Dr Gazi Sabbir Ahmad

Dr Gazi Sabbir Ahmad চিকিৎসা বিজ্ঞানের সব খবরাখবর পেতে সাথে থাকুন

30/12/2025
20/12/2025

যন্ত্রণার ধরন ও সংশ্লিষ্ট ঔষধ

স্নায়বিক যন্ত্রণা (নিউরালজিয়া)
• অ্যাক্টিয়া | ক্যালমিয়া

চিনচিনে/ফুটা ফুটা যন্ত্রণা
• ব্রায়োনিয়া | ক্যালি কার্ব | ইস্কুলাস হিপ

কামড়ানো ধরনের যন্ত্রণা
• রাস টক্স

কামড়ানো, মোচড়ানো, টানা যন্ত্রণা
• কোলোসিন্থিস

টেনে ধরার মত যন্ত্রণা
• কস্টিকাম

খিঁচুনি, শূলবেদনা, ছেঁড়ার মত, চিনচিনে যন্ত্রণা
• ম্যাগ ফস

পাঁজরে/পর্শুকায় যন্ত্রণা
• র্যানাঙ্কুলাস

শরীর ম্যাজম্যাজে/টানটানে ব্যথা
• আর্নিকা | ব্যাপটিসিয়া | চায়না | রুটা | রাস টক্স | ফাইটোল্যাক্কা

হঠাৎ আসে হঠাৎ যায় এমন যন্ত্রণা
• বেলাডোনা | কোলোসিন্থিস | ক্যালি বিক | ক্যালমিয়া

খুব ছোট জায়গায়, ঘন ঘন আসা-যাওয়া যন্ত্রণা
• অক্সালিক অ্যাসিড

ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে
• স্ট্যানাম | প্লাটিনা

অসহ্য/অতিরিক্ত যন্ত্রণা
• একোনাইট | ক্যামোমিলা | কফিয়া ক্রুডা

আড়াআড়ি/তির্যক যন্ত্রণা
• ল্যাক ক্যানিনাম

কৃমিজনিত শূলবেদনা
• ফিলিক্স মাস

কৃমিজনিত বা কামড়ানোর মত যন্ত্রণা
• কোলোসিন্থিস

📌 ঝিঁঝিঁ/ছমছমে অনুভূতি
• অগারিকাস

হাঁটলে বা নড়াচড়ায় ভালো লাগে
• ফেরাম মেট

ঘাড়ে ব্যথা
• অ্যানাকার্ডিয়াম

পায়ের তলায় ব্যথা
• অ্যান্টিম ক্রুড | ম্যাঙ্গানাম

হুল ফোটানোর মত জ্বালা
• এপিস মেল

গোড়ালির ব্যথা
• অ্যান্টিম ক্রুড

কাঁধের জয়েন্ট ও বাহুর উপরিভাগের যন্ত্রণা
• ক্যালমিয়া | সিফিলিনাম | ফাইটোল্যাক্কা

ম্যাজিক হোমিও ঔষধ  📘 Parkinson's Disease-এ কার্যকরী ঔষধ:Lolium Temu📘 Piles (অর্শ) – গুটি ভ্যানিশ করতে অব্যর্থ ২টি ঔষধ:1....
20/12/2025

ম্যাজিক হোমিও ঔষধ

📘 Parkinson's Disease-এ কার্যকরী ঔষধ:
Lolium Temu

📘 Piles (অর্শ) – গুটি ভ্যানিশ করতে অব্যর্থ ২টি ঔষধ:

1. Aloe Socotrina
2. Calcarea Fluorica

📘 যেকোনো ব্যথায় (দাঁত, কান, পেট…) – রোগী যদি ব্যথার স্থান চেপে ধরে রাখে:
Gelsemium Sempervirens

📘 রোগীর গরম-শীত একসাথে অনুভূতি হলে:
Camphor
📘 নাক থেকে রক্তপাত (Epistaxis):

1. Natrum Nitricum
2. Vipera

📘 পেটের সমস্যা (ডায়রিয়া, ডিসেন্ট্রি):
♦️ঘুম ভেঙেই মলবেগ – Sulphur
♦️ঘুম ভেঙে হাঁটাহাঁটির পর মলবেগ – Natrum Sulphuricum
♦️পেট কামড়ানি দিয়ে বেগ – Mercurius Solubilis Hahnemannii
♦️হলুদ, দুর্গন্ধময় মল – Podophyllum Peltatum
♦️ডিসেন্ট্রিতে সাদা মিউকাস – Aloe Socotrina
♦️ডায়রিয়ায় জরুরি মলবেগ – Aloe Socotrina

📘 Food Poisoning বা বাসি খাওয়ার সমস্যা:
Arsenicum Album

📘 যেকোনো ডিসেন্ট্রি (একিউট/ক্রনিক):
Chaparro Amargoso Q

📘 হাত-পায়ের ব্যথা:
♦️ঝুলিয়ে রাখলে আরাম – Conium
♦️উঁচুতে রাখলে আরাম – Vipera
♦️মাথার উপরে তুললে আরাম – Calcarea Carb

পুরুষের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা: ✅পুরুষের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা: কোন সমস্যায় কোন পরীক্ষা করা হয় ১) Semen Analys...
13/12/2025

পুরুষের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা:
✅পুরুষের তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা: কোন সমস্যায় কোন পরীক্ষা করা হয়
১) Semen Analysis (বী'র্য পরীক্ষা)
✔ কোন সমস্যায় এই পরীক্ষা করা হয়?
* সন্তান না হওয়া / Infertility
* বী'র্যের পরিমাণ কম হওয়া
* বী'র্য তরলীকরণ দেরি হওয়া
* শরীরে যৌ'ন দুর্বলতা বা শু'ক্রাণুর গতি কম বলে সন্দেহ
* Varicocele বা Hormonal সমস্যায় শু'ক্রাণুর মান যাচাই

✔ এই পরীক্ষায় কী দেখা হয়?
* শু'ক্রাণুর সংখ্যা (S***m Count)
* গতিশীলতা (Motility)
* আকার/গঠন (Morphology)
* ভলিউম (Volume)
* পিএইচ, Liquefaction Time
* WBC / সংক্রমণ আছে কি না

২) Testosterone Test (পুরুষ হরমোন পরীক্ষা)
✔ কোন সমস্যায় এই পরীক্ষা করা হয়?
* যৌন'শক্তি কমে যাওয়া
* ইরেকশন দুর্বল হওয়া (ED)
* শরীরে চর্বি বৃদ্ধি/মাংসপেশি কমে যাওয়া
* মানসিক ক্লান্তি, শক্তি কমে যাওয়া
* সন্তান না হওয়া বা শু'ক্রাণুর সমস্যা
* Libido বা যৌ'ন ইচ্ছা কমে যাওয়া
* বয়স বৃদ্ধির সাথে সাথে Low T লক্ষণ

✔ পরীক্ষায় যা দেখা হয়:
* Total Testosterone
* Free Testosterone
* SHBG (প্রয়োজনে)

৩) Prolactin Test
✔ কোন সমস্যায় এই পরীক্ষা করা হয়?
* যৌ'ন ইচ্ছা কমে যাওয়া
* ইরেকশন ঠিকমতো না হওয়া
* Testosterone কমে যাওয়া
* Gynecomastia (বুকে চর্বি বা স্তন বড় হওয়া)
* অতিরিক্ত মানসিক চাপ বা Sleep Disruption
* Pituitary gland-এর সমস্যা সন্দেহ হলে

✔ Prolactin বেশি হলে কী হয়:
* Testosterone কমে যায়
* ইরেকশন দুর্বল হয়
* যৌ'ন আগ্রহ কমে যায়
* গর্ভধারণে সমস্যা হয়

Disclaimer: এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। কোনো অশালীন বা অনৈতিক বিষয় নয়।
Like | Comment | Share

06/12/2025

এক চিমটি আদা—স্বাস্থ্য থাকুক ঝরঝরে, প্রতিদিন থাকুন সতেজ।”

1. হজম শক্তি বাড়ায়

2. পেটের গ্যাস কমায়

3. বমি ভাব দূর করে

4. সর্দি-কাশি উপশম করে

5. গলা ব্যথা কমায়

6. রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়

7. শরীর গরম রাখতে সাহায্য করে

8. প্রদাহ কমায়

9. জ্বর কমাতে সহায়তা করে

10. মাথা ঘোরা কমায়

11. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে

12. রক্ত সঞ্চালন বৃদ্ধি করে

13. কোলেস্টেরল কমাতে সাহায্য করে

14. ওজন কমাতে সহায়ক

15. জয়েন্টের ব্যথা কমায়

16. আর্থ্রাইটিসে উপকার করে

17. খাবারের স্বাদ বাড়ায়

18. পাকস্থলীর অস্বস্তি কমায়

19. ডিটক্সিফিকেশনে সাহায্য করে

20. শরীরের এনার্জি বাড়ায়

21. মাসিকের ব্যথা কমায়

22. ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে

23. ঠান্ডাজনিত মাথা ব্যথা কমায়

24. রক্তে সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

25. কাশি কমায়

26. ক্ষুধা বাড়ায়

27. পেট ব্যথা কমায়

28. কোলন স্বাস্থ্য ভালো রাখে

29. অরুচি দূর করে

30. সর্দি জমাট খুলে দেয়

---

🥗 খাওয়ার নিয়ম:

সকালে খালি পেটে ১ কাপ হালকা আদা পানি খেলে ভালো।

চা বা গরম পানিতে ½ চা চামচ আদা কুচি দিয়ে খাওয়া যায়।

কাঁচা আদা ছোট একটি টুকরা চিবিয়ে খাওয়া যায় (অতিরিক্ত খাওয়া ঠিক না)।

দিনে ২–৪ গ্রাম আদা যথেষ্ট।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Dr Gazi Sabbir Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Gazi Sabbir Ahmad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category