Dr. Md. Maniruzzaman- Manik, General and Laparoscopic Surgeon

Dr. Md. Maniruzzaman- Manik, General and Laparoscopic Surgeon Dr. Md. Maniruzzaman (Manik)
MBBS, BCS ( Health), FCPS (Surgery)
General and Laparoscopic Surgeon

28/05/2025

বিশেষ ঘোষণা

আসসালামু আলাইকুম, অনিবার্য কারণবশত ডা: মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বার আজ বুধবার (২৮-০৫-২৫) তারিখ থেকে আগামী বৃহস্পতিবার (১৯-০৬-২৫) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী শুক্রবার (২০-০৬-২৫) তারিখ থেকে যথা নিয়মে চেম্বার চলবে।

বিঃদ্রঃ চেম্বারে আসার পূর্বে অবশ্যই যোগাযোগ করে আসবেন।

যোগাযোগ- ০১৯২৪-৫১০০৯৭

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙

30/03/2025

আসসালামু আলাইকুম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডাঃ মোঃ মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বার রবিবার (৩০/০৩/২৫) থেকে আগামী বৃহস্পতিবার (০৩/০৪/২৫) তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী শুক্রবার (০৪/০৪/২৫) তারিখ হইতে পূর্ব নিয়মে রোগী দেখা হবে।

(শনি থেকে বৃহস্পতি বিকাল ০৪:০০ থেকে সন্ধ্যা ০৭:৩০ পর্যন্ত ও শুক্রবার সকাল ১১:০০ থেকে দুপুর ০২:৩০ পর্যন্ত)

যোগাযোগ- ০১৯২৪-৫১০০৯৭

01/03/2025
26/02/2025

আসসালামু আলাইকুম

০১ঃ অনিবার্য কারণবশত ডাঃ মোঃ মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বার আগামী বৃহস্পতিবার (২৭-০২-২৫) ও শুক্রবার (২৮-০২-২৫) তারিখ চেম্বার বন্ধ থাকবে। শনিবার (০১-০৩-২৫) তারিখ যোগাযোগ সাপেক্ষে এবং রবিবার (০২-০৩-২৫) তারিখ থেকে রোগী দেখা হবে।

০২ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ডাঃ মোঃ মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বারের নতুন সময়সূচী শনি থেকে বৃহস্পতি দুপুর ০৩:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত ও শুক্রবার সকাল ১১:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত।

যোগাযোগ- ০১৯২৪-৫১০০৯৭

14/12/2024

আসসালামু আলাইকুম
অনিবার্য কারণবশত ডাঃ মোঃ মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বার আজ শনিবার (১৪/১২/২৪) ও আগামী রবিবার (১৫/১২/২৪) তারিখ চেম্বার বন্ধ থাকবে এবং আগামী সোমবার (১৬/১২/২৪) তারিখ থেকে যথা নিয়মে রোগী দেখা হবে।
যোগাযোগ- ০১৯২৪-৫১০০৯৭

Eid Mubarak🌙
16/06/2024

Eid Mubarak🌙

14/06/2024

আসসালামু আলাইকুম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
ডাঃ মোঃ মনিরুজ্জামান মানিক স্যারের চেম্বার আগামী রবিবার (১৬/০৬/২৪) থেকে আগামী বৃহস্পতিবার (২০/০৬/২৪) তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী শুক্রবার (২১/০৬/২৪) তারিখ হইতে পূর্ব নিয়মে রোগী
দেখা হবে।
যোগাযোগ- ০১৯২৪-৫১০০৯৭

অনিবার্য কারণবশত আমাদের পূর্ব নাম্বার বন্ধ থাকার কারণে এখন থেকে এই নাম্বারে যোগাযোগ করা যাবে- 01924-510097
29/04/2024

অনিবার্য কারণবশত আমাদের পূর্ব নাম্বার বন্ধ থাকার কারণে এখন থেকে এই নাম্বারে যোগাযোগ করা যাবে- 01924-510097

*"Heat Wave" আসার সম্ভাবনা বাড়ছে :-*(*সম্ভবতঃ ৪০°-৫০° সে.!*)-------------------------------*এই সময়ে*:---স্বভাবিক পানি ...
17/04/2024

*"Heat Wave" আসার সম্ভাবনা বাড়ছে :-*
(*সম্ভবতঃ ৪০°-৫০° সে.!*)
-------------------------------
*এই সময়ে*:---

স্বভাবিক পানি পান করুন
ধীরে ধীরে পান করুন
ঠান্ডা পানি পান, বরফ/বরফ পানি পান পুরোপুরিই পরিহার করুন

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে ও পার্শ্ববর্তি দেশে HEAT WAVE চলছে।

*করণীয় ও পরিত্যজ্য :*

১. যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে, তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ, এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে।

২. যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে, তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বাভাবিক পানি পান করুন বা ঈষৎ উষ্ণ গরম পানি পান করুন, তা-ও ধীরে ধীরে।

৩. ঘরে এসেই সাথে সাথে হাত-পা-মুখ ধুবেন না। হাত-মুখ ধোয়ার বা গোসলের আগে ২০ মিনিট অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।

৪. অল্প অল্প করে বারেবারে স্বাভাবিক পানি পান করুন। জ্যুস বা কৃত্রিম
জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,লেবু পানি ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন, যদি তা আপনার জন্য কোন কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। তবে, তা-ও স্বল্প পরিমানে।

৫.প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন, তবে, ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। কিন্তু, এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

—সংগৃহীত

হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ।  সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক...
11/04/2024

হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক 🕋

Address

Kushtia Trauma Center
Kushtia
7000

Opening Hours

Monday 16:00 - 19:30
Tuesday 16:00 - 19:30
Wednesday 16:00 - 19:30
Thursday 16:00 - 19:30
Friday 11:00 - 15:00
Saturday 16:00 - 19:30
Sunday 16:00 - 19:30

Telephone

+8801321232516

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Maniruzzaman- Manik, General and Laparoscopic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Maniruzzaman- Manik, General and Laparoscopic Surgeon:

Share

Category