03/01/2023
স্বামী-স্ত্রী গেছে ডাক্তারের কাছে।
#স্বামী বললঃ ডাক্তার সাহেব,আমার স্ত্রী ছয় মাস হল আমার সাথেs*x করতে চায় না। :(
#ডাক্তার বললেনঃ কেন? আপনি একটু
বাইরে যান, আমি একান্তে আপনার স্ত্রীর সাথে কিছু কথা বলতে চাই। :)
স্বামী চেম্বার থেকে বেরিয়ে যাবার পর
#ডাক্তার জিজ্ঞেস করলেনঃ এবার বলুন মিসেস, s*xএর প্রতি আপনার অনীহার কারণ কেন? :)
স্ত্রীঃ s*x এর প্রতি আমার অনীহা নেই
ডাক্তার সাহেব। আপনাকে আসল কারণটা বলি। সকালে যখন আমি সিএনজি করে অফিসে যাই, তখন আমার ভাড়া থাকে না। সিএনজি-অলা জিজ্ঞেস করে, আপনি কি আজকে ভাড়া দিবেন, না অন্যকিছু
হবে...? আমি অন্যকিছুটাই বেছে নিই। :D
অফিসে বস বলে , মিসেস রহমান,আপনাকে এ অফিসের কোনো প্রয়োজন নেই। আপনাকে কি ছাঁটাই করে দেব নাকি অন্যকিছু...?
সুতরাং চাকরি বাঁচাতে আমাকে
অন্যকিছুই বেছে নিতে হয়। :D
এরপর যখন আবার বাসায় ফিরি, সিএনজির ভাড়া থাকে না।
সিএনজি- অলা জিজ্ঞেস করে, আপা ভাড়া দিবেন, নাকি অন্যকিছু...
আমাকে আবারও অন্যকিছু করেই ভাড়া
মেটাতে হয়। :D
তাই আমি আসলে প্রতিদিন এত ক্লান্ত থাকি
যে স্বামীর সাথে আর s*x করতে চাই না। :(
কাহিনী শুনে মুচকি ডাক্তার হাসলেন,
তারপর চোখ টিপে বললেনঃ আমার ফি টা দিবেন?
নাকি অন্যকিছু ...??