09/07/2025
পুরুষের কি কি কারণে প্র'তি'ব'ন্ধী বাচ্চা হয়?
পুরুষের দিক থেকেও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যা প্র'তি'ব'ন্ধী বা জেনেটিক সমস্যা যুক্ত বাচ্চা জন্মের সম্ভাবনা বাড়াতে পারে। সাধারণভাবে,মানুষের সুস্থ সন্তান জন্মানোর জন্য বাবা-মা উভয়ের জেনেটিক ও প্রজনন স্বাস্থ্য গুরুত্বপূর্ণ।
🧬 পুরুষের কারণে প্র'তি'ব'ন্ধী শিশু হওয়ার সম্ভাব্য কারণসমূহ:
1. বয়সজনিত কারণ (Advanced Paternal Age)
•৪০ বছর বা তার বেশি বয়সে পুরুষদের শু'ক্রা'ণু'তে জেনেটিক মিউটেশন (DNA ত্রুটি) বেড়ে যায়
•এর ফলে অটিজম,স্কিৎজোফ্রেনিয়া,ADHD বা অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার হওয়ার ঝুঁকি বাড়ে
2. জেনেটিক বা বংশগত রোগ
•যেমন: থ্যালাসেমিয়া,হেমোফিলিয়া,মিউজকুলার ডিস্ট্রফি
•যদি বাবা জেনেটিক ক্যারিয়ার হন এবং মা-ও একই জিন বহন করেন,তাহলে বাচ্চা আক্রান্ত হতে পারে
3. সংক্রমণ বা যৌ'নরোগ (STI)
•যেমন: HIV সিফিলিস,হেপাটাইটিস B
•এসব রোগ শুক্রাণুর মাধ্যমে বা গর্ভে সংক্রমণ ছড়াতে পারে এবং গর্ভাবস্থায় শিশুর বিকলাঙ্গতার ঝুঁকি বাড়ায়
4.অস্বাস্থ্যকর জীবনযাপন ও অভ্যাস
•অতিরিক্ত ধূমপান,মদ্যপান,মাদক গ্রহণ (যেমন গাঁজা,ইয়াবা) — এগুলো শুক্রাণুর গঠন ও DNA তে ত্রুটি সৃষ্টি করে
•junk food বা অপুষ্টিকর খাবারও শুক্রাণুর গুণমান কমায়
5. বিষাক্ত পরিবেশে কাজ করা
•যেমন: কীটনাশক,ভারী ধাতু,সিসা,প্লাস্টিক কারখানা বা কেমিক্যাল কারখানায় কাজ করা
•এসব উপাদান শুক্রাণুর DNA ক্ষতিগ্রস্ত করতে পারে
6. হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব
•শুক্রাণু কম থাকা,দুর্বল গতি বা অস্বাভাবিক গঠন
•অনেক ক্ষেত্রে IVF বা ICSI পদ্ধতিতে এমন শুক্রাণু ব্যবহৃত হলে ত্রুটিপূর্ণ জেনেটিক উপাদান পাস হতে পারে
✅ করণীয়:
•বিয়ের আগে বা গর্ভধারণের আগে জেনেটিক কাউন্সেলিং করানো
•শুক্রাণুর গুণমান পরীক্ষার (Semen Analysis) মাধ্যমে স্বাস্থ্য যাচাই
•ধূমপান,মাদক ও বিষাক্ত পরিবেশ থেকে দূরে থাকা
•গর্ভধারণ সময়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন