিখেছি আমি,
একটা কবিতায় লিখেছিলাম ,
তুমি কাছে থাকলে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতাম জোসনা রাতের তারার ঝিলিমিলি,
জোনাক পোকার মিটিমিটি আলো,
আরো লিখেছিলাম,
ছাদে বা উঠানের মাঝখানে দাঁড়িয়ে
মেঘলা আকাশ দেখবো আমরা,
বৃষ্টিতে ভিজবো জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকবো,
আরো কত কি,
এই আবেগের কথাগুলো এখন আর বলতে ইচ্ছা করে না।
আমার ৫০ তোমার ৬০ পেরিয়েছে,
আর এসব বলতে ইচ্ছা করে না।
এখন তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছা করে,
শেষ বয়সে আমাদের দুজনকে কে দেখবে?
ওরা যদি আমাদের যত্ন দেখাশুনা না করে, ভালো ভালো খেতে না দেয়, আমি আবার খেতে পছন্দ করি তুমি তো জানো! তেমনই তুমি,।
ছেলে-মেয়েদের ছোট থেকে বড় করা,পড়াশোনা পুঁজি পাট্টা নেই কিন্তু আমার, তোমার কি আছে লুকানো কিছু?
তোমার কথাই ভাবি বেশি আমি, আমার কথা নয়, আমার কথা নয় কেন জানিনা,
আমি জানি, তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো,
আরো একটা কথা '''''':
তোমাকে ভালোবাসি কিনা জানিনা,
হয়তো ভালোবাসার চেয়ে মায়া করি তোমাকে বেশি,
, হতে পরে,
তবে তোমার চোখের জল আমাকে কাঁদায়।
তুমি মুখখানা কালো করে বসে থাকলে আমি কষ্ট পাই,
তোমাকে নিয়ে আমি ভাবি,
তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই
,এটাকে'''''''
ভালোবাসা বলে কিনা জানিনা।

06/02/2024

খুলনা বই মেলাতে একক গান পরিবেশন এবং দলীয় দেশাত্মবোধক গান, যতটুকু পেরেছি গাওয়ার চেষ্টা করেছি, আমার ফ্যামিলি একদম আমাকে সাপোর্ট করে না আমার ছেলেরা, আমার হাসবেন্ড, ফ্যামিলির সবাই চায় আমি গান না করি,তারা চায় আমি চিকিৎসা পেশায় থাকি, অবশ্যই আমি একজন ডাক্তার চিকিৎসক, প্রতিদিন মানুষের সেবা করে যাই, তারপরেও ভালো লাগে গান করতে।

27/01/2024

বাচ্চারা দেরিতে কথা বলে,বা কথা না বলতে পারা।

23/01/2024

ফ্যাটি লিভার।

19/01/2024

মেনোফজ টাইমে আপনি কি রেগে যাচ্ছেন?

01/01/2024

happy new year।

কলেজের উঠানে দাঁড়িয়ে ক্যান্সার  নিয়ে আলোচনা করছিলাম, ক্যান্সার কি? মানুষ বা প্রাণীর শরীরে গঠিত হয় অসংখ্য ছোট ছোট ক্ষ...
18/12/2023

কলেজের উঠানে দাঁড়িয়ে ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম,

ক্যান্সার কি? মানুষ বা প্রাণীর শরীরে গঠিত হয় অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষের মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর পুরনো কোষগুলো মারা গেলে সেখানে নতুন কোষের সৃষ্টি হয়, সাধারণত কোষগুলো নিয়ন্ত্রিত ভাবে এবং নিয়মিত বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দিয়ে থাকে, তবে এই কোষগুলো জেনেটিক, মিউটেশন অন্য কারণে অনিন্ত্রিতভাবে বাড়তে থাকলে তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিউমার বলে, এই টিউমার হতে পারে বিনাইন অথবা ম্যালাগনেনট,, আর যদি এর ধরন ম্যালিগন্যানট হয় তাকে আমরা ক্যান্সার বলে থাকি।

30/11/2023

ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন , আমার দাঁতের সমস্যা তাই মার্কস পড়ে কথা বলায় স্পষ্ট উচ্চারণ হয়নি।ক্ষমা করবেন।
।।

সুখ তোমার বাড়ি কই? কোথা থেকে আসো আবার কোথায় চলে যাও?
18/11/2023

সুখ তোমার বাড়ি কই? কোথা থেকে আসো আবার কোথায় চলে যাও?

Address

Boyra , Khulna
Khulna
2900

Telephone

+8801746754258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Hosneara Parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category