Star Homeo Hall

Star Homeo Hall Homeopathy treatment The homeopathic system of medicine is one of the ancient systems of cure available to human beings. It is a harmless system of medicine.

It achieves in totality the ideal laid down by the found of homeopathy, Dr. Samuel Hahnemann.

21/07/2025

অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন।
Hypothyroidism হলে শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দেয়, যার ফলে শরীরের বিভিন্ন কার্যক্ষমতা কমে যায়।

Hypothyroidism হলে যেসব উপসর্গ দেখা যায়:

🔹 শারীরিক উপসর্গ:
• অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
• ঠান্ডা সহ্য না হওয়া
• শুষ্ক ত্বক ও চুল পড়া
• মাংসপেশিতে ব্যথা ও জয়েন্টে ব্যথা
• মুখমণ্ডলে ফোলাভাব, বিশেষ করে চোখের চারপাশে
• পা এবং গোড়ালি ফুলে যায়
• কণ্ঠস্বর মোটা হয়ে যাওয়া
• হৃদস্পন্দন ধীরে হওয়া
• উচ্চ রক্তচাপ
• রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি পায়
• এনজাইনা বা হার্টের ব্যথা
• হার্ট ফেইলিওর
• হার্ট,ফুসফুস এবং পেটে পানি জমে
• কোষ্ঠকাঠিন্য
• রক্ত শূন্যতা
• বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ কম হয়
• শরীরের ওজন বেড়ে যায়

🔹 মানসিক ও স্নায়বিক উপসর্গ:
• স্মৃতিশক্তি কমে যায়, মনে রাখতে সমস্যা
• মন খারাপ থাকা বা ডিপ্রেশনের মতো অনুভব
• মনোযোগে ঘাটতি

🔹 মহিলাদের ক্ষেত্রে:
• মাসিক ঋতুচক্র অনিয়ম বা ভারী রক্তপাত
• গর্ভধারণে সমস্যা হতে পারে

🔹 অন্যান্য উপসর্গ:
• ঠান্ডা হাত–পা
• বিভিন্ন কাজ করতে অনীহা
• নখ ভেঙে যাওয়া

দীর্ঘদিন হাইপোথাইরয়েডিজম থাকলে:
মিক্সিডিমা (Myxedema) হতে পারে – এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অবস্থা।
উপরের লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

খাবার পানিতে ৮ এর উপরে pH  থাকলে তাকে অ্যালক্যালইন পানি বলে অ্যালক্যালইন পানি আপনার শরীরে কি কি উপকার করতে পারে অ্যালক্য...
06/03/2025

খাবার পানিতে ৮ এর উপরে pH থাকলে তাকে অ্যালক্যালইন পানি বলে অ্যালক্যালইন পানি আপনার শরীরে কি কি উপকার করতে পারে অ্যালক্যালইন পানি নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরে কি কি পরিবর্তন হতে পারে তার বর্ণনা করা হলো

1 Anti-Aging
অ্যালক্যালইন পানি ভিটামিন সি এর এন্টি অক্সিডেন্ট কে তিন গুণ বৃদ্ধি করে যা আপনার শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল গুলোকে প্রতিরোধ করবে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে

2 Hart and Blood pressure
অ্যালক্যালইন পানি হার্ট প্রেসার এবং কোলেস্টেরল লেভেল যা হার্টের সুরক্ষার অত্যন্ত প্রয়োজনীয়

3 Hydration
রিসার্চে প্রমাণিত হয়েছে যে অ্যালক্যালইন পানি সাধারণ পানির তুলনায় আপনার শরীরকে ২৭ গুন বেশি হাইড্রোটেড রাখবে

4 Weight Loss
হাইড্রেশন আপনার দৈনন্দিন কার্যক্ষমতা বাড়াতে যা তুলনামূলক বেশি ক্যালরি খরচ করবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে অ্যালক্যালইন পানি পান করে দুই মাসে ১২ পাউন্ড পর্যন্ত ওজন কমাতে সম্ভাব্য ভূমিকা রেখেছে

5 Detoxification
নিয়মিত অ্যালক্যালইন পানি পানে শরীরের নিজস্ব ক্ষতিকর টক্সিন নির্গত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যা আপনার কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে শরীর থেকে এসিডিক টক্সিন বের করে দিবে

