ERCP,Endoscopy and Laparoscopy

ERCP,Endoscopy and Laparoscopy Hi,Wellcome to our ERCP,Endoscopy and Laparoscopy page.

07/07/2025

চার বছরের বাচ্চা টিবি রিমোটের ব্যাটারি খেয়ে ফেললে তা এন্ডোসকপি মেশিনের সাহায্যে বের করছেন
ডাঃ মোঃ আরিফুল ইসলাম
এফ সি পি এস সার্জারী
কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কুষ্টিয়া।
তথ্য ও যোগাযোগ নাম্বার -০৯৬৬৬৭৮৭৮১৭ ,০১৭৫৮৬০০৩৩৩

07/07/2025

ছয় বছরের বাচ্চা ট্যাবের ব্যাটারি খেয়ে ফেললে তা এন্ডোসকপি মেশিনের সাহায্যে বের করছেন
ডাঃ মোঃ আরিফুল ইসলাম
এফ সি পি এস সার্জারী
কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কুষ্টিয়া।
তথ্য ও যোগাযোগ নাম্বার -০৯৬৬৬৭৮৭৮১৭ ,০১৭৫৮৬০০৩৩৩

02/06/2025

একটি ব্যতিক্রম সার্জারীর মাইলফলক : Situs Inversus রোগীর ল্যাপারোস্কোপিক পিত্তথলির অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সাইটাস ইনভার্সাস টোটালিস হল একটি বিরল অস্বাভাবিকতা যার শরীরের বিপরীত স্থানে অঙ্গ স্থানন্তর দ্বারা চিহ্নিত করা হয়। এই রোগীদের ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি টেকনিক্যালি আরো বেশি কঠিন।

সাইটাস ইনভার্সাস রোগীর প্রথম ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ১৯৯১ সালে করা হয়েছিল। এই পদ্ধতিতে প্রযুক্তিগতভাবে আরো বেশি জটিল, যার জন্য সার্জনদের তাদের ভিজুয়াল মটর দক্ষতা খাপ খেয়ে নিতে এবং সম্ভাব্য ভাবে অস্ত্র পাচারের কৌশল পরিবর্তন করতে হয়। এটি প্রায় 5000 থেকে 20000 জীবিত জন্মের মধ্যে ১ জনকে প্রভাবিত করে।

আমরা একটি 40 বছর বয়সী মেয়ের প্রতিবেদন করছি যা বাম হাইপোকন্ড্রিয়াম এবং এপিগ্যাস্ট্রিক ব্যথায় দুই মাস ধরে ভুগছিল। রোগীর আগে কখনো সাইটার্স ইনভার্সাস টোটালিস ধরা পড়েনি।

এই কন্ডিশনে শরীরের ভেতরের অঙ্গগুলি বিপরীত দিকে অবস্থান করে

— যেমন লিভার ও পিত্তথলি বাম পাশে, এবং হার্ট ডান পাশে থাকে। ফলে সার্জিকাল অ্যানাটমি একদম "মিরর ইমেজ", যা সাধারণ ল্যাপারোস্কোপিক পিত্তথলির অপারেশনকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে। সারাবিশ্বে এমন অপারেশনের পরিমাণ খুবই কম। মেডিকেল জার্নালগুলোর মতে ১৫০-২০০ টি এই ধরনের অপারেশনের খবর জানা যায়।

✅ Challenges faced:
বিপরীত দিকের অঙ্গসংস্থান বুঝে ট্রকার পজিশন ঠিক করা
হ্যান্ড-আই কোঅর্ডিনেশনে অতিরিক্ত মানসিক প্রস্তুতি
সার্জন ও পুরো টিমের কাছে ছিল সম্পূর্ণ বিপরীত ধরণের ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং।

প্রতিটি ধাপে ছিল বাড়তি সতর্কতা ও প্ল্যানিং।
🎯 আলহামদুলিল্লাহ, নিখুঁত টিমওয়ার্ক ও সাবলীল কৌশলের মাধ্যমে অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং রোগীও সুস্থভাবে রিকভার করছেন।

এটা আমাদের সার্জিকাল অভিজ্ঞতার একটি স্মরণীয় অধ্যায়, যেখানে রুটিন কাজের মাঝেও অপ্রত্যাশিত চ্যালেঞ্জ জয় করার তৃপ্তি ছিল অসাধারণ।

14/04/2025
09/02/2025

সোহাগ নামে একজন ব্যক্তির মাংসের বড় টুকরা গলায় আটকে গেলে তা এন্ডোসকপি মেশিনের সাহায্যে বের করছেন-
ডাক্তার মোঃ আরিফুল ইসলাম
এফসিপিএস( সার্জারি)
কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ,কুষ্টিয়া ।
তথ্য ও যোগাযোগ নাম্বার ০১৭৫৮ ৬০০৩৩৩

Address

Kushtia,porimol Tower
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when ERCP,Endoscopy and Laparoscopy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ERCP,Endoscopy and Laparoscopy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram