Medilab Health Centre Ltd.

Medilab Health Centre Ltd. Medilab Health Centre Ltd was borne out of a vision to provide a complete healthcare solution to the people. Diagnostic, Consultation & Hospital,

কিশোরগঞ্জে নিউরোলজি চিকিৎসার সেরা ঠিকানা – Medilab Health Centre Ltd.ডাঃ এস.এম. সাজ্জাদ ইসলামএম.বি.বি.এস., এমডি (নিউরোলজ...
08/12/2025

কিশোরগঞ্জে নিউরোলজি চিকিৎসার সেরা ঠিকানা – Medilab Health Centre Ltd.

ডাঃ এস.এম. সাজ্জাদ ইসলাম
এম.বি.বি.এস., এমডি (নিউরোলজি)
রেজিস্ট্রার (মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ
বিএমডিসি রেজি নং: A-68367

📍 চেম্বার:
মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেড
স্টেশন রোড, কিশোরগঞ্জ

🕒 সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার
বিকাল ৩.০০ – রাত ৮.০০

📞 সিরিয়ালের জন্য কল করুন:
01715-191172
01719-898888

✨ সঠিক রোগ নির্ণয়, আন্তরিক সেবা ও আধুনিক চিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন।

fans

ডাঃ এম. এম. বেলাল (পাভেল) স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাশহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ –এ ...
04/12/2025

ডাঃ এম. এম. বেলাল (পাভেল) স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ –এ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে স্যারকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

স্যারের দক্ষতা, আন্তরিক সেবা, রোগীর প্রতি নিবেদন ও পেশাদারিত্ব আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। তাঁর এই সাফল্য নিঃসন্দেহে কিশোরগঞ্জসহ এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মেডিল্যাব পরিবারের পক্ষ থেকে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘ সফল কর্মজীবন ও আরও সম্মানজনক অর্জনের জন্য রইল আন্তরিক শুভকামনা।

Medilab Health Centre Ltd.
— আন্তরিক শুভেচ্ছা —

fans

ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনহেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক পদে শহী...
03/12/2025

ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক পদে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ –এ পদোন্নতি হওয়ায় Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

স্যারের দক্ষতা, আন্তরিকতা ও রোগীর প্রতি দায়বদ্ধতা সত্যিই অনন্য। তিনি নিয়মিতভাবে মেডিল্যাব হেলথ সেন্টারে রোগী দেখার মাধ্যমে কিশোরগঞ্জসহ এই এলাকার রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। স্যারের এই পদোন্নতি আমাদের সকলের জন্য গর্বের বিষয়।

আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানাই।

Medilab Health Centre Ltd.
— আন্তরিক শুভেচ্ছা —

বুনিয়াদী প্রশিক্ষণজনিত কারণে Dr. Supta Pal - Cancer Specialist  ০২/১২/২০২৫ থেকে ০১/০২/২০২৬ পর্যন্ত। প্রতি সপ্তাহের শুধুম...
03/12/2025

বুনিয়াদী প্রশিক্ষণজনিত কারণে Dr. Supta Pal - Cancer Specialist ০২/১২/২০২৫ থেকে ০১/০২/২০২৬ পর্যন্ত। প্রতি সপ্তাহের শুধুমাত্র শুক্রবারে চেম্বার করবেন।

০২/০২/২০২৬ থেকে পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী ডাঃ সুপ্তা পাল প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন চেম্বারে করবেন।

ক্যান্সার রোগীদের সেবা ও পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
মোবাইলঃ ০১৭১৫-১৯১১৭২ / ০১৭১৯-৮৯৮৮৮৮

চেম্বারঃ
মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেড
স্টেশন রোড, কিশোরগঞ্জ
রোগী দেখার সময় : বিকাল ৬.০০টা – রাত ৯.০০টা

#ক্যান্সার #ক্যান্সাররোগ #ক্যান্সারবিশেষজ্ঞ fans

Medilab Health Centre Ltd. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কি...
29/11/2025

Medilab Health Centre Ltd. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ এর নিউরোলজি বিভাগে "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় ডাঃ সাহাদাত হাসান – কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউরোলজি চিকিৎসায় তাঁর দক্ষতা, নিষ্ঠা এবং মানবিক সেবার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি যা নিঃসন্দেহে অত্যন্ত প্রাপ্য।

ডাঃ সাহাদাত হাসান
প্রতি বুধবার নতুন মেডিল্যাব -এ
নিয়মিত রোগী দেখছেন, এবং তাঁর সেবায় অসংখ্য রোগী উপকৃত হচ্ছেন।

স্যারের সুস্বাস্থ্য, সমৃদ্ধ কর্মজীবন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি।

Medilab Health Centre Ltd. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ- এর "সহকারী...
28/11/2025

Medilab Health Centre Ltd. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ- এর "সহকারী অধ্যাপক (ইনসিটু)" পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায়
ডাঃ শাহরীন আহমেদ (লিপি)– কে Medilab Health Centre Ltd. পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Medilab Health Centre Ltd.. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জএর "সহকারী ...
28/11/2025

Medilab Health Centre Ltd.. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ
এর "সহকারী অধ্যাপক (ইনসিটু)" পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায়
ডাঃ বিনীতা সরকার (শান্তা)– কে Medilab Health Centre Ltd. এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ডাঃ বিনীতা সরকার (শান্তা)
নিয়মিত রবিবার ছাড়া প্রতিদিন
Medilab Health Centre Ltd. -এ অবস্ এন্ড গাইনী রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
তাঁর আন্তরিকতা, দক্ষতা ও মানসম্মত সেবার জন্য অসংখ্য রোগী উপকৃত হয়েছেন এবং আস্থা অর্জন করেছেন।

আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যতের আরও সাফল্য কামনা করি।

Medilab Health Centre Ltd.. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কি...
28/11/2025

Medilab Health Centre Ltd.. – এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ✨

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ
এর "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায়
ডাঃ ফাতেমা আক্তার– কে
Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ডাঃ ফাতেমা আক্তার
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার
Medilab Health Centre Ltd. -এ নিয়মিত চিকিৎসা (অবস্ এন্ড গাইনী) সেবা প্রদান করে আসছেন।
তাঁর দক্ষতা, যত্নশীল আচরণ ও দায়িত্বশীল চিকিৎসা সেবা রোগীদের আস্থা অর্জন করেছে।

আমরা তাঁর আরও সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ কর্মজীবন কামনা করি।

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আমাদের সম্মানিত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইফুল্লাহ্ এ...
28/11/2025

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের সম্মানিত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইফুল্লাহ্ এহতেশাম (রানা)– স্যার কে
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে “সহকারী অধ্যাপক” পদে পদোন্নতি প্রাপ্তির জন্য হৃদয়ভরা শুভেচ্ছা ও অভিনন্দন।

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমাদের সম্মানিত অর্থোপেডিক্স ও সার্জারি বিশেষজ্ঞ ডা...
28/11/2025

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের সম্মানিত অর্থোপেডিক্স ও সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহিনুল ইসলাম (শাহিন) –কে
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে “সহকারী অধ্যাপক” পদে পদোন্নতি প্রাপ্তির জন্য হৃদয়ভরা শুভেচ্ছা ও অভিনন্দন।

অর্থোপেডিক্স ও সার্জারি চিকিৎসায় ডাঃ মোঃ শাহিনুল ইসলাম (শাহিন) স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, আন্তরিকতা ও নিবেদিত সেবার মাধ্যমে অসংখ্য রোগী সঠিক চিকিৎসা ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন।

Medilab Health Centre Ltd. -এ স্যার নিয়মিত রোগী দেখছেন, এবং তাঁর দক্ষতা, সহমর্মিতা ও যথাযথ চিকিৎসা সেবা—রোগী ও অভিভাবকদের আস্থার অন্যতম শক্ত ভিত্তি হয়ে উঠেছে।

স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন, এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য কামনা করছি।

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনআমাদের সম্মানিত শিশু বিশেষজ্ঞ ডা. শেখ শামছুননাহার (শাম্মী) ম্যা...
27/11/2025

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

আমাদের সম্মানিত শিশু বিশেষজ্ঞ ডা. শেখ শামছুননাহার (শাম্মী) ম্যাডাম–কে
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে “সহকারী অধ্যাপক” পদে পদোন্নতি প্রাপ্তির জন্য হৃদয়ভরা শুভেচ্ছা ও অভিনন্দন।

শিশু চিকিৎসায় ম্যাডামের দীর্ঘ অভিজ্ঞতা, আন্তরিকতা ও নিবেদিত সেবায় অসংখ্য শিশু রোগী সঠিক চিকিৎসা ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন।
Medilab Health Centre Ltd. –এ ম্যাডাম নিয়মিত রোগী দেখছেন, এবং তাঁর যথাযথ চিকিৎসা সেবা অভিভাবকদের আস্থার জায়গা দখল করে নিয়েছে।

ম্যাডামের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও আরও সাফল্য কামনা করছি।

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে হৃদয়ভরা অভিনন্দনআমাদের প্রিয় সার্জারি বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন (মাছুম) স্যার–কেশ...
27/11/2025

Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে হৃদয়ভরা অভিনন্দন
আমাদের প্রিয় সার্জারি বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন (মাছুম) স্যার–কে
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে “সহকারী অধ্যাপক” পদে পদোন্নতি প্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নিবেদিতপ্রাণ সেবায় কিশোরগঞ্জের মানুষ ঘরে বসেই আধুনিক সার্জারি সেবা পাচ্ছেন। আগে যেসব রোগের চিকিৎসায় ঢাকায় যেতে হতো, সেই সমস্ত অপারেশনও এখন তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে সফলভাবে সম্পন্ন করে অসংখ্য রোগীর আস্থা অর্জন করেছেন এবং মেডিল্যাব হেলথ সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।

স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও আরও সাফল্য কামনা করছি।
Medilab Health Centre Ltd. -এর পক্ষ থেকে অসীম শুভকামনা ও শ্রদ্ধা।

Address

Station Road
Kishoreganj
2300

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801715191172

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medilab Health Centre Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medilab Health Centre Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram