Princesbd

Princesbd আপনাদেরকে বিনোদনের রঙে রাঙিয়ে হাসির ?

23/08/2025

জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে, দুঃখের কথা বলবার বা শোনবার কেউ না থাকা!

মুভিঃ অগ্নিপথ

14/06/2025

কিছু কথা বলতে নেই,
নীরব থাকতে হয়; চুপচাপ।
কাউকে কষ্ট দিয়ে,
নীরবে কষ্ট হয় প্রচন্ড; চুপচাপ।
কিছু বোঝার ভুল শুধরে দিতে নেই,
অপরাধী হতে হয়; চুপচাপ।
অতঃপর,
দূরে ঠেলে দিলে; মুচকি হেসে,
চলে যেতে হয়; চুপচাপ।

ভালোবাসি; চুপচাপ।

মনের মধ্যে কথা পুষে রাখতাম, ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না।আম...
08/04/2025

মনের মধ্যে কথা পুষে রাখতাম, ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না।

আমি ভাবতাম, সবাই আমারে বুঝে ফেলবে, চোখের দিকে তাকালেই টের পাবে, কি পরিপাটি করে বিষাদ লুকায়ে রাখি। আমি অপেক্ষা করতাম, অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা। ভাবতাম, একবার ধরা পড়ে গেলে, অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘষতে ঘষতে সমস্ত কষ্টদের উজাড় করে দিবো;

তারপর টের পাইলাম, আমারে আসলে কেউ বুঝে নাই, আমার ভেতরটা কেউ কখনো পড়তে যায় নাই, আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো- তাতে কারো কিচ্ছু যায় আসে না।

পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয়, কেমন একটা অযৌক্তিক ছেলেমানুষি অভিমান।যে অভিমানের কোনো ভিত্তি নাই, যে অভিমান করার কোনো অধিকার আমার নাই, তবুও ভীষণ অভিমান হয়।

একদিন অভিমানটুকুও যত্ন করে লুকিয়ে ফেলবো, বাদবাকি সমস্ত অনুভূতির মতো।

31/03/2025

~ তুমি হয়তো জানো না তোমার একটুখানি অযত্ন করে কথা বলা আমায় কতোটুকু আঘাত করে, তোমার থেকে আমি যত্ন আশা করি, দুঃখ দেওয়া কথা নয়!🥲💔

যে নিজের ধ্বংস নিজে চোখে দেখে ফেলেছে-সে আর কাঁদে না!বরং চোখ মুছে হাসতে শিখে যায়।পরিস্থিতির কঠিন বাস্তবতা তাকেঅনেক কিছু স...
31/03/2025

যে নিজের ধ্বংস
নিজে চোখে দেখে ফেলেছে-
সে আর কাঁদে না!
বরং চোখ মুছে হাসতে শিখে যায়।
পরিস্থিতির কঠিন বাস্তবতা তাকে
অনেক কিছু সয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকার
ক্ষমতা দিয়ে দেয়!
যে ক্ষমতা করায়ত্ব করার সাহসটুকুও
তার মাঝে ছিলো না,
অথচ আজ কোনো অভিযোগ ছাড়াই
সে তা বহন করে বেড়ায়।

23/02/2025

যেতে যেতে অনেককে দেখলাম!
সুখি মানুষ দেখিনি!

সবাই বুকের ভেতর দুঃখ পুষে এক চিমটি সুখের খোঁজে ছুটছে!
দিনে রাতে ছুটছে! দিক বেদিক ছুটছে!

ওরা জানেনা,
এ শহরে এক চিমটি সুখের প্রচুর অভাব!💔

28/01/2025

মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি, অপেক্ষা সহ্য করি, অপমান সহ্য করি, অপবাদ সহ্য করি, শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি!
হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা হাসিখুশি সত্তাকে,
ভুলে যাই, আমার মাঝেও একটা আমার ভিতরের উজ্জ্বাল প্রাণ!🖤

আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহরজুড়ে। আমি তোমার কোথাও একসময় ছিলাম পরিচয়হীনতা নিয়ে।খুব গোপনে খুব নিভৃ...
28/01/2025

আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহরজুড়ে।
আমি তোমার কোথাও একসময় ছিলাম পরিচয়হীনতা নিয়ে।
খুব গোপনে খুব নিভৃতে আর নিরবে।

সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে!
অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি আমারই একান্ত!💔

18/01/2025

যতটা শক্ত ভাবো আমি ততটা শক্ত নই মাঝে মাঝে আমিও ভেঙ্গে যাই!💔😅

18/01/2025

আমার মাইগ্রেন এর ব্যথার থেকেও তুমি দূরে থাকার ব্যাথা বেশি যন্ত্রনাদায়ক!'🙂

15/01/2025

নিজেকে সময় দিন, নিজেকে সম্মান দিন,আপনি নিজেই একটা সম্পদ। 🖤

14/01/2025

- একটা পুরুষ'ই জানে আরেকটা পুরুষের নজর কেমন! নারী তুমি শাসনে বিরক্ত হইয়ো না!'😌🌸

Address

Khulna

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801913701926

Alerts

Be the first to know and let us send you an email when Princesbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Princesbd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram