26/06/2024
সতর্কতা মূলক পোস্ট🚫
বিভিন্ন নামে ফেইক আইডি থেকে পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল,কিশোরগঞ্জ এর নামে মিথ্যা ও ভূয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে!
আমরা ইতিমধ্যেই অবগত হয়ে কতৃপক্ষের সাথে আলোচনা করে এবং উক্ত ভুয়া বিজ্ঞপ্তি ও আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি!
সমগ্র দেশবাসীকে অনুরোধ করছি Popular Multicare Hospital, Kishoreganj. এর পেইজ ব্যতীত অন্যকোন ভূইফুর বা ফেইক আইডি থেকে কোন চাকুরির বিজ্ঞপ্তি দেওয়া হলে সরেজমিনে হাসপাতাল কতৃপক্ষের সাথে আলোচনা করে বায়োডাটা প্রদান করিবেন!
উল্লেখ্য যে, পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল কখনো আবেদন ফিঃ অথবা জামানত গ্রহণের বিনিময়ে চাকুরী নিশ্চিত করে না।
চলুন নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করতে সহায়তা করি।
জ্ঞাতার্থেঃ -
হাসপাতাল কর্তৃপক্ষ