Amin Diagnostic & Medical Services

Amin Diagnostic & Medical Services বিগত ২ দশক ধরে সাফল্যের সাথে সেরাদের নিয়েই পথচলা

গল্পের শিরোনাম: “আ*স*ক্তি*র অদৃশ্য জাল”রাফি ছিল এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনায় মোটামুটি ভালো, বন্ধুবান্ধবদ...
14/07/2025

গল্পের শিরোনাম: “আ*স*ক্তি*র অদৃশ্য জাল”

রাফি ছিল এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনায় মোটামুটি ভালো, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা – সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ধীরে ধীরে, একটা জিনিস অদৃশ্যভাবে তার জীবনটা ঘিরে ধরলো— প*র্নো*গ্রা*ফি।

শুরুটা হয়েছিল কৌতূহল থেকে। “সবাই দেখে”, “একটু বিনোদন” — এই ভেবে সে পাত্তা দেয়নি। কিন্তু দিনে দিনে সেটা হয়ে উঠল অভ্যাস, আর তারপর আ*স*ক্তি।

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে প*র্ন না দেখলে যেন ঘুমই আসত না। পড়াশোনায় মন বসত না, বন্ধুদের সঙ্গে থাকলেও মাথার ভেতর অন্য কিছু ঘুরত। ধীরে ধীরে...

মানসিক ক্লান্তি ও অন্যমনস্কতা তাকে গ্রাস করল। বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল — প্রেমিকাকে সময় দিতে পারত না, কারণ প*র্নে*র ভুয়া কল্পনা তার বাস্তব অনুভবটাকে ম্লান করে দিয়েছিল।
নিজের প্রতি ঘৃণা জন্মালো — কারণ সে জানত এটা ঠিক না, কিন্তু ছাড়তেও পারছিল না।

যৌ*ন দুর্বলতা ও আত্মবিশ্বাসের ঘাঁটতি আস্তে আস্তে তার ব্যক্তিত্বকে গি*লে খেতে শুরু করলো।

একদিন ক্লাসে হঠাৎ এক টপিক উঠল — “ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য”। স্যার যখন বললেন, “অতিরিক্ত প*র্ন দেখার ফলে মস্তিষ্কে ডোপামিন ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে জীবনের প্রতি আগ্রহ কমে যায়, সম্পর্ক ভেঙে পড়ে, আত্মবিশ্বাসে আঘাত লাগে”— তখন যেন রাফির চোখ খুলে গেল।

সে বুঝলো— এটা নিছক বিনোদন নয়, এটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক জাল। এরপর থেকেই সে নিজেকে পাল্টাতে শুরু করলো।

🔅🔅শেষকথা:
প*র্নো*গ্রা*ফি নিজে খারাপ নয় — কিন্তু যখন সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন তা হয়ে দাঁড়ায় এক ভয়ংকর অভ্যাস। আত্মনিয়ন্ত্রণ, বাস্তব সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং মানসিক শান্তি — এগুলোই একজন মানুষকে পূর্ণ করে তোলে।

আপনিও যদি এ আসক্তিতে থাকেন, বুঝে নিন সময় এসেছে পাল্টে যাওয়ার। কারণ, আ*স*ক্তি কখনও স্বাধীনতা দেয় না — শুধু দাসত্ব শেখায়।

⛔️এই গল্পটি একজন বাস্তব তরুণের অভিজ্ঞতা অবলম্বনে তৈরি। পরিচয় গোপন রাখা হয়েছে তার সম্মতিতে।

❇️ভালোবাসা মানেই দায়িত্ব❇️সাবাহ আর রায়হান – প্রেম করে বিয়ে করলেন। পরিবার থেকেও সম্মতি ছিল, সব কিছুতেই যেন স্বপ্নের মতো...
13/07/2025

❇️ভালোবাসা মানেই দায়িত্ব❇️

সাবাহ আর রায়হান – প্রেম করে বিয়ে করলেন। পরিবার থেকেও সম্মতি ছিল, সব কিছুতেই যেন স্বপ্নের মতো মসৃণ। বিয়ের পরে প্রথম কয়েকটা মাস খুব সুন্দর কেটেছিল। হঠাৎ সাবাহ অসুস্থ হয়ে পড়ল। নিয়মিত জ্বর, দুর্বলতা, ওজন কমে যাওয়া।

পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ল — থ্যালাসেমিয়ার ক্যারিয়ার
এতদিন কেউ জানত না। চিকিৎসক জানালেন, এই জেনেটিক রোগে দুজনই যদি ক্যারিয়ার হন, তাহলে ভবিষ্যৎ সন্তান মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।

তখন রায়হান বলল —
"যদি আগে একবার মেডিকেল চেকআপ করাতাম, আজ এত কষ্ট পেতাম না। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, দায়িত্বও নিতে হয়।”

💡 কেন দরকার বিয়ের আগে মেডিকেল চেকআপ?
✔️ থ্যালাসেমিয়া, সিকল সেল ডিজিজ, HIV, হেপাটাইটিস B & C, রুবেলা টেস্ট – ভবিষ্যৎ সন্তান ও দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ
✔️ রক্ত গ্রুপ ও Rh ফ্যাক্টর যাচাই – বিশেষ করে Rh incompatibility বিষয়ে
✔️ হরমোন ও প্রজনন ক্ষমতা যাচাই – দুপক্ষের স্বাস্থ্যগত বোঝাপড়ার জন্য
✔️ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ– আগে থেকেই জানলে জীবনযাপন সহজ হয়

বিয়ের আগে একটি স্বাস্থ্য পরীক্ষা, আপনাদের ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় নিরাপত্তা

একজন মায়ের প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ ও ভালোবাসায় ভরা—বিশ্বাস রাখুন অভিজ্ঞ হাতে নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়—গর্ভাব...
10/07/2025

একজন মায়ের প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ ও ভালোবাসায় ভরা—বিশ্বাস রাখুন অভিজ্ঞ হাতে

নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়—গর্ভাবস্থা। ছোট্ট এক অনাগত প্রাণের নিরাপত্তা, সঠিক পরিচর্যা ও নিয়মিত চেকআপই পারে নিশ্চিত করতে একটি সুস্থ ভবিষ্যৎ

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

আমিন ডায়াগনস্টিকে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা.অনন্ত কুমার কুন্ডুএম.বি.বি.এস, বি.সি.এস(স্বাস্থ্য)এম.আর.সি.পি ...
09/07/2025

আমিন ডায়াগনস্টিকে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ

ডা.অনন্ত কুমার কুন্ডু
এম.বি.বি.এস, বি.সি.এস(স্বাস্থ্য)
এম.আর.সি.পি (ইউকে), এম.ডি (ইন্টারনাল মেডিসিন) মেডিকেল অফিসার
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
বি.এম.ডি.সি রেজিস্ট্রেশন নাম্বার : এ-৭৪২১১

রোগী দেখার সময়: প্রতিদিন দুপুর ১টা - বিকাল ৫টা (শুক্রবার বন্ধ)

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন
01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

গাইনি, স্ত্রীরোগ ও প্রসূতি সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধান আমিন ডায়াগনস্টিকেগাইনি ও অবস সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জ...
06/07/2025

গাইনি, স্ত্রীরোগ ও প্রসূতি সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধান আমিন ডায়াগনস্টিকে

গাইনি ও অবস সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মোছা. শারমীন মোস্তারী (মৌসুমী)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিজিও (অবস এন্ড গাইনি),
এফসিপিএস (অবস এন্ড গাইনি)
ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া

রোগী দেখছেন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

🪑 গল্প: “দশ মিনিটের জার্নি”রাকিব সাহেবের বয়স মাত্র ৩৮। চাকরি করেন ব্যাংকে। সকালে উঠে অফিস, সন্ধ্যায় ফেরার পর টিভি আর মোব...
03/07/2025

🪑 গল্প: “দশ মিনিটের জার্নি”
রাকিব সাহেবের বয়স মাত্র ৩৮। চাকরি করেন ব্যাংকে। সকালে উঠে অফিস, সন্ধ্যায় ফেরার পর টিভি আর মোবাইল, ব্যাস।

কিন্তু একটা সমস্যা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে — প্রতিদিন সকালে টয়লেটে বসে থাকেন ১৫-২০ মিনিট।
কখনো মোবাইল স্ক্রল করতে করতে সময় পার, আবার কখনো চাপ থাকলেও ঠিকভাবে মল ত্যাগ হয় না।

তিনি ভাবতেন, “পেট একটু ভার লাগছে, এমন হতেই পারে। পানি কম খাচ্ছি বোধহয়।”

একদিন স্ত্রী জোর করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।
পরীক্ষার পর রিপোর্টে ধরা পড়লো –
➡️ ক্রনিক কনস্টিপেশন
➡️ হেমোরয়েড (অর্শ বা পাইলস)
➡️ সম্ভাব্য আইবিএস (Irritable Bowel Syndrome)

ডাক্তার বললেন,
“একটা মোবাইল আর দীর্ঘ সময় টয়লেটে বসে থাকার অভ্যাস আপনার শরীরকে নীরবে ধ্বংস করছে।
আপনার কোলন প্রেসার নিচ্ছে, রক্ত চলাচল কমছে, হেমোরয়েডের ঝুঁকি বেড়েই চলেছে।”

সাথে পাওয়া গেল আরও কিছু উপসর্গ –

❌ পেট ফুলে থাকা
❌ হালকা ব্যথা
❌ ত্বক নিস্তেজ
❌ মাথা ভার লাগা
❌ গ্যাস ও ঢেঁকুর

⚠️ বার্তা:
টয়লেটে বেশি সময় নেওয়া মানে সবসময় মোবাইল ব্যবহার নয় – এটা হতে পারে শরীরের সাইলেন্ট ডিসঅর্ডার এর ইঙ্গিত।

অবহেলার ফলে ডেঙ্গু হতে পারে ভয়াবহগায়ে প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে যন্ত্রণা, হঠাৎ তীব্র জ্বর —এগুলো হতে পারে ডেঙ্গুর প্রাথ...
02/07/2025

অবহেলার ফলে ডেঙ্গু হতে পারে ভয়াবহ
গায়ে প্রচণ্ড ব্যথা, চোখের পেছনে যন্ত্রণা, হঠাৎ তীব্র জ্বর —
এগুলো হতে পারে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ
পরীক্ষা করুন আজই

বাসায় বসেই স্যাম্পল দেওয়ার সুবিধা চালু রয়েছে

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

শিশুর সামান্য জ্বর থেকেই হতে পারে প্রাণঘাতী অসুখ। নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন আমিন ডায়াগনস্টিক সেন্টার...
30/06/2025

শিশুর সামান্য জ্বর থেকেই হতে পারে প্রাণঘাতী অসুখ।

নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন আমিন ডায়াগনস্টিক সেন্টারে৷
ডা. এ.কে.এম. শামসুল আলম (লাবু)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি (শিশু)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
কনসালটেন্ট (শিশু বিভাগ)
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া।

রোগী দেখার সময়: শনি থেকে বুধবার বিকাল ৩টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত (বৃহস্পতিবার বন্ধ ও শুক্রবার যোগাযোগ-সাপেক্ষে)

আপনিও কি সব কিছু ভুলে যাচ্ছেন?— একটি বাস্তবধর্মী ছোট গল্প নাম তার রহিমা খাতুন। বয়স ৬৪। দুই ছেলে, এক মেয়ে। স্বামী গত হয়েছ...
30/06/2025

আপনিও কি সব কিছু ভুলে যাচ্ছেন?
— একটি বাস্তবধর্মী ছোট গল্প

নাম তার রহিমা খাতুন। বয়স ৬৪। দুই ছেলে, এক মেয়ে। স্বামী গত হয়েছেন বহু বছর আগে। এখন থাকেন বড় ছেলের পরিবারে।

গত কিছুদিন ধরে একটা জিনিস সবাই লক্ষ্য করছে—রহিমা খাতুন প্রায়ই রান্না করার সময় লবণ দিতে ভুলে যান, ছেলের নামটা মনে করতে পারেন না, এমনকি কোনো কোনো দিন নিজের ঘরটাই খুঁজে পান না। একদিন তিনি দুপুরে বাইরে হাঁটতে গিয়েছিলেন, আর পথ হারিয়ে ফেলেন। সন্ধ্যা পর্যন্ত খোঁজার পর তাঁকে পাওয়া যায় পাশের মহল্লার একটা চায়ের দোকানের বেঞ্চিতে বসে থাকতে।

বাড়ি ফিরে তিনি কাঁদতে কাঁদতে বলেন—
“আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। সব ভুলে যাচ্ছি, এমন তো আগে কখনো হতো না!”

পরিবারটা প্রথমে ভেবেছিল বয়সের কারণে স্মৃতিভ্রষ্টতা হচ্ছে। কিন্তু মেয়েটি জোর দিয়ে মায়ের জন্য একজন নিউরোলজিস্ট দেখানোর পর জানা গেল, রহিমা খাতুন অ্যালঝেইমার রোগে আক্রান্ত।

🎗 অ্যালঝেইমার রোগ হচ্ছে এক ধরনের মস্তিষ্কের ব্যাধি, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়।
❗ প্রাথমিক লক্ষণ:

বারবার কথা বা জিনিস ভুলে যাওয়া
পরিচিত মুখ মনে না পড়া
প্রতিদিনের কাজ করতে ভুল হওয়া
সময় বা স্থান নিয়ে বিভ্রান্তি
👩‍⚕️ আপনি বা আপনার পরিবারের কেউ যদি নিয়মিত ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন, তবে অবহেলা না করে এখনই চিকিৎসকের পরামর্শ নিন।

📌 আগেভাগে ধরা পড়লে কিছু থেরাপি ও ওষুধের মাধ্যমে এই রোগের গতিকে ধীর করা সম্ভব।

ভুলে যাওয়া নয় — সময়মতো বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে আসছে? আপনারও কী এমনটা হয়? এটা হতে পারে প্যানিক অ্যাটাকব্রেইন, মাথাব্যথা, মানসিক, মাদকাসক্ত...
28/06/2025

মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে আসছে? আপনারও কী এমনটা হয়? এটা হতে পারে প্যানিক অ্যাটাক

ব্রেইন, মাথাব্যথা, মানসিক, মাদকাসক্তি, নিউরো-সাইকিয়াট্রি ও যৌন সমস্যা বিশেষজ্ঞ

ডা. আশেক উল্লাহ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি (ডায়াবেটিস), এমডি (সাইকিয়াট্রি)
প্রাক্তন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, শের-ই বাংলা নগর, ঢাকা
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সাইকিয়াট্রি)
কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া

যেসকল রোগের চিকিৎসা প্রদান করেন:
॰ বিষণ্নতা, উদ্বেগ ও দুশ্চিন্তা, বাইপোলার ডিজঅর্ডার
॰ সিজোফ্রেনিয়া, ওসিডি, প্যানিক অ্যাটাক, পিটিএসডি
॰ মাদক ও অ্যালকোহল আসক্তি,অনিদ্রা
॰ ব্রেইন এর সমস্যা, মাথাব্যথা ও যেকোনো ধরনের মানসিক রোগ

রোগী দেখার সময়: প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধ দুপুর ৩:০০টা - রাত ৯:০০টা

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

প্রস্রাবের চাপ ধরে রাখা যাচ্ছে না? হতে পারে ব্লাডার কন্ট্রোলের সমস্যাআমিন ডায়াগনস্টিকে রোগী কিডনী, মূত্রথলী, মূত্রনালী, ...
27/06/2025

প্রস্রাবের চাপ ধরে রাখা যাচ্ছে না? হতে পারে ব্লাডার কন্ট্রোলের সমস্যা

আমিন ডায়াগনস্টিকে রোগী কিডনী, মূত্রথলী, মূত্রনালী, প্রস্টেট, পুরুষাঙ্গ অন্ডকোষ ও পুরুষ সেক্স বিশেষজ্ঞ ও সার্জন

ডা. . মোঃ নাসির উদ্দিন
এফসিপিএস (ইউরোলজী) সহকারী অধ্যাপক, ইউরোলজী
ন্যাশনাল ইনষ্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী
শেরে-ই বাংলা নগর, ঢাকা

রোগী দেখার সময়
প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা - রাত ৮টা

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

প্রস্রাবে বদগন্ধ বা ফেনা? এটি হতে পারে কিডনি রোগের সতর্ক সংকেত!আমরা অনেক সময় প্রস্রাবে সামান্য ফেনা বা তীব্র গন্ধকে অবহে...
23/06/2025

প্রস্রাবে বদগন্ধ বা ফেনা? এটি হতে পারে কিডনি রোগের সতর্ক সংকেত!
আমরা অনেক সময় প্রস্রাবে সামান্য ফেনা বা তীব্র গন্ধকে অবহেলা করে থাকি। কিন্তু এই ছোট উপসর্গগুলোই হতে পারে বড় কোনো কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ।

🔍 কেন হয় এমন?
প্রস্রাবে ফেনা বা গন্ধ দেখা দিলে তা অনেক কারণেই হতে পারে—
✔ কিডনি দিয়ে প্রোটিন লিক হওয়া (Proteinuria)
✔ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)
✔ ডায়াবেটিস বা হাইপারটেনশনের প্রভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া
✔ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন

⚠ উপেক্ষা নয়, এখনই ব্যবস্থা নিন!

আমিন ডায়াগনস্টিকে রোগী দেখছেন মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ

ডা. কাজী ইকরামুল হক
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (নেফ্রোলজি),বিএসএমএমইউ
সহকারী রেজিস্ট্রার,
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
BMDC Reg. No.: 44837

⏰রোগী দেখার সময়ঃ প্রতি রবি ও সোমবার বিকাল ৩টা - সন্ধ্যা ৭টা

আমিন ভবন, ৩৩/২৩/৩, কলেজ মোড়, রাম চন্দ্র রায় চৌধুরী সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

সিরিয়ালের জন্য কল করুন 01712 243514 অথবা 01972 243514 নাম্বারে

আমিন ডায়াগনস্টিক | সেরাদের নিয়েই পথযাত্রা

#সেরা_সেবা

Address

Khustia

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801712243514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amin Diagnostic & Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amin Diagnostic & Medical Services:

Share