
21/06/2025
খিচুনি রোগটি সম্পর্কে সামান্য কিছু কথা :
------------------------------------------------------------
খিচুনি মানেই ঠাস করে অজ্ঞান হয়ে পরে যাবে, তারপর খিঁচতে থাকবে, ব্যাপারটা সব সময় এ রকম না। ব্যাস্ততার ভেতর থেকে হঠাৎ করে উদাসীন হয়ে যাওয়াটাও খিচুনি গ্রুপের মধ্যে পড়ে অনেক সময়।
আমাদের মগজ পরিচালিত হয় এর কোষ গুলোর ( নিউরন) মধ্যে প্রবাহিত বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে। কোন কারনে মস্তিষ্কে যদি বিদ্যুৎ তরঙ্গ অস্বাভাবিক ভাবে প্রবাহিত হয়, তখনই খিচুনি হয়। এর ফলে সবসময় খিঁচুনী যে হবেই তা না ; শুধুমাত্র মাথা ব্যাথা, হঠাৎ উদাসীন হয়ে যাওয়া, অল্প সময়ের জন্য কথা জড়িয়ে যাওয়া এ গুলোও হতে পারে।