
27/07/2025
আমরা মানব জাতি হিসেবে এখন সব থেকে নিকৃষ্টতম চরম সীমায় পৌঁছে গেছি। কি দোষ ছিল এই অবুঝ শিশু টির। আপনার আমার মাত্র ৩০ মিনিটের ভালো লাগার জন্য এমন হাজারো শিশু রাস্তায় পড়ে থাকে।
আজ সকালে ফুলতলা উপজেলার মিস্ত্রিয় রাস্তার পাশে এই নবজাত শিশুটিকে পান একজন মহিলা। তিনি রোজ সকালে হাটা হাটি করেন। প্রতি দিনের ন্যায় আজও হাটতে গিয়ে এই নবজাত শিশুটিকে রাস্তায় ফেলানো পান। তারপর তিনি শিশুটিকে নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান।
আমরা মানুষ বর্তমানে কতটা অমানুষ হয়ে গেছি তার একটি জ্বলন্ত উদাহরণ। শিশুটির কি দোষ ছিল, এমন কাজ করার আগে ১০০ বার ভাবেন। কারণ আপনার আমার একটি ভুলের কারণে এমন হাজার হাজার শিশুর জীবনে কালো অধ্যায় নেমে আচ্ছে।