03/08/2025
দাদ / দাউদ কেনো ইদানিং ভালো হতে চায় না????
অনেকেই লম্বা সময় ধরে ফাংগাল ইনফেকশন - দাদ / দাউদে ভুগছেন।
অনেকেই যখন ক্রিম মাখছেন / ঔষধ খাচ্ছেন তখন ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু ব্যবহার বন্ধ করলেই আবার সেই রোগ ফিরে আসছে - এই সমস্যায় আছেন।
এর কারণ কি??
১/ যথেষ্ট সময় ধরে চিকিৎসা না করা: দাদের চিকিৎসায় যেসব অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করা হয়, যা ২-৪ সপ্তাহ পর্যন্ত লাগাতে হতে পারে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়, তবে দাদ আবার ফিরে আসতে পারে।
২/ ভুল চিকিৎসা: কিছু ক্ষেত্রে, ভুল ঔষুধ - যেমন : স্টেরয়েড ক্রিম, গ্যাকোজিমা ব্যবহার করায় ভালো তো হয়ই না বরং রোগের তীব্রতা আরও বেড়ে যায়।
৩/ সংক্রমণ পুনরায় হওয়া: যদি আপনি দাদ আক্রান্ত স্থান পরিষ্কার ও শুষ্ক না রাখেন, অথবা দূষিত বস্তু বা ব্যক্তির সংস্পর্শে আসেন, তবে এটি আবার ছড়িয়ে পড়তে পারে।
৪/ অন্য কোনো রোগের কারণে: কিছু ক্ষেত্রে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দাদ ভালো হতে সময় লাগতে পারে। যেমন- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দাদ ভালো হতে অনেক সময় লেগে যায়।
৫/ অ্যান্টিফাঙ্গাল ঔষধের কার্যকারিতা কমে যাওয়া: কিছু ক্ষেত্রে, ছত্রাক ঔষধের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে, যার কারণে ঔষধ কাজ করা বন্ধ করে দেয়। এই সমস্যাটি ইদানীং বেশি হচ্ছে, যার কারণে দাদ হয়ে উঠছে অপ্রতিরোধ্য।
এরকম সমস্যায় অবশ্যই চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
(( ১টি বাস্তব তথ্য: যারা দাদ হলে দোকান থেকে ক্রিম ইউজ করেন / ঔষধ সেবন করেন, তারা শেষে ঠিকই চর্ম বিশেষজ্ঞের কাছে আসেন, কিন্তু অবস্থা খারাপ করে আসেন। তাই প্রথম থেকেই এই রোগ এর জন্য চর্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হোন ))
বিস্তারিত জানতে বা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন।
💠 ডা. ইসরাত জাহান মৌ
এস্থেটিক ডার্মাটোলোজিস্ট ও লেজার স্কিন স্পেশালিস্ট
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
ফেলোশিপ ট্রেনিং ইন এস্থেটিক ডার্মাটোলোজি (ইউএস)
ডিপ্লোমা ইন এস্থেটিক ডার্মাটোলজি (দুবাই)
২৫০ শয্যা জেনারেল হাস্পাতাল, কিশোরগঞ্জ।
রোগী দেখার সময় -
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা
☎️ সিরিয়ালের জন্য ফোন করুন: ০১৮২২ ৭১৪৫২২
📌 ঠিকানাঃ
ডা. ইসরাত মৌ স্কিন এন্ড লেজার কেয়ার সেন্টার
আওয়ামীলীগ অফিসের পিছনে, কিশোরগঞ্জ।
"কিশোরগঞ্জের প্রথম ও পূর্ণাঙ্গ লেজার কেয়ার সেন্টার"