Raqi Ashrafur Rahman Imam

Raqi Ashrafur Rahman Imam আর আমি কুরআন নাযিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত কিন্তু তা যালিমদের ক্ষতিই বাড়িয়ে দেয়। আয়াত নং ৮২

03/05/2025

আশিক👿শয়তানের অধিকাংশ ভুক্তভোগীই সামান্য কথায় ভেঙে পড়ে—ওয়াশরুমে গিয়ে কান্না তাদের অভ্যাস।
আপনিও কি এমন❓

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার (ইন্তেকালের) পরে ...
25/09/2024

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
আমার (ইন্তেকালের) পরে আমার উম্মাতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার শঙ্কা আর কিছুতেই রেখে যাইনি।
(• বুখারী ৫০৯৬, মুসলিম ২৭৪০, তিরমিযী ২৭৮০, ইবনু মাজাহ ৩৯৯৮, *মিশকাতুল মাসাবীহ (মিশকাত) | ৩০৮৫)

23/09/2024

"আর তিনিই তোমাদের জীবন দিয়েছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন, তারপর তিনিই তোমাদেরকে আবার জীবন দেবেন। নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ।"
وَهُوَ ٱلَّذِیۤ أَحۡیَاكُمۡ ثُمَّ یُمِیتُكُمۡ ثُمَّ یُحۡیِیكُمۡۗ إِنَّ ٱلۡإِنسَـٰنَ لَكَفُورࣱ
[সূরা হাজ্জ: ৬৬]

22/09/2024

" নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই করুণাময়, পরম দয়ালু।"

[সূরা আল হাজ্জ: ৬৫]

কেবল সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে। 💓(• সূরা আশ-শুআ'রা | ২৬:৮৯)
20/09/2024

কেবল সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে। 💓
(• সূরা আশ-শুআ'রা | ২৬:৮৯)

20/09/2024

তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বলে–

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি।


অর্থ: হে আল্লাহ! আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই। (সুনানে আবু দাউদ, ২১৬০)

স্ত্রীর জন্য সব সময় কল্যানকর দুয়া করুন।

20/09/2024

নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
(সূরা লোকমান: ১৮)

19/09/2024

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি আমাদের ফিলিস্তিন, কাশ্মীর, সুদান সহ সকল দেশের মাজলুম ও মুজাহিদ মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ তা'য়ালা সকল জালিম, মুনাফিক, তাগুত ও কুফফারদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

16/09/2024

قال رسول صلى الله عليه وسلم : ( مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ ).
وقال عليه الصلاة والسلام : ( وإياكم ومحدثاتِ الأمورِ فإنَّ كلَّ محدثةٍ بدعةٌ، وكلَّ بدعةٍ ضلالةٌ ).

14/09/2024

""খাবারের অবশিষ্ট মাংসের হাড় ও গোবড় এড়িয়ে চলুন।""
মাংস কিংবা মাছ খাওয়ার পরে যে অবশিষ্ট হাড় থাকে সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রাখুন।যেখানে মানুষ চলাচল করে না ।
চলতি পথে কোথাও গরুর গোবর দেখলে অবশ্যই তা এড়িয়ে চলবেন।
গোবরে পা রাখবেন না।

এই দুইটি বিষয় সচেতন করার কারণ হচ্ছে অবশিষ্ট হাড় ও গোবর জ্বীনদের খাদ্য।

জ্বীনদের নজর দেয়া খাদ্য যদি আপনার কারণে নষ্ট হয়ে যায়, তবে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।

সচেতন থাকুন; কুরআন ও সুন্নাহ মেনে চলুন।

Address

Khulna
9010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Ashrafur Rahman Imam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Ashrafur Rahman Imam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram