19/06/2024
সহবাসের সময় কতটুকু হওয়া উচিত?
এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকই ইনবক্স করে ৪০/৬০ মিনিট সেক্স করা যাবে এমন কিছু আছে, আমি অবাক হই এরা এগুলো শিখছে কোথায়, কিছু ডাক্তারের বিজ্ঞাপন কিংবা পর্ণ দেখে নিজেকে দূর্বল মনে করছে, নারীরাও ভাবছে পুরুষের সক্ষমতা ৪০/৬০ মিনিট কিন্তু এনার তো ৩/৪ মিনিট হয়ে যায় এই ভেবে নিজের মনকে বিষন্ন করে রাখে।
এই ভুল কনসেপ্ট অনেক দাম্পত্য জীবনকে বিষাক্ত করে তুলছে, অনেক নারীর ইনবক্স পাই বলে যে আমার হাসবেন্ড এর সময় খুবই কম, ৪/৫ মিনিট, এটা ঠিক করবো কিভাবে, তাদেরকে বোঝানো মুসকিল হয়।
প্রথমত আপনাকে বুঝতে হবে নারী পুরুষ কিভাবে পূর্ণ তৃপ্তি লাভ করে, পুরুষের অর্গাজম হওয়া নিয়ে কোন সমস্যা নেই, সে যোনিতে কিংবা বাহিরে বির্যপাত করলেই অর্গাজম হয়ে যায়।
কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, যোনিতে দীর্ঘক্ষণ লিঙ্গ সঞ্চালন করলেই নারী তৃপ্তি পায় না, নারীর শরিরের বিভিন্ন সংবেদনশীল অংশ স্পর্শ, মর্দন, চোষন এর মাধ্যমে যৌন সুখ লাভ করে। এজন্য সেক্স শুরুর প্রথম কাজ হচ্ছে Foreplay করে স্ত্রীকে উত্তেজিত করে অর্গাজমের দার প্রান্তে নিয়ে যাওয়া। ৮/১০ মিনিট Foreplay প্রয়োজন হয়। অনেক যৌন বিশেষজ্ঞের মতে এই সময়ে রতিক্রিয়া শুরু করলে ২-৬ মিনিটের মধ্যে নারীর অর্গাজম হয়ে যায়।
তাহলে মূল কাজ হল ১০ মিনিট Foreplay করা, এর পরে ২-৬ মিনিট পুরুষাঙ্গ যোনিতে সঞ্চালনা করে নারী পুরুষ উভয়ই পূর্ণ তৃপ্তি লাভ করা। এটাই আদর্শ সেক্স। এটা শুধু আমাদের দেশের নারী নয়, বরং পৃথিবীর সব দেশের নারীর নিয়ে গবেষণার রেজাল্ট, অতএব অর্গজমের জন্য ২-৬ মিনিট যথেষ্ট। এর পরেও যদি কোন নারীর তৃপ্ত না হয়, তবে আপনি ফোরপ্লে তে ভুল করছেন। আপনাকে ফোরপ্লে তে আরো দক্ষ হতে হবে।
শেষ কথা
আমি শুরু থেকেই বলছি আদর্শ সেক্স সময়
হচ্ছে ২-৬ মিনিট, যদি আপনি ১ মিনিটের উপরে সেক্স করতে পারেন তবে আপনি রোগী নন, চেষ্টা করুন এটাকে আর একটু বাড়াতে, ফোরপ্লে করতে দক্ষ হোন। পর্ণ, বড় ডাক্তার কিংবা বিজ্ঞাপনের ঐ ফুলঝুরি কথার তালে পড়ে হীনমান্যতায় ভোগ আর কোন দরকার
নাই।
নারীদের ও এই জ্ঞানটুকু থাকা চাই।