17/06/2025
★হিজামা কেন করাবো?★
নিয়ম মত ডাক্তারের দেয়া চেক আপ, টেস্ট, ওষুধ - এত কিছুর পরেও কিছু কিছু রোগ আমাদের এতই কষ্ট দেয় যে মাঝে মাঝে মনে হয় - এসবের বাইরে কী এমন কিছু নেই যাতে আমরা আরেকটু ভাল থাকব! কষ্টগুলো আরেকটু কমবে!
যারা একটানা যেকোন ব্যথাজনিত সমস্যায় ভুগছি - হোক তা মাথাব্যথা বা কোমর ব্যথা বা গিরাব্যথাজনিত রোগ, যেখানে পেইন কিলার ছাড়া যেন চলেই না! ওষুধ খাই ঠিকই কিন্তু মন থেকে যে চিন্তাটা তাড়াতে পারিনা, হয়তো ডাক্তার কে মুখ ফুটে বলেই ফেলি - "আমার লিভার বা কিডনীর কিছু হবেনা তো?"
আবার যারা এরই মধ্যে লিভার বা কিডনী রোগে ভুগছি তারা চাইলেই অন্য যেকোন রোগের চিকিৎসা নিতে পারিনা। পারিনা, কারন - সব ওষুধ এসব ক্ষেত্রে দেয়া যায়না! পাশাপাশি নরমাল ওষুধ এর ক্ষেত্রেও ডোজ adjustment বড় এক ইস্যু হয়ে দাঁড়ায়!
আবার ধরা যাক, ডায়েবেটিস, প্রেশার, সোরিয়াস বা অ্যাজমা - এর মত দীঘমেয়াদী রোগ গুলোর কথা! এসব রোগের বয়স যত বাড়ে তার সাথে পাল্লা দিয়ে বাড়ে রোগীর হতাশা! এখানে রোগনিয়ন্ত্রণই যেন এক ক্লান্তিকর যুদ্ধের নাম!
এই ধরনের চিন্তা/দুশ্চিন্তার রেশ ধরেই আমাদের জীবনে বিভিন্ন ধরনের Complimentary বা Alternative Medicine তার জায়গা করে নিয়েছে। বিজ্ঞানের সাথে বিরোধ নেই, সেই সাথে যে উপায়গুলো ব্যবসায়িক মিথ্যা বুলি দিয়ে ভরানো নয় - আমরা খুব কম মানুষই আছি যারা চরম অসহায়ত্ব বা অসুস্থতায় এমন কিছুর খোঁজ করিনি! কাপিং বা হিজামা আমাদের ঠিক এরকম একটি চাহিদার জন্যে হতে পারে একটি নির্ভরযোগ্য সমাধান।
©
@হিজামা (কাপিং থেরাপি) এর জন্য
যোগাযোগ করুন
Physiotherapy And Rehabilitation Center Kushtia
Md Nazmul Haque
in Physiotherapy DU(In Course)
in Physiotherapy(Jhenidah IHT)
(RMCH)
course on Cupping or Hijama Therapy.....
01742-210871