Bastob jiboner kotha

Bastob jiboner kotha Let Lost
Nothing Lost
Health Lost
Something Lost
Carracter Lost
Everything Lost

আমরা মানব জাতি হিসেবে এখন সব থেকে নিকৃষ্টতম চরম সীমায় পৌঁছে গেছি। কি দোষ ছিল এই অবুঝ শিশু টির। আপনার আমার মাত্র ৩০ মিনিট...
27/07/2025

আমরা মানব জাতি হিসেবে এখন সব থেকে নিকৃষ্টতম চরম সীমায় পৌঁছে গেছি। কি দোষ ছিল এই অবুঝ শিশু টির। আপনার আমার মাত্র ৩০ মিনিটের ভালো লাগার জন্য এমন হাজারো শিশু রাস্তায় পড়ে থাকে।
আজ সকালে ফুলতলা উপজেলার মিস্ত্রিয় রাস্তার পাশে এই নবজাত শিশুটিকে পান একজন মহিলা। তিনি রোজ সকালে হাটা হাটি করেন। প্রতি দিনের ন্যায় আজও হাটতে গিয়ে এই নবজাত শিশুটিকে রাস্তায় ফেলানো পান। তারপর তিনি শিশুটিকে নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান।
আমরা মানুষ বর্তমানে কতটা অমানুষ হয়ে গেছি তার একটি জ্বলন্ত উদাহরণ। শিশুটির কি দোষ ছিল, এমন কাজ করার আগে ১০০ বার ভাবেন। কারণ আপনার আমার একটি ভুলের কারণে এমন হাজার হাজার শিশুর জীবনে কালো অধ্যায় নেমে আচ্ছে।

সবাই কি এই ব্যক্তি কে চিনেন। খুবই ভালো একজন মানুষ। এমন মানুষ দ্বিতীয়টি আর পাইনি।
17/07/2025

সবাই কি এই ব্যক্তি কে চিনেন। খুবই ভালো একজন মানুষ। এমন মানুষ দ্বিতীয়টি আর পাইনি।

08/07/2025

অত্যাচারীর কপালেতে ঘুরেফিরে আসে শনি
ন্যায় অন্যায় ভুলে গেলে পাবেনা তো হালে পানি

06/07/2025

উপরওয়ালার সংবিধানে
অপরাধীর শাস্তি হয়,
এই কথাটি সরন রাখা
উচিৎ ছিল মহাশয়।
পাপের বোঝা হলে বেশি
বিচারেতে হবে ফাঁসি।
আইনের ধরা এমন
ধরা পড়লে জামিন নাই।

"জাহিদ হাসান" অনেক জনপ্রিয় একজন অভিনেতা...!! গতকাল একটা কথা বলেছেন.... "কেউ আমাকে ভালোবাসলে আমার কা*ন্না পেয়ে যায়"কেউ আম...
26/06/2025

"জাহিদ হাসান" অনেক জনপ্রিয় একজন অভিনেতা...!! গতকাল একটা কথা বলেছেন.... "কেউ আমাকে ভালোবাসলে আমার কা*ন্না পেয়ে যায়"
কেউ আমাকে আদর করলে আমার কা*ন্না পেয়ে যায়...!🥹
উনার এই কথাটার সাথে অনেক মানুষ নিজের 'মিল' খুঁজে পাবে..!

যারা নরম মনের মানুষ... যারা অতি অল্পতেই খুশি থাকে... যারা ছোটবেলা থেকে জীবনে খুব একটা ভালোবাসা পায়না... সেইসব মানুষ একটু কারো ভালোবাসা পেলেই গ*লে যায়...!!
কেউ একটু কেয়ার করলে খুশিতে তাদের চো*খে পানি চলে আসে..!😰
তারা নিজেকে আটকাতে পারেনা... নিজের আবেগ কে নিয়ন্ত্রণ করতে পারেনা..!🌸

এইসব 'অল্পতেই খুশি' হওয়া 'নরম মনের' কাউকে পেয়ে গেলে রেখে দিবেন প্লিজ...!!
তাদের কে 'অল্প খুশি' করলেও তারা তাদের দুনিয়া টা আপনাকে দিয়ে দিবে...!! ❤️ এরকম মনের মানুষ এখনকার যুগে খুব কম আছে..! 🥹
Collected

19/06/2025

বর্তমানে অনলাইন বা সোসাল মিডিয়া ভালো কাজে ব্যবহার না করে, বেশির ভাগ মানুষ খারাপ কাজে ব্যবহার করছে। খারাপ কাজে ব্যবহারের সংখ্যা ৯৫%। তাই সবাইকে অনুরোধ করব, অনলাইন বা সোসাল মিডিয়া ভালো কজে ব্যবহার করুন।
মানুষের ক্ষতি করে লাভ কি???
মরে গেলে তো সব শেষ।
কারোর উপকার করতে না পারলে,
কারো কোন ক্ষতি করবেন না।
প্রত্যেকটা মানুষের মনভাব এমন হওয়ায় উচিৎ।

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরত...
12/06/2025

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷
এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।
এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"
প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না,
আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"
কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!

কালেক্টেড

09/06/2025

কিছু পাপী মানুষের ভালোবাসা শুধু সার্থ্যের জন্য হয়।
সার্থ্য পূরণ হলে তখন ভালোবাসা শেষ হয়ে যায়।
তখন আবার নতুন করে ভালোবাসা খোঁজে।

09/06/2025

বর্তমানে সত্যিকারে ভালোবাসা পাওয়া দূর্বল।
কেউ ভালোবাসে টাকার জন্য,
আবার কেউ ভালোবাসে শরীরের জন্য।
মনের ভালোবাসা কেউ খোঁজে না।

09/06/2025

সৎ পথে উপার্জন করে কেউ কোন দিন ধনী হতে পারেনা।
তবে অন্যের সাপোর্ট নিয়ে ধনী হওয়া সম্ভব।

09/06/2025

একটা মানুষের জীবনে বেঁচে থাকতে কত টাকার প্রয়োজন হয়??
তারপরও মানুষ টাকার জন্য সব সময় পাপ কাজে লিপ্ত থাকে।

02/06/2025

একদিন তো সবাই মরেই যাব, তাহলে কিসের এতো অহংকার?

Address

Khalishpur
Khulna
9000

Telephone

+8801721368192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bastob jiboner kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram