26/12/2025
সকাল থেকে রাত - অফিস, কাজ আর ব্যস্ততা। দিনশেষে বাসায় ফিরে যখন দেখেন বাচ্চা ঘুমিয়ে গেছে, তখন মনের ভেতর একটা দীর্ঘশ্বাস বের হয় - "আমি কি ভালো বাবা/মা হতে পারছি? আমি তো সন্তানকে সময় দিতে পারছি না!"
ব্যস্ত বাবা-মায়েদের জন্য নিউরোসায়েন্স একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। গবেষণা বলছে, সারাদিন বাচ্চার পাশে বসে থাকার চেয়ে, দিনের নির্দিষ্ট '৩টি সময়ে' তার সাথে Deep Connection স্থাপন করা অনেক বেশি কার্যকর।
একে বলা হয় "The 9-Minute Rule"। মানুষের মস্তিষ্ক দিনের শুরুর এবং শেষের ঘটনাগুলো সবচেয়ে বেশি মনে রাখে (Primacy & Recency Effect)। তাই বাচ্চার ইমোশনাল ব্যাংকের জন্য এই ৯ মিনিটই সবচেয়ে দামী।
কখন দেবেন এই ৯ মিনিট?
১. প্রথম ৩ মিনিট (ঘুম ভাঙার পর): সকালে বাচ্চার ঘুম ভাঙার পর (বা আপনি যখন তাকে জাগাবেন) প্রথম ৩ মিনিট তাকে আদর করুন। কোনো পড়ার কথা বা কাজের কথা নয়। তাকে বুঝিয়ে দিন, তাকে দেখেই আপনার দিনটা সুন্দর শুরু হলো।
২. মাঝের ৩ মিনিট (স্কুল থেকে ফেরার পর): বাচ্চা স্কুল থেকে ফিরলে (বা আপনি অফিস থেকে ফিরলে) প্রথম ৩ মিনিট ফোন হাতে রাখবেন না। তার চোখের দিকে তাকিয়ে হাসুন। জিজ্ঞেস করুন - "আজকের সেরা ঘটনাটা কী ছিল?"
৩. শেষ ৩ মিনিট (ঘুমানোর আগে): সারাদিনের সব বকাঝকা ভুলে, ঘুমানোর ঠিক আগের ৩ মিনিট তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকুন। তাকে বলুন আপনি তাকে কতটা ভালোবাসেন। এতে সে নিরাপদ অনুভব করে ঘুমাবে।
Kiddification-এর ইনসাইট: কোয়ান্টিটির (পরিমাণ) চেয়ে কোয়ালিটি (মান) বেশি জরুরি। আপনি যদি সারাদিন বাসায় থেকে ফোন টিপেন, তার কোনো মূল্য নেই। কিন্তু যদি এই ৯ মিনিট পৃথিবীর সবকিছু ভুলে শুধু বাচ্চার হয়ে যান সেটাই তার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।