DR. DIPU's Child Neuro & Autism Care

DR. DIPU's Child Neuro & Autism Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR. DIPU's Child Neuro & Autism Care, Medical and health, Nargis Memorial Hospital, 61, South Central Road, Khulna.

ডা. দীপু'স চাইল্ড নিউরো ও অটিজম কেয়ার - এ শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা ও অটিজমের জন্য বিশেষায়িত চিকিৎসা প্রদান করে। ডা. দীপুর প্রতিশ্রুতি হলো প্রতিটি শিশুর বিকাশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। ডা. শেখ মশিউর রহমান (দিপু) শিশু নিউরো এবং অটিজম কেয়ারের ক্ষেত্রে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ, যিনি শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা এবং অটিজমের জন্য বিশেষায়িত চিকিৎসা প্রদান করেন। তিনি বিএসএম‌এমইউ (ঢাকা) থেকে এমডি (শিশ

ু) এবং এফসিপিএস (শিশু নিউরোলজি অ্যান্ড ডেভলপমেন্ট) ডিগ্রি অর্জন করেছেন এবং এছাড়াও শিশু নিউরোলজি প্রশিক্ষণ (এইমস-ইন্ডিয়া) এবং বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স থেকে শিশু নিউরোলজিতে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ডা. দীপুর লক্ষ্য হলো প্রতিটি শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করা। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি শিশু আলাদা, এবং সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে তাদের সম্ভাবনাকে পূর্ণভাবে বিকাশ করা সম্ভব।

Dr. DIPU'S Child Neuro and Autism Care - এ নবজাতক, শিশু, এবং কিশোরদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদান করা হয়। এখানে শিশু নিউরোলজির সমস্যাগুলো যেমন খিঁচুনি ও মৃগীরোগ, অটিজম, শিখনে দেরি, সেরিব্রাল পালসি (সিপি), অতি চঞ্চলতা ও মনোযোগের অভাব, বুদ্ধি প্রতিবন্ধিতা, এবং আচরণগত ও মানসিক সমস্যা সহ আরও বিভিন্ন রোগের নির্ণয় এবং চিকিৎসা করা হয়। ডা. দীপু প্রতিটি শিশুকে ভালোবাসা এবং যত্নের সাথে দেখে থাকেন এবং তার প্রতিশ্রুতি হলো প্রতিটি শিশুর জীবনকে সুস্থ ও সুন্দর করে তোলা।

অটিজম শিশুদের অবহেলা নয়, আপনার সন্তানের বিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য সঠিক চিকিৎসা এবং পরামর্শ নিন।

04/04/2025
আজ বিশ্ব "ডিসলেক্সিয়া" দিবস।'ডিসলেক্সিয়া' হচ্ছে একটি শিখন-সম্পর্কিত প্রতিবন্ধকতা; পাঠ করার সময় বা পড়ার সময় শব্দের উচ্...
08/10/2024

আজ বিশ্ব "ডিসলেক্সিয়া" দিবস।

'ডিসলেক্সিয়া' হচ্ছে একটি শিখন-সম্পর্কিত প্রতিবন্ধকতা; পাঠ করার সময় বা পড়ার সময় শব্দের উচ্চারণ, বানান বা শব্দ সনাক্ত করতে অসুবিধা হয়। ভিন্ন ভিন্ন শিশুর ক্ষেত্রে এটি ভিন্নভাবে প্রকাশ পায়। প্রতি ১০ জনে ০১ জন এই সমস্যায় আক্রান্ত। আক্রান্তের মাত্রা মৃদু থেকে তীব্র হতে পারে। সঠিক সহায়তা এবং পদ্ধতিগত শিক্ষার মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। ডিসলেক্সিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি এবং যাদের এই সমস্যা আছে তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা নিশ্চিত করি।

ধন্যবাদ।।
ডাঃ শেখ মশিউর রহমান (দিপু)
শিশুরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিস্ট।
DR. DIPU's Child Neuro & Autism Care

আজ "World Cerebral Palsy(CP) Day".  পৃথিবীব্যাপী  সকল  ধরণের প্রতিবন্ধীতার মাঝে এর হার সবচেয়ে বেশি। বিশ্বে ১৭ মিলিয়ন মান...
06/10/2024

আজ "World Cerebral Palsy(CP) Day".

পৃথিবীব্যাপী সকল ধরণের প্রতিবন্ধীতার মাঝে এর হার সবচেয়ে বেশি। বিশ্বে ১৭ মিলিয়ন মানুষ এই সমস্যায়/রোগে আক্রান্ত। সাধারণতঃ গর্ভকালীন, প্রসূতিকালীন এবং জন্মপরবর্তী সময়ে মস্তিষ্কে অক্সিজেন এর ঘাটতি/ইনফেকশন/ আঘাত জনিত কারণে এটা হয়ে থাকে।শারীরিক প্রতিবন্ধীতা এই রোগের প্রধান উপসর্গ; এছাড়াও মানসিক/ বুদ্ধি প্রতিবন্ধীতা, খিচুনী/মৃগীরোগ, মাংসপেশি ও অস্হিসন্ধীর স্হায়ী বিকলাঙ্গতা, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি কম হতে পারে। সমন্বিত চিকিৎসা ব্যবস্হাপনা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে এই রোগের প্রতিকার ও প্রতিরোধ অনেকাংশে সম্ভব।বিশ্বব্যাপী অনেক সংগঠন এই রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছে। গর্ভকালীন মায়ের সঠিক পরিচর্যা ও চিকিৎসা, সঠিক প্রসূতি সেবা এবং প্রসব পরবর্তী নবজাতক শিশুর সঠিক সেবা ও প্রয়োজনে জরুরী চিকিৎসার মাধ্যমে এই রোগের প্রতিরোধ অনেকাংশে সম্ভব।

ধন্যবাদ।।
ডাঃ শেখ মশিউর রহমান (দিপু)
শিশুরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিস্ট।
DR. DIPU's Child Neuro & Autism Care

আজ বিশ্ব মেনিনজাইটিস দিবস। এটা মস্তিস্কের আবরণ এর ইনফেকশন এবং প্রদাহ জনিত রোগ। প্রতি বছর বিশ্বে ২.৫ মিলিয়ন মানুষ এই রোগে...
05/10/2024

আজ বিশ্ব মেনিনজাইটিস দিবস। এটা মস্তিস্কের আবরণ এর ইনফেকশন এবং প্রদাহ জনিত রোগ। প্রতি বছর বিশ্বে ২.৫ মিলিয়ন মানুষ এই রোগে আক্রন্ত হয় এবং ২,৩০,,০০০ মানুষ মৃত্যুবরণ করে যার অর্ধেকের বয়স ৫ বছরের নিচে।শিশুদের আক্রান্তের হার অনেক বেশি।সঠিক চিকিৎসার অভাবে দীর্ঘ মেয়াদী স্নায়বিক বিকলাঙ্গতা বরণ করা লাগতে পারে। সঠিকভাবে রোগের আচরণ অনুধাবন করা এবং সঠিক চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ ভালো হতে পারে। সঠিক সময়ে শিশুর টিকা গ্রহনের মাধ্যমে এই রোগের প্রতিরোধ অনেকাংশেই সম্ভব।

Address

Nargis Memorial Hospital, 61, South Central Road
Khulna

Telephone

+8801304474854

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR. DIPU's Child Neuro & Autism Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share