09/08/2025
গাজায় মানবিক বিপর্যয় —
গাজা আজ এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মধ্যে ডুবে আছে। নিরপরাধ প্রায় ২ লাখ মানুষ হত্যা করা হয়েছে, এবং ২০ লাখ মানুষ আজ তীব্র খাদ্য সংকটে মৃত্যুর দ্বারপ্রান্তে। শিশুদের মৃত্যু যেন প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে—ক্ষুধা, অপুষ্টি ও চিকিৎসার অভাবে অগণিত ছোট্ট প্রাণ ঝরে যাচ্ছে।
সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য—অসংখ্য মা-বাবা চোখের সামনে তাদের সন্তানের করুণ মৃত্যু দেখছে, অথচ কিছুই করতে পারছে না। গাজার রাস্তায় কান্না, শোকে আচ্ছন্ন মানুষের আর্তনাদ—সবই মানবতার অন্ত্যেষ্টিক্রিয়ার সাক্ষী হয়ে আছে।
যারা সারা বিশ্বে মানবতার বুলি শোনায়, ন্যায় ও মানবাধিকারের বড় বড় বক্তৃতা দেয়, পশ্চিমারা আজ কোথায়? কেন তাদের বিবেক আজ নীরব? কেন শিশু হত্যার বিরুদ্ধে তারা একসাথে দাঁড়াচ্ছে না?
এই নীরবতা কি তাদের সম্মতির চিহ্ন নয়?
গাজার এই হত্যাযজ্ঞ ও অবরোধ থামানো আজ শুধু গাজার জন্য নয়—এটি সমগ্র মানবজাতির বিবেক রক্ষার জন্য অপরিহার্য। যদি এখন বিশ্ব নীরব থাকে, তবে ইতিহাস এই নীরবতাকেই সবচেয়ে বড় অপরাধ হিসেবে লিখে রাখবে।