Health Care Centre

Health Care Centre যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই(আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন।

22/06/2025

দেহের সব ক'টা সেল এ মাইটোকন্ড্রিয়া দেয়া হয়েছে। দেয়া হলোনা শুধু আরবিসিতে(Red blood cell)! কারণ, আরবিসি যদি একটা মাইটোকন্ড্রিয়ার মালিক হয়ে যেতো, তাহলে ফুসফুস থেকে যে অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে প্রতিটি টিস্যুতে, গন্তব্যে যাবার আগেই সে নিজে এটা খরচ করে ফেলতো (কারণ, কারো কাছে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, তবে সে এটার সাহায্যে অক্সিজেন পুড়িয়ে এটিপি অর্থাৎ শক্তি তৈরি করে ফেলতে পারবে। এটা হচ্ছে একধরণের ইঞ্জিনের মতো)। আমাদের টিস্যুগুলো তখন আর অক্সিজেন পেতোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? এত নির্ভূল আর যৌক্তিক তোমার ডিজাইনগুলো।

সেন্ট্রিয়োল দেয়া হল সবখানে। শুধু দেয়া হলোনা নিউরন আর গ্লিয়াল সেল এ। যদি আমাদের ব্রেইনের সেল গুলোতে সেন্ট্রিওল থাকতো, তাহলে এই সেন্ট্রিওল প্রতিটি কোষকে বিভাজিত করে নতুন কোষ তৈরী করে ফেলতো। ফলস্বরূপ, আমরা যা তথ্য সঞ্চয় করে রেখেছি আমাদের মেমোরিতে, সব এক প্রেসে কেল্লাফতে!! পাওনাদারের টাকা পাওনাদারও ভূলে যেতো দেওনাদারও ভূলে যেতো!😁

🔵তুমি কেমন ডিজাইনার? এতো যৌক্তিক তোমার ডিজাইন।

আমি যখন পোস্টেরিওর থোরাসিক ওয়ালের (বক্ষপিঞ্জরের পিঠের দিকের দিকের অংশ) ব্লাড সাপ্লাই ধরলাম, আমি জানতে পারলাম- এখানে ডিসেন্ডিং থোরাসিক এওর্টা মোটাদাগে সবাইকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু ২ মিনিটের একটা খটকা আমার লাগলো। কারণ আমি জানি, লেফট হার্ট থেকে এওর্টা বের হয়ে কার্ভ করে শেষে যখন ডিসেন্ড করতে শুরু করেছে, ততক্ষণে উপরের দু'টি রিবস (পাঁজর) মিস হয়ে গেছে। আবার এটাও ভাবলাম যে, কেউ তো দিয়েছে নিশ্চই। না হয় ব্লাড ছাড়া কিভাবে চলবে রিবস দু'টি। না, কেউ এসে দিয়েছে। জেনে গেলাম। 'কস্টোসারভাইকাল ট্রাঙ্ক' নামের একজন নেমে এসে ঠিকই দিয়েছে! যে 'সাবক্ল্যভিয়ান আর্টারি' তাঁরতাঁর চলে যাচ্ছিল, কি দরকার পড়লো ঐখানে দুটো ব্রাঞ্চ ছেড়ে দেবার!
আমি স্তব্ধ হয়ে গেলাম এক মুহুর্তের জন্য! তখনকার অনুভুতি কি যে ছিলো, বলে বোঝাতে পারবোনা।

🔵তুমি কেমন ডিজাইনার? তোমার ডিজাইন এত জ্যামিতিক।

টেবিলের এক কোণায় একটি বই রেখে দিলে তিন থেকে চার দিন পর সেখানে ১ সেন্টিমিটার ধূলোর আস্তর পরে। অথচ প্রতিটা অবচেতন মনে টেনে নেয়া শ্বাসে আধা লিটারের মত বাতাস টেনে নিচ্ছি প্রতি মুহূর্তে। একটু জোরে টান দিলেতো এক লিটারই ঢুকে পড়ে। বাতাসে এত ধূলিকণা আর জীবাণু! তবু কি আশ্চর্য্য!! কেকের মত স্পঞ্জি আর সফট ফুসফুসটার কিছু হয়না। আস্তরও পড়েনা। পড়বে কি করে? পুরো ট্রাকিয়া আর নাসাল এয়ার ওয়ে জুড়ে রয়েছে সিলিয়ারি বিট! প্রাকৃতিক ঝাড়ুদার। প্রতিনিয়ত ঝাড়ুদিচ্ছে ধূলিকণাগুলোকে।

🔵তুমি এ কেমন ডিজাইনার? এত নির্ভূল, নিখুঁত আর যৌক্তিক তোমার ডিজাইন!

সুবহানাল্লাহ

"হে মানুষ সকল, তোমাদের কি এমন জিনিস যেটা তোমার রব থেকে তোমাকে গাফিল করে রেখেছে? অথচ তিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর সামঞ্জস্য করে দিয়েছেন।"
------সূরা ইনফিত্বার (৫-৬)

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

Collected

20/06/2025

আসসালামু আলাইকুম।
আপনার সন্তানের মুসলমানি নিয়ে ভয় পাচ্ছেন??
ভয়ের কোন কারণ নাই।খুলনা এবং খুলনার আশপাশে আমরা সর্বাধুনিক তুর্কি প্রযুক্তিতে ডিভাইসের মাধ্যমে কসমেটিক মুসলমানি করাচ্ছি।
এই পদ্ধতিতে--
#সেলাই লাগে না,
#ব্যান্ডেজ লাগেনা,
#রক্তপাত হয় না,
#বাচ্চা স্বাভাবিক খেলাধুলা করতে পারবে,
#প্যান্ট পাজামা পরে,স্কুল মাদ্রাসায় যেতে পারবে।

আমাদের মুসলমানি সেন্টারের ঠিকানা :
১)হেলথ কেয়ার সেন্টার, ফুলবাড়ী গেট বাজার, খুলনা
২)হেলথ কেয়ার সেন্টার, শাহাপুর বাজার, ডুমুরিয়া, খুলনা।
এছাড়াও বাসায় যেয়ে খতনা করানো হয়।

তাই আর দেরি না করে আপনার বাচ্চার খতনা করানোর জন্য যোগাযোগ করুন 01914-456262

11/04/2025

Bangladesh is not for beginners 😁😁

ঈদের খুশির শুরুতেই দুর্ঘটনা😥। এই বাচ্চাটি বাজি💥 ফোটাতে গিয়ে দুটি আঙুলের মাথা উড়ে গেছে। সবাই বাচ্চাদের সাবধানে রাখবেন।
28/03/2025

ঈদের খুশির শুরুতেই দুর্ঘটনা😥। এই বাচ্চাটি বাজি💥 ফোটাতে গিয়ে দুটি আঙুলের মাথা উড়ে গেছে। সবাই বাচ্চাদের সাবধানে রাখবেন।

23/03/2025

স্বাস্থ্য খাতকে জিম্মি করে একদল কুচক্রীমহল নিজেদের আধিপত্য বিস্তার করে স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে নিজেদের খায়েস পূরণের জন্য।
এই স্বাস্থ্য সেক্টরের মুল সিন্ডিকেট এর আসল বিষয় উন্মুক্ত করলেন,
ডাঃ কামালুর রহিম (সমর)।সবাই শেয়ার করে ছড়িয়ে দিন

23/03/2025

অতি জরুরি একটি জিনিস। সবাই শিখে রাখুন।দোয়া করি কারো বাচ্চার যেন এপ্লাই না করা লাগে

ছবির ব্যক্তিটি আপন ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে । পাইলস অপারেশনের আগে ডাক্তার হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, ক...
02/02/2025

ছবির ব্যক্তিটি আপন ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে ।

পাইলস অপারেশনের আগে ডাক্তার হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।

আমাদের কাছে রোগী এসেছে এইভাবে । রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication কিন্তু বাস্তবে এখন আর এটা এত rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃত্যু ।

তাই সাবধান হউন, নিকট আত্মীয় মানে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে । (বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেওয়া ও আত্মীয় কে রক্ত দেওয়া থেকে বিরত থাকুন । ❌❌

Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

27/01/2025
দীর্ঘ আট দিন গলার মধ্যেই কাটা নিয়ে ঘুরতেছিল আমাদের বাবু ভাই। আল্লাহর অশেষ রহমতে কাঁটাটি বের করতে সক্ষম হলাম। হেলথ কেয়া...
26/01/2025

দীর্ঘ আট দিন গলার মধ্যেই কাটা নিয়ে ঘুরতেছিল আমাদের বাবু ভাই। আল্লাহর অশেষ রহমতে কাঁটাটি বের করতে সক্ষম হলাম।
হেলথ কেয়ার সেন্টার এর বর্তমান ঠিকানাঃজনতা হলের পাশে, ফুলবাড়ীগেট বাজার, খুলনা।
01914-456262

03/01/2025

আমি ডা: মেজবাউল আলম গত প্রায় ৭ বছর শাহপুর বাজারে আমার ব্যক্তিগত চেম্বার Health Care Center এ রোগীদের সেবা দেয়ার চেষ্টা করেছি।এই দীর্ঘ সময়ে আমি জনগনের যে ভালোবাসা পেয়েছি প্রকৃতপক্ষে আমি তার যোগ্য নই।আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের যে ভালোবাসার অর্জন করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্ত আমার চাকুরী স্থলের কিছু নিয়মের কারণে শাহপুর বাজারে চেম্বার কার্যক্রম পরিচালনা করা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে আমি ফুলবাড়ীগেট বাজারে নতুন চেম্বার শুরু করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে দিয়ে জনগণের সেবা করান। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন যেন ডাক্তার খোঁজা না লাগে।

09/11/2023

Address

জনতা হলের পাশে, ফুলবাড়িগেট বাজার
Khulna
9206

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801914456262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category