
04/08/2025
লজ্জাবতী গাছের অনেক ভেষজ গুণ রয়েছে। এটি বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। যেমন: কফ, রক্ত পড়া, ডায়রিয়া, প্রদাহ, আলসার, কুষ্ঠ, এবং যোনি রোগ নিরাময়ে এটি ব্যবহৃত হয়। এছাড়াও, শ্বাসকষ্ট, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, এবং ক্ষত সারাতেও এটি কার্যকরী।
লজ্জাবতী গাছের কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
রক্তপাত বন্ধ করতে:
লজ্জাবতী গাছের রস ব্লাডি পাইলসের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এবং উপসর্গ কমাতে পারে।
পাইলস (অর্শ) নিরাময়ে:
এক চামচ লজ্জাবতী পাতার গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিনে তিনবার খেলে পাইলসের সমস্যা কমে।
মূত্রনালীর সমস্যায়:
অতিরিক্ত প্রস্রাব হলে বা মূত্রনালীর সমস্যায় লজ্জাবতী গাছের পাতা পিষে খেলে উপকার পাওয়া যায়।
ত্বকের সমস্যায়:
ব্রণের সমস্যা, ফোলা বা আঘাতপ্রাপ্ত স্থানে লজ্জাবতী গাছের পাতা বাটা লাগালে উপকার পাওয়া যায়।
ক্ষত সারাতে:
লজ্জাবতী গাছের পাতা ও শিকড় সিদ্ধ করে সেই পানি দিয়ে ক্ষতস্থান ধুলে ক্ষত দ্রুত সেরে যায়।
ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে:
লজ্জাবতী গাছের শিকড় ও পাতা সিদ্ধ করে খেলে ডায়রিয়া ও আমাশয় থেকে মুক্তি পাওয়া যায়।
শ্বাসকষ্ট কমাতে:
লজ্জাবতী গাছের শিকড় ও পাতা শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে।
ঠোঁটের কোণে ঘা হলে:
লজ্জাবতী গাছের পাতা বেটে লাগালে ঘা সেরে যায়।
স্তনের শিথিলতা কমাতে:
লজ্জাবতী গাছের শিকড় বেটে স্তনে মালিশ করলে উপকার পাওয়া যায়।
ঘামের দুর্গন্ধ দূর করতে:
লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার ক্বাথ তৈরি করে বগল ও শরীরে মাখলে ঘামের দুর্গন্ধ দূর হয়।
লক্ষণীয় যে, লজ্জাবতী গাছের ভেষজ গুণাবলী ব্যাপক হলেও, ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।