29/12/2022
চলুন দেখে নেই এই শীতে গোসল সংক্রান্ত বাংলা সিনেমার কিছু কালজয়ী সংলাপঃ
১. মৌসুমীঃ তুমি যদি গোসল না করো, আমার পরিবার তোমাকে মেনে নিবে না সাগর।
২. ওমর সানীঃ আমি গোসল করলে যদি তুমি সুখী হও, তাহলে আমি তা-ই করবো প্রিয়া।
৩. ডলি জহুরঃ তুই যদি আজ গোসল না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি।
৪. শাবানাঃ হে খোদা, তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে। এই শীতের রাতে গোসল করলে আমি যে বাঁচবো না খোদা।
৫. আনোয়ার হোসেনঃ (গোসলখানায় ঢুকে) রাবেয়াআআআআ.... (হার্ট অ্যাটাক)
৬. আনোয়ারাঃ মার রাজু, মার। এই শয়তানই তোর বাপকে বিশ বছর আগে ঠাণ্ডা পানিতে গোসল করিয়েছে।
৭. ববিতাঃ নাআআআ। আমি সব কিছু মেনে নিতে পারি। কিন্তু আমাকে গোসল করার মতো অপবাদ মেনে নিতে বলো না। নাআআআ।
৮. রাজিবঃ তুই যতোদিন পর্যন্ত গোসল না করবি, ততোদিন পর্যন্ত এই বদ্ধ ঘরে বন্দি থাকবি। বড় বউ, আজ থেকে ওর খাওয়া-দাওয়া বন্ধ।
৯. ডিপজলঃ ওই ছেমড়ি! ল যাই গা গোসল করতে।
১০. মিজু আহমেদঃ এ হবি নানে। গোসল করলি তো আমার সবকিছু ছ্যাড়াব্যাড়া হয়ে যাবানি!
১১. শাবনাজঃ না বাপি। তোমার কথামতো আমি আকাশকে ভুলে যাবো। তবুও তুমি আমাকে গোসল করতে বলো না প্লিজ।
১২. পূর্ণিমাঃ মধু, এই আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আর এই বনের পশুপাখি, লতাপাতাকে সাক্ষী রেখে চলো আজ আমরা গোসল করে নেই।
১৩. হুমায়ুন ফরীদিঃ ওই, ওই, ওই! এই দলিলে সই কর। নইলে তোর স্বামী, সন্তানকে এক বালতিতে গোসল করিয়ে দেবো, এক বালতিতে গোসল!