সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ

  • Home
  • সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ

সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ হিজামা ও খাতনা/মুসলমানি সেন্টার কিশোরগঞ্জ।

07/10/2025
28/09/2025
24/09/2025

🔹 আল্লাহ বলেন:

> "যারা দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে—আমি তাদের কাজকর্ম পূর্ণরূপে দিয়ে দেব দুনিয়াতে, আর তারা তাতে কোনো কমতি পাবে না। তারা হলো তারা, যাদের জন্য আখেরাতে আগুন ছাড়া কিছুই নেই।"
(সূরা হূদ 11:15-16)

এখানে বলা হয়েছে—যারা কেবল দুনিয়ার জন্য কাজ করে, আখেরাতের জন্য নয়—তাদের জন্য শেষ পরিণতি হলো আগুন।

1. রাসূল ﷺ বলেছেন:

> "যার আখেরাত লক্ষ্য, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি দেবেন, তার কাজগুলোকে একত্রিত করবেন, আর দুনিয়া তার কাছে নত হয়ে আসবে। আর যার দুনিয়া লক্ষ্য, আল্লাহ তার অন্তরে দারিদ্র বসিয়ে দেবেন, তার কাজগুলোকে ছড়িয়ে দেবেন, আর দুনিয়া থেকে সে শুধু তাই পাবে যা তার জন্য লেখা হয়েছে।"
(সুনান ইবন মাজাহ, হাদিস: 4105; সহীহ হিসেবে গ্রহন করেছেন আলবানী)

> "দুনিয়া হলো অভিশপ্ত, এবং এর ভেতরের সবকিছুই অভিশপ্ত, তবে আল্লাহর যিকর, তাঁর সাথে সম্পর্কিত কাজ, আলেম ও শিক্ষার্থী ছাড়া।"
(তিরমিযী, হাদিস: 2322; সহীহ)

26/08/2025
24/08/2025

হাদীসের আলোকে জিন ৩ প্রকারের।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “জিন তিন প্রকারের —
১) এক প্রকার জিন ডানা বিশিষ্ট, যারা আকাশে উড়ে বেড়ায়।
২) এক প্রকার জিন সাপ ও কুকুরের রূপ ধারণ করে।
৩) এক প্রকার জিন ভ্রমণকারী, যারা এক স্থান থেকে আরেক স্থানে অবাধে চলাফেরা করে।”

— (সুনান আত-তাবারানী, হাকিম; সহীহুল জামে’ ৩১১৪)

সারসংক্ষেপ:

ডানাওয়ালা জিন – আকাশে উড়ে বেড়ায়।

রূপান্তরকারী জিন – সাপ, কুকুর ইত্যাদি রূপে আসে।

যাত্রী জিন – মানুষের মতো এদিক-ওদিক চলাফেরা করে।

23/08/2025
22/08/2025

হা হা হা
আবারও জিতেছি আলহামদুলিল্লাহ।

21/08/2025

🌅 সকাল ও 🌇 সন্ধ্যার ২৩টি যিকির (আরবি + বাংলা অর্থ)

---

১. আয়াতুল কুরসী (সূরা বাকারা ২:২৫৫)

আরবি:
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

বাংলা অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব ও সমস্ত সৃষ্টি পরিচালনাকারী। নিদ্রা বা ঘুম তাঁকে ধরতে পারে না। আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সব তারই। কে আছে যে তাঁর অনুমতি ছাড়া মধ্যস্থতা করতে পারে? তিনি যা আছে জানেন পূর্ব ও উত্তরবর্তী সবকিছুর। তাঁর সিংহাসন আকাশ ও পৃথিবীকে বিস্তৃত করেছে।

পড়ার নিয়ম: সকাল ১ বার, সন্ধ্যা ১ বার

---

২. সূরা ইখলাস (সূরা ১১২)

আরবি:
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١﴾ اللَّهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

বাংলা অর্থ:
বলুন, আল্লাহ এক। আল্লাহ পরিপূর্ণ ও চিরস্থায়ী। তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণ করেননি। তাঁর সমতুল্য কেউ নেই।

পড়ার নিয়ম: ৩ বার

---

৩. সূরা ফালাক (সূরা ১১২)

আরবি:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

বাংলা অর্থ:
বলুন, আমি ভোরের প্রতিফলিত প্রভুর আশ্রয় চাই। সমস্ত সৃষ্টি ও ক্ষতিকারক প্রভাব থেকে, অশুভ চেতনা ও হিংসার থেকে।

পড়ার নিয়ম: ৩ বার

---

৪. সূরা নাস (সূরা ১১৪)

আরবি:
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَٰهِ النَّاسِ ﴿٣﴾ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾

বাংলা অর্থ:
বলুন, আমি মানুষের রাব্বের আশ্রয় চাই, মানুষের রাজা ও ইলাহর কাছে। তিনি যেসব কুঁচকানো শয়তান হৃদয়ে প্রবেশ করতে চায়, তা থেকে আমাকে রক্ষা করুন।

পড়ার নিয়ম: ৩ বার

---

৫. সকাল দো‘আ

আরবি:
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা অর্থ:
আমরা সকাল করেছি, রাজত্ব আল্লাহরই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি সমস্ত কিছুর ক্ষমতাবান।

পড়ার নিয়ম: ১ বার

---

৬. সন্ধ্যা দো‘আ

আরবি:
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা অর্থ:
আমরা সন্ধ্যা করেছি, রাজত্ব আল্লাহরই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি সমস্ত কিছুর ক্ষমতাবান।

পড়ার নিয়ম: ১ বার

৭. রাদ্বীতু দো‘আ

আরবি:
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا

বাংলা অর্থ:
আমি আল্লাহকে রব্ব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ ﷺ-কে নবী হিসেবে গ্রহণ করেছি।

পড়ার নিয়ম: সকাল ৩ বার, সন্ধ্যা ৩ বার

---

৮. লা ইলাহা ইল্লাল্লাহু

আরবি:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা অর্থ:
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই।

পড়ার নিয়ম: সকাল ১০ বার (বা ১০০ বার), সন্ধ্যা ১০ বার

---

৯. সাইয়্যিদুল ইস্তিগফার

আরবি:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি আমার রব্ব। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি আমার ক্ষমা অনুযায়ী আপনার প্রতিশ্রুতিতে দৃঢ়।

পড়ার নিয়ম: সকাল ১ বার, সন্ধ্যা ১ বার

---

১০. আল্লাহুম্মা আফিনি

আরবি:
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমার দেহ, শ্রবণ ও দৃষ্টিশক্তি সুস্থ রাখুন।

পড়ার নিয়ম: সকাল ৩ বার, সন্ধ্যা ৩ বার

---

১১. আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি

আরবি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

বাংলা অর্থ:
আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা আমি সমস্ত সৃষ্টির ক্ষতিকারক থেকে আশ্রয় চাই।

পড়ার নিয়ম: সন্ধ্যা ৩ বার

---

১২. হাসবিয়াল্লাহু

আরবি:
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

বাংলা অর্থ:
আল্লাহই যথেষ্ট। আমি তাঁর ওপর ভরসা করি, তিনি মহা সিংহাসনের মালিক।

পড়ার নিয়ম: ৭ বার

---

১৩. দরুদ শরীফ

আরবি:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

বাংলা অর্থ:
হে আল্লাহ! মুহাম্মাদ ﷺ ও তাঁর পরিবারে বরকত বর্ষণ করুন যেমন বরকত দিয়েছেন ইব্রাহীম ও তাঁর পরিবারে।

পড়ার নিয়ম: অন্তত ১০ বার

---

১৪. আস্তাগফিরুল্লাহ

আরবি:
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

বাংলা অর্থ:
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি চিরঞ্জীব ও সমস্ত সৃষ্টি পরিচালনাকারী। আমি তাঁর কাছে ফিরে যাচ্ছি।

পড়ার নিয়ম: ৩ বার

---

১৫. সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি

আরবি:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

বাংলা অর্থ:
আল্লাহকে পবিত্র ও প্রশংসিত মনে করি।

পড়ার নিয়ম: ১০০ বার

---

১৬. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার

আরবি:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ

বাংলা অর্থ:
আল্লাহকে পবিত্র মনে করি, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ মহান।

পড়ার নিয়ম: ৩৩/৩৪ বার

---

১৭. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আরবি:
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

বাংলা অর্থ:
কোনো শক্তি ও ক্ষমতা আল্লাহ ছাড়া নেই।

পড়ার নিয়ম: সকাল ও সন্ধ্যা

---

১৮. দো‘আ

আরবি:
اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আজকের প্রতিটি নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞ।

পড়ার নিয়ম: ১ বার

---

১৯. দো‘আ

আরবি:
اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আকাশ ও পৃথিবীর স্রষ্টা, সকল কিছুর রাব্ব ও রাজা।

পড়ার নিয়ম: ১ বার

---

২০. দো‘আ

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনাকে ক্ষমা ও সুস্থতা দান করার জন্য প্রার্থনা করছি, এই জীবন ও পরকালে।

পড়ার নিয়ম: ১ বার

---

২১. দো‘আ

আরবি:
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনার নামের সাথে আমরা সকাল করেছি, সন্ধ্যা করেছি। আপনার সাহায্যে বাঁচি, আপনার সাহায্যে মরি, এবং আপনারই কাছে আমরা ফিরে যাব।

পড়ার নিয়ম: ১ বার

---

২২. দো‘আ

আরবি:
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

বাংলা অর্থ:
হে চিরঞ্জীব ও সর্বদ্রষ্টা! আমি আপনার রহমতে সাহায্য চাই। আমার সমস্ত ব্যাপার সঠিক করুন, আমাকে আমার নিজের ওপর নির্ভরশীল করবেন না।

পড়ার নিয়ম: ১ বার

---

২৩. দো‘আ

আরবি:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি আমার রব্ব। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার প্রতিশ্রুতিতে দৃঢ়। আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমার পাপ স্বীকার করছি, আমাকে ক্ষমা করুন; কারণ পাপ ক্ষমা করতে পারেন শুধুই আপনি।

20/08/2025

মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী পাঠান এবং এক ব্যক্তিকে তার আমীর নিযুক্ত করে দেন। সে একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করলো এবং তাদেরকে তাতে ঝাপ দিতে নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাপ দিতে প্রস্তুতি নিলো এবং অপর একদল বলল, আমরা (ইসলাম গ্রহণের মাধ্যমে তো) আগুন থেকেই পালিয়ে এসেছি। (সুতরাং আগুনে ঝাপ দেয়ার প্রশ্নই উঠে না) যথাসময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সে ব্যাপারটি উথাপিত হলো। তখন তিনি যারা আগুনে ঝাপ দিতে প্রস্তুত হয়েছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, যদি তোমরা তাতে প্রবেশ করতে তাহলে কিয়ামত পর্যন্ত সেখানেই অবস্থান করতেন। পক্ষান্তরে অপরদলকে লক্ষ্য করে তিনি ভাল কথা বললেন। তিনি আরো বললেন, আল্লাহর অবাধ্যতা হয় এমন কাজে আনুগত্য নেই। আনুগত্য কেবলই ভাল কাজে। মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন ৪৬১৩

Address


Telephone

+8801557819540

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সোহেল হিজামা মেডিকেল হল কিশোরগঞ্জ:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram