Rupsha Blood Bank

Rupsha Blood Bank Give Blood, Give Life

21/07/2025
21/07/2025

হে আরোশের মালিক!
হে আল্লাহ আহত শিশু বাচ্চা সহ সকলকে তুমি হেফাজাত কর।
🤲 আমিন 🤲

12/05/2025

কেউ কি আছেন থ্যালাসেমিয়া আক্তান্ত
১৬ মাস বয়স বাচ্চার ১০০ মিলি বি+ পজেটিভ রক্ত প্রয়োজন খুলনা শিশু হাসপাতালে
01919625998

08/05/2025

4 বছরের একটা বাচ্চা ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
কেউ দয়া করে Ab+ রক্ত দিতে পারবেন?
রোগীর অবস্থা ভীষণ খারাপ
01969-793876

❝আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস❞আজকের ৫৪ তম বিজয় দিবসের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের ...
16/12/2024

❝আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস❞

আজকের ৫৪ তম বিজয় দিবসের এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন।

১৬ ডিসেম্বর! এটি আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক মুক্তির দিন।

আজ থেকে ঠিক ৫৩ বছর আগে, এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় 🇧🇩 আকাশ-বাতাসে উদ্ভাসিত হয়েছিল।

দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা, যা আজও আমাদের হৃদয়ে অমর সত্ত্বার মতো বাস করে।

আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম।

মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ❤️

দেশের জন্য জীবন দানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি 🤲 হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান কর (আমিন) 🥰

🇧🇩 সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

___ Humayun Kabir (শিমুল)

20/06/2024

#সকলের_দৃষ্টি_আকর্ষন_করছি

রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার
🟢 পুরনো রেকর্ড
🔴 সাম্প্রতিক সময়ের বিস্তার

🇧🇩 রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্নক সেটাও এখন আর কারো অজানা নয়। বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পড়ছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে। নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি।

রাত - বিরাতে চলাচলের সময় ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে জেলা/ উপজেলা হাসপাতাল যাওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো।

"হে আল্লাহ তুমি আমাদের রহম কর"'১০ নং মহাবিপদ সংকেত থেকে'
26/05/2024

"হে আল্লাহ তুমি আমাদের রহম কর"
'১০ নং মহাবিপদ সংকেত থেকে'

11/01/2024

জরুরী এক ব্যাগ B- নেগেটিভ রক্তের প্রয়োজন।

সিরিয়াস ভাবে তার পায়ের হাড় অপারেশন করা লাগবে। যদি কেউ থাকেন রক্ত দেওয়ার মতো তাহলে নিচের নাম্বার যোগাযোগ করুন।

০১৯১১৯০৯০৫৭

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Rupsha Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rupsha Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram