Lazz Pharma Limited, Kishoreganj Branch

Lazz Pharma Limited, Kishoreganj Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lazz Pharma Limited, Kishoreganj Branch, Pharmacy / Drugstore, Dorpon Plaza (Opposite of Sobhania Mosque and BNP Office), Station Road, Kishoreganj.

দেশে হুট করেই বেড়েছে ভয়ংকর রাসেলস ভাইপারের আক্রমণ। এই সাপের কা'ম'ড়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। রাসেলস ভাইপারসহ যেকোনো সাপ...
22/06/2024

দেশে হুট করেই বেড়েছে ভয়ংকর রাসেলস ভাইপারের আক্রমণ। এই সাপের কা'ম'ড়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। রাসেলস ভাইপারসহ যেকোনো সাপের কা'ম'ড়ে মৃ'ত্যু'র প্রাথমিক চিকিৎসা ও এর আক্রমণ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু পরামর্শ দিয়েছে।

Lazz Pharma Limited, Kishoreganj Branch শাখায় , সাপের কামড়ের ঔষধ পাওয়া যায়
21/06/2024

Lazz Pharma Limited, Kishoreganj Branch শাখায় , সাপের কামড়ের ঔষধ পাওয়া যায়

সাপে কামড়ের অতি-জরুরি ঔষধ এন্টি-ভেনম পাওয়া যায় লাজফার্মা কিশোরগঞ্জ শাখায়। জরুরি সময়ের জন্য লাজফার্মা কিশোরগঞ্জ শাখার গ্র...
06/10/2023

সাপে কামড়ের অতি-জরুরি ঔষধ এন্টি-ভেনম পাওয়া যায় লাজফার্মা কিশোরগঞ্জ শাখায়।

জরুরি সময়ের জন্য লাজফার্মা কিশোরগঞ্জ শাখার গ্রামীণ বাহাত্তর বাহাত্তর বায়ান্ন বায়ান্ন (০১৭ ৭২ ৭২ ৫২ ৫২) নাম্বারটি মনে রাখুন।

লাজফার্মার 01737025762 নাম্বারটি মোবাইলে সেইভ রাখুন।

একটি আনন্দের খবর। লাজফার্মা কিশোরগঞ্জ শাখা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। কর্মীরা প্রতিমাসে ২০০০ টাকা...
18/08/2023

একটি আনন্দের খবর।

লাজফার্মা কিশোরগঞ্জ শাখা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। কর্মীরা প্রতিমাসে ২০০০ টাকা করে ফান্ডে জমা দিলে লাজফার্মাও ওই ফান্ডে ২০০০ টাকা জমা দিবে। প্রত্যেক ১২ মাস শেষে কর্মীরা নিজের রাখা ২৪ হাজার টাকার সাথে লাজফার্মার রাখা ২৪ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ৪৮ হাজার টাকা একত্রে উত্তোলন করবে। বাংলাদেশে ফার্মেসী সেক্টরে এমন উদ্যোগ সম্ভবত এটাই প্রথম।

লাজফার্মার সম্মানিত গ্রাহকদের আরোও আন্তরিক ও মানসম্মত সেবা প্রদানে উৎসাহিত করতে কর্মীদের এই স্পেশাল বেনিফিট দেওয়া হচ্ছে। আশা করি এতে তারা খুশী হবে এবং গ্রাহক সেবার ব্যাপারে আরোও মনযোগী হবে। এই পদক্ষেপে কর্মীরা গ্রাহক বান্ধব হলে এবং লাজফার্মার সার্ভিসে গ্রাহকগণদের নিকট থেকে ৫স্টার রিভিউ আসলে কর্মীদের জন্য একে একে রেশন, প্রফিট শেয়ারিং, খরচসহ ১ সপ্তাহের বাৎসরিক ভ্রমণ ছুটি ইত্যাদি অনেক প্রণোদনা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

সম্মানিত গ্রাহক, নতুন এই সিদ্ধান্তটিকে ফলপ্রসূ করতে আপনার অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ প্রণোদনা দেয়ার পরেও যদি কোন কর্মীর গ্রাহকবান্ধব সার্ভিস উন্নত না হয় সেক্ষেত্রে আমরা তাকে অতিরিক্ত ট্রেনিং দিতে চেষ্টা করবো। তাতেও কাজ না হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

আপনাদের কাছে আবেদন, কোন কর্মীর সার্ভিস এবং আচরণ সন্তোষজনক না হলে অনুগ্রহ করে ০১৭ ৭২ ৭২ ৫২ ৫২ গ্রামীণ বাহাত্তর বাহাত্তর বাহান্ন বাহান্ন) নাম্বারে ম্যানেজার সাহেবের কাছে তার নাম জানিয়ে আমাদের বাধিত করবেন। আপনাকে দেওয়া সেলস ভাউচারে সংশ্লিষ্ট কর্মীর নাম লিখা থাকে (ছবিতে সবুজ বৃত্ত দেখুন) এবং ১লা সেপ্টেম্বর থেকে ড্রেসের নেমপ্লেটেও প্রত্যেকের নাম লিখা থাকবে।

ঔষধ কোন পণ্য নয়। ঔষধ একটি জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ উপাদান। গুরুত্বপূর্ণ এই উপাদানটি মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করে আপনাদের হাতে তুলে দিতে লাজফার্মা প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞাকে রক্ষা করতে আমরা আপনাদের দোয়া, সহযোগিতা এবং ফিডব্যাক কামনা করছি।

ধন্যবাদান্তে,
কতৃপক্ষ
লাজফার্মা কিশোরগঞ্জ শাখা

25/07/2023

সন্মানিত গ্রাহক,

আপনার ব্যবহৃত ঔষধের নামের গরমিল ও পাওয়ারের গরমিল থাকলে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবন করলে মারাত্নক বিপদ হতে পারে। তাই ঔষধ ক্রয়ের সময় ডাক্তারের প্রেসক্রিপশন ও বিক্রয় রশিদের সাথে ক্রয়কৃত ঔষধ মিলিয়ে নেওয়া অত্যন্ত জরুরী।

আমাদের ডেলিভারিম্যান ঔষধ প্রদানের সময় এই বিষয়ে আপনাকে সহায়তা দিতে বাধ্য। কখনো এর ব্যতিক্রম হলে এবং ডেলিভারীম্যানের সহায়তা না পেলে জরুরীভাবে ম্যানেজার সাহেবকে জানান। প্রয়োজনে ০১৭ ৭২ ৭২ ৫২ ৫২ নাম্বারে sms করুন।

লাজফার্মা থেকে বিক্রয় করা প্রতিটি ঔষধের কম্পিউটার মুদ্রিত রশিদ প্রদান করা হয়। এই রশিদে ঔষধের নাম, পাওয়ার, মূল্য ইত্যাদি লিখিত থাকে। রশিদ ছাড়া কোন ঔষধ ক্রয় থেকে বিরত থাকুন এবং ঔষধ ফেরত ও অন্যান্য বিষয়ে রশিদে লিখিত ঔষধ বিক্রির শর্তাবলি দেখে নিন।

ফার্মেসী ত্যাগের পর কোন অভিযোগ গ্রহণযোগ্য হয়না বিধায় দয়া করে ঔষধ গ্রহণ এবং মূল্য পরিশোধের সময় বিষয়গুলো দেখে নিতে আপনাদের বিনীত অনুরোধ করছি।

নিবেদক,
কর্তৃপক্ষ, লাজফার্মা লিমিটেড

লাজফার্মা এবং টপটেন গ্রুপের সৌজন্যে এবং সুখী কিশোরগঞ্জ -এর উদ্যোগে বিনা খরচে চোখের ছানি অপারেশন কার্যক্রমের নিয়মিত আয়োজন...
17/07/2023

লাজফার্মা এবং টপটেন গ্রুপের সৌজন্যে এবং সুখী কিশোরগঞ্জ -এর উদ্যোগে বিনা খরচে চোখের ছানি অপারেশন কার্যক্রমের নিয়মিত আয়োজনে গত শনিবার আরোও ১২ জন দরিদ্র পেশেন্টের অপারেশন হয়েছে। বিস্তারিত কমেন্টের লিংকে।

লাজফার্মার স্থান পরিবর্তন হয়েছে। আগের ফার্মেসী থেকে মাত্র ৩০ সেকেন্ড হাঁটা পথ দূরে, বিএনপি অফিসের বিপরীতে লাজফার্মার নতু...
09/07/2023

লাজফার্মার স্থান পরিবর্তন হয়েছে। আগের ফার্মেসী থেকে মাত্র ৩০ সেকেন্ড হাঁটা পথ দূরে, বিএনপি অফিসের বিপরীতে লাজফার্মার নতুন ও বড় ভবনের কাজ চলছে। কাজ শেষ হতে মাস দেড়েক লাগবে। অস্থায়ী এই সময়ে কাঠ ও টিনের দুটি স্থাপনা নির্মাণ করে লাজফার্মা তার সেবা অব্যাহত রেখেছে।

ঔষধের মান রক্ষার জন্য এয়ার কন্ডিশনড ঠান্ডা পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঔষধকে ঠান্ডা তাপমাত্রায় না রাখলে ঔষধ নিজেই অসুস্থ হয়ে পড়ে। এজন্য ঔষধ প্রশাসন মন্ত্রণালয় প্রতিটি ফার্মেসীতে এসি ব্যবহার করে ঔষধকে শীতল পরিবেশে রাখতে জোর তাগিদ দিচ্ছে।

এই নির্দেশনার আলোকে সেবা প্রদানের বর্তমান অস্থায়ী কার্যালয়েও লাজফার্মা পর্যাপ্ত এসি ব্যবহারে পাশাপাশি রোদের তাপ নিয়ন্ত্রণ করতে টিনের উপর বাঁশের পাটি ব্যবহার করছে।

মানসম্মত ঔষধ মানসম্মত শীতল পরিবেশে রাখা লাজফার্মার অন্যতম একটি অংগীকার। আপনার স্বাস্থ্যসেবার সহযোগী হিসাবে এই মান বজায় রাখতে লাজফার্মা সবসময় সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর। সুপ্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ী, আজ ১লা জুলাই রোজ শনিবার থেকে  লাজফার্মা কিশোরগঞ...
01/07/2023

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর।

সুপ্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ী, আজ ১লা জুলাই রোজ শনিবার থেকে লাজফার্মা কিশোরগঞ্জ শাখা আগের স্থান পরিবর্তন করে মাত্র ৩০ সেকেন্ড সামনে, বিএনপি অফিসের বিপরীতে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এর পাশাপাশি সম্মানিত গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে একই স্থানে ৪০০০ বর্গফুটের একটি বৃহদাকার ও আধুনিক স্থাপনা তৈরী হচ্ছে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নতুন ও আধুনিক এই ভবনে লাজফার্মা কিশোরগঞ্জ শাখার বর্ধিত কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশের সর্ববৃহৎ ফার্মেসী চেইন লাজফার্মা সামনের দিনগুলোতে সেবার মানকে আরোও উন্নত ও গ্রাহকমূখী করতে সচেষ্ট হবে। অতীতের মতো আগামী দিনগুলোতেও আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন হবে তার অনুপ্রেরণা।

ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
লাজফার্মা কিশোরগঞ্জ শাখা

লাজফার্মা কিশোরগঞ্জ শাখা সুবিশাল নতুন ঠিকানায় স্থানান্তর হচ্ছে। বর্তমান দোকান থেকে পূর্বদিকে, মাত্র ৩০ সেকেন্ড দূরত্বে হ...
24/06/2023

লাজফার্মা কিশোরগঞ্জ শাখা সুবিশাল নতুন ঠিকানায় স্থানান্তর হচ্ছে। বর্তমান দোকান থেকে পূর্বদিকে, মাত্র ৩০ সেকেন্ড দূরত্বে হোল্ডিং নাম্বার ১৩৯৩ ও ১৩৯৪ দর্পণ প্লাজায় এই নতুন ঠিকানা।

বর্তমান আয়তন থেকে ১০ গুণ বড় আয়তনের এই বৃহদাকার নতুন লাজফার্মা তৈরী হচ্ছে আরোও উন্নত সেবা এবং দারুণ দারুণ চমক নিয়ে। স্থানান্তরের জন্য ২৫শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ৬ দিন লাজফার্মা কিশোরগঞ্জ শাখা সাময়িকভাবে বন্ধ থাকবে এবং ১লা জুলাই থেকে পুনরায় চালু হবে।

নতুন ঠিকানায় আপনার শুভ পদার্পণ ও দোয়া আমাদের কৃতার্থ করবে।

ধন্যবাদান্তে-
কর্তৃপক্ষ
লাজফার্মা লিমিটেড
কিশোরগঞ্জ শাখা
ফোন- 01737025762

♥সারাবছর বিনা খরচে চোখের ছানি অপারেশন। লাজফার্মা কিশোরগঞ্জ শাখা এই উদ্যোগের একজন স্পন্সর হতে পেরে আনন্দিত।♥দরকারী পোস্ট।...
27/05/2023

♥সারাবছর বিনা খরচে চোখের ছানি অপারেশন। লাজফার্মা কিশোরগঞ্জ শাখা এই উদ্যোগের একজন স্পন্সর হতে পেরে আনন্দিত।♥

দরকারী পোস্ট। পড়ে দেখুন এবং যার প্রয়োজন তাকে জানান। সুখী কিশোরগঞ্জ গ্রুপ থেকে কপি পেস্ট করা।

"গত ২২শে মে সোমবার ঢাকার সোবহানবাগে ডা: দীন মোহাম্মদ আই হসপিটালে সুখী কিশোরগঞ্জ এবং দীন আই হসপিটালের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে সুখী কিশোরগঞ্জে'র 'বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচী'র দরিদ্র পেশেন্টদের দীন আই হসপিটাল স্পেশাল ডিসকাউন্টে চোখের ছানি অপারেশন করবে।

উল্লেখ্য, বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুখী কিশোরগঞ্জের আরেকটি নতুন সেবা উদ্যোগ। এর আওতায় প্রতিমাসে ১০ জন করে সারাবছর কিশোরগঞ্জবাসীর চোখের ফ্রি ছানি অপারেশন হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চক্ষু চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: দীন মোহাম্মদ নুরুল হক এবং বাজিতপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং সুখী কিশোরগঞ্জে'র সদস্য ও উপদেষ্টা জনাব প্রফেসর ডা: খালেকুল ইসলাম ববি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা: দীন মোহাম্মদ সাহেবের সন্তান জনাব ইঞ্জি. আসিফ মোহাম্মদ নূর (এমডি, দীন মোহাম্মদ গ্রুপ এবং দীন আই হসপিটাল) এবং জনাব মো: মাসুদ রানা (সমন্বয়ক, সুখী কিশোরগঞ্জ ফ্রি চোখের ছানি অপারেশন প্রোগ্রাম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দীন আই হসপিটালের পরিচালক জনাব মো: রফিকুল হক, কনসালট্যান্ট ডা: ফারজানা সুলতানা বন্যা এবং সুখী কিশোরগঞ্জের একাধিক সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লাজফার্মা কিশোরগঞ্জ শাখা এবং টপটেন গ্রুপ এই উদ্যোগের স্পন্সর হিসাবে সকল অপারেশনের খরচ বহন করবেন। স্পন্সর টপটেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হোসেনের পক্ষে টপটেন গ্রুপের ব্যবস্থাপক জনাব রাকিব হোসেন টিপু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার পরিচিত দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য কর্মসূচীটির সমন্বয়কারী জনাব মো: মাসুদ রানার 01712495224 নাম্বারে ফোন করুন। এই কর্মসূচীটি মানসম্মত সেবার মাধ্যমে ১ম বছরের পর পরের বছরগুলোতেও যেন এই সেবা কার্যক্রম বিস্তৃত করতে পারে সুখী কিশোরগঞ্জ আপনাদের কাছে সেই দোয়া চায়।"

ঢাকার গ্রীণরোডে কিশোরগঞ্জ মেহমানখানা'র নতুন মহিলা ইউনিটের ছবি এগুলো। নতুন এই মহিলা ইউনিটে মহিলারা আগের চেয়ে বেশী স্বাচ্ছ...
16/05/2023

ঢাকার গ্রীণরোডে কিশোরগঞ্জ মেহমানখানা'র নতুন মহিলা ইউনিটের ছবি এগুলো। নতুন এই মহিলা ইউনিটে মহিলারা আগের চেয়ে বেশী স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এতোদিন মহিলাদের সাথে স্বামী, সন্তান, ভাই বা পিতার থাকার যে বাধ্যবাধকতা ছিলো সেটিও এখন দূর হলো।

মেহমানখানায় প্রতিরাতে সর্বোচ্চ ৪০ জন মানুষ থাকতে পারবেন। কিশোরগঞ্জ জেলার ১৩ থানা, ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও থানা, নেত্রকোনার কেন্দুয়া, মদন ও খালিয়াজুড়ি থানা, নরসিংদীর মনোহরদী থানার সকল মানুষ বিনাখরচে কিশোরগঞ্জ মেহমানখানা'য় থাকতে পারেন।

মেহমানখানায় থাকার নিয়ম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি যাবতীয় বিষয় সুখী কিশোরগঞ্জ গ্রুপের সবার উপরের ৩টি পোস্টে পাবেন।

মেহমানখানা'র প্রথম কর্পোরেট স্পন্সর হিসাবে লাজফার্মা কিশোরগঞ্জ শাখার পক্ষ থেকে কিশোরগঞ্জ মেহমানখানা'র এই উত্তরণে আন্তরিক অভিনন্দন। মানবতার সেবায় কিশোরগঞ্জ মেহমানখানা এগিয়ে যাবে এই প্রার্থনা করি।

10/02/2023

শুভকামনা 'কিশোরগঞ্জ মেহমানখানা'। এই উদ্যোগের প্রথম কর্পোরেট স্পন্সর হিসাবে জড়িত থাকতে পেরে লাজফার্মা কিশোরগঞ্জ শাখা আনন্দিত। আগামীতেও মেহমানখানার সব কাজে জড়িত থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ। মানব সেবার একটি উদাহরণ হয়ে সুখী কিশোরগঞ্জ -এর 'কিশোরগঞ্জ মেহমানখানা' এগিয়ে যাক বহুদূর।

https://fb.watch/iAOhC3Na7Y/

Address

Dorpon Plaza (Opposite Of Sobhania Mosque And BNP Office), Station Road
Kishoreganj
2300

Telephone

+8801772725252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazz Pharma Limited, Kishoreganj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share