Kishoreganj Eye Hospital

Kishoreganj Eye Hospital Its mission is to provide high quality eye care to the rural poor for prevention and control of avoidable blindness in Bangladesh.

24/08/2025
শুষ্ক চোখ সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতা কার্যক্রম ও স্ক্রীনিং ক্যাম্পস্থান: কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদতারিখ: ৩০ জ...
30/07/2025

শুষ্ক চোখ সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতা কার্যক্রম ও স্ক্রীনিং ক্যাম্প
স্থান: কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ
তারিখ: ৩০ জুলাই ২০২৫
শুষ্ক চোখ সচেতনতা দিবস – জুলাই ২০২৫ উপলক্ষে আজ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ-এ একটি দিনব্যাপী সচেতনতা কর্মসূচি ও চক্ষু স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শুষ্ক চোখ বা Dry Eye রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রীনিং ও চিকিৎসা সুবিধা প্রদান করা। শুষ্ক চোখ বা ড্রাই আই এমন একটি অবস্থা, যেখানে চোখে পর্যাপ্ত পরিমাণে অশ্রু তৈরি হয় না, অথবা উৎপন্ন অশ্রু খুব দ্রুত শুকিয়ে যায়। এর ফলে চোখে জ্বালাপোড়া, অস্বস্তি, ঝাপসা দেখা, এমনকি চোখের ক্ষতি পর্যন্ত হতে পারে। কর্মসূচিতে শুষ্ক চোখের কারণ হিসেবে উল্লেখ করা হয় – দীর্ঘ সময় মোবাইল/কম্পিউটার/ট্যাব ব্যবহার, বয়সজনিত হরমোনের পরিবর্তন, অতিরিক্ত গরম ও সূর্যের তাপ, বাতাসে ধুলা বা ধোঁয়া, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার, কিছু রোগ যেমন ডায়াবেটিস বা আর্থ্রাইটিস, এবং নিয়মিত চোখ পরিষ্কার না রাখা ইত্যাদি।
লক্ষণ হিসেবে তুলে ধরা হয় – চোখে জ্বালা বা পুড়ে যাওয়ার অনুভূতি, চোখে কিছু পড়ে আছে মনে হওয়া, অতিরিক্ত পানি পড়া (Reflex tearing), চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টির ঝাপসা হওয়া, ও মোবাইল/কম্পিউটার ব্যবহারে অস্বস্তি। প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত বার্তাগুলোতে গুরুত্ব দেওয়া হয় – মোবাইল/কম্পিউটার ব্যবহারে সংযম, ঘরের আর্দ্রতা বজায় রাখা, ও ডাক্তারি পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করা।
কর্মসূচিতে মোট ১৫৩ জন অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে ৪৪ জন পুরুষ এবং ১০৯ জন নারী। স্ক্রীনিং ক্যাম্পে ৬০ জন রোগী চোখের প্রাথমিক পরীক্ষা গ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ১৮ জন পুরুষ, ৩৭ জন নারী, ৩ জন ছেলে শিশু এবং ২ জন মেয়ে শিশু। এদের মধ্যে ১৭ জনের শ্রিমার টেস্ট (Schirmer Test) করা হয়, যার মধ্যে ৪ জন পুরুষ এবং ১৩ জন নারী ছিলেন। পরীক্ষার মাধ্যমে মোট ১৬ জন রোগীর ড্রাই আই শনাক্ত হয়, যার মধ্যে ৪ জন পুরুষ ও ১২ জন নারী। পাশাপাশি ৬ জন নারীর চোখে ছানি (Cataract) এবং ১ জন নারীর অশ্রুনালী বন্ধ থাকার সমস্যা (DCR) শনাক্ত হয়। এই কর্মসূচি সফলভাবে তার উদ্দেশ্য পূরণ করেছে – সাধারণ মানুষের মধ্যে চোখের শুষ্কতা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক সেবা প্রদান। নারী অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয়।
যদি আপনার চোখে দীর্ঘমেয়াদি জ্বালা, শুষ্কতা, ঝাপসা দেখা বা অস্বস্তি থাকে, তবে দয়া করে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার চোখের যত্ন নিন — নিয়মিত পরীক্ষা করুন এবং পর্দার সামনে সময় সীমিত রাখুন। শিশুদের মোবাইল ও ট্যাব ব্যবহারে সতর্ক থাকুন।
📍 কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ
যোগাযোগ: ০১৩২৪৭৩৫১৪১

🕌 পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ত্যাগ ও মানবিকত...
06/06/2025

🕌 পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ ও মানবিকতার এই মহান উৎসবে, আমরা অঙ্গীকারবদ্ধ — যেন প্রতিটি মানুষ পায় সময়মতো চিকিৎসা ও দৃষ্টিসেবা।

📢 ঈদের ছুটির দিনেও আমাদের হাসপাতালের জরুরি (Emergency) সেবা সর্বদা চালু থাকবে।
আপনার চক্ষু সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনেই আমরা আছি আপনার পাশে — ২৪/৭।

🤲 ঈদ হোক নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিকতায় পূর্ণ।

#ত্যাগেরঈদ #চোখেরসেবা #ঈদশুভেচ্ছা

কলেজের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের চক্ষু রোগ বিষয়ক সচেতনতা কর্মশালা 👁️চোখের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াত...
22/05/2025

কলেজের শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের চক্ষু রোগ বিষয়ক সচেতনতা কর্মশালা 👁️
চোখের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে নারী উদ্যোগ কেন্দ্র (NUK) এবং কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে গত ১৯, ২০ ও ২১ তারিখ কিশোরগঞ্জ জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চক্ষু সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
🔹 ১৯ মে ২০২৫, সোমবার
হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, হোসেনপুর
👉 অংশগ্রহণকারী: ১০২ জন (নারী: ৯০, পুরুষ: ১২)

🔹 ২০ মে ২০২৫, মঙ্গলবার
মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ, নিকলী
👉 অংশগ্রহণকারী: ১০৫ জন (নারী: ৮৩, পুরুষ: ২২)

🔹 ২১ মে ২০২৫, বুধবার
নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ, করিমগঞ্জ
👉 অংশগ্রহণকারী: ১০০ জন (নারী: ৮১, পুরুষ: ১৯)

এই কর্মশালাগুলোতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের অপ্টোমেট্রিস্ট তানভীর মোর্শেদ এবং নারী উদ্যোগ কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজিয়া আফরিন।
কর্মশালায় চোখের সাধারণ সমস্যা, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ, যত্ন এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

👁️ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, নারী উদ্যোগ কেন্দ্র কর্তৃক পরিচালিত একটি আধুনিক ও সাশ্রয়ী চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে রয়েছে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক, অপারেশন থিয়েটার, শিশু চক্ষু বিভাগ (Pediatric), এবং অত্যাধুনিক অপটিক ও ফার্মেসি সেবা। প্রতিষ্ঠানটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি এবং প্রান্তিক জনগণের জন্য নিয়মিতভাবে চক্ষু সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সময়মতো চোখের সমস্যা শনাক্ত ও সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত হয়, যা ভবিষ্যতে দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

📌 নারী ও শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য নিশ্চিত করতে নারী উদ্যোগ কেন্দ্র ও কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


স্কুল শিক্ষার্থীদের চোখের যত্নে মাঠ পর্যায়ে বিশেষ চক্ষু সেবা কার্যক্রম 👁️গতকাল ১৩ই মে ২০২৫, মঙ্গলবার, কিশোরগঞ্জ চক্ষু হা...
14/05/2025

স্কুল শিক্ষার্থীদের চোখের যত্নে মাঠ পর্যায়ে বিশেষ চক্ষু সেবা কার্যক্রম 👁️

গতকাল ১৩ই মে ২০২৫, মঙ্গলবার, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত আলহাজ্ব শামসুদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়, মারিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জে এক বিশেষায়িত চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
উক্ত শিবিরে মোট ২৫৫ জন স্কুল ছাত্র-ছাত্রীর চক্ষু পরীক্ষা করা হয়, যার মধ্যে ১২৪ জন ছাত্র এবং ১৩১ জন ছাত্রী অংশগ্রহণ করে। এই শিবিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী চোখের পরামর্শ প্রদান করা হয় এবং তাদের প্রাথমিক চক্ষু সমস্যা নির্ণয়ের মাধ্যমে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সময়মতো চোখের সমস্যার নির্ভুল নির্ণয় ও সেবা পেয়ে উপকৃত হয়েছে। শিশু-কিশোরদের সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করতে নারী উদ্যোগ কেন্দ্র (NUK) ভবিষ্যতেও এধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
উল্লেখ্য থাকে যে, কিশোরগঞ্জ জেলায় একমাত্র নারী উদ্যোগ কেন্দ্র কর্তৃক পরিচালিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে শিশুদের জন্য বিশেষায়িত চক্ষু বিভাগ (Pediatric) চালু রয়েছে। হাসপাতাল সপ্তাহের সাত দিন (ছুটির দিনসহ) খোলা থাকে, যেখানে অন্যান্য রোগীর পাশাপাশি শিশুদের জন্যও চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এই বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত পূর্ণকালীন শিশু চক্ষু বিশেষজ্ঞগণ সেবা প্রদান করে থাকেন।

মাঠ পর্যায়ে ০-১৪ বছরের শিশুদের জন্য বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম গতকাল ১২ই মে ২০২৫ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল ক...
13/05/2025

মাঠ পর্যায়ে ০-১৪ বছরের শিশুদের জন্য বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম
গতকাল ১২ই মে ২০২৫ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত গুজাদিয়া আঃ হেকিম উচ্চ বিদ্যালয়, গুজাদিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জে একটি বিশেষায়িত চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হয়। উক্ত শিবিরে ১২৮ জন শিশুর চক্ষু পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৭২ জন কন্যা শিশু ও ৫৬ জন ছেলে শিশুদের চক্ষু পরীক্ষা করা হয়। এ সকল পরীক্ষার মধ্যে ছিল শিশুদের চোখের পাওয়ার পরীক্ষা, সাইক্লো পরীক্ষা, স্কুইন্ড রোগী চিহ্নিত করা ও শিশুদের মাঝে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা।
এই কার্যক্রমের মাধ্যমে শিশুরা সময়মতো চোখের সমস্যার নির্ভুল নির্ণয় ও সেবা পেয়ে উপকৃত হয়েছে। শিশুদের সুস্থ দৃষ্টিশক্তি নিশ্চিত করতে নারী উদ্যোগ কেন্দ্র (NUK) ভবিষ্যতেও এধরনের উদ্যোগে অব্যাহত রাখবে। উল্লেখ থাকে যে কিশোরগঞ্জ জেলায় একমাত্র, নারী উদ্যোগ কেন্দ্র কর্তৃক পরিচালিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে শিশুদের বিশেষায়িত চক্ষু বিভাগ (Pediatric) রয়েছে। হাসপাতাল সপ্তাহের সাত দিন (ছুটির দিন সহ) খোলা থাকে। যেখানে অন্যান্য চক্ষু রোগীদের পাশাপাশি শিশুদের ও চিকিৎসা দেওয়া হয়। শিশু বিভাগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পূর্ণকালীন শিশু চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগন দায়িত্ব পালন করছেন।

🎗️ স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বর ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা 🎗️📅 তারিখ: ০৭ মে ২০২৫, বুধবার📍 স্থান: হাজী জাফর আলী ক...
08/05/2025

🎗️ স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বর ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা 🎗️
📅 তারিখ: ০৭ মে ২০২৫, বুধবার
📍 স্থান: হাজী জাফর আলী কলেজ, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

নারী উদ্যোগ কেন্দ্রের উদ্যোগে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ও মানবিক সচেতনতামূলক কর্মশালা। হাজী জাফর আলী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১০২ জন ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

💬 কর্মশালায় নারী উদ্যোগ কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজিয়া আফরিন বিস্তারিত আলোচনা করেন— ✔️ ক্যান্সার কী
✔️ স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বর ক্যান্সারের লক্ষণ
✔️ প্রতিরোধের উপায়
✔️ স্ক্রিনিং পদ্ধতি
✔️ সচেতনতা ও আত্মরক্ষার গুরুত্ব

👩‍🏫 কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাঁরা শিক্ষার্থীদের পাশে থেকে এই উদ্যোগকে আরো অর্থবহ করে তুলেছেন।

🔎 গুরুত্বপূর্ণ তথ্য:
এই কর্মশালায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ক্ষেত্রে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

🌸 এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজের স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন হয়ে উঠছে — যা একটি সুস্থ সমাজ গঠনের জন্য অপরিহার্য।

👁️ চক্ষু রোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা📍 স্থান: হাজী জাফর আলী কলেজ, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ📅 তারিখ: ০৭ মে ২০২৫, বু...
08/05/2025

👁️ চক্ষু রোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
📍 স্থান: হাজী জাফর আলী কলেজ, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
📅 তারিখ: ০৭ মে ২০২৫, বুধবার

সাধারণ মানুষের মধ্যে চক্ষু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল ও নারী উদ্যোগ কেন্দ্র (নউক)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ চক্ষু রোগ সচেতনতামূলক কর্মশালা।

📣 কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন
🔹 কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ তানভীর মোর্শেদ
🔹 নারী উদ্যোগ কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজিয়া আফরিন

👨‍🏫 কর্মশালায় উপস্থিত ছিলেন
▪️ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান
▪️ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ
▪️ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীবৃন্দ

👥 অংশগ্রহণকারীদের সংখ্যা:
— পুরুষ: ০৫ জন
— নারী: ১০২ জন

এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা চক্ষু রোগ, তার লক্ষণ, প্রতিরোধ, এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ পায়।
স্বাস্থ্য সচেতন শিক্ষার্থী মানেই একটি সচেতন ভবিষ্যৎ প্রজন্ম।

🌍 বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ 🌿"সবার জন্য স্বাস্থ্যসেবা"—এই অঙ্গীকারে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দৃ...
07/04/2025

🌍 বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ 🌿
"সবার জন্য স্বাস্থ্যসেবা"—এই অঙ্গীকারে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায়।

আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে আসুন আমরা একসাথে বলি—
✅ সচেতন হই চোখের যত্নে
✅ গড়ি সুস্থ ও উজ্জ্বল আগামীর স্বপ্ন
✅ স্বাস্থ্য হোক সবার অধিকার

আপনার দৃষ্টি, আমাদের অঙ্গীকার।
সুস্থ চোখে দেখুন এক নতুন বিশ্ব। 👁️💚

#বিশ্বস্বাস্থ্যদিবস #চোখেরযত্ন #স্বাস্থ্যসেবা

🌙 ঈদ মোবারক! | Eid Mubarak! ✨কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের (KEH) পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা! 🌸💖ঈ...
30/03/2025

🌙 ঈদ মোবারক! | Eid Mubarak! ✨

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের (KEH) পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা! 🌸💖

ঈদ শান্তি, সংহতি ও মানবতার বার্তা নিয়ে আসে। এই আনন্দের মুহূর্তে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সবার জন্য উন্নত ও সাশ্রয়ী চক্ষু সেবা নিশ্চিত করতে। কিশোরগঞ্জ আই হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টিস্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে, যাতে কেউ অপ্রয়োজনীয় অন্ধত্বের শিকার না হয়।

আপনার চোখের যত্ন নিন, প্রিয়জনদের চক্ষু পরীক্ষার জন্য উৎসাহিত করুন—সুস্থ চোখ, সুন্দর জীবন! 👁✨

আপনার ঈদ হোক আনন্দ, সুস্বাস্থ্য ও আশার প্রতীক! 🌟

আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ চক্...
11/03/2025

আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম।

✅ র‍্যালি ও আলোচনা সভা:
হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

✅ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা:
নারী উদ্যোগ কেন্দ্র (নউক), শ্রীনগর, গাইটাল, কিশোরগঞ্জ-এ অসহায় ও দুঃস্থ নারীদের জন্য ফ্রি চক্ষু শিবিরের মাধ্যমে ১১০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।

✅ প্রান্তিক অঞ্চলে সেবা বিস্তার:
ইটনা প্রাথমিক চক্ষু কেন্দ্রের ব্যবস্থাপনায়, ইটনা উপজেলার প্রত্যন্ত হাওড় অঞ্চলের এলেংজুড়ি ইউনিয়ন পরিষদে দুঃস্থ নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

নারীর সুস্বাস্থ্য ও ক্ষমতায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 💙👩‍⚕️

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সময়সূচি✅সময় : প্রতিদিন সকাল ৮ : ৩০ থেকে সন্ধা ৬ : ০০ পর্যন্ত।✅সরকারি ছুটির দিনগুলোতে সকাল ৮:৩...
02/02/2025

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সময়সূচি

✅সময় : প্রতিদিন সকাল ৮ : ৩০ থেকে সন্ধা ৬ : ০০ পর্যন্ত।
✅সরকারি ছুটির দিনগুলোতে সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত।
✅কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল বছরের ৩৬৫ দিনই খোলা থাকে।

Address

Kishoreganj

Telephone

01715552520

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kishoreganj Eye Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category