6 pH Balance
অ্যালক্যালইন পানি আপনার রক্তের pH প্রায় ৭০% থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি করে যা শরীরের ক্ষতিকারক এসিডোসিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের উচ্চ মাত্রা এবং কিডনির পাথর দূর করবে যা ক্লিনিক্যাল প্রমাণিত

7 Liver protector
অ্যালক্যালইন পানি শরীরে ক্ষতিকর অক্সিডেন্ট স্টেস লেভেল কমায় এবং একই সাথে এন্টি অক্সিডেন্টর লেভেল বাড়ায় যা লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং ফ্যাটি লিভারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

8 strong Bone 🦴
শরীরের রক্তের pH লেভেল বাড়ানোর পাশাপাশি অ্যালক্যালইন পানি আপনার শরীরের দৈনন্দিন ক্যালসিয়াম চাহিদার একটি নিরাপদ স্বাস্থ্যসম্মত উৎস যা আপনার হাড়কে রাখবে সুরক্ষিত

9 Bossts Metabolism
অ্যালক্যালইন পানি আপনার শরীরের মেটাবলিজম বাড়ায় যা আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট এবং বাড়তি ক্যালোরি কমাতে সক্ষম

10 Energy Booster 💪
অ্যালক্যালইন পানি আপনার শরীরকে হাইড্রেটেড রেখে আপনার কর্ম ক্ষমতা বাড়াবে যা আপনার পারফরম্যান্স বাড়িয়ে আপনাকে করে তুলবে উদ্যমী

এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম (Alora Hair Growth Premium)এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম একটি প্রাকৃতিক ও অর্গানিক হ...
28/02/2025

এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম (Alora Hair Growth Premium)

এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম একটি প্রাকৃতিক ও অর্গানিক হেয়ার কেয়ার প্রোডাক্ট, যা চুল পড়া বন্ধ করা, খুশকি দূর করা এবং নতুন চুল গজাতে সহায়ক। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা আপনার চুলের জন্য নিরাপদ এবং কার্যকরী।

এই টনিকটি নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধ করে এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ফলে খুশকির সমস্যা দূর হয়। চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে, যা চুলকে ঘন ও শক্তিশালী করে তোলে।

এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম ব্যবহারে আপনি পাবেন প্রাকৃতিক উপায়ে মজবুত ও স্বাস্থ্যকর চুল। এর প্রাকৃতিক উপাদানগুলো চুলের পুষ্টি যোগায় এবং কোন রাসায়নিক পদার্থ ছাড়াই আপনার চুলকে সুন্দর ও মজবুত রাখে।

সাশ্রয়ী মূল্যে পাওয়া এ্যালোরা হেয়ার গ্রোথ প্রিমিয়াম চুলের যত্নের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান। আজই এটি ব্যবহার করুন এবং চুল পড়া বন্ধ করে, খুশকি মুক্ত, নতুন ও ঘন চুলের সৌন্দর্য উপভোগ করুন।

আপনার দাঁতের মাড়ী তে কী ব্যথা রয়েছে?মাড়ী থেকে রক্তক্ষরণ হচ্ছে?আপনার মুখ থেকে কি দুর্গন্ধ দূর হচ্ছে না?দাঁতের ক্ষয় দি...
25/02/2025

আপনার দাঁতের মাড়ী তে কী ব্যথা রয়েছে?
মাড়ী থেকে রক্তক্ষরণ হচ্ছে?
আপনার মুখ থেকে কি দুর্গন্ধ দূর হচ্ছে না?
দাঁতের ক্ষয় দিন দিন বেড়েই চলেছে?

তাহলে আজই নিয়ে নিন আমাদের বিশেষ টুথপেস্ট,
"Miracle Toothpaste"

কার্যকারিতা:

দাঁতের মাড়ী ব্যথায় কার্যকর।

মাড়ীর রক্তক্ষরণ দূর করে।

মাড়ীর দূর্বলতা দূর করে।

মজবুত দাঁতের জন্য কার্যকর।

মুখের দুর্গন্ধ দূর করে।

দাঁত ঝকঝকে ও উজ্জ্বল করে।

তাই আপনার দাঁত কে ঝকঝকে ও উজ্জ্বল করে তুলতে এখনই অর্ডার করে ফেলুন!

আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেকেই আছেন যারা চুলের খুশকি নিয়ে, চুলের রুক্ষতা নিয়ে বেশ সমস্যায় ভুগেন এবং সেই সাথে এই...
22/02/2025

আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেকেই আছেন যারা চুলের খুশকি নিয়ে, চুলের রুক্ষতা নিয়ে বেশ সমস্যায় ভুগেন এবং সেই সাথে এই সমস্যাগুলোর কারণে তাদের চুল অসময়ে ঝরে পড়ে যাচ্ছে!

চুল ঝরে যাওয়ার কারণে অনেক ট্রিটমেন্ট করেও আপনার খুশকি কমছে না অথবা চুল পড়াও কমছে না, চুল হয়ে উঠছে না মসলিন এবং ঝলমলে!

আপনাদের এই দুর্ভোগের কথা ভেবেই আমরা নিয়ে আসলাম Luminous Alora Shampoo Hairfall Solution!

এতে রয়েছে পরিশুদ্ধ পানি, ল্যাকটিক এসিড, গ্লিসারিন ও অ্যালোভেরা সহ আরো নানা কার্যকরী উপাদান!
আমাদের এই বিশেষ শ্যাম্পুঁটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং কোন প্রকার সাইড ইফেক্ট নেই!
যেহেতু কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেহেতু আপনার কোন ভয়ও নেই!

কারণ বাজারে অনেক শ্যাম্পু রয়েছে যেগুলো ব্যবহার করার ফলে উল্টো রিয়েকশন হয় অথবা সাইড ইফেক্ট এর কারনে আপনার মাথার চুলের গোড়া আরো নরম হয়ে যায় এবং চুল আরও দ্রুত ঝরে পড়ে!

তাই আর কিছু না ভেবে আজই অর্ডার করুন!আসসালামু আলাইকুম, আমাদের মাঝে অনেকেই আছেন যারা চুলের খুশকি নিয়ে, চুলের রুক্ষতা নিয়ে বেশ সমস্যায় ভুগেন এবং সেই সাথে এই সমস্যাগুলোর কারণে তাদের চুল অসময়ে ঝরে পড়ে যাচ্ছে!

চুল ঝরে যাওয়ার কারণে অনেক ট্রিটমেন্ট করেও আপনার খুশকি কমছে না অথবা চুল পড়াও কমছে না, চুল হয়ে উঠছে না মসলিন এবং ঝলমলে!

আপনাদের এই দুর্ভোগের কথা ভেবেই আমরা নিয়ে আসলাম Luminous Alora Shampoo Hairfall Solution!

এতে রয়েছে পরিশুদ্ধ পানি, ল্যাকটিক এসিড, গ্লিসারিন ও অ্যালোভেরা সহ আরো নানা কার্যকরী উপাদান!
আমাদের এই বিশেষ শ্যাম্পুঁটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং কোন প্রকার সাইড ইফেক্ট নেই!
যেহেতু কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেহেতু আপনার কোন ভয়ও নেই!

কারণ বাজারে অনেক শ্যাম্পু রয়েছে যেগুলো ব্যবহার করার ফলে উল্টো রিয়েকশন হয় অথবা সাইড ইফেক্ট এর কারনে আপনার মাথার চুলের গোড়া আরো নরম হয়ে যায় এবং চুল আরও দ্রুত ঝরে পড়ে!

তাই আর কিছু না ভেবে আজই অর্ডার করুন!

দাঁদ বা রিংওয়ার্ম কী?দাঁদ (যাকে ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া করপোরিসও বলা হয়) একটি ছত্রাকজনিত সংক্রমণ, যা খুব সহজেই একজনের ...
28/12/2024

দাঁদ বা রিংওয়ার্ম কী?

দাঁদ (যাকে ফাঙ্গাল ইনফেকশন বা টিনিয়া করপোরিসও বলা হয়) একটি ছত্রাকজনিত সংক্রমণ, যা খুব সহজেই একজনের শরীর থেকে অন্য জনে ছড়িয়ে পড়তে পারে। সাধারণত ত্বকে গোলাকার আকারে লাল প্যাচ দেখা যায় এবং এটি খুবই চুলকায়। যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তবে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে।

*দাঁদ থেকে মুক্তির জন্য ঘরোয়া উপায়:*
1. নারকেল তেল – এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ত্বকের চুলকানি ও জ্বালা কমাতে সাহায্য করে।
2. হলুদ – হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা রিংওয়ার্মের উপসর্গ কমাতে সাহায্য করে।
3. পরিষ্কার-পরিচ্ছন্নতা – সুতির জামা পরুন, অতিরিক্ত ঘাম হলে দ্রুত পরিষ্কার করুন এবং কাপড় অন্যদের সাথে ভাগাভাগি করবেন না।

*হোমিওপ্যাথিক চিকিৎসা:*
**আর্সেনিক অ্যালবা 30**: যদি আপনার ত্বকে শুষ্ক, আঁশযুক্ত, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ ও অসহনীয় চুলকানি থাকে।
**পেট্রোলিয়াম 30**: শীতে রিংওয়ার্মের সমস্যা বৃদ্ধি পায়, গ্রীষ্মে কমে যায়।
**মিজেরিয়াম 30**: মাথার ত্বকে রিংওয়ার্ম এবং চুলকানি থাকলে এটি কার্যকরী।
**সিপিয়া 200**: শরীরের ভাঁজে ত্বকের চুলকানি ও রিংওয়ার্মের জন্য উপযুক্ত।
**টেলুরিয়াম 30**: শরীরের বিভিন্ন স্থানে রিং আকৃতির ক্ষত হলে এটি কার্যকরী।

*দাঁদ বা রিংওয়ার্ম নিরাময়ের জন্য হোমিওপ্যাথিক ও ঘরোয়া চিকিৎসা* আপনার জন্য কার্যকর হতে পারে। তবে, চিকিৎসা শুরু করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না

আলোচ্য বিষয় হাড়ের ক্ষয় এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা।মানবদেহের আট প্রকারের কোষের মধ্যে হাড় একটি। আপাতদৃষ্টে নিরেট কাঠ...
24/10/2024

আলোচ্য বিষয় হাড়ের ক্ষয় এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা।

মানবদেহের আট প্রকারের কোষের মধ্যে হাড় একটি। আপাতদৃষ্টে নিরেট কাঠামো মনে হলেও এটি জীবন্ত কোষ। আর তাই হাড়ের পুষ্টির জন্যেও প্রয়োজন রক্তের যথাযথ সরবরাহ। তাতে ব্যাঘাত ঘটলেই দেখা দেয় পুষ্টির অভাব, মারা যেতে থাকে হাড়ের কোষ। ধীরে ধীরে ভেঙে যেতে থাকে হাড়। উরুর উপরের অংশের হাড়েই এ ক্ষয় দেখা যায়। আর রক্তপ্রবাহের স্বল্পতার কারণে হাড়ের তরুণাস্থি ও জোড়ায় ক্ষয় দেখা দিলে তাকে বলা হয় এভাসকুলার নেকরোসিস বা সংক্ষেপে এভিএন। রোগটি অস্টিও নেকরোসিস, এসেপটিক নেকরোসিস বা ইসকেমিক নেকরোসিস নামেও পরিচিত। এভাসকুলার নেকরোসিস হতে পারে হাঁটু কিংবা গোড়ালির হাড়েও।

পুষ্টিহীনতা সমস্যার অন্যতম ফল হচ্ছে ডিজেনারেশন অফ বোন বা হাড়ের ক্ষয়। মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন।
অস্টিওপোরোসিস বলতে বোঝায় ছিদ্রযুক্ত হাড়। এতে হাড় নরম হয়ে যায়, যাতে একটু বাঁকা হওয়া, হালকা জিনিস ওঠানো কিংবা কাশির মতো সামান্য চাপেও তা ভেঙে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে দেহ থেকে ক্যালসিয়াম , ফসফেট এবং অন্যান্য খনিজ উপাদানের পরিমাণ কমলেই হাড় দুর্বল হয়। অস্টিওপোরোসিস অন্যান্য গ্রন্থিগত (এন্ডোক্রাইন) রোগের কারণে স্টেরয়েডজাতীয় ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণেও হতে পারে।

সিম্পটমগুলো :-
হাড় ক্ষয়ের প্রথম দিকে ব্যথা বা অন্য লক্ষণ দেখা দিতে নাও পারে। কিন্তু একবার অস্টিওপোরোসিস হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে সেগুলো হচ্ছে-
১. কোমরের পেছনে ব্যথা, বিশেষকরে মেরুদন্ডে, নিতম্বে, পাঁজর কিংবা কব্জিতে, যা কিনা ভাঙা বা জোড়া লাগা (স্পন্ডিলাইটিসের) মেরুদণ্ডের ক্ষেত্রে আরো তীব্র হতে পারে।
২. ধীরে ধীরে উচ্চতা কমতে থাকে।
৪. পিঠে তীব্র ব্যথা হতে পারে।
৫. মেরুদণ্ড হাতে কবজি, কোমরসহ অন্যান্য হাড়ে ফ্র্যাকচার ইত্যাদি।
৬. মাংসে ব্যথা।
৭. গিঁটে ( জোড়ায় জোড়ায় ) ব্যথা।

কারণসমূহঃ-
হাড়ের শক্তি নির্ভর করে এর আকার এবং ঘনত্বের ওপর। অনেক ক্ষেত্রেই এই ঘনত্ব আবার নির্ভর করে হাড়ের ভেতরকার ক্যালসিয়াম, ফসফেট এবং অন্যান্য খনিজ পদার্থের ওপর। এদের পরিমাণ কমতে থাকে, তখন হাড়ের ভেতরের শক্তি কমে যেতে থাকে।

দেহের হাড় প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে অর্থাৎ নতুন হাড় তৈরি হচ্ছে এবং পুরনো হাড় ভেঙে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলে হাঁড়ের পুনর্গঠন (রিমডেলিং বা টার্ন ওভার)।

হাড়ের একটি পুনর্চক্র সম্পন্ন হতে সময় লাগে দুই থেকে তিন মাস। তরুণ অবস্থায় অতি দ্রুত নতুন হাড় তৈরি হয়, ফলে হাড়ের পরিমাণ বাড়তে থাকে। কিন্তু বয়স ত্রিশের পর থেকে হাড়ের পুনর্গঠিত হয় ঠিকই, কিন্তু বৃদ্ধির চেয়ে ক্ষয় বেশি হয় বলে হাড় দুর্বল হতে থাকে।

রজঃনিবৃত্তির (মেনোপজ) সময় যখন মহিলাদের দেহে ইস্ট্রোজেন হরমোন কমে, তাই সে সময় দেহে হাড়ের ক্ষয় তুলনামূলক বেশি বেড়ে যায়। যদিও হাড় ক্ষয় হওয়ার পেছনে অনেক কারণ থাকলেও, রজঃনিবৃত্তিকালীন মহিলাদের হাড় ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া।

যা হাড়কে সবল করেঃ-
নিম্নোক্ত বিষয় তিনটি সুস্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয়-
* নিয়মিত ব্যায়াম
* পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম
* পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি দরকার যা ক্যালসিয়াম শোষণ করতে সহায়তা করে।
বাহ্যিক কারণ:-
* ক্যালসিয়াম সম্পুরক খাদ্যের অভাব।
* দীর্ঘ সময় নড়াচড়া না করে কাজ করলে।
* অতিরিক্ত ধূমপান করলে।
* অতিরিক্ত মদ্যপান করলে।
* দীর্ঘ দিন মাসিক হলে।
* দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে।
* পুষ্টিকর খাবার শোষন না হলে ( Malabsorbtion )

যখন চিকিৎসকের পরামর্শ নিতে হবেঃ
অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা যায় ততই ভালো। রোগীর জন্য ঝুঁকিগুলো বিবেচনা করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষ করে মহিলারা রজঃনিবৃত্তির আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। হাড়ের সামান্য ক্ষয়কে বলে অস্টিওপেনিয়া। এতে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়। তাই সময় থাকতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব পরিমাপ করে নিতে পারেন। এ ছাড়া, এক্সরেসহ আধুনিক সিটি স্ক্যান (কম্পিউটারাইজড টোমোগ্রাফি) মাধ্যমে স্ক্যানিংয়ের সুযোগ রয়েছে।

হোমিওপ্যাথিক চিকিৎসাঃ-এখানে কিছু না লিখলে অনেকেই বলবেন কই চিকিৎসাতো বললেননা।আচ্ছা চলেন হালকা টার্চ দেওয়া যাক।হোমিওপ্যাথি ঔষধ সবচেয়ে জনপ্রিয় রোগ নিরাময়ের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যক্তি স্বাতন্ত্র ও সদৃশ উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। এটি উপসর্গ ও জটিলতা মুছে ফেলে সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় রোগীর ফিরে যাবার একমাত্র উপায়। সদৃশবিধানের লক্ষ্য শুধু হাড়ের ক্ষয় চিকিৎসাই শুধু নয়, এর অন্তর্নিহিত কারণ ও স্বতন্ত্র প্রবণতা মোকাবেলায়ও সহায়তা করে। স্বতন্ত্র ঔষধ নির্বাচন এবং চিকিৎসার জন্য, রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। হাড়ের ক্ষয় চিকিৎসার সহায়ক ঔষধগুলো নিম্নরুপঃ-
Bufo Rana
Calcarea Carb
Calcarea Flour
Calcarea Phos
Carcinosin
Silicea
Symphytum ইত্যাদি।

লক্ষন বিবেচনায় আরো আছে এ অংশে বেসিক ধারনা দেওয়া হল।

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

24/10/2024

চর্মরোগ Skin Diseases পরিচিতি ১৭৫ প্রকার
হোমিওপ্যাথিক রেপার্টরির আলোকে পরিচিতি

1. ফোড়া ABSCESSES.
2. বয়োব্রণ ACNE.
3. একটিনোমায়োসিস ACTINOMYCOSIS.
4. লাল বর্ণের উদ্ভেদ বা আচিল ANGIOMA.
5. ক্রমিক ক্ষয় ATROPHY.
6. উদ্ভেদের উপরি তল BLOTCHES.
7. বসন্ত CHICKENPOX / COWPOX .
8. শয্যাক্ষত BEDSORES / decubitus.
9. জন্ম-চিহ্ন BIRTHMARKS.
10. ফোস্কা BLISTERS.
11. লোমফোঁড়া BOILS.
12. অগ্নিদগ্ধ স্থানের ন্যায় BURNT scorched.
13. কড়াপড়া CALLOUSES.
14. ক্যান্সার CANCER.
15. দুষ্টব্রণ CARBUNCLES.
16. কোষ প্রদাহ CELLULITIS.
17. খশখশে CHAPPING.
18. শৈত্যজনিত ক্ষত CHILBLAINS.
19. মেস্তা বা বাদামী দাগ CHLOASMA.
20. চটচটে CLAMMY.
21. কালো মাথাযুক্ত উদ্ভেদ COMEDONES.
22. গুপ্তাঙ্গের আঁচিল CONDYLOMATA.
23. সঙ্কোচন CONTRACTIONS.
24. তামাটে দাগ অবশিষ্ট থাকে, উদ্ভেদ উপশম হওয়ার পরে COPPERY spots, remaining after eruptions.
25. পায়ের কড়া CORNS.
26. ফাটা চামড়া CRACKS skin.
27. ত্বকের প্রদাহ DERMATITIS.
28. শুষ্ক DRY.
29. কালশিটে ECCHYMOSIS.
30. একজিমা ECZEMA.
31. শোথ EDEMA.
32. স্থিতিস্থাপকতার অভাব ELASTICITY lack of.
33. ইরিসিপিলাস ERYSIPELAS.
34. অহিপতুন ERYTHEMA.
35. চোট বা আচর লাগা EXCORIATION.
36. উপমাংশ EXCRESCENCES.
37. ময়লাযুক্ত FILTHY.
38. থলথলে FLABBINESS.
39. ছুলি/তাম্রবর্ণ দাগ FRECKLES.
40. ছত্রাক FUNGUS.
41. নাড়ী গ্রন্থি GANGLION.
42. পচনশীল ক্ষত GANGRENE.
43. কাঁটা উদ্ভেদ GOOSEBUMPS.
44. গ্রেনোলেশন GRANULATIONS.
45. চর্বি মাখান GREASY.
46. শক্তভাব HARDNESS.
47. হার্পিস সিমপ্লেক্স HERPES simplex.
48. মীনচর্ম ICHTHYOSIS.
49. ইমপেটিগো IMPETIGO.
50. নিষ্ক্রিয়তা চর্মের INACTIVITY.
51. টোল পড়ে INDENTED.
52. কাঠিন্নতা INDURATIONS.
53. অস্থিতিস্থাপকতা INELASTICTY.
54. প্রদাহ INFLAMMATION.
55. অহিপুতন INTERTRIGO.
56. কেলইড KELOIDS.
57. কুষ্ঠরোগ LEPROSY.
58. উকুন LICE.
59. লাইচেন প্লানাস LICHEN planus.
60. কলিজা বর্ন, বাদামী বর্ন দাগ LIVER spots, brown.
61. লুপাস এরাইথিমাটোসাম LUPUS erythematosum.
62. হাম MEASLES.
63. আদ্রতা MOISTURE.
64. তীল MOLES.
65. মোলাসকাম কনটেজিওসাম MOLLUSCUM contagiosum.
66. চিত্র বিচিত্র MOTTLED.
67. খুসকি DANDRUFF.
68. জালিকার মত রক্তাধার NETWORK of blood vessels.
69. নেভি NEVI.
70. চর্ম গুটিকা NODULES.
71. তৈলাক্ত চামড়া OILY skin.
72. রসানি ঝরে OOZING.
73. কাগজের মত PARCHMENT.
74. পেলেগরা PELLAGRA.
75. রক্তরস পূর্ণ ফোস্কা PEMPHIGUS.
76. পিটচেই PETECHIAE.
77. মরাসমাস PITYRIASIS.
78. পলিপস POLYPS.
79. প্রুরিগো PRURIGO.
80. সোরিয়েসিস PSORIASIS.
81. রক্তস্রাবী ধুম্ররোগ PURPURA hemorrhagica.
82. ফুসকুড়ি RASH.
83. কাচা-হাজা ভাব RAWNESS.
84. পাঁকুই RHAGADES.
85. দাদ RINGWORM.
86. হামের লালচে ফুসকুড়ি বা ছোপ ROSEOLA.
87. রুক্ষ-অমসৃণ ROUGH.
88. কল্কিকা RUPIA.
89. খোস পাঁচড়া SCABIES.
90. আরক্ত জ্বর SCARLATINA.
91. ক্ষতের দাগ SCARS.
92. স্ক্লেরোডারমা SCLERODERMA.
93. জান্তব চর্বিময় পুঁজকোষ SEBACEOUS cysts.
94. উজ্জ্বল বা চকচকে SHINING.
95. কোঁকড়ানো SHRIVELLED.
96. গুটি বসন্ত SMALLPOX.
97. কোমল নরম-থলথলে SOFT boggy.
98. মসৃণ SMOOTH.
99. দাগ স্পট SPOTS.
100. চটচটে STICKY.
101. ডোরা ডোরা দাগ STRIPES streaks.
102. শক্ত-আড়ষ্ট STIFF.
103. স্ফীতি SWELLING.
104. ঘন মোটা THICK.
105. দাদ TINEA.
106. ট্রাইকোফাইটোসিস TRICHOPHYTOSIS.
107. ক্ষুদ্র স্ফীতি TUBERCLES.
108. ক্ষত ULCERS.
109. অস্বাস্থ্যকর চামড়া প্রতিটি আচরের স্থানে পুঁজ হয় অথবা আরোগ্য হতে কষ্ট হয় UNHEALTHY skin every scratch festers or heals with difficulty.
110. আমবাত URTICARIA.
111. গো-বসন্ত VACCINIA.
112. পানবসন্ত VARICELLA.
113. বসন্তরোগ VARIOLA.
114. ফোস্কা VESICLES.
115. ধবল VITILIGO.
116. আঁচিল WARTS.
117. মোমবৎ WAXY.
118. অর্বুদ WENS.
119. শুকিয়ে যাওয়া WITHERED.
120. কৃমি চামড়ায় WORMS skin.
121. ভাজপড়া WRINKLED.
122. হলুদ বর্নের চামড়া YELLOW skin.
123. কালচে নীল বর্ণের blue dark.
124. সমস্ত শরীরে body all over.
125. বাদামী বর্ণের brownish.
126. জ্বালাকর burning.
127. গুচ্ছবদ্ধ clustered.
128. অনেকগুলো উদ্ভেদ একীভূত confluent.
129. তামা বর্ণের coppery.
130. আচ্ছাদিত অংশে covered parts.
131. খোলসযুক্ত crusty.
132. আইশ উঠা desquamating.
133. ময়লাযুক্ত dirty.
134. স্রাবযুক্ত discharging.
135. শুষ্ক dry.
136. ক্রমে ক্রমে ক্ষয় প্রাপ্ত হয় eating away.
137. একথাইমা প্রকৃতির ecthyma.
138. উঁচু উঁচু elevated.
139. ছাল বা চামড়া উঠা excoriated.
140. পূতিগন্ধময় fetid.

সিপিয়া অফিসিন্যালিস (Sepia Officinalis)এর নিজস্ব কথা প্রথম কথা - বিষণ্নতা,ত্রুন্দনশীলতা ও উদাসীনতা।দ্বিতীয় কথা - অতিরি...
11/05/2024

সিপিয়া অফিসিন্যালিস (Sepia Officinalis)এর নিজস্ব কথা

প্রথম কথা - বিষণ্নতা,ত্রুন্দনশীলতা ও উদাসীনতা।
দ্বিতীয় কথা - অতিরিক্ত রক্তক্ষয় বা অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণ জনিত জরায়ুর শিথিলতা।
তৃতীয় কথা - উদরে শূন্যবোধ, মলদ্বারে পূর্ণবোধ ।
চতুর্থ কথা - পরিশ্রমে উপশম এবং স্নানে অনিচ্ছা।

জি এন ডিটক্স প্লাস এর কার্যকারিতাঃশরীরকে ডিটক্সিফিকেশন করে, ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,...
11/05/2024

জি এন ডিটক্স প্লাস এর কার্যকারিতাঃ
শরীরকে ডিটক্সিফিকেশন করে, ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর সুস্থ ও প্রাণবন্ত থাকে। কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে ও শরীরের অতিরিক্ত ওজন কমাতে কার্যকরী। ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে সহায়তা করে, পরিপাক ক্রিয়াকে শক্তিশালী করে, হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময়ে কার্যকরী প্রাকৃতিক পুষ্টি খাদ্য।

জি এন ডিটক্স প্লাস খাবার নিয়ম :
সকালে ও রাতে খাবার আগে ১ চা চামচ অর্থাৎ ৫-৬ গ্রাম পউডার ১ গ্লাস অর্থাৎ ২০০ মিলি ঠান্ডা / গরম পানিতে মিশিয়ে সেব্য।

ছুলি (ছইদ)রোগ বিবরণ:-ইহা একপ্রকার চর্ম রোগ। শরীরের বিভিন্ন স্থানে যথা:- ঘাড় গলা বুক কাঁধ পিঠ বাহু ও মুখে ছিট ছিট সাদা দ...
30/04/2024

ছুলি (ছইদ)

রোগ বিবরণ:-ইহা একপ্রকার চর্ম রোগ। শরীরের বিভিন্ন স্থানে যথা:- ঘাড় গলা বুক কাঁধ পিঠ বাহু ও মুখে ছিট ছিট সাদা দাগ পড়ে। রৌদ্রে বা গরমে চুলকানি বাড়ে। মাঝে মাঝে ছুলি থেকে মরা মাস উঠতে দেখা যায় ইহাকে ছুলি ছইদ বা ছলম বলে।

চিকিৎসা:-
(Acid Nit):রোগী অতিশয় শীত কাতর ঠোঁটের কোনে ঘা মুখে বিশ্রী দুর্গন্ধ ঘুমের ঘরে বালিশে দুর্গন্ধ লালা পড়ে। প্রসাবে ভয়ানক দুর্গন্ধ। এই ধাতু রোগীদের শরীরে বিভিন্ন স্থানে ছুলিতে উহা মহাঔষধ ।
সেবন বিধি -শক্তি ২০০ দিনে দুই

(Arsenic Alb): পরিষ্কার পরিচ্ছন্নতা সৌখিন শীতকাতর ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানের ছুলিতে এই ঔষধ উপকারী ।
সেবন বিধি-শক্তি ৩০ বা ২০০ দিনে দুইবার পুরাতন রোগে সকাল বিকাল দুই মাত্রা।

(Sulphur): অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা স্বভাবের রোগীদের ছুলিতে ইহা উপযোগী।
সেবন বিধি -শক্তি ৩০ দিনে দুই মাত্রা পুরাতন রোগে 200 বা 1m

(Psoralia Cory): ছুলি রোগের একটি উত্তম কার্যকারী মহা ঔষধ ইহা ব্যবহারের অনেক রোগী আরোগ্য হয়েছে।
সেবন বিধি-শক্তি ৩০ বা ২০০ প্রত্যেকদিন তিনবার সেবন করতে হবে ।

Ipecac আমাশয় মহা ঔষধ ঘাসের মতো সবুজ রঙের আম যুক্ত মল তৎসহ বমি বমি ভাব বা বমি। জিভ পরিস্কার এবং পিপাসা থাকে না।এমিবিক বা...
30/04/2024

Ipecac আমাশয় মহা ঔষধ

ঘাসের মতো সবুজ রঙের আম যুক্ত মল তৎসহ বমি বমি ভাব বা বমি। জিভ পরিস্কার এবং পিপাসা থাকে না।এমিবিক বা ব্যাসিলারী ডিসেন্টিতে ভালো ফল দেয়।
( ইপিকাক 30 দুঘন্টা পর পর এক মাত্রা )

Address

Khulna
9100

Telephone

+8801711272114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Star Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category