Ruhama Eye Care Centre

Ruhama Eye Care Centre Notes

19/08/2025
ছবিটি দেখে মনে হতেই পারে,, হয়তো কোনো পাহাড়,, সুড়ঙ্গ,, অথবা কোনো গুহা।।তাই না ?? মোটেও এটা তেমন কিছুই না।। এটি হলো আপনার ...
01/04/2022

ছবিটি দেখে মনে হতেই পারে,, হয়তো কোনো পাহাড়,, সুড়ঙ্গ,, অথবা কোনো গুহা।।তাই না ??
মোটেও এটা তেমন কিছুই না।। এটি হলো আপনার আমার শরীরে ইঞ্জেকশন সূঁচের ক্ষত,, ইংরেজীতে এটাকে Needle Puncture বলা হয়ে থাকে।।

এক্ষেত্রে ইলেকট্রনিক টেলিস্কোপের সাহায্যে,,ছবিটি কয়েক লক্ষ গুন ZOOM করে,, Highly Magnified প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে।।

ছবিতে দেখা যাচ্ছে,, আপনার আমার চামড়া,, ঠিক যেনো মাটির কোনো এবড়ো-থেবড়ো দেওয়াল,, আর,, নিডল পাংচার ঠিক যেনো সেই দেওয়ালে অবস্থিত একটি গুহার মতো।।

ছবিটি দেখে,সঙ্গে সঙ্গে সূরা হিজর এর ২৬ নাম্বার আয়াত মনে পড়ে গেলো -- "ওয়ালাকাদ খালাকনাল ইনসা-না মিন সালসা-লিম মিন হামাইম মাসনূন।।"

(আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা।।)

সুবহান আল্লাহ... 🤲

Di shahin

© কালেক্টেড

12/12/2021

সংশ্লিষ্ট সকল কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।

চোখের পানি কোনো সাধারন পানি নয়!চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে ত...
06/05/2021

চোখের পানি কোনো সাধারন পানি নয়!

চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেনঃ

"চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে। এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।"

চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত!

আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।

চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণুমুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।

চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।

সুবহানআল্লাহ!!
এক চোখের পানিতেই আল্লাহ্ তায়ালা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন! একটু উনিশ থেকে বিশ হলেই ঘ্যাচাং! ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?"

|সূরাহ আর-রহমান,আয়াত-১৩|

কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়ে...
22/01/2021

কখনো কি ভেবে দেখেছেন যে, অপারেশন এর রুমকে 'অপারেশন থিয়েটার' বলা হয় কেনো?
আসলে আগেকার যুগের অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও থাকতো!

এটি একটি ঐতিহাসিক ছবি যেটা ১৯৪৫ সালে তোলা হয়েছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে নিচে একটি অপারেশন হচ্ছে, আর ওপরে ব্যলকনিতে ছাত্র ও নার্স পর্যবেক্ষণ করছে (থিয়েটারে সিনেমা দেখার মত)। এই জন্যেই অপারেশন রুমকে আমরা এখনও অপারেশন থিয়েটার বলি।
নতুন কিছু জানাতে পারলাম কি?

Address

Mojad Soroni B-17 Sonadanga Main Road (Right Side Of Gazi Medical College) Khulna
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 15:00
17:00 - 21:00
Wednesday 09:00 - 15:00
17:00 - 21:00
Thursday 09:00 - 15:00
17:00 - 21:00
Saturday 09:00 - 15:00
17:00 - 21:00
Sunday 09:00 - 15:00
17:00 - 21:00

Telephone

+8801789353333

Alerts

Be the first to know and let us send you an email when Ruhama Eye Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category