Kishoreganj Blood Donors

Kishoreganj Blood Donors আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা ও যোগাযোগ এর নাম্বার ইনবক্স করে যুক্ত হোন কিশোরগঞ্জ এর গর্বিত ব্লাড ডোনার হিসেবে।

01/09/2025

আপডেট: রক্ত ম্যানেজ হয়েছে। অপারেশন ও সম্পন্ন হয়েছে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। সকলেই দোয়া করবেন।

একজন রুগির জরুরি সিজার করতে হবে। মা ও শিশুর জীবন সংকটাপন্ন।

জরুরি (AB+) এবি পজেটিভ রক্ত প্রয়োজন।

স্থান: হেলথ এইড হসপিটাল, কিশোরগঞ্জ।

সময়: যত দ্রুত সম্বভ।

যোগাযোগ ফুয়াদ: 01554212822

*** জরুরী ** *** জরুরী ** *** জরুরী ***** জরুরী **দ্রুত সময়ের মধ্যে  B (-)  Negative  রক্তের প্রয়োজন । ( ৩ ব্যাগ) কিশোরগ...
02/01/2025

*** জরুরী ** *** জরুরী ** *** জরুরী ***** জরুরী **

দ্রুত সময়ের মধ্যে B (-) Negative রক্তের প্রয়োজন । ( ৩ ব্যাগ)

কিশোরগঞ্জ সদর হসপিটাল
যোগাযোগ -01604831282

এক ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ পরিমান রক্ত কাউকে দান করলে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। ব...
30/12/2024

এক ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ পরিমান রক্ত কাউকে দান করলে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বরং প্রতিবার রক্তদানের পর রক্তদাতার অস্থিমজ্জা (বোন ম্যারো) নতুন রক্ত কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। ফলে রক্তদানের ২-৩ সপ্তাহের মধ্যে সে ঘাটতি পূরণের পাশাপাশি শরীর থাকে চাঙ্গা।

তাই রক্তদানে ভয় করবেন না। নিজে রক্ত দিন, অন্যকেউ উৎসাহিত করুন। আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা জানিয়ে মেসেজ করুন আমাদের পেজ এ আর যুক্ত হোন মানবতার সেবায়।

22/12/2024

রক্ত দিন, জীবন বাঁচান। আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা ও যোগাযোগ এর নাম্বার ইনবক্স করে যুক্ত হোন কিশোরগঞ্জ এর গর্বিত ব্লাড ডোনার হিসেবে।

Send a message to learn more

18/12/2024

আমাদের পেইজ এ প্রায় ৬ হাজার ফলোয়ার, কিন্তু আক্ষেপের বিষয় হলো খুব কমন গ্রুপের রক্ত ও পাওয়া যায়না সহজে। আমরা যারা সেচ্ছায় রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে আগ্রহী তারা কি পারিনা নিজের নাম, রক্তের গ্রুপ, ঠিকানা বা যোগাযোগের নাম্বার দিয়ে একটা তালিকা তৈরি করতে?

এই পোষ্ট এ রক্ত দাতার নাম, রক্তের গ্রুপ, ঠিকানা বা যোগাযোগের নাম্বার দিয়ে একটা তালিকা তৈরি করতে সকলের সহায়তা কামনা করছি।

সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে অনুরোধ করা হলো। নিজে রক্ত দিন, অন্যকেউ রক্ত দিয়ে অনুপ্রানীত করুন।

নোট: যারা নাম্বার পাবলিক পোষ্ট এ দিতে না চান, তারা ইনবক্স করতে পারেন।

18/12/2024

একজন বৃদ্ধ রুগীর জন্যে জরুরী রক্ত প্রয়োজন। রক্তের গ্রুপ "ও পজেটিভ" "(O+)" মিডটাউন হাসপাতালে দিতে হবে। যোগাযোগ, রুগির ছেলে দিদারঃ ০১৭১৭৪৮৩৪৬৪

23/11/2024

আপডেট: রক্ত ম্যানেজ হয়েছে। রক্ত দাতাকে অনেক অনেক ধন্যবাদ।

একজন টিউমার অপারেশন এর রুগির জন্যে জরুরী "ও পজেটিভ" (O+) রক্তের প্রয়োজন। রক্ত পাওয়া যাচ্ছেনা, এই গ্রুপ ধারি কেউ রক্ত দান করে অসুস্থ মহিলার জীবন বাচান। রুগি মেডিল্যাব এ আছে, রোগির ছেলের নাম্বার 01632593468

04/12/2023

রক্ত স্বল্পতায় ভীষণ রকম অসুস্থ একজন শতবর্ষী পিতার জন্যে জরুরী ভিত্তিতে "ও পজেটিভ" রক্তের প্রয়োজন। রুগী কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসতাপালে ভর্তি আছেন।

যোগাযোগঃ ০১৭১১৪৭৪৮৫৮ অথবা ০১৯১১৮৮৪৭৩১

14/09/2022

রক্ত শুন্যতায় ভিষন রকম অসুস্থ একজন বৃদ্ধ রুগীর জন্যে ও পজেটিভ (O Positive) রক্ত প্রয়োজন। স্থান কিশোরগঞ্জ সদর হাসপাতাল। যোগাযোগঃ 01701412412

রক্ত দিন জীবন বাচান।
15/10/2021

রক্ত দিন জীবন বাচান।

10/08/2021

একজন মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন...

#রক্তের গ্রুপ: AB+

(ডেলিভারি পেশেন্ট)

স্থান: হোসেন ক্লিনিক, কিশোরগঞ্জ

যোগাযোগঃ 01781926716

04/08/2021

এক বোনের জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্তের প্রয়োজন।
হিমোগ্লোবিন অনেক কমে গেছে।

যোগাযোগ নাজিম (স্বামী)
01716864772

Address

Gaital
Kishoreganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Blood Donors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category