দাওয়া খানা শরিফুল ইসলাম পলিপাস পাইসল সেন্টার

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • দাওয়া খানা শরিফুল ইসলাম পলিপাস পাইসল সেন্টার

দাওয়া খানা  শরিফুল ইসলাম পলিপাস পাইসল সেন্টার দাওয়া খানা শরিফুল ইসলাম পলিপাস পাইসল সেন্টার

আসসালামু আলাইকুম দাওয়া খানা শরিফুল ইসলাম পলিপাস পাইলস্ ও সেন্টার নক করার জন্য আপনাকে স্বাগতম আমাদের ঠিকানা কিশোরগঞ্জ সদর কশা কড়িয়াইল আমতলী বাজার কড়িয়াইল কিশোরগঞ্জ পলিপাস পাইলস্ মেডিসিন পাইকারী ও খুচরাই নিতে পারবেন প্রয়োজনে কল করুন (01314319736)TM

06/07/2025

📿 **🌅 ভোরের প্রশান্ত বাতাস – শরীর ও মনের আরাম** 🌿

🕌 প্রিয় ভাই ও বোনেরা, ভোরের সময় অর্থাৎ **ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত** সময়টা শুধু নামাজের জন্য নয়, বরং **মনের প্রশান্তি ও শরীরের সুস্থতার** জন্য এক অনন্য সময়।

🌬️ **ভোরের ঠান্ডা ও সতেজ বাতাস** যখন আপনার চেহারায় লাগে, তখন আপনি শুধু একটা স্বস্তিই অনুভব করেন না, বরং এই সময়ের বাতাস **আল্লাহ্‌র বরকতময় বাতাস** — এতে রয়েছে শারীরিক ও আত্মিক উপকারিতা।

# # # 📖 সহিহ হাদিস থেকে জানা যায়:

🕋 **রাসূলুল্লাহ (সা.) বলেছেন:**


**"হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকালে বরকত দান কর।"**

📚 (সূত্র: **সুনান ইবনে মাজাহ**, হাদিস নং: **2236** | সহিহ হাদিস, শাইখ আলবানী কর্তৃক সহিহ বলে স্বীকৃত)


🟢 এ হাদিসে নবী (সা.) সরাসরি ভোরবেলা কাজ করার, চলাফেরা করার, রিজিক তলব করার জন্য **দোয়া করেছেন বরকতের**। অর্থাৎ, যারা সকালে উঠেন, ফজরের নামাজ আদায় করেন এবং তারপর প্রকৃতির মাঝে নিজেকে কিছুটা সময় দেন — তাদের জন্য রয়েছে **আল্লাহর বিশেষ বরকত**।

# # # 🌿 বিজ্ঞানসম্মত কিছু উপকারিতা:

✅ ভোরের বাতাসে অক্সিজেন বেশি থাকে – এটি **মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়** ✅ ঠান্ডা বাতাসে ত্বক সতেজ থাকে – **প্রাকৃতিক গ্লো আস্তে থাকে স্কিনে** ✅ মন শান্ত থাকে – **ডিপ্রেশন ও উদ্বেগ কমে যায়** ✅ সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে দেখতে **আত্মা আল্লাহমুখী হয়ে ওঠে**

📌 **তাই আজ থেকে চেষ্টা করুন ভোরে ওঠার**, ফজরের নামাজ পড়ে একটু হাঁটুন, প্রকৃতির বাতাসে নিজেকে দিন কিছু সময়। আপনি নিজেই অনুভব করবেন এক নতুন প্রশান্তি ও সুস্থতা।

🕊️ **ভোরের হাওয়া শুধু বাতাস না — এটা এক ধরণের আত্মিক আরোগ্য।**

🟩 **আপনারা কেমন অনুভব করেন ভোরবেলা হাঁটলে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!** 📢 **ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।**

আপনি চাইলে এই স্ক্রিপ্টের

29/06/2025

একজন রোগী মালয়েশিয়া থেকে তার সমস্যার ভিডিও করি পাঠানো হয়েছে আমরা তার কাজিনের কাছে ওষুধ দিয়ে দিচ্ছি মালয়েশিয়া পাছানোর জন্য

🌙✨ তৃতীয় ঈদের শুভেচ্ছা ✨🌙আল্লাহর রহমতে আবার এসেছে খুশির আরেকটি দিন—তৃতীয় ঈদ।এই পবিত্র দিনে দোয়া করি,আপনার জীবন ভরে উঠুক...
09/06/2025

🌙✨ তৃতীয় ঈদের শুভেচ্ছা ✨🌙
আল্লাহর রহমতে আবার এসেছে খুশির আরেকটি দিন—তৃতীয় ঈদ।
এই পবিত্র দিনে দোয়া করি,
আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সফলতায়।
ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবতার আলো ছড়িয়ে পড়ুক
ঘরে ঘরে, অন্তরে অন্তরে।

❤️ ঈদ মোবারক ❤️
আপনার ও আপনার পরিবারের জন্য থাকুক
সুস্থতা, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দের বার্তা।

04/06/2025
শুভ সন্ধ্যা বন্ধুরা
25/05/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা

21/05/2025
21/05/2025

#পলিপাস #রোগীদের #জন্য #সুখবর #সুখবর #সুখবর তাই দেরি না করে আজেই চলে আসুন কড়িয়াইল আমতলী বাজার কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ

Follower  #চিকিৎসক  #ভাই  #বোনদের  #জন্য  #দারুন  #সুখবর আমাদের কাছ থেকে পলিপাস পাইলস্ ও টনসিল মেডিসিনিলে ফ্রিতে পেয়ে য...
21/05/2025

Follower #চিকিৎসক #ভাই #বোনদের #জন্য #দারুন #সুখবর আমাদের কাছ থেকে পলিপাস পাইলস্ ও টনসিল মেডিসিনিলে ফ্রিতে পেয়ে যাবেন প্রশিক্ষণ তাই দেরি না করে এখনই নকদিন

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়া খানা শরিফুল ইসলাম পলিপাস পাইসল সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share