Dr Israt Mow Skin And Laser Care Center

Dr Israt Mow Skin And Laser Care Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Israt Mow Skin And Laser Care Center, Awami league office er pichone, khorompotti, kishorganj, Kishoreganj.

"কিশোরগঞ্জের প্রথম ও পূর্ণাঙ্গ লেজার কেয়ার সেন্টার"

ডা. ইসরাত জাহান মৌ
এস্থেটিক ডার্মাটোলোজিস্ট ও লেজার স্কিন স্পেশালিস্ট

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ফেলোশিপ ট্রেনিং ইন এস্থেটিক ডার্মাটোলোজি (ইউএস)
ডিপ্লোমা ইন এস্থেটিক ডার্মাটোলজি (দুবাই)

09/08/2025
06/08/2025

ব্রন,ব্রন এর দাগ এর জন্য ফেস পিরপি,

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fan...
06/08/2025

🎉 I earned the fan favorite badge this week, recognizing me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content!

চুল নিয়ে কিছু শ্রুতিকথা / ভ্রান্ত ধারণা :১/ মাথার চুল ঘন ঘন ন্যাড়া করলে চুল দ্রুত বৃদ্ধি পায়। চুল গজায় হেয়ার ফলিকল থেকে,...
05/08/2025

চুল নিয়ে কিছু শ্রুতিকথা / ভ্রান্ত ধারণা :

১/ মাথার চুল ঘন ঘন ন্যাড়া করলে চুল দ্রুত বৃদ্ধি পায়।
চুল গজায় হেয়ার ফলিকল থেকে, যা মাথার স্কাল্প/ তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। কেউ মাথা ন্যাড়া করলে চুলের মৃত অংশটুকু ফেলে দেন। হেয়ার ফলিকল যা থেকে চুল গজায়, তা রয়ে যায় চামড়ার নিচে, তাতে কিন্তু ব্লেড স্পর্শ করে না। তাই, চুল কামানোর সাথে চুল বৃদ্ধি / ঘনত্বের কোন সম্পর্ক নেই। ( অনেকেই ছোট বাচ্চাদের এই ভ্রান্ত ধারণার কারণে বার বার ন্যাড়া করে থাকেন)

২/ তিন-চার মাস অন্তর চুল কাটলে চুল দ্রুত বাড়ে।
এই ধারণা থেকে অনেকেই ঘন ঘন চুল কাটেন। চুল গোড়া থেকে বাড়ে। তাই চুল কাটলেন কিংবা কাটলেন না, তাতে চুলের বৃদ্ধির উপর প্রভাব পড়ে না। মূলত, কয়েক মাস অন্তর চুল কাটলে চুলের শেপ বজায় থাকে। পাশাপাশি ডগা ফেটে যাওয়ার সমস্যা এড়ানো যায়।

৩/ তেল মাখলে চুল দ্রুত বাড়ে।
তেল মাখলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের ফলিকলগুলো পুষ্টি ও অক্সিজেন পায়। এতে চুলের গোড়া মজবুত হয় ঠিকই, কিন্তু এতে চুল দ্রুত বাড়ে না। বরং, তেল মাখলে চুলের গোড়ায় ময়লা জমে। এতে স্ক্যাল্পের সমস্যা বাড়তে পারে। যদি তেল মাখা হয় তবে ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে নিতে হবে।

৪/ তৈলাক্ত চুলে কন্ডিশনার ব্যবহার করা উচিত নয়।
আরেকটি ভুল ধারণা। চুল যেমনই হোক, শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার চুলকে দূষণ, ইউভি রশ্মি ও ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। চুলের ফ্রিজিনেস দূর করে কন্ডিশনার।

৫/ একটা পাকা চুল ছিঁড়লে মাথা পাকা চুলে ভরে যাবে।
চুলে মেলানিনের মাত্রা কমে গেলে তা ধূসর / সাদা হতে শুরু করে। সুতরাং, যে পাকা চুলটি ছিঁড়বেন, সেটি পরবর্তী সময়েও ধূসরই হবে। তাছাড়া প্রতিটা চুলের নিজস্ব ফলিকল রয়েছে। একটা পাকা চুল ছিঁড়লে বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

বিস্তারিত জানতে বা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন।

💠 ডা. ইসরাত জাহান মৌ
এস্থেটিক ডার্মাটোলোজিস্ট ও লেজার স্কিন স্পেশালিস্ট

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ফেলোশিপ ট্রেনিং ইন এস্থেটিক ডার্মাটোলোজি (ইউএস)
ডিপ্লোমা ইন এস্থেটিক ডার্মাটোলজি (দুবাই)
২৫০ শয্যা জেনারেল হাস্পাতাল, কিশোরগঞ্জ।

রোগী দেখার সময় -
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা

☎️ সিরিয়ালের জন্য ফোন করুন: ০১৮২২ ৭১৪৫২২

📌 ঠিকানাঃ
ডা. ইসরাত মৌ স্কিন এন্ড লেজার কেয়ার সেন্টার
আওয়ামীলীগ অফিসের পিছনে, কিশোরগঞ্জ।

"কিশোরগঞ্জের প্রথম ও পূর্ণাঙ্গ লেজার কেয়ার সেন্টার"

05/08/2025

অবাঞ্চিত লোম এর লেজার,, অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেতে চলে আসেন,,স্থায়ী সমাধান এর জন্য।

04/08/2025

জন্মদাগের লেজার,জন্মদাগ এর জন্য র কোন চিন্তা নয়,

দাদ / দাউদ কেনো ইদানিং ভালো হতে চায় না???? অনেকেই লম্বা সময় ধরে ফাংগাল ইনফেকশন - দাদ / দাউদে ভুগছেন। অনেকেই যখন ক্রিম মা...
03/08/2025

দাদ / দাউদ কেনো ইদানিং ভালো হতে চায় না????

অনেকেই লম্বা সময় ধরে ফাংগাল ইনফেকশন - দাদ / দাউদে ভুগছেন।

অনেকেই যখন ক্রিম মাখছেন / ঔষধ খাচ্ছেন তখন ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু ব্যবহার বন্ধ করলেই আবার সেই রোগ ফিরে আসছে - এই সমস্যায় আছেন।

এর কারণ কি??

১/ যথেষ্ট সময় ধরে চিকিৎসা না করা: দাদের চিকিৎসায় যেসব অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা হয়, যা ২-৪ সপ্তাহ পর্যন্ত লাগাতে হতে পারে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়, তবে দাদ আবার ফিরে আসতে পারে।

২/ ভুল চিকিৎসা: কিছু ক্ষেত্রে, ভুল ঔষুধ - যেমন : স্টেরয়েড ক্রিম, গ্যাকোজিমা ব্যবহার করায় ভালো তো হয়ই না বরং রোগের তীব্রতা আরও বেড়ে যায়।

৩/ সংক্রমণ পুনরায় হওয়া: যদি আপনি দাদ আক্রান্ত স্থান পরিষ্কার ও শুষ্ক না রাখেন, অথবা দূষিত বস্তু বা ব্যক্তির সংস্পর্শে আসেন, তবে এটি আবার ছড়িয়ে পড়তে পারে।

৪/ অন্য কোনো রোগের কারণে: কিছু ক্ষেত্রে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দাদ ভালো হতে সময় লাগতে পারে। যেমন- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দাদ ভালো হতে অনেক সময় লেগে যায়।

৫/ অ্যান্টিফাঙ্গাল ঔষধের কার্যকারিতা কমে যাওয়া: কিছু ক্ষেত্রে, ছত্রাক ঔষধের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে, যার কারণে ঔষধ কাজ করা বন্ধ করে দেয়। এই সমস্যাটি ইদানীং বেশি হচ্ছে, যার কারণে দাদ হয়ে উঠছে অপ্রতিরোধ্য।

এরকম সমস্যায় অবশ্যই চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

(( ১টি বাস্তব তথ্য: যারা দাদ হলে দোকান থেকে ক্রিম ইউজ করেন / ঔষধ সেবন করেন, তারা শেষে ঠিকই চর্ম বিশেষজ্ঞের কাছে আসেন, কিন্তু অবস্থা খারাপ করে আসেন। তাই প্রথম থেকেই এই রোগ এর জন্য চর্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হোন ))

বিস্তারিত জানতে বা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন।

💠 ডা. ইসরাত জাহান মৌ
এস্থেটিক ডার্মাটোলোজিস্ট ও লেজার স্কিন স্পেশালিস্ট

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ফেলোশিপ ট্রেনিং ইন এস্থেটিক ডার্মাটোলোজি (ইউএস)
ডিপ্লোমা ইন এস্থেটিক ডার্মাটোলজি (দুবাই)
২৫০ শয্যা জেনারেল হাস্পাতাল, কিশোরগঞ্জ।

রোগী দেখার সময় -
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা

☎️ সিরিয়ালের জন্য ফোন করুন: ০১৮২২ ৭১৪৫২২

📌 ঠিকানাঃ
ডা. ইসরাত মৌ স্কিন এন্ড লেজার কেয়ার সেন্টার
আওয়ামীলীগ অফিসের পিছনে, কিশোরগঞ্জ।

"কিশোরগঞ্জের প্রথম ও পূর্ণাঙ্গ লেজার কেয়ার সেন্টার"

Address

Awami League Office Er Pichone, Khorompotti, Kishorganj
Kishoreganj
2300

Telephone

+8801822714522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Israt Mow Skin And Laser Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram