Md: Mahfuz Khan

Md: Mahfuz Khan Follow Our page health

18/09/2024
বিশ্বে বর্তমান ইহুদি জনসংখ্যা ১ কোটি ৫২ লাখ। এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরাইলে বাইরে। ইসরাইলে নতুন বছর সামনে রে...
09/10/2023

বিশ্বে বর্তমান ইহুদি জনসংখ্যা ১ কোটি ৫২ লাখ। এই সংখ্যার অর্ধেকের বেশি বসবাস করে ইসরাইলে বাইরে।

ইসরাইলে নতুন বছর সামনে রেখে জিউস এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত ডাটায় বলা হয়েছে, দেড় কোটি জনসংখ্যার মধ্যে ৬৯ লাখ ৩০ হাজার বাস করে ইসরাইলে। এই সংখ্যা মোট ইহুদি জনসংখ্যার ৪৫ শতাংশ এবং ইসরাইলে বসবাসরত মোট জনসংখ্যার ৭৯ শতাংশ।

ইসরাইলের বাইরে যুক্তরাষ্ট্র প্রায় ৬০ লাখ ইহুদি বসবাস করে। এছাড়া ফ্রান্সে ৪ লাখ ৪৬ হাজার, কানাডায় ৩ লাখ ৯৩ হাজার ৫০০, যুক্তরাজ্যে ২ লাখ ৯২ হাজার , আর্জেন্টিনায় ১ লাখ ৭৫ হাজার, রাশিয়ায় দেড় লাখ এবং জার্মানিতে ১ লাখ ১৮ হাজার ইহুদি সবাস করে।

মুসলিম বিশ্বে সবথেকে বেশি ইহুদি জনসংখ্যা বসবাস করে তুরস্কে (১৪ হাজার ৫০০), ইরানে ৯ হাজার ৫০০, মরোক্কোতে ২ হাজার তিউনিসিয়া ১ হাজার ।

এই তথ্য একত্রিত করেছেন জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সার্জিও ডেল্লা পারগোলা। এই পরিসংখ্যানে শুধুমাত্র তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেয় এবং অন্য কোনো ধর্মীয় পরিচিতি নাই।

সূত্র: জেরুজালেম পোস্ট

চলুন দেখে নেই এই শীতে গোসল সংক্রান্ত বাংলা সিনেমার কিছু কালজয়ী সংলাপঃ১. মৌসুমীঃ তুমি যদি গোসল না করো, আমার পরিবার তোমাকে...
29/12/2022

চলুন দেখে নেই এই শীতে গোসল সংক্রান্ত বাংলা সিনেমার কিছু কালজয়ী সংলাপঃ

১. মৌসুমীঃ তুমি যদি গোসল না করো, আমার পরিবার তোমাকে মেনে নিবে না সাগর।

২. ওমর সানীঃ আমি গোসল করলে যদি তুমি সুখী হও, তাহলে আমি তা-ই করবো প্রিয়া।

৩. ডলি জহুরঃ তুই যদি আজ গোসল না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি।

৪. শাবানাঃ হে খোদা, তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে। এই শীতের রাতে গোসল করলে আমি যে বাঁচবো না খোদা।

৫. আনোয়ার হোসেনঃ (গোসলখানায় ঢুকে) রাবেয়াআআআআ.... (হার্ট অ্যাটাক)

৬. আনোয়ারাঃ মার রাজু, মার। এই শয়তানই তোর বাপকে বিশ বছর আগে ঠাণ্ডা পানিতে গোসল করিয়েছে।

৭. ববিতাঃ নাআআআ। আমি সব কিছু মেনে নিতে পারি। কিন্তু আমাকে গোসল করার মতো অপবাদ মেনে নিতে বলো না। নাআআআ।

৮. রাজিবঃ তুই যতোদিন পর্যন্ত গোসল না করবি, ততোদিন পর্যন্ত এই বদ্ধ ঘরে বন্দি থাকবি। বড় বউ, আজ থেকে ওর খাওয়া-দাওয়া বন্ধ।

৯. ডিপজলঃ ওই ছেমড়ি! ল যাই গা গোসল করতে।

১০. মিজু আহমেদঃ এ হবি নানে। গোসল করলি তো আমার সবকিছু ছ্যাড়াব্যাড়া হয়ে যাবানি!

১১. শাবনাজঃ না বাপি। তোমার কথামতো আমি আকাশকে ভুলে যাবো। তবুও তুমি আমাকে গোসল করতে বলো না প্লিজ।

১২. পূর্ণিমাঃ মধু, এই আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আর এই বনের পশুপাখি, লতাপাতাকে সাক্ষী রেখে চলো আজ আমরা গোসল করে নেই।

১৩. হুমায়ুন ফরীদিঃ ওই, ওই, ওই! এই দলিলে সই কর। নইলে তোর স্বামী, সন্তানকে এক বালতিতে গোসল করিয়ে দেবো, এক বালতিতে গোসল!

26/12/2022

Kon barir meye re tui song 💗💗💗

26/12/2022

26/12/2022

Twin Baby💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
25/12/2022

Twin Baby💗💗💗💗💗💗💗
💗💗💗💗💗💗💗💗💗💗

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when Md: Mahfuz Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share