
31/07/2025
ফলিকুলাইটিস ( Folliculitis) , চুলের ফলিকলের ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। এর ফলে আপনার ত্বকের লোমকূপের প্রদাহ হয়।
কারণ:
ফোলা বা প্রদাহ: শেভিং, ওয়াক্সিং, বা আঁটসাঁট পোশাক পরার কারণে চুলকানির কারণে ফলিকুলাইটিস হতে পারে।
রাসায়নিক পদার্থ: কিছু রাসায়নিক পদার্থ বা প্রসাধনীও ফলিকুলাইটিসের কারণ হতে পারে।
ভিটামিনের অভাব: ভিটামিন এ এবং সি এর অভাব ফলিকুলাইটিসের কারণ হতে পারে।