22/10/2025
বর্তমানে অনেকেরই মুখে, ঘাড়ে, গলায় বিভিন্নরকম আঁচিল দেখা যায়। এতে অনেকেই বিব্রতবোধ করেন। কেউ কেউ ইলেকট্রিক কটারি (অনেকটা বিদ্যুৎ এর ছ্যাঁকা দেয়ার মতো) করে এই আঁচিল সরাচ্ছেন আবার কেউ কেউ লেজারের মাধ্যমে অপসারণ করছেন।
কিন্তু কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন দেখে ক্রিম বা লোশন কিনে ব্যবহার করর আঁচিল অপসারণ করছেন। যার ফলশ্রুতিতে ছবিতে দেখানো অবস্থা হচ্ছে। এই দাগ সরানো এখন আর সম্ভব হবেনা। তাই সাবধানতা অবলম্বন করুন।
বিঃদ্রঃ হোমিওপ্যাথিক চিকিৎসায় শুধুমাত্র মুখে খাওয়ার ঔষধ দিয়েই আঁচিল অপসারণ করা যায়।
ধন্যবাদ,
জনসচেতনতায়ঃ আহাদ হোমিও হল।
জামিয়া মার্কেট, স্টেশন রোড, হোটেল আল-মোবারকের নিচে, কিশোরগঞ্জ।
01716-224608