30/07/2025
শুষ্ক চোখ সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতা কার্যক্রম ও স্ক্রীনিং ক্যাম্প
স্থান: কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ
তারিখ: ৩০ জুলাই ২০২৫
শুষ্ক চোখ সচেতনতা দিবস – জুলাই ২০২৫ উপলক্ষে আজ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ-এ একটি দিনব্যাপী সচেতনতা কর্মসূচি ও চক্ষু স্ক্রীনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শুষ্ক চোখ বা Dry Eye রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রীনিং ও চিকিৎসা সুবিধা প্রদান করা। শুষ্ক চোখ বা ড্রাই আই এমন একটি অবস্থা, যেখানে চোখে পর্যাপ্ত পরিমাণে অশ্রু তৈরি হয় না, অথবা উৎপন্ন অশ্রু খুব দ্রুত শুকিয়ে যায়। এর ফলে চোখে জ্বালাপোড়া, অস্বস্তি, ঝাপসা দেখা, এমনকি চোখের ক্ষতি পর্যন্ত হতে পারে। কর্মসূচিতে শুষ্ক চোখের কারণ হিসেবে উল্লেখ করা হয় – দীর্ঘ সময় মোবাইল/কম্পিউটার/ট্যাব ব্যবহার, বয়সজনিত হরমোনের পরিবর্তন, অতিরিক্ত গরম ও সূর্যের তাপ, বাতাসে ধুলা বা ধোঁয়া, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার, কিছু রোগ যেমন ডায়াবেটিস বা আর্থ্রাইটিস, এবং নিয়মিত চোখ পরিষ্কার না রাখা ইত্যাদি।
লক্ষণ হিসেবে তুলে ধরা হয় – চোখে জ্বালা বা পুড়ে যাওয়ার অনুভূতি, চোখে কিছু পড়ে আছে মনে হওয়া, অতিরিক্ত পানি পড়া (Reflex tearing), চোখ লাল হয়ে যাওয়া, দৃষ্টির ঝাপসা হওয়া, ও মোবাইল/কম্পিউটার ব্যবহারে অস্বস্তি। প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত বার্তাগুলোতে গুরুত্ব দেওয়া হয় – মোবাইল/কম্পিউটার ব্যবহারে সংযম, ঘরের আর্দ্রতা বজায় রাখা, ও ডাক্তারি পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করা।
কর্মসূচিতে মোট ১৫৩ জন অংশগ্রহণকারী ছিলেন, যার মধ্যে ৪৪ জন পুরুষ এবং ১০৯ জন নারী। স্ক্রীনিং ক্যাম্পে ৬০ জন রোগী চোখের প্রাথমিক পরীক্ষা গ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ১৮ জন পুরুষ, ৩৭ জন নারী, ৩ জন ছেলে শিশু এবং ২ জন মেয়ে শিশু। এদের মধ্যে ১৭ জনের শ্রিমার টেস্ট (Schirmer Test) করা হয়, যার মধ্যে ৪ জন পুরুষ এবং ১৩ জন নারী ছিলেন। পরীক্ষার মাধ্যমে মোট ১৬ জন রোগীর ড্রাই আই শনাক্ত হয়, যার মধ্যে ৪ জন পুরুষ ও ১২ জন নারী। পাশাপাশি ৬ জন নারীর চোখে ছানি (Cataract) এবং ১ জন নারীর অশ্রুনালী বন্ধ থাকার সমস্যা (DCR) শনাক্ত হয়। এই কর্মসূচি সফলভাবে তার উদ্দেশ্য পূরণ করেছে – সাধারণ মানুষের মধ্যে চোখের শুষ্কতা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক সেবা প্রদান। নারী অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয়।
যদি আপনার চোখে দীর্ঘমেয়াদি জ্বালা, শুষ্কতা, ঝাপসা দেখা বা অস্বস্তি থাকে, তবে দয়া করে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার চোখের যত্ন নিন — নিয়মিত পরীক্ষা করুন এবং পর্দার সামনে সময় সীমিত রাখুন। শিশুদের মোবাইল ও ট্যাব ব্যবহারে সতর্ক থাকুন।
📍 কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ
যোগাযোগ: ০১৩২৪৭৩৫১৪১