We Are Blood Donor in Khulna

We Are Blood Donor in Khulna Medical student

স্বামী- স্ত্রী  # রক্তের গ্রুপ সেইম হলে কি কোন সমস্যা?(ছবির চাটটি সেইভ করে রাখুন,,,প্রয়োজনে কাজে লাগবে)"হাজব্যান্ড ও ওয়া...
22/11/2020

স্বামী- স্ত্রী # রক্তের গ্রুপ সেইম হলে কি কোন সমস্যা?

(ছবির চাটটি সেইভ করে রাখুন,,,প্রয়োজনে কাজে লাগবে)

"হাজব্যান্ড ও ওয়াইফের রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়??? প্রায় প্রতিদিনই এই একি প্রশ্নটা ফেস করতে হয়।।

উত্তরটা খুব সহজ-" কোন সমস্যা হয় না। হওয়ার কোন কারণ ও নেই"।

আমরা জানি সারা দুনিয়ায় 36%"ও" গ্রুপ, 28%"এ"গ্রুপ, 20%"বি"গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় 46% মানুষের রক্তের গ্রুপ "বি +"।এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ 5% যেখানে ইউরোপ আমেরিকায় প্রায় 15%।।

যেখানে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ আমাদের দেশে "বি " +সেখানে জামাই বউয়ের গ্রুপতো মিল হবেই সেটাই স্বাভাবিক। এতে কোন সমস্যা হয় না।

কিন্তু যদি ওয়াইফের নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং হাজব্যান্ডের পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হবে। যাকে Rh -Isoimmunization বলে।

পজিটিভ স্বামী নেগেটিভ স্ত্রীর প্রথম সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে কোন প্রকার সমস্যা হবে না। সমস্যা হয় তখন যদি প্রথম সন্তান বাবার রক্তের গ্রুপ পায় অথ্যাৎ যদি পজিটিভ হয়। এই পজিটিভ রক্তের গ্রুপ pregnant অবস্থায় সাধারণত কোন ঝামেলা করে না। তবে এই সন্তান জন্মের সময় বাচ্চার পজিটিভ রক্ত নেগেটিভ মায়ের রক্তের সাথে মিশে যা pregnant অবস্থায় দুরূহ। যদিও 0.1% ক্ষেত্রে রক্তের এই মিশ্রণ pregnant অবস্থায় হতে পারে। মায়ের নেগেটিভ রক্তের সহিত বাচ্চার পজিটিভ রক্তের এই মিশ্রণের কারণে মায়ের রক্তে একধরনের antibody তৈরী হয়ে থাকে যা পরবর্তী pregnant কে ঝুকিতে ফেলে, পরবর্তী pregnant এ বাচ্চাটি যদি আবারও পজিটিভ গ্রুপের হয় তবে এই antibody দ্বিতীয় বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এ কারণেই প্রথম পজিটিভ সন্তান জন্মের পরপরই 72 ঘন্টার মধ্যে Rh-Anti-D antibody নামক একটি প্রতিরোধক injection মাকে দিতে হবে। এই প্রতিরোধক injection মায়ের শরীরে বিদ্যমান বাচ্চার লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় এবং antibody তৈরী করতে দেয় না, ফলে পরবর্তী সময় বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হলে ও কোন সমস্যা হয় না

তবে নেগেটিভ মায়ের পজিটিভ বাচ্চা ডেলিভারির পর যদি Rh-Antibody-D প্রতিরোধক injection মাকে না দেওয়া হয় তবে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগত ভাবে রক্ত স্বল্পতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমনকি গর্ভে সন্তান মারা ও যেতে পারে।

অনেকের ভ্রান্ত ধারনা - বাবা মায়ের রক্তের গ্রুপ একই হলে বাচ্চার থ্যালাসেমিয়া রোগ হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ থ্যালাসেমিয়া রোগ ক্রমোজোম এর এবনরমালিটির থেকে হয়।

20/10/2020

এশিয়াতে রক্তের গ্রুপের অনুপাত (%):
O+ - 39%
O- - 1%
A+ - 27%
A- - 0.5%
B+ - 25%
B- - 0.4%
AB+ - 7%
AB- - 0.1%
আমি আছি 27% এর মধ্যে একজন(A+).
আপনি????
নিজে রক্ত দিন,, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করেন ❤️❤️❤️❤️জয় হোক মানবতার❤️❤️❤️❤️

🙏🙏🙏🙏
07/10/2020

🙏🙏🙏🙏

রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট। ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্...
03/10/2020

রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট।

ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-
(I)Anti-A
(II) Anti-B
(III)Anti-D
২। জীবাণুমুক্ত একটা সুচ
৩।একটা কাঁচের স্লাইড
৪।তুলা
৫। জীবানুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন।এরপর সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে।তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।

এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।

২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।

৩। যদি Anti- A এবং Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।

৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।

আমরা রক্তের গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন-

১।Anti-D........ যদি ফাটে তাহলে রক্ত +(positive)।
২।Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)

10/09/2020

Life ❤️❤️

05/09/2020

Emergency A+ blood dorkar.Patient er obostha khub e kharap.Anyone help me
Location-Khulna medical
Contact-01627932851

19/05/2017

i need ...... A+...blood..plz.... call me..01930573792...

21/04/2017
08/11/2016

I need== AB+ blood...plz

08/11/2016

I need== AB+ blood

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Blood Donor in Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram