22/11/2020
স্বামী- স্ত্রী # রক্তের গ্রুপ সেইম হলে কি কোন সমস্যা?
(ছবির চাটটি সেইভ করে রাখুন,,,প্রয়োজনে কাজে লাগবে)
"হাজব্যান্ড ও ওয়াইফের রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়??? প্রায় প্রতিদিনই এই একি প্রশ্নটা ফেস করতে হয়।।
উত্তরটা খুব সহজ-" কোন সমস্যা হয় না। হওয়ার কোন কারণ ও নেই"।
আমরা জানি সারা দুনিয়ায় 36%"ও" গ্রুপ, 28%"এ"গ্রুপ, 20%"বি"গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় 46% মানুষের রক্তের গ্রুপ "বি +"।এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ 5% যেখানে ইউরোপ আমেরিকায় প্রায় 15%।।
যেখানে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ আমাদের দেশে "বি " +সেখানে জামাই বউয়ের গ্রুপতো মিল হবেই সেটাই স্বাভাবিক। এতে কোন সমস্যা হয় না।
কিন্তু যদি ওয়াইফের নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং হাজব্যান্ডের পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হবে। যাকে Rh -Isoimmunization বলে।
পজিটিভ স্বামী নেগেটিভ স্ত্রীর প্রথম সন্তান যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে কোন প্রকার সমস্যা হবে না। সমস্যা হয় তখন যদি প্রথম সন্তান বাবার রক্তের গ্রুপ পায় অথ্যাৎ যদি পজিটিভ হয়। এই পজিটিভ রক্তের গ্রুপ pregnant অবস্থায় সাধারণত কোন ঝামেলা করে না। তবে এই সন্তান জন্মের সময় বাচ্চার পজিটিভ রক্ত নেগেটিভ মায়ের রক্তের সাথে মিশে যা pregnant অবস্থায় দুরূহ। যদিও 0.1% ক্ষেত্রে রক্তের এই মিশ্রণ pregnant অবস্থায় হতে পারে। মায়ের নেগেটিভ রক্তের সহিত বাচ্চার পজিটিভ রক্তের এই মিশ্রণের কারণে মায়ের রক্তে একধরনের antibody তৈরী হয়ে থাকে যা পরবর্তী pregnant কে ঝুকিতে ফেলে, পরবর্তী pregnant এ বাচ্চাটি যদি আবারও পজিটিভ গ্রুপের হয় তবে এই antibody দ্বিতীয় বাচ্চাটিকে নষ্ট করে দেয়। এ কারণেই প্রথম পজিটিভ সন্তান জন্মের পরপরই 72 ঘন্টার মধ্যে Rh-Anti-D antibody নামক একটি প্রতিরোধক injection মাকে দিতে হবে। এই প্রতিরোধক injection মায়ের শরীরে বিদ্যমান বাচ্চার লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় এবং antibody তৈরী করতে দেয় না, ফলে পরবর্তী সময় বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হলে ও কোন সমস্যা হয় না
তবে নেগেটিভ মায়ের পজিটিভ বাচ্চা ডেলিভারির পর যদি Rh-Antibody-D প্রতিরোধক injection মাকে না দেওয়া হয় তবে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগত ভাবে রক্ত স্বল্পতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমনকি গর্ভে সন্তান মারা ও যেতে পারে।
অনেকের ভ্রান্ত ধারনা - বাবা মায়ের রক্তের গ্রুপ একই হলে বাচ্চার থ্যালাসেমিয়া রোগ হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ থ্যালাসেমিয়া রোগ ক্রমোজোম এর এবনরমালিটির থেকে হয়।