28/07/2025
সেরেলাক এবং ব্লেন্ড করা খাবার কেন ক্ষতি
কর⁉️❌
সেরেলাকে অনেক কিছু মিক্স করা থাকে। সেরেলাক বা অন্য ব্লেন্ড করা খাবার দিলে বাচ্চা খাবার চিনতে শিখবে না। বাচ্চা কি খাচ্ছে সেটার সঠিক কোন স্বাদ পায়না।
📌ভাতের স্বাদ কেমন, মাছের স্বাদ কেমন, মাংস কেমন, আলু কেমন বাচ্চা এসব কিছুই জানবে না।
এসবে বাচ্চা অভ্যস্ত হয়ে গেলে লং টার্মে বাচ্চার ক্ষতি হবে❌।
📌কারণ ঠিক কোন খাবারটা তার ভাল লাগছে সেটা বুঝবে না। নিজে থেকে কোন খাবার খেতে চাইবে না। বাচ্চার ফেবারেট লিষ্টে কোন খাবার যুক্ত হবে না।
📌ফলে বাচ্চা একটু বড় হলে নিজে থেকে কোন খাবার চাইবে না। একই ধরনের খাবার খেতে খেতে বাচ্চার খাবারে অরুচি দেখা দিবে।
📌 একই সাথে বাজারের সেরেলাকে চিনি, ফুড কালার, প্রিজারভেটিভ এবং কৃত্রিম ফ্লেভার যুক্ত করা হয়। যেহেতু সেরেলাক কয়েক পদের খাবার মিশিয়ে বানানো হয় তাই হজমে সমস্যা পটিতে সমস্যা হতে পারে। যে টাকা দিয়ে সেরেলাক কেনে মায়েরা সেই টাকা দিয়ে ডিম ঘি কিনলে কয়েক গুন বেশি পুস্টি দিতে পারেন। টাকা নস্ট কম পুস্টি।
মনে রাখবেন সিগারেট খেলে কিন্তু সবার ক্যান্সার হয় না কিন্তু ক্ষতি ঠিকি হয়। সেরেলাকা প্রিজারভেটিভ ক্যামিকেল দেওয়া আর্টিফিশিয়ার ফুড ধীরে ধীরে ইফেক্ট পরে। ২ বছরের মধ্যে চিনি খেলে টাইপ ২ ডায়বেটিস সম্ববনা সবচেয়ে বেশি। অনেক বলে কিছু হয় না কিন্তু মনে রাখবেন খালি চোখে সব দেখা যায় না।
✅যদি সেরেলাক দিতে চান তাহলে ৩ রকম বেশি কোন কিছু ব্যবহার করবেন না।
📌আর ব্লেন্ড করা খাবার খেলে বাচ্চা চিবাতে শিখবে না। মুখের ভিতর মাসেল ডেপলবমেন্ট হবে না। অনেকের কথা ব্লেন্ড না করলে বমি করে দেয়। আসলে ১ম থেকে অভ্যাস করলে যা হয় আর কি। আর বাচ্চাকে খাওয়াতে কতটা জোরাজোরি করেন যে বমি করে ফেলে।
এখন সিধান্ত আপনার সেরেলাক এবং ব্লেন্ড করা খাবার দিবেন কিনা।
আরহাম, আমাইরার দিনলিপি
পোস্ট কপি করলে পেজের নাম মেনশন করবেন
নিচের ছবি ২ টি দেখে বলেন কোনটা পুস্টি বেশি⁉️