
14/05/2025
Practical Application of Homeopathy and Strategies in Prescribing – A Webinar by Prof. George Vithoulkas
ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আবারও একটি বিশেষ ওয়েবিনার উপস্থাপন করতে যাচ্ছে - অনালিনে জুম এ এই ওয়েবিনার টি উপস্থাপিত হবে। ইন্টারনেট সংযোগ থাকলে আপনি কম্পিটার, মোবাইল বা ট্যাব যেকোন ডিভাইসে জুম (zoom.com) দিয়ে এই ওয়েবিনারে যোগ দিতে পারবেন।
সারাবিশ্বে অত্যান্ত জনপ্রিয় এই ওয়েবিনারটির সাধারণ ফিস ১০০ ইউরো যা বাংলাদেশ টাকায় ১২৫০০/ টাকা মতো, তবে শুধু বাংলাদেশ থেকে ৮০% ডিস্কাউন্ট অর্থাৎ ২৫০০/- টাকায় যোগ দেওয়া যাবে।
বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশান করার শেষ সময় – ২৫ জুন, ২০২৫
বাংলাদেশ থেকে ডিস্কাউন্ট ফিতে যোগ দিতে কল করুন বা WhatApp করুন ০১৮৯৪৭৭৮১১৩ ও ০১৮৯৪৭৭৮১১৮ এই দুটি নাম্বারে। অথবা ইমেল করেতে পারেন training.drhf@gmail.com এই ঠিকানায়।
যোগদানের জন্য আপনার –
নামঃ (যে নামে সার্টিফিকেট হবে)
ঠিকানাঃ (সম্পূর্ণ স্থায়ী ঠিকানা)
ইমেইলঃ (ইমেইলেই আপনাকে যোগদানের জন্য সকল নির্দেশনা ও তথ্য, যেমন জুম লিংক এবং সার্টিফিকেট পাঠানো হবে, তাই ইমেইল ছাড়া যোগদান সম্ভব নয়)
মোবাইল নাম্বারঃ
পাঠাতে হবে।
ক্লিনিকাল কেস এবং অন্যান্য উপস্থাপনাগুলি ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির লেকচারারদের একটি বিজ্ঞ টিম দ্বারা উপস্থাপিত হবে, যার মধ্যে , Dr. Atul Jaggi, Dr. Seema Mahesh, Dr. Mahesh Mallappa, Dr. Latika Jaggi, and Cristina Horvath থাকবেন৷
উপরন্তু, উভয় দিন, প্রোফেসর জর্জ ভিথউল্কাস তার সুবিশাল জ্ঞানভান্ডার এবং সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দিতে এবং তার মূল্যবান অন্তর্দৃষ্টি দিতে অনলাইনে যোগ দেবেন। প্রোফেসর জর্জ ভিথউল্কাসের কাছে কোন প্রশ্ন করতে চাইলে, ওয়েবিনারে যোগদানের পরে – "latika@vithoulkas.com" ইমেইল করে আপনার প্রশ্ন পাঠাতে পারেন।
ওয়েবিনারটি একযোগে ৯টি ভাষায় অনুবাদিত হবে (Portuguese, Romanian, Russian, Spanish, German, Bulgarian, Turkish, Thai and Polish)।
ওয়েবিনারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন -
https://webinar.vithoulkas.com/