
27/08/2025
Osteoarthritis Knee-এ PRP: এটি কি আদৌ কার্যকর? একজন ব্যথা চিকিৎসকের দৃষ্টিভঙ্গি-
PRP (Platelet-Rich Plasma) আসলে কী?
PRP থেরাপি হল রোগীর নিজের রক্ত থেকে প্রস্তুতকৃত একটি বিশেষ ইনজেকশন, যেখানে প্লেটলেটের(Platelets)ঘনত্ব বেশি থাকে। এতে থাকা গ্রোথ ফ্যাক্টরগুলো জয়েন্টের ক্ষতিগ্রস্ত কার্টিলেজ, লিগামেন্ট ও টেন্ডনে রিপেয়ার প্রক্রিয়া শুরু করতে সহায়তা করে।
Knee Osteoarthritis-এ, বিশেষ করে মাইল্ড থেকে মডারেট পর্যায়ে (Grade I – III), PRP অনেক ক্ষেত্রেই ব্যথা কমানো ও হাঁটার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।
এটি কোনো ম্যাজিক নয়, তবে সঠিক রোগী নির্বাচনে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে অনেক আন্তর্জাতিক গবেষণায়।
PRP দেওয়ার আগে কি কার্টিলেজের thickness দেখে নেওয়া দরকার?
অবশ্যই। PRP দেওয়ার আগে শুধুমাত্র X-ray দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল। X-ray শুধু জয়েন্ট স্পেস narrowing দেখায়, কিন্তু কার্টিলেজের প্রকৃত thickness বা কোয়ালিটি বলে না।
তাই USG বা MRI এর মাধ্যমে কার্টিলেজের thickness ও ইনফ্লেমেশন আছে কিনা তা যাচাই করা জরুরি। সাধারণত অন্তত 2mm বা তার বেশি কার্টিলেজ থাকলে PRP এর ভালো রেসপন্স পাওয়া যায়। পুরোপুরি bone-on-bone অবস্থায় PRP তেমন কার্যকর হয় না।
PRP কতোবার দিতে হয়? কতদিন পরপর দিতে হয়?
সাধারণত ১ থেকে ৩টি PRP সেশন দেওয়া হয়, যা রোগীর অবস্থা ও প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। প্রতি ৩-৪ সপ্তাহ অন্তর একবার করে দেওয়া হয়।
অনেক সময় ৬ মাস বা ১ বছর পর booster dose প্রয়োজন হতে পারে। তবে কেবল ইনজেকশনেই থেমে থাকলে চলবে না – সঙ্গে চাই লাইফস্টাইল মডিফিকেশন, ওজন নিয়ন্ত্রণ, উপযুক্ত ব্যায়াম ও শারীরিক থেরাপি।
My Advice:
PRP ইনজেকশন একটি সাইন্স-বেইজড চিকিৎসা, তবে এটি সবার জন্য নয়। যেকোনো থেরাপির আগে রোগীর অবস্থা যাচাই করা জরুরি।
X-ray এর উপর নির্ভর না করে USG/MRI করে রোগ নির্ণয় নিশ্চিত করুন। কার্টিলেজ একেবারে শেষ হয়ে গেলে বা হাড়ে হাড় ঘষা খাচ্ছে এমন ক্ষেত্রে PRP এর পরিবর্তে অন্য বিকল্প ভাবা উচিত।
মনে রাখুন: সঠিক রোগী নির্বাচনে PRP অনেক ভালো কাজ করে, আর ভুল রোগীর ক্ষেত্রে এটি সময় ও টাকার অপচয় হতে পারে।
Dr.Nazmul Hasan Bhuiyan
Pain medicine specialist
Consultant ঃ250 Bed general hospital, Kishorganj